ফান্ড লাগবে বাচ্চাটার জন্য ওর এক পা জন্মগতভাবেই অচল আরেক পা গাড়ির চাকার নিচে পরে থেতলে গেছে
ফান্ড লাগবে বাচ্চাটার জন্য ওর এক পা জন্মগতভাবেই অচল আরেক পা গাড়ির নিচে পড়ে থেতলে গেছে
বিকেশ/নগদ: 01861815196
আলহামদুলিল্লাহ এখন পুরোপুরি সুস্থ বাচ্চাটা!
Alhamdulillah!
Spot treatment ongoing.
Location : Mongolbaria Bazar
বাচ্চাটির দ্রুত ট্রিটমেন্ট শুরু করা প্রয়োজন না হলে ম্যাগোট হয়ে যাবে।
আমাদের মেডিসিন শেষ যা কিনেছিলাম আগের ফান্ড দিয়ে।
ফান্ড প্রয়োজন,
বিকাশ/নগদ: 01861815196
রকেট: 017362969276
আমাদের কার্যক্রম চালু আছে প্রতিনিয়ত উদ্ধারকাজ , স্পট ট্রিটমেন্ট করছি।
ব্যস্ততার কারনে পোস্ট করা হয় না।
সকলে দোয়া করবেন।
Alhamdulillah Rescued!
আরো একটা মাথায় কৌটা আটকানো কেস!
খোলার ভিডিও করতে পারলাম না দ্রুততার সঙ্গে কাজ করতে গিয়ে!
লোকেশন : আজিম মোড়, কাঞ্চনপুর,হরিনারায়ণপুর ইবি
আমরা বিড়ালটি উদ্ধার করে নিয়ে আসি জুন মাসের ২৩ তারিখে Minhazul Abedin ভাইয়ের ফোন কলে দেওয়া তথ্য অনুযায়ী ।
তার বাসার সামনে বাজে ভাবে লেজ এবং পা জখম হয়ে পরে ছিলো ।কল পাবার সাথে সাথে আমরা রওনা দেই বিড়ালটি নিয়ে আসার উদ্দেশ্যে ।
নিয়ে আসার পরে বিড়ালটির লেজ থেকে রক্তপাত থামানো খুবই কঠিন হয়ে পরেছিলো পরবর্তীতে Vet Maruf Hasan ভাইয়ের পরমর্শ অনুযায়ী চিকিৎসা শুরু করা হয় তারপর রক্ত পরা বন্ধ হয়।
বিড়ালটির ব্যবহার আচরন দেখে আমরা সন্দেহ করি কারো পোশা বিড়াল হবে।
পরবর্তীতে বিড়ালটির মালিক পরিবার ওর খোঁজ করা শুরু করতে করতে Minhazul Abedin ভাইয়ের কাছ থেকে জানতে পারে আমরা (Kushtia Rescue Team For Stray Animals)বিড়ালটি আমরা নিয়ে এসেছি উদ্ধার করে।
দীর্ঘ ৫ দিব যাবত আমাদের যত্ন ও চিকিৎসায় মোটামুটি সুস্থ হয়ে ওঠে। বিড়ালটি আশঙ্কামুক্ত হয়।
তারপরে ওর মালিক পরিবার আমাদের থেকে ওকে নিয়ে যায়।
ও এরকম ভাবে আহত ছিলো যে নড়াচড়া করতে পারছিলো ন
Location :Kataikhanar morre,kushtia
Treatment ongoing
মিরপুরের জিকে ক্যানেলের একটি পাইপের ভিতর থেকে মেছো বিড়াল বের হলে এলাকাবাসী পিটিয়ে মেরে ফেলে!
আপনাদের মনে আছে কি?
কিছুদিন আগে,
কুষ্টিয়ার মিরপুর উপজেলার সদরপুর ইউনিয়নের কাকিলাদহ-মেহেরনগর এলাকার জিকে ক্যানেলের একটি পাইপের ভিতর থেকে মেছো বিড়াল বের হলে এলাকাবাসী পিটিয়ে মেরে ফেলেছিলো?
জ্বি , আমরা Kushtia Rescue Team For Stray Animals আর সাথে চ্যানেল Ekattor গিয়েছিলাম সেই গ্রামে।
অভিযুক্তদের খুজেও পাই।
প্রাথমিকভাবে তাদেরকে আমরা বন্যাপ্রাণী হত্যার কুফল ও দন্ড সম্পর্কে সচেতন করে এসেছি।
তারা তাদের ভুল স্বীকার করে এবং ভবিষ্যতে এরকম হবে না বলে প্রতিশ্রুতি দেন। তারা এই আশ্বাসও দেন যে তারা রাস্তার কুকুর বিড়াল এবং যেকোনো প্রানীর সাথেই কোনো প্রকার অবিচার অত্যাচার হত্যা এগুলা করবেন না।
যেহেতু তারা বন্যপ্রাণী হত্যার কুফল ও দন্ড সম্পর্কে অজ্ঞ তাই এবার তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হলো না তবে ভবিষ্যতে এরকম কোনো ঘটনা ঘটলে কঠিন আইনি ব্যবস্থা নেওয়া হবে।
#wildcats
#wildanimals
#abuseawareness
#village
#Bang
সবাই এগিয়ে আসুন সাধ্যমতো ডোনেট করুন।
গতকাল থেকে এই পর্যন্ত ডোনেশন পেয়েছি ০.০০ টাকা।
অথচ ওকে যে ৫ টা এন্টিবায়োটিক দিতে হবে।
আপনারা সাহায্য না করলে কিছুই সম্ভব না।
সবাই এগিয়ে আসুন সাধ্যমতো ডোনেট করুন।
বিকাশ/নগদ: 01861815196
ট্রিটমেন্টের আগের এবং পরে।
আলহামদুলিল্লাহ এখন পুরোপুরি সুস্থ !
আপনারা হেল্প করলে আগামীকাল থেকে ওর ট্রিটমেন্ট শুরু করবো।
Urgent Fund Needed!!
আপনারা হেল্প করলে আগামীকাল থেকে ওর ট্রিটমেন্ট শুরু করবো।
বিকাশ/নগদ: 01861815196
Bkash/Nagad: 01861815196
Urgent‼️
Please donate for this poor soul!
Bkash/nagad: 01861815196
Treatment ongoing, prescribed by Vet Maruf Hasan
বাচ্চাটির জন্য ফান্ড প্রয়োজন,
বিকাশ/নগদ: 01861815196
আপনারাই দেখে বলুন কেমন আছে এখন!
আলহামদুলিল্লাহ!
এই সেই বাচ্চাটা যার ট্রিটমেন্ট শুরু করেছিলাম গত বৃহস্পতিবার!
আপনারাই দেখে বলুন কেমন আছে এখন!
ধন্যবাদ ভাই Vet Maruf Hasan আপনার জন্য কুষ্টিয়ার অসুস্থ প্রানিগুলার একটা গতি করতে পারি।
Please send donation to KRTSA's
Bkash/Nagad : 01861815196
Treatment ongoing!
Please send donation for this poor soul!
Bkash/nagad: 01861815196
Treatment ongoing, prescribed by Vet Maruf Hasan
বাচ্চাটির জন্য ফান্ড প্রয়োজন,
বিকাশ/নগদ: 01861815196
3rd dose done!
আপডেট :
ওর ক্ষত স্থান আগের তুলনায় অনেক ঠিক হয়ে গেছে।
অল্প কিছুদিনেই পুরপুরি ঠিক হয়ে যাবে আশা করি!
ডোনেশন পাঠাতে চাইলে:
বিকাশ/নগদ: 01861815196
Second dose done Treatment ongoing!
ওর ক্ষত জায়গাটা আগের তুলনায় বেশ ভালো,
Vet Maruf Hasan ভাইয়ের নির্দেশনায়,আজ ২য় দিন ওর চিকিৎসা সম্পন্ন করা হলো আপনাদের দেওয়া ডোনেশন দিয়ে !
ডোনেশন পাঠাতে চাইলে,
বিকাশ/নগদ: 01861815196
Treatment Ongoing !
গত পরশু সন্ধ্যায় বাড়ি ফেরার পথে দেখে রাস্তার পাশে এই অবস্থাতে পরে আছে।
কেউ একজন ওর মাথায় আঘাত করার ফলে ওর এই অবস্থা ।
Vet Maruf Hasan ভাই এর পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় ঔষধ পুশ করেছি।
আশা করি খুব দ্রুতই সুস্থ হয়ে উঠবে।
তবে ওর পরবর্তী চিকিৎসা বাবদ আমাদের কিছু ফান্ড প্রয়োজন।
বিকাশ/নগদ: 01861815196
আমাদের অসচেতনতা এই মৃত্যুর জন্য দায়ী !
আজ ভোরে মালবাহী রেলগাড়ি যাবার সময় ঘোড়াটি রেল রেল দুর্ঘটনায় আহত হয় অথচ কেউই কোনো কর্যকর পদক্ষেপ গ্রহণ করেনি!
সকাল ৭:১৮ তে একজন সচেতন ব্যক্তি আমাদের নম্বর খুঁজে কল করে জানান একটি ঘোড়া রেল দুর্ঘটনায় আহত হয়ে পরে আছে , কুষ্টিয়া মিউনিসিপাল বাজারে ঢুকতে রেল এর ওপরেই ,বললো ভাই দ্রুত আসেন । উনি জাতীয় জরুরি সেবা ৯৯৯ কেউ কল করেন কিন্তু তাদের থেকে কোনো সাহায্য পাওয়া যায় নাই।
যত দ্রুত সম্ভব জায়গাটিতে গেলাম , বেশ ভালোরকম আঘাত পেয়েছে , ঘোড়াটি অন্তঃসত্ত্বা । পেট,গলা এবং মাজায় বাজেভাবে আঘাতপ্রাপ্ত, দ্রুত ভেট মারুফ হাসান এবং ভেট সুফল বিশ্বাস ভাইকে কল করে জানাই, পরে স্থানীয় কয়েকজন মানুষের সাহায্যে ঘোড়াটি রেল এর ওপর থেকে সরিয়ে রাখা হয় কিন্তু পেট আঘাতপ্রাপ্ত হওয়া আর অন্তঃসত্ত্বা থাকার কারণে কিছুক্ষণ এর মধ্যেই ছটফটিয়ে মারা গেলো ।
এরকম বেদনাদায়ক মৃত্যু যেন কোন মায়েরই না হ