Khulna Vet Care

Khulna Vet Care We Are Promised to Ensure Quality Animal Services like Consultancy, Diagnostics, Surgery, Grooming...

ওর নিউটার করানোর কথা ছিলো। এরপর থেকে তাকে আর নাগালের মধ্যে পাওয়া যাচ্ছেনা....  Context: কমেন্টে
24/06/2024

ওর নিউটার করানোর কথা ছিলো।
এরপর থেকে তাকে আর নাগালের মধ্যে পাওয়া যাচ্ছেনা....

Context: কমেন্টে

একটু সচেতন মানুষ হই। একটু বিবেচক হই রাস্তাঘাটে। চোয়াল ভেংগে দুইভাগ হয়ে গেছে আর চোখের অবস্থা তো দেখতেই পাচ্ছেন। ১০ মিনিট ...
24/06/2024

একটু সচেতন মানুষ হই। একটু বিবেচক হই রাস্তাঘাটে।

চোয়াল ভেংগে দুইভাগ হয়ে গেছে আর চোখের অবস্থা তো দেখতেই পাচ্ছেন। ১০ মিনিট আগেও যে চোখ দুটো সবাইকে বিশ্বাস করতে শিখেছিলো, সেই চোখের একটি শুধুই অন্ধকার দেখছে। অপর একটি চোখে রয়েছে নিজের জীবন আর মানুষের প্রতি তীব্র ঘৃণা.....

ক্লিনিক্যাল আপডেটঃ ওর ব্যাক টু ব্যাক দুটো সার্জারি হয়েছে। একটি চোখের, আরেকটি চোয়ালের অর্থোপেডিক সার্জারি। সে আগের থেকে অনেক ভাল আছে।

বাচ্চা আটকে গিয়ে খারাপ অবস্থা। সেই বাচ্চার একটা টানাটানি করতে যেয়ে হাত ও ছিড়ে ফেলেছিলো ওর মালিক। ইমারজেন্সি সিজার করা হয়...
22/06/2024

বাচ্চা আটকে গিয়ে খারাপ অবস্থা। সেই বাচ্চার একটা টানাটানি করতে যেয়ে হাত ও ছিড়ে ফেলেছিলো ওর মালিক। ইমারজেন্সি সিজার করা হয়। এরপরেও সার্জারির প্রথম দিন থেকেই নিজের দুধ খাইয়ে বাকি বাচ্চাদের বড় করে ফেলেছে!

স্ট্রং এবং দায়িত্বশীল মা! 🥰

#সিজারিয়ান_সেকশন #বিড়াল

সিভিয়ার রেসপাইরেটরি ইস্যু ছিলো। দীর্ঘ চিকিৎসা পেয়েছে বিভিন্ন জায়গার। প্রাণ যায় যায় এমন ভাবে এসেছিলো সে। সবাই অশ্রুসিক্ত।...
21/06/2024

সিভিয়ার রেসপাইরেটরি ইস্যু ছিলো। দীর্ঘ চিকিৎসা পেয়েছে বিভিন্ন জায়গার। প্রাণ যায় যায় এমন ভাবে এসেছিলো সে। সবাই অশ্রুসিক্ত।
একদম শূন্য থেকে শুরু করেছিলাম আমরা। আশাও ছিলো ক্ষীণ।

আল্লাহ চেয়েছিলেন ওকে ফেরাবেন। ফিরেছে সে। চিকিৎসা শেষে আজ রিলিজ দেয়া হয়েছে। হাসিমুখে বাড়ি ফিরছে সবাই।

আলহামদুলিল্লাহ।

20/06/2024
17/06/2024

সীমিত আকারে বিড়াল কুরবানির গরু, ছাগলের মাংসও খেতে পারবে সমস্যা নাই।
*প্রয়োজনের অতিরিক্ত মানুষ-প্রাণি সবার জন্যই ক্ষতির কারন হতে পারে।

পোষা বিড়াল বয়ঃপ্রাপ্ত  হলেই অনেক সময় সংগীর খোঁজে বাইরে চলে যায়। এই বিড়ালগুলো বাসায় না ফিরে বাইরেই থাকতে শুরু করলেই বাধে ...
16/06/2024

পোষা বিড়াল বয়ঃপ্রাপ্ত হলেই অনেক সময় সংগীর খোঁজে বাইরে চলে যায়। এই বিড়ালগুলো বাসায় না ফিরে বাইরেই থাকতে শুরু করলেই বাধে বিপত্তি।

📍 এরা ভালোভাবে বাইরে টিকে থাকতে পারেনা।
📍 এদের রোগ প্রতিরোধ ক্ষমতা স্ট্রে বিড়ালের তুলনায় কম হয়।
📍 এরা প্রতিযোগিতা করে খাবার সংগ্রহ করতে পারেনা, ভাবে কেউ হয়তো খাবার প্লেটে দিয়ে যাবে।
📍 নিজেকে প্রটেক্ট করার ক্ষমতা এদের কম থাকে। এরা বোকা হয়।

তাই বেশিরভাগ ক্ষেত্রেই এরা ধুকে ধুকে মারা যায়।
যারা ছোট থেকে বিড়াল বাসায় রেখে পারিবারিক বা অন্যান্য সমস্যায় বিড়াল রাস্তায় ছেড়ে দেয়ার কথা ভাবেন তারা হয়তো এগুলো জানেন না। আবার অনেকের বিড়াল বাড়ি থেকে পালালে তারা না খুঁজে ভাবেন সে বাইরে বেঁচে যাবে। সত্যিকার অর্থে খুব কম বিড়ালই পারে সেটা।

বাসায় লালন করা বিড়ালের স্পে নিউটার জরুরি, সেই সাথে জরুরি তাকে সাথে নিয়ে লাইফ টাইম থাকার কমিটমেন্ট।

বিড়ালটি উপর থেকে পরে পা ভেংগে ফেলেছিলো। আল্লাহর অশেষ দয়ায় অর্থোপেডিক সার্জারির মাধ্যমে কারেকশন করা সম্ভব হয়েছে। আশা করছি...
15/06/2024

বিড়ালটি উপর থেকে পরে পা ভেংগে ফেলেছিলো। আল্লাহর অশেষ দয়ায় অর্থোপেডিক সার্জারির মাধ্যমে কারেকশন করা সম্ভব হয়েছে। আশা করছি সে সুস্থ হয়ে আগের মত হাটতেও পারবে।

যারা ২ তলার উপরে বিড়াল পালেন, অনাকাঙ্ক্ষিত দূর্ঘটনা এড়াতে বাসা ক্যাটপ্রুফ করে নিয়েন।

Khulna Vet Care (খুলনা ভেট কেয়ার)
(Because your pet deserves the best)

বাচ্চা বের বের হচ্ছেনা বলে টেনে বের করতে যেয়ে হাত ছিড়ে ফেলেছে! টানাটানি করা যে যাবেনা এমন টা নয়। কিন্তু টানবেন কখন সেটা ...
06/06/2024

বাচ্চা বের বের হচ্ছেনা বলে টেনে বের করতে যেয়ে হাত ছিড়ে ফেলেছে!

টানাটানি করা যে যাবেনা এমন টা নয়। কিন্তু টানবেন কখন সেটা জানতে হবে। বাচ্চা কোন পজিশনে থাকলে টানা যাবেনা সেটাও জানতে হবে৷ প্রেগনেন্সি জটিলতায় বাচ্চা সহ মা ও মৃত্যু ঝুঁকিতে থাকে।

পরে মন খারাপ হয় যে ডাক্তারের কাছে তো নিলাম কিন্তু বাচানো গেলো না! ডাক্তার মনে হয় সঠিক ট্রিটমেন্ট করে নাই! 😄

বিঃদ্রঃ ছবির মা বিড়ালটির সিজার করে বাচ্চা বের করা হয়েছে, পজিশন ঠিক না থাকায় ২৪ ঘন্টার বেশি সময় ধরে বাচ্চাটি জরায়ুতেই আটকে মারা যায়। মালিক টেনে বের করতে যেয়ে হাত ছিড়ে ফেলে। বাচ্চা মারা গেছে৷ মা এখন অবধি ভালো আছে।

তিন তলা থেকে পরে যেয়ে পেছনের দিকটা একদমই প্যারালাইজড হয়ে গিয়েছিলো। ওর মালিক জিগ্যেস করছিলেন ওকি আর কখনো দাড়াঁতে পারবে! শ...
18/05/2024

তিন তলা থেকে পরে যেয়ে পেছনের দিকটা একদমই প্যারালাইজড হয়ে গিয়েছিলো। ওর মালিক জিগ্যেস করছিলেন ওকি আর কখনো দাড়াঁতে পারবে!

শুধু বলেছিলাম আল্লাহ ভরসা, চিকিৎসা চলুক। এখন এই বাচ্চাটার হাটাচলা, দৌড়াদৌড়ি, লাফালাফি দেখলে কেউ ভাবতেও পারবেনা সে একসময় প্যারালাইজড ছিলো!

এত্ত খুশি!!! 🤗

দিনে একবার হলেও চেক করবেন আপনার বিড়াল ঠিকঠাক প্রস্রাব করতেছে কিনা....© Khulna Vet Care (খুলনা ভেট কেয়ার) বাড়ি ২০২, রোড ন...
15/05/2024

দিনে একবার হলেও চেক করবেন আপনার বিড়াল ঠিকঠাক প্রস্রাব করতেছে কিনা....

© Khulna Vet Care (খুলনা ভেট কেয়ার)
বাড়ি ২০২, রোড নং ৮
সোনাডাঙা প্রথম ফেজ
খুলনা সদর।

Another লিলিপুট! বয়সঃ ৬ মাসওজন অনুমান করতে পারবেন!? 😁 #স্পে
15/05/2024

Another লিলিপুট!
বয়সঃ ৬ মাস
ওজন অনুমান করতে পারবেন!? 😁

#স্পে

13/05/2024

নিতান্তই মন্দ ভাগ্য বাচ্চাটার। আর কিছুদিন পেরোলেই উড়তে পারতো।

একটা পাখির বাসা, পাখির বাসা দেখে খুব আগ্রহ করেই খুঁজে দেখা হলো ডিম বা বাচ্চা আছে কিনা! সত্যিই একটা ছানা!
প্রথমে ভয় খুব ভয় পাচ্ছিলো আমাদের স্পর্শ, বাসায় এনে ওর জন্য ক্রিটিক্যাল কেয়ার খাবার বানানো হয়েছে। সেও আগ্রহ নিয়ে খেলো। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়।

#চরুই পাখি

13/05/2024

এ কেমন মানষিকতা?

বিড়াল চেম্বারে আনতে আনতে পথেই মা*রা গিয়েছে। ডাক্তার চেক করে জানালেন বিড়ালটি আর বেঁচে নেই। যারা বিড়াল এনেছেন তাদের মাঝে একজন অঝোরে কান্না শুরু করলেন, ওনার কান্নায় সকলেই সহমর্মী শান্তনা দেবার চেষ্টা করলেন।

হঠাৎ ই কান্নারত ব্যক্তি তার সাথে আসা মানুষটিকে ফোন দিয়ে নিচু স্বরে বলছেন "রিল বানাবো ভিডিও কর" এই বলে বিড়াল নিয়ে আবারো কান্না শুরু করলেন। যেহেতু সবাই তার দিকেই এটেনশন দিয়ে ছিলো, সবাই শুনেও ফেলে সেটি।😃

এখন তো বিশ্বাস করতেই কষ্ট হচ্ছে সোস্যাল মিডিয়াতে প্রাণি মারা যাওয়ার পর যে আহাযারির ইমোশনাল ক্লিপ/ ভিডিও গুলো দেখা যায় সেগুলো স্ক্রিপটেড কিনা।
কোনো আদরের পাখি/প্রাণি চলে যাবার পর তাদের মাথায় ভিডিও বানানোর চিন্তা কিভাবে আসবে!

বংশের শেষ বাতি...
12/05/2024

বংশের শেষ বাতি...

অবশেষে সেই ছোট্ট গরীবের রাণী চম্পার স্পে সম্পন্ন হলো 🥰যদিও সে এখন গরীব নাই। বড় অট্টালিকায় এসি দালানে সারাদিন আদরে থাকে। ...
11/05/2024

অবশেষে সেই ছোট্ট গরীবের রাণী চম্পার স্পে সম্পন্ন হলো 🥰

যদিও সে এখন গরীব নাই। বড় অট্টালিকায় এসি দালানে সারাদিন আদরে থাকে। 🤭

আমাদের একজন স্পেশাল গেস্ট আছে যিনি মাঝে মাঝে আসেন এবং প্রতিবারই তার সাথে কুংফু করতে হয়। হাতের নখ গুলোর দিকে তাকালে দেখলে...
09/05/2024

আমাদের একজন স্পেশাল গেস্ট আছে যিনি মাঝে মাঝে আসেন এবং প্রতিবারই তার সাথে কুংফু করতে হয়।

হাতের নখ গুলোর দিকে তাকালে দেখলেন সবগুলো চাপাতি বের করে রেডি! ছুরির মত কিছু দাঁতও আছে। হাতে ওষুধ দেখলেই মুখে লালা ফেনা করা শুরু হয়।

তার সাথে যেকোনো কিছু করাই রীতিমতো মত যুদ্ধ। ভাগ্যিস তার বাবা মা তার স্বভাব সম্পর্কে সচেতন।

ফ্যানে লেগে বুক কেটে দুইভাগ হয়ে পেটের নাড়িভুঁড়ি দেখা যাচ্ছিলো। সার্জারি করে সেটি সুন্দরভাবে কারেকশন করা গেছে।ছবিঃ সার্জা...
07/05/2024

ফ্যানে লেগে বুক কেটে দুইভাগ হয়ে পেটের নাড়িভুঁড়ি দেখা যাচ্ছিলো। সার্জারি করে সেটি সুন্দরভাবে কারেকশন করা গেছে।

ছবিঃ সার্জারির আগে এবং পরে.... 🥰

স্মল ব্রিড ডগের এনেস্থিসিয়া সব সময়ের জন্যই চ্যালেঞ্জিং। প্রধান সমস্যা র‍্যাপিড হাইপোথার্মিয়া, সার্জারি সময় সাপেক্ষ হলে স...
06/05/2024

স্মল ব্রিড ডগের এনেস্থিসিয়া সব সময়ের জন্যই চ্যালেঞ্জিং।
প্রধান সমস্যা র‍্যাপিড হাইপোথার্মিয়া, সার্জারি সময় সাপেক্ষ হলে সেটি আরো বেশি চ্যালেঞ্জিং যদি প্রাণিটি হয় বয়স্ক!

ব্রিডঃ পম/পমেরানিয়ান (টয় ব্রিড)
ওজনঃ ৩.৬ কেজি!
বয়সঃ ৯ বছর
সার্জারিঃ Cryptorchid Testicular Tumor (CTT)

আলহামদুলিল্লাহ, সে পুরোপুরি সুস্থ।💐

রেয়ার ও বিভিন্ন ক্রিটিক্যাল সমস্যা নিয়ে অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসছে Khulna Vet Care এ সেবা নিতে। প্রাণিদের নতুন করে জীবনে ফেরা আর প্রাণির অভিভাবকদের খুসিটাই আমাদের অর্জন।

Khulna Vet Care (খুলনা ভেট কেয়ার)
(Because your pet deserves the best)

✅ এই গরমে যা যা করবেন 🕳️ সকাল ১১ টা থেকে দুপুর ৩ টা পর্যন্ত শক্ত/সলিড খাবার খাওয়ানো বন্ধ রাখুন।🕳️ পর্যাপ্ত পরিমানে সহনীয়...
03/05/2024

✅ এই গরমে যা যা করবেন

🕳️ সকাল ১১ টা থেকে দুপুর ৩ টা পর্যন্ত শক্ত/সলিড খাবার খাওয়ানো বন্ধ রাখুন।
🕳️ পর্যাপ্ত পরিমানে সহনীয় ঠান্ডা পানি, তরল স্যুপ রাখতে পারেন।
🕳️ বড় লোমের বিড়ালদের ট্রিম করে দিতে পারেন।
🕳️ দুপুরে গায়ে পানি স্প্রে করে দিতে পারেন, গা মুছে দিতে পারেন।
🕳️ স্ট্রোক করতেছে এই সময় বা স্ট্রোক পরবর্তী যত দ্রুত সম্ভব ঠান্ডা স্থানে রেখে গা মুছে দিন।
🕳️ ডাক্তারের এপয়েন্টমেন্ট নিয়ে যত দ্রুত সম্ভব চলে আসুন।

© নিয়মিত বিভিন্ন পরামর্শের বিস্তারিত পাওয়া যায়
Khulna Vet Care (খুলনা ভেট কেয়ার) গ্রুপে

ছবিঃ হিট স্ট্রোক পরবর্তী ক্রিটিক্যাল কেয়ার।

অতিরিক্ত ভালোবাসা অনেক সময় ক্ষতির কারন...গতবছর বিড়ালটিকে দেখে চিনতে কষ্ট হচ্ছিলো কারনও প্রথম যখন এসেছিলো ওজন ছিলো আড়াই ক...
02/05/2024

অতিরিক্ত ভালোবাসা অনেক সময় ক্ষতির কারন...

গতবছর বিড়ালটিকে দেখে চিনতে কষ্ট হচ্ছিলো কারনও প্রথম যখন এসেছিলো ওজন ছিলো আড়াই কেজির মত। ৯-১০ মাস ব্যবধানে ওজন হয়েছে ৮.৫ কেজি। দেশি বিড়ালের এত ওজন দেখে ডাক্তার ওজন কমানোর পরামর্শ দেন, প্রয়োজনীয় খাদ্যতালিকাও দেন, এক্সারসাইজ করাতে বলেন।
কিন্তু বিড়াল মালিক কোনো কথাই আমলে নেন নি। সারাদিন খাবার মুখে সামনে দিয়ে রাখতেন, বিড়ালটা মেজাজি, খাবার দিলে ট্রিট দিলে কিছুটা শান্ত হয়। ডাক্তার প্রতিবারই নিষেধ করেছেন খাবার দিয়ে এসব করতে।

কয়েকদিন আগে বিড়ালটি হুট করে মা*রা গেছে। লাস্ট যখন মেপেছেন ওজন ছিলো ৯.১ কেজি। ডাক্তার দেখানোর মত পর্যাপ্ত সময় বিড়ালটি তাকে দেয়নি।
মা*রা যাওয়ার সময়ও যখন খিচুনি দিচ্ছিলো তখনো তিনি মুখে ট্রিট গুজে দিচ্ছিলেন!

হাউমাউ করে কেদে যে বর্ননা দিয়েছেন তাতে বিড়ালটির হিট স্ট্রোক হয়েছে বলেই ধারনা করা যাচ্ছে। কিন্তু তার এবং তার পরিবারের একটাই আফসোস বিড়ালটি মা*রা যাবার আগে তার হাতে খেয়ে মর*লো না।

এরকম প্রাণি অভিভাবক খুবই অপছন্দের।

ছবি: ইন্টারনেট।

আর কিছুক্ষণ বাকি ডেলিভারির। অস্থিরতায় মা বিড়াল হুট করেই রাস্তায় বের হয়ে যায় আর অমনি ইজিবাইক এসে মাথা থেতলে দেয় 💔চেম্বারে...
01/05/2024

আর কিছুক্ষণ বাকি ডেলিভারির। অস্থিরতায় মা বিড়াল হুট করেই রাস্তায় বের হয়ে যায় আর অমনি ইজিবাইক এসে মাথা থেতলে দেয় 💔

চেম্বারে আনা হলে পেটের বাচ্চাগুলো বেঁচে আছে কিনা সেই সম্ভাবনায় ওটিতেও নেয়া হলো কিন্তু দূর্ভাগ্য! খোদা তা'য়ালা অনেক আগেই মায়ের সাথে বাচ্চাদেরও স্পটেই নিয়ে গেছেন।

প্রেগন্যান্সির শেষ সময়গুলোতে মা বিড়াল/কুকুর নিরাপদ জায়গা সন্ধান এবং স্ট্রেসের কারনে অনেক ছুটোছুটি করে। এই সময়ে একটি নির্দিষ্ট ঘরে ২/১ দিন রেখে দেয়া যেতে পারে এবং অবশ্যই তার সাথে তার বিশ্বস্ত কেউ সময় দিতে পারেন।

বয়স ৭ মাস +,  ওজন মাত্র ১.২ কেজি।বয়স হয়ে গেলে এবং কোনো শারীরিক সমস্যা না থাকলে কিছু বাড়তি সতর্কতায় কম ওজনের বিড়াল-কুকুরে...
30/04/2024

বয়স ৭ মাস +, ওজন মাত্র ১.২ কেজি।
বয়স হয়ে গেলে এবং কোনো শারীরিক সমস্যা না থাকলে কিছু বাড়তি সতর্কতায় কম ওজনের বিড়াল-কুকুরেরও অভিজ্ঞতা সম্পন্ন সার্জন দ্বারা স্পে/সার্জারি করা যায়।

ইন্সিশন (কাটা) এত ছোট হয়েছে যে, মনে হচ্ছিলো ছোট্ট ফুটো করে ল্যাপারোস্কোপিক সার্জারি হয়েছে। 😇

ছবির বিড়ালের নাম রেখেছি লিলি। ওর জরায়ু/ইউটেরাস, ওভারি অন্যান্য স্বাভাবিক বিড়ালের মতই ম্যাচিউরড।
মজা করে বলেছিলাম- ওর চেয়ে ওর জরায়ু বড় 😁

বিঃদ্রঃ এর আগে মাত্র ৯০০ গ্রাম বিড়ালেরও স্পেয়িং করানো হয়েছে আমাদের এখানে।


বিড়াল চড়ুই পাখি শিকার করেছে ,বিড়ালের মালিক জোর করে ছাড়িয়ে ভেটের কাছে নিয়ে আসছে। লে বিলাই: 🙄 😒
29/04/2024

বিড়াল চড়ুই পাখি শিকার করেছে ,
বিড়ালের মালিক জোর করে ছাড়িয়ে ভেটের কাছে নিয়ে আসছে।

লে বিলাই: 🙄 😒

ফাইনালি  #চম্পাবতী তার স্থায়ী ঠিকানা পেয়েছে। সেখানের হুলো ওরিও এর সাথে তার প্রেমও হয়েছে। তবে এই প্রেমের পরিনতি নেই, তাকে...
19/04/2024

ফাইনালি #চম্পাবতী তার স্থায়ী ঠিকানা পেয়েছে।
সেখানের হুলো ওরিও এর সাথে তার প্রেমও হয়েছে।
তবে এই প্রেমের পরিনতি নেই, তাকে স্পে করিয়ে দেয়া হবে 😁

তীব্র গরমে আরামের জন্য ....
19/04/2024

তীব্র গরমে আরামের জন্য ....

আগামীকাল ১৭/০৪/২০২৪ থেকে নিয়মিতভাবে খোলা থাকবে। এপয়েন্টমেন্ট এর জন্য কল করুন 01701-080082
16/04/2024

আগামীকাল ১৭/০৪/২০২৪ থেকে নিয়মিতভাবে খোলা থাকবে।

এপয়েন্টমেন্ট এর জন্য কল করুন 01701-080082

❤️ ঈদ মোবারক ❤️অনলাইন এবং অফলাইন সকল ধরনের কার্যক্রম বন্ধ থাকবে।
09/04/2024

❤️ ঈদ মোবারক ❤️

অনলাইন এবং অফলাইন সকল ধরনের কার্যক্রম বন্ধ থাকবে।

08/04/2024

দ্য হ্যাপি ডগ....🤗

"This result has made Our Day"আলসারেশনের সাথে পারশিয়াল ড্যামেজড কর্নিয়া। আগে কয়েক জায়গায় ট্রিটমেন্ট পেয়ে শেষ চেষ্টা হিসে...
06/04/2024

"This result has made Our Day"

আলসারেশনের সাথে পারশিয়াল ড্যামেজড কর্নিয়া। আগে কয়েক জায়গায় ট্রিটমেন্ট পেয়ে শেষ চেষ্টা হিসেবে চেম্বারে আসে। ক্ষীণ আশা নিয়ে চিকিৎসা শুরু হয়। রুটিন চিকিৎসা শেষে আল্লাহর অশেষ দয়ায় চোখটি পুরোপুরি ঠিক হয়ে গেছে। আলহামদুলিল্লাহ ❤️

Khulna Vet Care (খুলনা ভেট কেয়ার)
(Because your pet deserves the best)

Address

House No 202, Road No 08, , 1st Phase Sonadanga R/A
Khulna
9100

Opening Hours

Monday 10:30 - 12:30
16:30 - 19:00
Tuesday 10:30 - 12:30
16:30 - 19:00
Wednesday 10:30 - 12:30
16:30 - 19:00
Thursday 10:30 - 12:30
16:30 - 19:00
Friday 10:30 - 12:00
16:30 - 19:00
Saturday 10:30 - 12:30
16:30 - 19:00
Sunday 10:30 - 12:30
16:30 - 19:00

Telephone

+8801701080082

Website

Alerts

Be the first to know and let us send you an email when Khulna Vet Care posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Khulna Vet Care:

Videos

Share

Category


Other Veterinarians in Khulna

Show All

You may also like