ছেলে খ্যানাডায় স্যাটেলড। আপনাদের সন্ধানে কোনো পাত্রী থাকলে জানাবেন, বিয়ের পর তাকেও খ্যানাডায় নিয়ে যাওয়া হবে।
শর্তঃ মেয়ের বাবার অনেক ছম্পত্তি থাকতে হবে। 😌
কস্টিউমস: Khulna Vet Care
ভিডিও টি দেখে যে কারো/ অনেক অভিজ্ঞ জনেরও প্রথমেই মনে হতে পারে ---
১) বাচ্চাটির ঠান্ডা লেগেছে।
২) হঠাৎ সর্দির সমস্যা।
কিন্তু না এমন কিছুই নয়। মারণঘাতী এক রোগে ভুগছে এই বিড়ালটি। আপনার বাচ্চার প্রায়ই সর্দি লেগে থাকলে সঠিক রোগ নির্ণয় এবং চিকিৎসার জন্য বিশেষজ্ঞ ডাক্তারের শরনাপন্ন হোন।
Khulna Vet Care (খুলনা ভেট কেয়ার)
(Because your pet deserves the best)
Practice makes a cat purrfect....
🔥☠️☠️☠️🔥
সকাল বেলা ঢাকা থেকে একজন আপুর নক পাই খুলনায় একটি বিড়াল হারিয়ে যাওয়ার ব্যাপারে।
সকালে হাটতে বের হয়ে বিড়ালটিকেও খুজতে বের হই কিন্তু পাইনি। ভিডিওর বিড়ালটি অন্য আরেকটি বিড়াল যেটি সপ্তাহ খানেক আগে হারিয়েছে বাসস্ট্যান্ডে, ওর কেউ খোজ করতে আসেনি। সেখানে বাদশা নামের একজন ওকে দুবেলা রুটি খাওয়ায়। তার কাছেই থাকে আর পুরো স্ট্যান্ড ঘুরে বেড়ায়।
চা স্টলের একজন বলছেন ছবির (কমেন্টে) হারানো বিড়ালটিকে কাল দুজন ছেলে দেখে কোলে নিয়েছেন, নিজেদের মধ্যে কথাও বলেছেন পরে ছেড়ে দিয়েছেন এরপর আর সে দেখেন নি বিড়ালটিকে (সত্য,মিথ্যা যাচাই করার সুযোগ নাই)।
বাসস্ট্যান্ডের অনেকেই আমাদের সাথে বিড়ালটিকে খুজেছেন সম্ভাব্য সকল জায়গাতেই। দাঁড়িয়ে থাকা ম্যাক্সিমাম বাসের নিচেও। পাওয়া যায়নি। কথা বলে আসা হয়েছে যদি সন্ধান পায় জানাবে। খুলনার মানুষজন পুরষ্কার পাবে এই ব্যাপারটা ছাড়া বিড়ালটি খ
জুমার পর অনেক বেশি খেয়ে ফেলেছি গাইস!🥸
আমার খালা খালুদের কি অবস্থা!
হুম্যানরা কেমন খাওয়াচ্ছে আজ ছুটির দিনেও! 🫤
বাচ্চাকে ভুলে গেছেন! না ভুলে গেলে চলবেনা 😁
এই সেই সিজারে হওয়া বাচ্চা।
❌ নিজের মা প্রত্যাখ্যান করেছে।
❌ প্রথম দুধ মা ও নেয় নি।
এরমধ্যে কেটে গেছে দুদিন। ডাক্তাররা নিয়মিত খোজ নিচ্ছিলেন। এরপর বিড়ালটির অভিভাবককে অনুরোধ করা হয় বাচ্চাটিকে দিয়ে যেতে। আর এরই মধ্যে আমরা দুধ মা খুজতে থাকি। আরেকজন উদার প্রাণি অভিভাবকের সাহায্যে পেয়েও যাই ল্যাকটেটিং মম। তার আবার ১৩ দিন বয়সের বাচ্চা। আশংকা যে -এই মা কি এক্সেপ্ট করবে!!!
অবশেষে....
দুধ মা কে সেটা যদি জানতে চান দেখে নিতে পারেন 😁
দারুণ এক অনুভূতি হবে....
https://m.facebook.com/story.php?story_fbid=710815181062968&id=100064034774560&mibextid=Nif5oz
জীবনে যত সার্জারি হয়েছে তার মাঝে নতুন এক অভিজ্ঞতা ছিলো এটি। বিস্রি দূর্গন্ধ এতটাই প্রকট যে কাছে গেলেই বমি পাচ্ছিলো। বলছিলাম মা বিড়ালটির বাচ্চা পঁচে ওর পেছন দিক থেকে আসা দূর্গন্ধের কথা। কিন্তু সার্জনদের তো নিজের কাজ টুকু করতেই হবে।
সার্জারি হচ্ছে অসহনীয় এক উৎকন্ঠা নিয়ে- পেটের ভেতরকার অবস্থা আর মায়ের শারীরিক অবস্থা বিবেচনায়। প্রথম টি গলে গেছে, দ্বিতীয়টি তো এই ভিডিওর ভদ্রলোক। কিন্তু উনিও ছিলেন মৃত!!!
Dr Sajeda Sima এর স্বভাবজাত অভ্যাস- সিজারে মৃত কিন্তু কমপ্লিট বেবি পেলেই ধরে CPR দেয়া (এভাবে একটা নয়, CPR দিয়ে এই নিয়ে ৮ টি বাচ্চা আল্লাহর রহমতে সেভ করেছেন উনি)।
তবে বেশ কিছুক্ষন পেরিয়ে গেলেও কোনো সাড়া শব্দ ছিলো না। ভেবেছিলাম- নাই!
হঠাৎ ডাক্তার সাজেদা চিল্লায়ে উঠলেন কারন তিনি হার্ট বিট- ব্রেদিং পেয়েছেন! আহা! মুহুর্তেই সব উৎকন্ঠা উবে গেলো 🥰
Lub Dub (❤️) চলছে....
Khulna Vet Care
(Because your pet deserve
এই লিলিপুটের শুধু শ্বাসটুকু ছিলো তবে সেটাও রেগুলার না।
আল্লাহর অশেষ দয়ায় নিবির পরিচর্যা আর চিকিৎসায় ক্রিটিক্যাল কন্ডিশন থেকে নতুন জীবন ফিরে পেয়েছে।
#Survived ✅
খুলনায় নতুন ডন এসেছে... 😎
সুন্দরী বিল্লুকন্যারা পর্দা করে বের হবেন 😅
Complete Urinary Obstruction
১) আপনার বাচ্চা পর্যাপ্ত পানি খাচ্ছে কিনা নিশ্চিত হোন।
২) শুধু ড্রাইফুড ডিপেন্ডেড হলে আজই ডায়েট চেঞ্জ করুন ডাক্তারের পরামর্শে।
৩) নিয়মিত লিটার ব্যবহার করছে কিনা, করে থাকলে কতবার করছে খেয়াল রাখুন।
৪) সর্বোপরি একজন বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা চেকাপ করুন কমপক্ষে বছরে ৩ বার।
এই বাচ্চাটির এমন অবস্থা যে, আরো কিছু সময় অতিবাহিত হলে হয়তো মূত্রথলি ফেটেই যেত। হাত দিয়ে মূত্রথলি ধরে মনে হয়েছে কেউ যেনো ভেতরে বড় বেলুন ফুলিয়ে রেখেছে।
আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত বাচ্চাটাকে এই অসহনীয় অবস্থা থেকে মুক্তি দেয়া গিয়েছে।
এখন সম্পূর্ন রুপে সেরে উঠতে প্রয়োজন আল্লাহর অফুরন্ত রহমত, প্যারেন্টস এর নিবিড় পরিচর্যা আর নিয়মিত ডাক্তারের সুপারভিশন।
এই পোস্টটি কতজন পড়বেন জানিনা। ভিডিও এর বিড়ালটির নাম হিরা।
একটি দূর্ঘটনার পর যার চারটি সার্জারি হয়।
১) টুকরো হয়ে ঝুলতে থাকা জিহবা যেটি প্রায় খুলে পড়ে যায় যায় অবস্থা।
২) চোয়াল হাড় সহ ভেংগে দুই ভাগ হয়ে যাওয়া।
৩) চোখ ইঞ্জুরড হয়ে বাইরে চলে আসা, এরপর সার্জিক্যালি বাদ দেয়া।
৪) ক্যাস্ট্রেশন।
সার্জারির পর সে ২০ দিন নিজে থেকে কিছুই খেতে পারেনি। চোয়ালের হাড় জোড়া লাগতে শুরু করেছে, সে খাচ্ছে চিবিয়ে চিবিয়ে! Fullora Husain শুরু থেকেই ওর দায়িত্ব নিয়েছিলেন। উনি ভয়ে থাকতেন, নানান উৎকন্ঠা বুঝতে পেতাম তার প্রশ্নে, প্রতিবারই তাকে আশ্বস্ত করেছি। সার্জারি পরবর্তী পোস্ট অপারেটিভ কেয়ার উনিই করেছিলেন।
পরপর সব সার্জারি যেমন করে করতে চেয়েছি আপু সায় দিয়েছেন। ভরসা করেছেন যেভাবে এডভাইজ ছিলো সব কিছুর উপরই। যার ফল এতগুলা মেজর সার্জারির পর হিরা স্বাভাবিক জীবনে ফিরছে।
অনেকেই আসেন, হুট করে বি
#খুলনা_বিশ্ববিদ্যালয়ের সকলের আদরের এই কুকুরটির জন্য অনেকেই বিভিন্ন সময় যোগাযোগ করেছেন। পরামর্শ চেয়েছেন।
ওর জন্য যা লাগবে তার সম্ভাব্য কয়েকটি ধাপ বলছি---
১) রেয়ার পরশোনের এক্সরে।
২)) যদি ব্যাকবোনের মেজর ইঞ্জুরি না হয়ে থাকে পরবর্তী ধাপের প্রয়োজনীয় চিকিৎসা (ডাক্তারের প্রেস্ক্রিপশন অনুযায়ী)।
৩)শেল্টারঃ আলাদা যত্ন, দেখভাল, পরিচর্যার জন্য।
৪) চলাফেরার জন্য হুইল চেয়ার (নির্দিষ্ট সময়ে চেয়ার খুলে তাকে রেস্ট নেবার সুযোগ করে দিতে হবে)।
৫) থেরাপি (ডাক্তারের পরামর্শ অনুযায়ী)।
রিপোর্ট সন্তোষজনক হলে, মাস ব্যাপি চিকিৎসা এবং থেরাপিতে রেস্পন্স করলে আল্লাহ চাইলে ওর নিজ পায়ে দাড়াতেও পারে।
পটি আটকে যাওয়া যেকোনো প্রাণির জন্যই কষ্টদায়ক। দীর্ঘদিনের কন্সটিপেশনে মেগাকোলন হয়ে মৃত্যু পর্যন্ত ঘটে যেতে পারে।
এসময় ঘরোয়া টোটকা সহ এক্সপার্ট সাপোর্ট জরুরি।
বাচ্চাটার কন্ডিশন ভিডিও ক্লিপটি দেখলেই কিছুটা আন্দাজ করতে পারবেন তবে শেষ আপডেট স্যাটিসফায়িং।
আলহামদুলিল্লাহ 🥰
(ওর অভিভাবকের ফিডব্যাক প্রথম কমেন্টে)
#constipation
এই বিড়াল ছানাটিকে টাকে কেউ নেবেন?
♦️কেউ যদি ওকে নেন, ওর স্পে/নিউটার আমি #ফ্রি তে করিয়ে দেবো♦️
"গতকাল রাতে বৃষ্টির পর কোথাও থেকে ভেসে এসেছে। সকালে চেম্বার আসার সময় ড্রেনের ভিতরের স্লাবের নিচে কান্নার শব্দ শুনে রেস্কিউ করি।
ওকে নিতে হলে অবশ্যই আপনাকে এনিমেল লাভার হতে হবে( শুধু পেট লাভার না)।
ওর সব কিছু ক্লিন করে, খাওয়ানো হয়েছে। প্রাথমিক চিকিৎসাও দেয়া হয়েছে।
ওর পেছনের দিক টা এখন অবধি প্যারালাইজড। স্বাভাবিক হবে কিনা এখনি বলতে পারছিনা। ছেলে/ মেয়ে চেক করি নাই।"
(বুঝতে সুবিধার জন্য ভিডিও টা শেষ পর্যন্ত দেখতে পারেন)।
আপনার আদরের প্রাণিটিকে প্রতি ৩ মাস পর পর ভেটের পরামর্শে কৃমির ধরন, বয়স এবং ওজন অনুযায়ী ডিওর্মিং (কৃমিনাশ) করান...
©
#Recovered_From_Cat_Flu
ওর কথা মনে আছে আপনাদের? এইতো এক সপ্তাহ আগের কথা, কোনো একজায়গা থেকে ভ্যাক্সিন দেয়ার পরেও #ফ্লু আক্রান্ত হয়ে প্রায় মরতেই বসেছিলো বিড়ালটি। ফ্লু পজিটিভ রেজাল্ট দেখে ওর প্যারেন্টসের চোখে মুখে কান্নার ছাপ!
আল্লাহর নাম নিয়ে Dr @Sajeda Sima-র চিকিৎসা এবং নিবির তত্বাবধানে থেকে ক্রমেই সুস্থ হতে থাকে সে।
আলহামদুলিল্লাহ এখন সে সম্পূর্ণ সুস্থ । 🥰
**** নির্ভরযোগ্য সোর্স থেকে ভাল ভ্যাক্সিন করান, নিজের টাকা বাচান, বাচ্চার জীবন বাচান, আপনার পোষা প্রাণির চিকিৎসায় সবথেকে ডেডিকেটেড সেবাটি নিন Khulna Vet Care থেকে****
Tom with his fake Jerry! 🐈🐀
#Playing time
#rescued_Cat
My cat gave birth to three kittens n immediately she is took my son to show them🥰
©Chetan Patel
পিকনিকে যাবার জন্য আম্মুকে যেভাবে ম্যানেজ করতে হয়!!!😂😂🤭🤭