রিবা এভিয়ারি-Reeba Aviary-ঘুঘুর খামার

  • Home
  • Bangladesh
  • Gazipur
  • রিবা এভিয়ারি-Reeba Aviary-ঘুঘুর খামার

রিবা এভিয়ারি-Reeba Aviary-ঘুঘুর খামার ঘুঘু পাখি ক্রয় বিক্রয় করি। আমরা বিশ?

03/05/2022

Silky running pair sell Hobe.

 চুইটাল বাচ্চা বড় হচ্ছে। কিছু দিনের  মধ্যে ডিম দিবে ইনশাআল্লাহ।
27/09/2021


চুইটাল বাচ্চা বড় হচ্ছে। কিছু দিনের মধ্যে ডিম দিবে ইনশাআল্লাহ।

সব পাখালদের এটা একটা আনন্দের সময় তা যত পুরনোই হোক। সিল্কির বাচ্চা ফুটলো।
23/09/2021

সব পাখালদের এটা একটা আনন্দের সময় তা যত পুরনোই হোক। সিল্কির বাচ্চা ফুটলো।

10/09/2021

ব্রেকফাস্ট উইথ কিডস!!!

09/09/2021

ঘুঘুরা অনেক আবদার করল একটা লাইভ করার জন্য😆😆🤣🤣😇😇

সিল্কি রানিং পেয়ার
04/09/2021

সিল্কি রানিং পেয়ার

সিল্কি বাচ্চারা রেডি হচ্ছে😇😇😇
04/09/2021

সিল্কি বাচ্চারা রেডি হচ্ছে😇😇😇

রিবা এভিয়ারি এর নতুন কালেকশন এল সাদা চুইটাল। এরা এখনও ক্যামেরার সামনে দাঁড়াতে শিখেনি। শো পোস্ট। আলহামদুলিল্লাহ #চুইটালঘু...
19/08/2021

রিবা এভিয়ারি এর নতুন কালেকশন এল সাদা চুইটাল। এরা এখনও ক্যামেরার সামনে দাঁড়াতে শিখেনি।
শো পোস্ট।
আলহামদুলিল্লাহ
#চুইটালঘুঘু

২ জোড়া রানিং ঘুঘু । গ্রে জোড়া বাচ্চা সহ। সাদা জোড়া ডিমে অাছে।  ডেলিভারি চার্জ অালাদা এবং সম্ভব হলে তবে। ০১৬৭১০৯০৩৫৪অহেতু...
01/08/2021

২ জোড়া রানিং ঘুঘু । গ্রে জোড়া বাচ্চা সহ। সাদা জোড়া ডিমে অাছে। ডেলিভারি চার্জ অালাদা এবং সম্ভব হলে তবে।
০১৬৭১০৯০৩৫৪
অহেতুক ফোন দেবেন না।

এর অাগে ৬ বাচ্চা তুলেছে। এবার রেস্ট নিচ্ছে এই সিল্কি জোড়া। শো পোস্ট। #সিল্কিঘুঘু
25/07/2021

এর অাগে ৬ বাচ্চা তুলেছে। এবার রেস্ট নিচ্ছে এই সিল্কি জোড়া। শো পোস্ট।
#সিল্কিঘুঘু

৬ পিস অস্ট্রেলিয়ান রিং নেক নিউ এডাল্ট ঘুঘু হাতবদল হবে সাদা ২ পিস ৩ পিস গ্রে ১ পিস পাইড কালারএকদাম ৩০০ টাকা পিসসবগুলো একস...
07/05/2021

৬ পিস অস্ট্রেলিয়ান রিং নেক নিউ এডাল্ট ঘুঘু হাতবদল হবে
সাদা ২ পিস ৩ পিস গ্রে ১ পিস পাইড কালার
একদাম ৩০০ টাকা পিস
সবগুলো একসাথে নিলে দাম আলোচনাসাপেক্ষে
লোকেশনঃ গাজীপুর
ফোনঃ ০১৬৭১০৯০৩৫৪
ডেলিভারি (পরিস্থিতি সাপেক্ষে এবং ডেলিভারি চার্জ আলাদা)

**Sold out**

রিবা এভিয়ারির সদস্যরা-
14/11/2020

রিবা এভিয়ারির সদস্যরা-

একজোরা সাদা রিং নেক, এক জোরা গ্রে রিং নেক। দুই জোরাই রানিং। সরাসরি ০১৬৭১০৯০৩৫৪লোকেশন জয়দেবপুর গাজিপুর
13/11/2020

একজোরা সাদা রিং নেক, এক জোরা গ্রে রিং নেক। দুই জোরাই রানিং।
সরাসরি ০১৬৭১০৯০৩৫৪
লোকেশন জয়দেবপুর গাজিপুর

৪ পিস এডাল্ট নর সেল হবে।৭-৯ পরে আছে। ১ পিস পাইড কালার।৩ পিস গ্রে রিং নেক।৪৫০ টাকা পিস।০১৬৭১০৯০৩৫৪
30/10/2020

৪ পিস এডাল্ট নর সেল হবে।
৭-৯ পরে আছে। ১ পিস পাইড কালার।
৩ পিস গ্রে রিং নেক।
৪৫০ টাকা পিস।
০১৬৭১০৯০৩৫৪

(ঘুঘু পাখির চুলকানি ও উকুন রোগ)সাধারণতো ঘুঘু পাখির শরীরে উকুন , মাছি , মশা ,আটালি ইত্যাদি পরজীবী বাসা বাধে পাখির খাঁচা অ...
21/10/2020

(ঘুঘু পাখির চুলকানি ও উকুন রোগ)
সাধারণতো ঘুঘু পাখির শরীরে উকুন , মাছি , মশা ,আটালি ইত্যাদি পরজীবী বাসা বাধে পাখির খাঁচা অপরিষ্কার থাকলে
পরজীবী দূর করতে প্রথমে আমাদের ঘুঘু পাখির খাঁচা থেকে সরিয়ে খাঁচাটি ভালভাবে পানি দিয়ে পরিষ্কার করতে হবে। এরপর নিম পাতা সিদ্ধ পানি দিয়ে আরেকবার ভালো করে ধুয়ে কড়া রোদে শুঁকাতে হবে। প্রতি মাসে কমপক্ষে একবার এভাবে আপনার পাখির খাঁচা পরিষ্কার করতে হবে। প্রতিদিন খাঁচার ট্রে, খাবারের বাটি, পানির পাত্র ভালভাবে পরিষ্কার করতে হবে।
পাখির খাঁচায় বসার লাঠি(perch) পরিবর্তন করে তাজা নিমের কান্ড/ডাল ব্যবহার করতে হবে। নিম এর ডাল এর পার্চ জীবানুনাশক/পোকানাশক হিসাবে কাজ করে, পাখির চামড়া, পালক ও ঠোট সুস্থ রাখে, পাখির বসতে সুবিধা হয়, ঠান্ডায়/শীতকালে পাখির শরীর গরম রাখে, ব্রিডিং এর সময় মেটিং সফল হতে ও ডিম ফার্টাইল হতে সাহায্য করে।
উকুন দূর করার চারটি পদ্ধতি বলা হবে
1. ঘরোয়া পদ্ধতি :- নিম পাতা
নিমের দ্রবন/ Neem solution রেসিপি – ১০ টি নিম পাতা ভালো করে ধুয়ে ১ লিটার পরিমাণ ফুটন্ত গরম পানিতে ছেড়ে দিন। এর পরে পাত্রটি ঢাকনি দিয়ে ঢেকে ১৫-২০ মিনিট ধরে হালকা আঁচে সিদ্ধ করুন। পানির রঙ হালকা সবুজাভ বাদামী হলে পাত্রটি চুলা থেকে নামিয়ে ঢাকনা দিয়ে ঢাকা অবস্থায় ঠাণ্ডা হতে দিন। পাখিকে গোসলের জন্য এই পানিটা গোসলের পাত্রে অথবা পাখির গায়ে স্প্রে করে দিতে পারেন।
2. ভেটেনারি ওষুধ ব্যবহার :-
এ মেকটিন ভেট ড্রপ অথবা আইভারমেক পোর অন ভেট
দুইটাই ড্রপ , পাখির দুই পাখার নিচে দুই ফোটা , লেজে নিচে এক ফোটা দিয়ে ভালো ভাবে মেসেজ করে দিন l
এই ভাবে 7 দিন ব্যবহার করবেন l সকল উকুন ও পরজীবী
দূর হয়ে যাবে l
3 সেম্পু গোসল :- ২ বালতি পানি ও ইংলিস উকুন নাশক ১ টা মিনি পেক সেম্পু নিন। এক বালতি পানিতে মিনি পেক সেম্পু টা ভাল করে মিশিয়ে নিন। এক টা করে ঘুঘু ধরে সেম্পু পানিতে মাথা ছাড়া বাকি পুরা বডি ভাল করে ধুয়ে
নিন।তারপর পরিস্কার পানিতে ভাল ভাবে ধুয়ে শুকাবার জন্য খাচায় করে রোদ এ রাখুন। (ভালো ফলাফলের জন্য সেম্পু পানিতে ঘুঘুকে ধরে ২/১ মিনিট চুবিয়ে রাখুন,মাথা বাদে,এরপর পরিষ্কার পানিতে ধুয়ে রোদে দিন)
4 পটাশ পানি :- একটি বড় গোসলের বালতিতে পানির সাথে পটাশ মিক্স করুন l অথপর পটাস মিশ্রিত পানিতে ঘুঘু কে গোসল করান , নিজে গোসল করিয়ে দিবেন l নয়তো পাখি পটাশ মিশ্রিত পানি খেয়ে নিবে এবং অসুস্থ হবে l খেয়াল রাখবেন গোসলের সময় জেনো মাথা না ডুবে শুধু শরীর ডুবাবেন l এতে আপনার পাখির শরীরের উকুন দূর হবে l এছাড়াও পটাশ আরো কাজে লাগে যেমন :--
পটাশ ঘুঘুর জন্য খুবই উপকারী মেডিসিন।
১.মশার কামড়ে ঘুঘুর গোটা হলে পটাশ মিশ্রিত পানি গোটায় লাগালে ভাল ফল পাওয় যায়।
২.পটাশ মিশ্রিত পানিতে ঘুঘুকে গোসল করালে ঘুঘুর শরীরের পরজীবি মরে যায়।
৩.ঘুঘুর পক্স বা বসন্ত রোগে পটাশ ও চুন মিশিয়ে ব্যবহার করলে ভাল ফল পাওয়া যাবে।
৪. ঘুঘুর চোখ উঠা বা চোখে পানি আসার পর সেরে উঠার সময় দেখা যায় চোখে পেচুটি কাটে বা চোখ কেতরিয়ে উঠে।পটাশ পানি সঠিক মাত্রায় মিশিয়ে খাওয়ালে সম্পূর্ণ ভাল হয়ে যায় এই সমস্যা।
৫. ঘুঘুর ফুসফুস বা স্বর নালীর সাধারণ সমস্যার জন্য সবচেয়ে উওম ঔষধ পটাশ
তথ্য সংগ্রহ ও পোষ্ট লেখক
Md.Rabiul Alam
অ্যাডমিন :- ঘুঘু পাখির রোগ বালাই ও চিকিৎসা
বিস্তারিত জানতে ও কোনো সমস্যা থাকলে
E-mail:- [email protected]

** আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে, A-MECTIN VET উকুননাশক ড্রপ বেশ উপকারী। আমি মাসে দুইবার ব্যবহার করি। মাঝে মাঝে মাসে একবারও ব্যবহার করি। অনেক সময় ভুলে যাওয়ার কারণে এমন হয়। প্রতিটি ঘুঘুকে ধরে দুই ডানায়, লেজের গোঁড়ায়, পিঠের মাঝে এবং ঘাড়ে ১ ফোঁটা করে দিয়ে থাকি।
এর দাম পরে ৪০.০০ টাকা। আগে ৩০/৩৫ টাকায় কেনা যেত।

ঘুঘুর খাবার তৈরি- অনেকে হয়ত আমার সাথে একমত হবেন না কিন্তু আমি এভাবেই গত ২০১৯ এর এপ্রিল থেকে ঘুঘুকে খাইয়ে আসছি। প্রতি ১০ ...
11/10/2020

ঘুঘুর খাবার তৈরি-
অনেকে হয়ত আমার সাথে একমত হবেন না কিন্তু আমি এভাবেই গত ২০১৯ এর এপ্রিল থেকে ঘুঘুকে খাইয়ে আসছি। প্রতি ১০ কেজি খাবার তৈরি করি ৪ কেজি জিরা গম, ১ কেজি পোলাও চালের ধান, ১ কেজি চিনা, ১.৫ কেজি কাউন, ১ কেজি ভুট্টা ভাঙা, ২৫০ গ্রাম করে সূর্যমুখী ফুলের বীজ, বাজরা, ছোট ডাবলি মটর, কুসুম ফুলের বীজ, সরিষা, সবুজ মটর আর ১০০ গ্রাম কালিজিরা দিয়ে। তবে গরমে সরিষা দেই না। বৃষ্টির দিনে টানা ১/২ দিন বৃষ্টি থাকলে সামান্য সরিষা মিশিয়ে দেই।

আর এই খাবার কিনে এনে ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে দেই।

11/10/2020

আশা করা যায় আসছে জানুয়ারি'২০২১ মাস থেকে রিবা এভিয়ারির সেল শুরু হবে। আল্লাহর মেহেরবানী থাকলেই সম্ভব। না হলে না।

রিবা এভিয়ারির কিছু সাদা সিল্কি কালেকশন
11/10/2020

রিবা এভিয়ারির কিছু সাদা সিল্কি কালেকশন

10/10/2020

আমরা ঘুঘু পাখি ক্রয় বিক্রয় করি। কোয়ালিটি ও বিশ্বাস আমাদের শক্তি। প্রতারনা থেকে রক্ষা করতে আমরা বদ্ধপরিকর।

Address

F-227 Utta Chayabithi Road
Gazipur
1700

Telephone

+8801671090354

Website

Alerts

Be the first to know and let us send you an email when রিবা এভিয়ারি-Reeba Aviary-ঘুঘুর খামার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to রিবা এভিয়ারি-Reeba Aviary-ঘুঘুর খামার:

Videos

Share

Category