World Pigeon Lovers কবুতর প্রেমীদের মিলনমেলা

World Pigeon Lovers কবুতর প্রেমীদের মিলনমেলা মহান আল্লাহ তায়ালা ব্যবসাকে হালাল ক?

একটা বাজপাখি সাউথ-আফ্রিকা থেকে ফিনল্যান্ডে উড়ে যাওয়ার সময় তার শরীরে কিছু ইকুইপমেন্ট বসানো হয়, আর এই ছবিতে দেখা যাচ্ছে স্...
28/12/2023

একটা বাজপাখি সাউথ-আফ্রিকা থেকে ফিনল্যান্ডে উড়ে যাওয়ার সময় তার শরীরে কিছু ইকুইপমেন্ট বসানো হয়, আর এই ছবিতে দেখা যাচ্ছে স্যাটেলাইট থেকে তার যাত্রাপথ।

পাখিটি ৪২ দিনে এই ১০,০০০কিলোমিটার পথ উড়ে পারি দিয়েছে, গড়ে প্রতিদিন ২৩০ কিমি উড়েছে প্রায় সমান্তরালভাবে। (আল্লাহু আকবার)

স্যাটেলাইটে তার রুটে ভালোভাবে লক্ষ্য করলে দেখা যাবে, বড় জলাশয় বা সমুদ্র সামনে আসলে সে সেখান থেকে পথ পরিবর্তন করেছে যেন বিশ্রাম নিতে চাইলে স্থলভুমি পায়। ( সুবহানআল্লাহ)

আবার, মিশর-সুদানের মরুভূমিকেও পাশ কাটিয়ে গিয়েছে যেন তৃষ্ণা পেলে পানির অভাবে না পরতে হয়।(আলহামদুলিল্লাহ)

কঠিন কঠিন এসব ম্যাপিং, রাউটিং, আল্টিটিঊড নলেজ সায়েন্টিস্টরা যুগের পর যুগ ধরে যেখানে ডেভেলপ করে, পাইলটদের এসব শিখতে যেখানে বছরের পর বছর লেগে যায়,
এই ছোট্ট পাখিকে তাহলে কে শেখালো এতকিছু? (আল্লাহু আকবার)

আরও মজার কথা হল, হাই আল্টিটিঊডে উড়ার সময় এদের ১% এনার্জিও খরচ হয়না, শুধু ভেসে ভেসে, অনেক সময় ঘুমিয়ে ঘুমিয়েও এরা শত শত মাইল পাড়ি দিতে পারে। এই নিখুঁত টেকনোলজি কিভাবেই বা এদের শরীরে এলো?
সুবহানাল্লাহ, মহান রবের কুদরত অপরিসীম।🤲

তথ্য ইন্ডিয়া টাইমস।

তুমি কী দেখেছো কভু,     রুটি কী ভাবে হয়?আটার নরমে. তাওয়ার গরমে,     ফুলে ফুলে রুটি হয়!!!আমিতো দেখেছি কত না রুটি,        ...
24/12/2023

তুমি কী দেখেছো কভু,
রুটি কী ভাবে হয়?
আটার নরমে. তাওয়ার গরমে,
ফুলে ফুলে রুটি হয়!!!
আমিতো দেখেছি কত না রুটি,
পুড়ে পুড়ে ছাই হয়,,,,
বেলুনের চাপে কারো কারো রুটি,
মানচিত্র হয়!!!
ভাজি রুটিগুলো টানার চোটে,,
চিড়ে ফানা ফানা হয়!!!
আটার নরমে তাওয়ার গরমে,
ফুলে ফুলে রুটি হয়!!!
ফুলে ফুলে রুটি হয় !!!
প্রতিদিন কতো রুটি আসে যে,
টেবিলে থালা ভরে!!!
রুটি বাননোর ইতিহাস টুকু,
রয়ে যায় অগোচরে !!!
কেউতো জানেনা রুটি তৈরি তে,
কতো ঘাম ঝরে যায় !!!
সুখি মানুষেরা রেডিমেট পেয়ে,
আরামে বসে খায়!!!
পাশাপাশি প্লেটে রুটি গোশত,
কেউ বুঝি কারো নয় !!!
আটার নরমে তাওয়ার গরমে,
ফুলে ফুলে রুটি হয়....!
ফুলে ফুলে রুটি হয় !!!
😂😂😂😂😂

মনের আবেগ ঘন কথা গুলোর নিজের টাইম লাইনে বহিঃপ্রকাশ করেছেন কোনো এক আপু ☺️

সেই সকল বীর মুক্তিযোদ্ধাদের,রুহের মাগফিরাত কামনা করছি 🤲
15/12/2022

সেই সকল বীর মুক্তিযোদ্ধাদের,রুহের মাগফিরাত কামনা করছি 🤲

আমার প্রিয় বাংলা আমি তোমায় ভালোবাসি,১৬ই ডিসেম্বর, মহান বিজয় দিবস।
বিজয়ের এই দিনে শ্রদ্ধাভরে স্মরণ করছি, সেই সকল বীর মুক্তিযোদ্ধাদের,💞 যাদের আত্মত্যাগের মহিমায় আজকের বাংলাদেশ। তাদের রুহের মাগফিরাত কামনা করছি 🤲

বিজয় শুধু মুক্তমনে মাইক কিংবা স্পিকার বাজিয়ে রাতে মানুষের ঘুম ভাংগিয়ে, দেশের গান ছাড়িয়ে, বিরিয়ানি খেয়ে, এক দিনের চেতনার মাঝে সীমাবদ্ধ না রেখে , বাক স্বাধীনতা, দারিদ্র্যতা এবং দূর্নীতি মুক্ত বাংলাদেশ গড়তে হাতে হাত রেখে এগিয়ে আসুন।

বিজয় হোক বেকারত্বের
বিজয় হোক দারিদ্র মুক্তির
বিজয় হোক ক্ষুধা মুক্তির
বিজয় হোক অর্থনৈতিক মুক্তির
বিজয় হোক একটি নিশ্চিত ভবিষ্যতের।

একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার 🇧🇩
সারা বিশ্বের বিস্ময় তুমি আমার অহংকার 💪

Address

Sadar Lakshmipur, Laxmipur
Lakshmipur
1300

Alerts

Be the first to know and let us send you an email when World Pigeon Lovers কবুতর প্রেমীদের মিলনমেলা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to World Pigeon Lovers কবুতর প্রেমীদের মিলনমেলা:

Share



You may also like