G for Genius

G for Genius We have varieties of Goats here. Besides cows, chicken, ducks n Pegions we have. We r trying to breed
(4)

শীতের বাগানের প্রস্তুতি চলছে। এর মাঝেই কিছু কিছু ফুলের সমারোহ আছে এখনও!
04/11/2023

শীতের বাগানের প্রস্তুতি চলছে। এর মাঝেই কিছু কিছু ফুলের সমারোহ আছে এখনও!

14/10/2023
13/10/2023

সদ্যজাত ২টি বকনা বাছুরই ব্রাকের ৮৭.৫% হলস্টিন ফ্রিজিয়ান বুলের (২৫৯ নং) এআই থেকে জন্ম নেয়া। তবে এবারে বাচ্চাগুলো খুবই সুন্দর রংয়ের। বড় বাচ্চাটি ১২ দিনের ও ছোট্টটা ৩ দিনের হবে।
এদের মারাও আমাদের ফার্মের বাচ্চা ও অত্যন্ত উচ্চমানের। বড় বাচ্চাটি রং চকলেট ও সাদা। আর ছোটটি কাল সাদার প্রিন্ট। এই প্রিন্টটি খুব সুন্দর লাগে দেখতে ও খুব কম হলস্টিন ফ্রিজিয়ানে দেখা যায়।
আশা করি এই বাচ্চা দুটি আমাদের ফার্মের উল্লেখযোগ্য সংযোজন হবে।

08/10/2023

পদ্মা এবং ওর বকনা বাচ্চাঃ
পদ্মা গাভীটি আমাদের ফার্মের বাচ্চা। ব্র্যাকের ৭৫% HF বুলের AI করা হয় এর মাকে। এর মাও কাল সাদা রংয়ের হলস্টিন ফ্রিজিয়ান ছিল, তবে পারসেন্টেজ কম ছিল। দুধ ছিল ১৩ কেজি।
আর পদ্মার দুধ এখন পর্যন্ত ২২ লিটার। এবারে আরো বাড়বে আশা করছি।
এবারের বকনা বাচ্চাটির রং অত্যন্ত সুন্দর। ব্রাকের ৮৭.৫% বুলের
AI. বাচ্চাটি রূপে গুনে অন্যন্য হবে আশা করছি।

07/10/2023

ফার্মের দুটি সদ্যজাত বকনা বাছুর। দুটিই ব্রাকের ২৫৯নং বুলের এআই, এদের মায়ের দুধের রেকর্ড ২২ ও ১৯ কেজি। গাভীগুলো ২য় ও ৩য় বিয়ানে আছে। সুতরাং আশা করা যায় আরো বেশী দুধের রেকর্ড হবে।
আমাদের ফার্ম অতি দ্রুত জাঁত উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। এই গাভী দুটিও আমাদের ফার্মের বাচ্চা।

নীল চিতা (Blue Plumbago): এটি দক্ষিণ আফ্রিকার স্থানীয় উদ্ভিদ।এই গাছটি প্রায় ৬ ফুট পর্যন্ত উচ্চতা বিশিষ্ট হতে পারে। এটি...
01/10/2023

নীল চিতা (Blue Plumbago):
এটি দক্ষিণ আফ্রিকার স্থানীয় উদ্ভিদ।এই গাছটি প্রায় ৬ ফুট পর্যন্ত উচ্চতা বিশিষ্ট হতে পারে। এটি সাদা রঙেও দেখা যায়।
এর ফুল সারা বছর ফোটে, রোদে ফুল ফোটে সবচেয়ে বেশি। তবে কম আলোতেও এর ফুল ফোটে।থোকায় থোকায় ফুল ফোটে।এবং এ ফুলের সৌন্দর্য সকলকেই মুগ্ধ করে।সব চিতা গাছই বিষাক্ত হতে পারে।
এটা নাতিশীতোষ্ণ অঞ্চলে ভালো জন্মে।
নীলচিতা অর্জন করেছে রয়েল হর্টিকালচারাল সোসাইটি এর গার্ডেন অফ মেরিট অ্যাওয়ার্ড।
গ্রীষ্মে বীজ,কাটিং আর অরক্ষিত যৌন প্রজনেনের এর মাধ্যমে এর বংশ বিস্তার হয়।

নীচের গাছগুলোয় ফুটে আছে আমাদের বাগানে। চারা উৎপাদনের কাজ চলছে।
গুগল ম্যাপে ফার্মের নাম G for Genius সার্চ দিয়ে চলে আসা যায়।
প্রয়োজনেঃ মনু +880 19 7140 7398

Ixora (রংগন)এটি দক্ষিণ ভারত, বাংলাদেশ ও শ্রীলংকার একটি নেটিভ গাছ।তবে এটি এখন দক্ষিণ ফ্লোরিডার বাগান ও ল্যান্ডসকেপিং-এর জ...
30/09/2023

Ixora (রংগন)

এটি দক্ষিণ ভারত, বাংলাদেশ ও শ্রীলংকার একটি নেটিভ গাছ।তবে এটি এখন দক্ষিণ ফ্লোরিডার বাগান ও ল্যান্ডসকেপিং-এর জন্য সবচেয়ে জনপ্রিয় ফুলের গাছ হিসেবে পরিচিতি পেয়েছে।এটা সুরিনামের জাতীয় ফুল।

বানিজ্যিকভাবেও খুব ইম্পর্টেন্ট মেডিসিনাল গাছ, আয়ুবের্দিক চিকিৎসার জন্য। ফুল, পাতা, শিকড় সবকিছুর ব্যবহার হয় ত্বকের চিকিৎসা ও ডায়াবেটিক নিয়ন্ত্রণের জন্য।

আমাদের বাগানে প্রায় ১৫ টিরও অধিক রং ও আকারের ফুলের প্রকার রয়েছে।

এদেরই কিছু এক্সোটিক ভ্যারাইটি ফুটে আছে আমাদের বাগানে। সব জাতেরই চারা উৎপাদনের কাজ চলছে।

গুগল ম্যাপে ফার্মের নাম G for Genius সার্চ দিয়ে চলে আসা যায়।
প্রয়োজনেঃ মনু +880 19 7140 7398

22/09/2023

৬ দাঁতের প্রায় ৩৯ ইন্চি হাইটের সরাসরি ইন্ডিয়া থেকে আনা এই যমুনাপারী হানসা পাঠাটি হতে পারে আপনার একটি অনন্য সংগ্রহ। পাঠাটি অনেক লম্বাও।
আমরা ইনব্রিডিং এভয়েড করার জন্য এটিকে বিক্রি করে দিতে চাই।
আগ্রহী ক্রেতারা যোগাযোগ করতে পারেনঃ
মনুঃ +880 19 7140 7398

নানা জাতের ফুল
01/09/2023

নানা জাতের ফুল

জবা। চারা তৈরীর কাজ চলছে।
31/08/2023

জবা। চারা তৈরীর কাজ চলছে।

বেগুনী ফুরুস। চারা পাওয়া যাচ্ছে।
30/08/2023

বেগুনী ফুরুস। চারা পাওয়া যাচ্ছে।

সুন্দর সব ফুল। চারা তৈরীর কাজ চলছে।
29/08/2023

সুন্দর সব ফুল। চারা তৈরীর কাজ চলছে।

ছোট ছোট পটের এই অরনামেন্টাল প্লান্টগুলো করবে আপনার ঘরের অপূর্ব শোভাবর্ধন। ঢাকা শহরে হোম ডেলিভারী সম্ভব। Ornamental Plant...
28/08/2023

ছোট ছোট পটের এই অরনামেন্টাল প্লান্টগুলো করবে আপনার ঘরের অপূর্ব শোভাবর্ধন। ঢাকা শহরে হোম ডেলিভারী সম্ভব।
Ornamental Plants from our Nursury. Home delivery only in Dhaka City available.

Portulaca:পর্তুলিকা ফুল
20/08/2023

Portulaca:
পর্তুলিকা ফুল

Ixora:রঙ্গন
18/08/2023

Ixora:
রঙ্গন

Portulaca: পর্তুলিকা ফুলচারার জন্য যোগাযোগ করুন।
18/08/2023

Portulaca:
পর্তুলিকা ফুল
চারার জন্য যোগাযোগ করুন।

17/08/2023

একেবারে খাঁটি যমুনাপারী হানসা পাঠা। যাঁরা জেনুইন ব্রিড নিয়ে কাজ করতে চান, তাঁদের জন্য এটি একটি অপ্রতিদ্বন্দ্বী আকর্ষণ। কারণ খাঁটি যমুনাপারী হানসা বাংলাদেশে সংখ্যায় একেবারেই নগন্য।
যোগাযোগঃ +880 19 7140 7398

আমাদের রয়েছে রঙ্গনের (Ixora) বিশাল কালেকশন। এই বর্ষায় পাওয়া যাচ্ছে সব চারা।
16/08/2023

আমাদের রয়েছে রঙ্গনের (Ixora) বিশাল কালেকশন। এই বর্ষায় পাওয়া যাচ্ছে সব চারা।

সব চারা পাওয়া যাচ্ছে।
15/08/2023

সব চারা পাওয়া যাচ্ছে।

15/08/2023

সুন্দর একজোড়া তোতাপারী বাচ্চা। আগ্রহীরা যোগাযোগ করুন।
মনুঃ +880 19 7140 7398

14/08/2023

একটি খুব সুন্দর অল্প বয়সী পাঠাঃ

এই অল্প বয়সী পাঠাটি যমুনাপারী পাঠা ও হরিয়ানা মায়ের বাচ্চা। এটি সাইজে অনেক বড় হবে। ব্ল্যাক বেঙ্গল বা ক্রস পাঠী দিয়ে যারা মূলত কোরবানীকেন্দ্রিক বা মাংসের জন্য খাশী প্রস্তুত করতে চান, সেসব খামারের প্রজননের জন্য এটি একটি আদর্শ পাঠা।
আমরা অত্যন্ত আকর্ষণীয় মূল্যে এই বর্ষায় এই পাঠাটি বিক্রি করতে চাই।
যোগাযোগঃ +880 19 7140 7398

এই সব গাছের চারা পেতে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে।
12/08/2023

এই সব গাছের চারা পেতে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে।

Portulaca পর্তূলিকা ফুল
11/08/2023

Portulaca
পর্তূলিকা ফুল

01/08/2023
আমাদের রয়েছে প্রচুর রঙ্গনের সংগ্রহ। এই বর্ষায় চলছে চারা উৎপাদনের আয়োজন। শীতে আর্কষনীয় মূল্যে এই চারাগুলো পাওয়া যাবে।
29/07/2023

আমাদের রয়েছে প্রচুর রঙ্গনের সংগ্রহ। এই বর্ষায় চলছে চারা উৎপাদনের আয়োজন। শীতে আর্কষনীয় মূল্যে এই চারাগুলো পাওয়া যাবে।

বিভিন্ন রংয়ের ফুরুস। বড় গাছ যেমনটি দেখছেন ছবিতে বা ছোট চারা - সবই আছে আমাদের কাছে। যোগাযোগঃ মনু - +880 19 7140 7398
29/07/2023

বিভিন্ন রংয়ের ফুরুস। বড় গাছ যেমনটি দেখছেন ছবিতে বা ছোট চারা - সবই আছে আমাদের কাছে।
যোগাযোগঃ মনু - +880 19 7140 7398

28/07/2023

তোতাপুরী পাঠী বাচ্চা। মাত্র ২ মাস বয়স। পর্যাপ্ত দুধ খাওয়ানোয় এর গ্রোথ খুবই ভাল ও এটি একটি অত্যন্ত ভাল মানের মা হয়ে উঠবে।

27/07/2023

Hero in Making!
মাত্র ২ মাস বয়সের এই তোতাপুরী বাচ্চাটিকে দেখলেই বুঝা যায় - প্রাপ্ত বয়সে ও একটি অত্যন্ত সবল, বৃহদাকার ও উৎপাদনকারী পাঠা ছাগলে পরিনত হবে। আপনাদের দোয়া কামনা করি।

25/07/2023

বাংলাদেশে পিওর হাসনা যমুনাপারীর সংখ্যা খুবই কম। আমাদের সীমিত যমুনাপারী প্রজাতির ছাগলগুলো দিয়ে বংশ বৃদ্ধির চেষ্টা করছি।
এই পাঠা বাচ্চাটি মাত্র ২ মাস বয়সের। আশা করা যায়, এটি একটি অত্যন্ত উন্নত মানের পাঠা হবে ও হানসা প্রজাতির বা শংকর ছাগলের বংশবৃদ্ধিতে সহায়ক হবে।

07/06/2023

সুন্দর এই বুলটার আমদের ফার্মে জন্ম ও দেয়া নামঃ হাডসন।
জন্মঃ ০৪.০৯.২০।
জন্ম কালীন ওজনঃ ৪৬ কেজি।
বংশ পরিচয়
ষাঁড় সিমেনঃ হাডসন, বুল নং ১৮৩, ১০০% HF (imported), ব্রাক।
বাংলাদেশে এই ষাঁড়গুলোর মায়ের দুধের রেকর্ড শীর্ষস্হানীয়। গাভীঃ দেশী+জার্সি+হলষ্টিন ফ্রিজিয়ান, দুধের রেকর্ডঃ ১৯ কেজি। প্রতি বছর বাচ্চা দেয়।
ষাঁড়টির এখনকার ওজন ৬২০ কেজি। আমরা CP কোম্পানীর বুলের দানাদার খাবার ও পর্যাপ্ত কাঁচা ঘাস দেই। ইউরিয়া মোলাসিস ব্যবহার না করায় মাংস অত্যন্ত সুস্বাদু হয়।
আপনার এবারের কুরবানীর জন্য এটি হতে পারে একটি আদর্শ ষাঁড়। বয়স অল্প হওয়ায় ও খাদ্যাভাসের কারণে মাংস হবে অত্যন্ত সুস্বাদু।
আবার অভিজ্ঞ খামারীরা এর অনেক ওজন বৃদ্ধি করতে পারবেন। ১০০০+ কেজি ফ্যাটেনিং জন্য করতে পারেন আগামী বছরের সংগ্রহ।
চাইলে কোন খামারী এটাকে প্রজননের কাজেও লাগাতে পারেন।
বিস্তারিত জানতে ও খামার পরিদর্শনের জন্য যোগযোগ করুন
মনুঃ +880 19 7140 7398

07/06/2023

সুন্দর একটি শাহীওয়াল ষাঁড়।
জন্মঃ ১৭.১২.২০।মাত্র ২ দাঁত হয়েছে।
জন্ম কালীন ওজনঃ ৩৬ কেজি।
বংশ পরিচয় - বুল নং ৩০২, ১০০% শাহীওয়াল HF, ব্রাক। গাভীঃ শাহীওয়াল+হলষ্টিন ফ্রিজিয়ান, দুধের রেকর্ডঃ ১৭ কেজি। প্রতি বছর বাচ্চা দেয়।

ষাঁড়টির এখনকার ওজনঃ প্রায় ৪৫০ কেজি। আমরা CP কোম্পানীর বুলের দানাদার খাবার ও পর্যাপ্ত কাঁচা ঘাস দেই। ইউরিয়া মোলাসিস ব্যবহার না করায় ও বয়স অল্প হওয়ায় মাংস অত্যন্ত সুস্বাদু হবে।

আপনার এবারের কুরবানীর জন্য এটি হতে পারে একটি অত্যন্ত আকর্ষণীয় ষাঁড়।

অন্যদিকে বয়স কম হওয়ায় আগামী বছরের ফ্যাটেনিং প্রজেক্টের জন্যও এটি একটি আদর্শ ষাঁড। অভিজ্ঞ খামারীরা এর অনেক ওজন বৃদ্ধি করতে পারবেন।

এটিকে করুন আপনার ফার্মের আকর্ষনীয় সংগ্রহের একটি অথবা এবারের কুরবানীর ষাঁড়।

ক্রয়ের জন্য যোগাযোগ করুনঃ 01971407398

Address

Monipur Bazar, Hotapara
Gazipur

Opening Hours

Monday 09:00 - 21:00
Tuesday 09:00 - 21:00
Wednesday 09:00 - 21:00
Thursday 09:00 - 21:00
Friday 09:00 - 22:00
Saturday 09:00 - 22:00
Sunday 09:00 - 21:00

Telephone

+8801971407398

Website

Alerts

Be the first to know and let us send you an email when G for Genius posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Nearby pet stores & pet services