G for Genius

G for Genius We have varieties of Goats here. Besides cows, chicken, ducks n Pegions we have. We r trying to breed these and also sell in limited numbers.
(4)

It's a tranquil small farm house with greens n gardens!

11/08/2024

ফার্মের জন্য কিছু দেশী মুরগী ক্রয় করা হয়েছে। দেশী জাত সংরক্ষণ খুবই গুরত্বপূর্ন।
তাই যাদের শখ ও সুবিধা আছে, তারা আমাদের এই অন্চলের একেবারে খাঁটি জাতটি সংরক্ষণের চেস্টা করতে পারেন।

10/08/2024

এই তিনটি বাছুরের পর আমাদের আরো দু’টি ষাঁড় বাছুর হয়েছে। গাভী ও বকনাগুলোর প্রডাক্টিভিটি বাড়ার লক্ষণ দেখা যাচ্ছে।
এখন ফার্মে মোট ১৬টি গরু রয়েছে।

09/08/2024

জওয়ানঃ
এখনও অদাঁত এই তোতাপুরি পাঠাটি হতে পারে আপনার আকর্ষনীয় সংগ্রহ।
প্রয়োজনেঃ +880 18 8306 8860

আমার দু চোখের স্বপ্ন তুমি,রিমঝিম সুরে বৃষ্টির ধারা তুমি,আমার হৃদয়ের ক্যানভাস তুমি,তুমি আমার অপূর্ব সৃষ্টির আঁধার।
08/08/2024

আমার দু চোখের স্বপ্ন তুমি,
রিমঝিম সুরে বৃষ্টির ধারা তুমি,
আমার হৃদয়ের ক্যানভাস তুমি,
তুমি আমার অপূর্ব সৃষ্টির আঁধার।

07/08/2024

ফার্মে আনা নতুন ছাগলগুলো বেশ সুস্হ সবল আছে। একমাসের মধ্যে ২টি ছাগল বাচ্চা দিয়েছে। আরেকটি শিরোহী পাঠীর দূর্ভাগ্যবশতঃ এ্যাবরশন হয়েছে।
তবে জুলাই মাসের শেষের দিকে সব পাঠীগুলিই প্রজনন করেছে। আমাদের ফার্মের ছাগলগুলোর উত্তরোত্তর উন্নতি আশা করছি।

তুমি যখন যেভাবেই ফিরে আসো,তোমাকে ফিরিয়ে দেওয়ার সাধ্য আমার নেই।তুমি আমার রক্তে মিশে গেছো।আর রক্ত কিভাবে ধুয়ে ফেলতে হয়...
06/08/2024

তুমি যখন যেভাবেই ফিরে আসো,
তোমাকে ফিরিয়ে দেওয়ার সাধ্য আমার নেই।
তুমি আমার রক্তে মিশে গেছো।
আর রক্ত কিভাবে ধুয়ে ফেলতে হয়
আমি জানি না।

05/08/2024

এই শাহীওয়াল ষাঁড় বাছুরটির এখনও দাঁত হয়নি। তবে এখন বেশ দ্রুত বেড়ে উঠছে। ২০২৬ কুরবানীর জন্য এটি হতে পারে একটি আকর্ষনীয় সংগ্রহ।
প্রয়োজনেঃ +880 18 8306 8860

কিন্তু আমার ঘরে কেউ আগুন দিতে এলে,আমার ভায়ের বুক কেউ বুলেটে ঝাঁঝরা করে দিলে,আমার বোনের রওশন চৌকিকেউ তছনছ করে দিতে এলে,নি...
04/08/2024

কিন্তু আমার ঘরে কেউ আগুন দিতে এলে,
আমার ভায়ের বুক কেউ বুলেটে ঝাঁঝরা করে দিলে,
আমার বোনের রওশন চৌকি
কেউ তছনছ করে দিতে এলে,
নিরস্ত্র আমি নিমেষে হয়ে উঠি দুরন্ত লড়াকু।

03/08/2024

ফার্মে ফুটফুটে সুন্দর দু’টি বাচ্চা হয়েছে।

23/06/2024
তোমার সাথে আমার সাথেদেখা হউক মধ্য রাতেদেখা হউক মেঘের জলেদেখা হউক পাখির দলে।
21/06/2024

তোমার সাথে আমার সাথে
দেখা হউক মধ্য রাতে
দেখা হউক মেঘের জলে
দেখা হউক পাখির দলে।

যে আমাকে প্রেম শেখালোজোৎস্না রাতে ফুলের বনেসে যেন আজ সুখেই থাকেসে যেন আজ রানীর মতব্যক্তিগত রাজ্যপাটেপা ছড়িয়ে সবার কাছেবস...
20/06/2024

যে আমাকে প্রেম শেখালো
জোৎস্না রাতে ফুলের বনে
সে যেন আজ সুখেই থাকে

সে যেন আজ রানীর মত
ব্যক্তিগত রাজ্যপাটে
পা ছড়িয়ে সবার কাছে
বসতে পারে
বলতে পারে মনের কথা
চোখের তারায়
হাত ইশারায়

নতজানু হয়ে আমি চেয়ে আছি মাটির দিকেউজ্জল বর্নিল ফুলের মঞ্জরিত শাখার দিকে আমি তাকিয়েতুমি যেন মৃন্ময়ী বসন্ত,আমার প্রিয়...
19/06/2024

নতজানু হয়ে আমি চেয়ে আছি
মাটির দিকে
উজ্জল বর্নিল ফুলের মঞ্জরিত শাখার দিকে
আমি তাকিয়ে
তুমি যেন মৃন্ময়ী বসন্ত,আমার প্রিয়তমা
আমি তোমার দিকে তাকিয়ে।

তুমি চলে যাও মন্দাকিনী, দেখতে চাই না তোমাকে।তোমার চোখের কোণে বিজলির চমকঠোঁটের কোণে সম্মোহনী চিরায়ত আহবানআমাকে ধুলায় মিশা...
12/06/2024

তুমি চলে যাও মন্দাকিনী, দেখতে চাই না তোমাকে।
তোমার চোখের কোণে বিজলির চমক
ঠোঁটের কোণে সম্মোহনী চিরায়ত আহবান
আমাকে ধুলায় মিশায়।
তোমার রংচটা হৃদয়ের দক্ষিণের গলিতে
আমাকে ডেকো না। আমি ভয়ে অস্থির হই।
ওখানে তোমার প্রেমের ডাকাতের আস্তানা।
সর্বস্ব হারানোর মহা সম্ভাবনা।

10/06/2024

আমাদের যমুনাপারী বাবা ও কারোলী কোটা (হরিয়ানা) মার সন্তান “পাঠান”। ধীরে ধীরে এটি একটি আকর্ষনীয় পাঠায় পরিণত হচ্ছে।

09/06/2024

আমাদের তোতাপুরী পাঠা - জওয়ান!
এখনও দাঁতে নাই।
বংশ পরিচয়ে এটি অনেক বড় হবে
ও প্রজননের জন্য খুবই উপযোগী হয়ে উঠবে।

অতোটুকু চায় নি বালিকা!অতো শোভা, অতো স্বাধীনতা!চেয়েছিলো আরো কিছু কম,আয়নার দাঁড়ে দেহ মেলে দিয়েবসে থাকা সবটা দুপুর, চেয়েছিল...
08/06/2024

অতোটুকু চায় নি বালিকা!
অতো শোভা, অতো স্বাধীনতা!
চেয়েছিলো আরো কিছু কম,

আয়নার দাঁড়ে দেহ মেলে দিয়ে
বসে থাকা সবটা দুপুর, চেয়েছিলো
মা বকুক, বাবা তার বেদনা দেখুক!

অতোটুকু চায় নি বালিকা!
অতো হৈ রৈ লোক, অতো ভিড়, অতো সমাগম!
চেয়েছিলো আরো কিছু কম!

একটি জলের খনি
তাকে দিক তৃষ্ণা এখনি, চেয়েছিলো
একটি পুরুষ তাকে বলুক রমণী

Address

Monipur Bazar, Hotapara
Gazipur

Opening Hours

Monday 09:00 - 21:00
Tuesday 09:00 - 21:00
Wednesday 09:00 - 21:00
Thursday 09:00 - 21:00
Friday 09:00 - 22:00
Saturday 09:00 - 22:00
Sunday 09:00 - 21:00

Telephone

+8801971407398

Website

Alerts

Be the first to know and let us send you an email when G for Genius posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Nearby pet stores & pet services