Pet's Haven

Pet's Haven Animal Shelter & Foster Home
(2018-present)

~Every lives Matter~

06/12/2023

ফ্যামিলির বিয়ে শাদী নিয়ে ১৪-১৫ তারিখ পর্যন্ত ব্যস্ত থাকব,,,,,, কারো প্রয়োজন হলে কল করবেন সমস্যা নেই,,,, আর ইমারজেন্সি হলে তো আরো আগে ফোন করবেন ☝️

26/11/2023

বাচ্চাটা মিরপুর থেকে এক ভাইয়া আমাকে পাঠিয়েছে,,বিড়ালটা ছিল ভাইয়ার যার কাছে অ্যাড অপশন দিয়েছিল তার বাসার উপর থেকে নিচে পড়ে প্যারালেস্ট হয়ে যায় 😓😓😓😓তারপর যার কাছে রাখা হয়েছিল সে বাচ্চাটার গলায় দড়ি বেঁধে রাখত,, তারপর আমার সাথে কন্টাক করলো ভাইয়া আমার ফোস্টার হোম পাঠালো,, আজকে ৫ দিন আলহামদুলিল্লাহ আগের থেকে অনেক ভালো আছে,,, 🙏🙏🙏

26/11/2023

গতকাল রাতে ৩ টার সময় সে এসেছে কুমিল্লা থেকে আমার ফোস্টার হোমে
প্যারালাইসড হয়ে গেছে বাচ্চা 🥲🥲🥲🥲সবাই ওর জন্য দোয়া করবেন বাচ্চাটা যেন রিপেয়ার করে তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে 🙏🙏🙏❤️❤️ Pet's Haven

08/10/2023

বাচ্চা এক্সিডেন্ট করে প্যারাডাইস হয়ে গেছে খাবার ও খাওয়া বন্ধ করে দিছে তাই ওকে ফোর্সলি খাওয়ানো হচ্ছে 🥲🥲🥲🥲

11/08/2023

সকাল বাজে ছয়টা 🙄🙄এই সময় আমার ফারাজিগান্দা ব্রিজ ওইখানে কুকুরদের খাবার খাওয়াইতে যাইতে হয় কারণ ওইখানে অসংখ্য কুকুর কেউ খাবার দেওয়ার মত নাই গ্রাম এলাকা আমার বাসা থেকে এক ঘন্টা ২০ মিনিটের পথ আমার সকালে একদিন পরপর যেতে হয় সিএনজি ভাড়া আপডাউন ৬২০ টাকা 😓😓😓😓ওই এরিয়ার মানুষগুলো তেমন শিক্ষিত না সবাই নিজেরা শাক সবজির দোকানপাট চালিয়ে বাঁচে
তারা ওদের বুঝতে পারেনা ওইখানে না হলে অনেক কুকুর না খেতে পেয়ে অনেক মারাও গিয়েছিল ☠️☠️তাই ওদেরকে প্রতিদিন পারিনা একদিন পরপর যে খাবার দিতে হয় ।। আজকে কেক রুটি নিয়ে গেছে হাতে যে কয়টা আছে কয়টা না আরো অনেক সিএনজির ভেতরেই আছে 🤗🤗🤗
(Pet's Haven ) ❤️

22/07/2023

আজকে তাদের গোসল দেওয়া হয়েছে তারা তো পুরাই মজায় আছে 🥰🥰🥰🥰😁😁❤️❤️❤️

(  আমিও টোটাল দায়িত্ব নিয়ে নিয়েছি ও এখন আমার কাছেই আছে কিন্তু এই পোস্টটা পড়ার অনুরোধ রইলো ) \\\\\\\\////////////////...
17/07/2023

( আমিও টোটাল দায়িত্ব নিয়ে নিয়েছি ও এখন আমার কাছেই আছে কিন্তু এই পোস্টটা পড়ার অনুরোধ রইলো )
\\\\\\\\///////////////////🙏🙏🙏

অনেক বড় পোস্ট। পোস্টটা সবাই পুরোপুরি পড়বেন, হাফ পড়ে প্লিজ উল্টা পাল্টা কমেন্ট করবেন না।

কালকে একটি বিড়াল রেসকিউ করি, মেয়ে বিড়াল ৩/৪ থেকে ৫ মাস বেশি হলে। এক কথায় এখনো kitten। কালকে বাচ্চাটিকে দুপুরের তিনটা তিনটা বিশ, এরকম সময় একটা লোক তার হাতের আঙ্গুলের পুরোটা ওর ভিজাইনার ভিতরের ঢুকিয়ে দেয় ,,, ‼️‼️‼️এবং আমি এখনই বলতে চাচ্ছি যাদের কিনা পরের লাইনটি খারাপ লাগছে বাকি পোস্টটাও পড়ার দরকার নেই। কারণ যা হয়েছে আমি এক্সাক্টলি সেভাবেই বলছি এবং সেভাবে বলা উচিত না হলে কেউ শোনে না,দেখেনা। এবং কাউকে এই একই চক্ষু লজ্জার জন্য অনেক মানুষ বাচ্চাটার সাথে এ ধরনের কিছু হতে দেখেও পাশ দিয়ে হেঁটে হয়ে গেছে। এমনও না যে রাস্তা খালি ছিল কালকে বরং বেশি মানুষ ছিল বসুন্ধরা আবাসিক এলাকার মেন গেইটে, যেহেতু আমরা অনেকেই জানি কাল NSU ইউনিভার্সিটি কনভোকেশন এবং প্রোগ্রাম ছিল। ওর পাশ দিয়ে এ্যাটলিস্ট ৩০ থেকে ৬০ জন তো নিশ্চয়ই হেটে গেছে। কেউ একবার থামেনি একবার ও না⁉️ আমি ওনার সাথে আই কন্টাক্ট করার পরে উনি ওকে ধাপ করে ফেলে দেয় ফুটপাতে বাড়ি লেগে ও ব্যথা পায় চোখের পাশ দিয়ে কেটে যায় এবং মুখের এক সাইডে খুব ব্যথা পায়। সঙ্গে সঙ্গে মুখে ফেনা উঠে খিঁচুনি ওঠা শুরু হয়, এবং তা দেখে লোকটা হাসলো একটু খানি। কতটা বিকৃত মস্তিষ্কের মানুষ সে ‼️দেখেন একটা স্ট্রে বিড়ালের বাচ্চা থাকছিল, একটি এরিয়াতে সেখানে ডাস্টবিনের খাবার খেয়ে না খেশে কোনভাবে দিন পার করছিল।
সেই বাচ্চাটা আর কখনো ঠিকভাবে সলিড খেতে পারবে কিনা কখনো নরমাল হয়ে জীবন যাপন করতে পারবে কিনা জানি না ।
যাদের মনে হচ্ছে আমি বেশি লিখে ফেলছি আরেকটু চিন্তা করে দেখবেন আপনাদের বাসাও ৩-৪ মাসের বিড়াল আছে তারা খেলছে লাফাচ্ছে খাচ্ছে আর এই বাচ্চাটা এখন জোরে শব্দ শুনলে খিচুনি উঠছে। Sexual abuse পশু পাখির উপরে বছর বছর ধরে কম বেশি অত্যাচার হয় এবং এই ব্যাপারে চক্ষু লজ্জা কারনে চুপ থাকার জন্য চোখ বুজে কান বন্ধ করে থাকলে দিন দিন ব্যাপারটা আরো বেড়ে যাবে যা হচ্ছে। এই কাজটা হয়েছে একটা পাবলিক প্লেসে হাজার হাজার মানুষের সামনে। তাই এই ব্যাপারে awareness বাড়ানো জরুরী, এবং এই কারণেই আমি আজকে ওর স্টোরিটা আপনাদের সাথে শেয়ার করলাম। এক কথায় এটা সুস্থ বিড়ালের বাচ্চাটার জীবনটা একদম নষ্ট করে দিয়েছে।এখন অনেকে বলতে আসবেন লোকটার কেন আমি ছবি তুলি নেই কেন আমি ভিডিও করিনি কেন আমি লোকটাকে বলিনি। আমি একটা স্টুডেন্ট স্কুলে পড়ি জিনিসটা একটা পাবলিক প্লেসে দেখে এবং কেউ কিছু করছে না এটা দেখে আমি থতমত খেয়ে গেছিলাম নার্ভাস হয়ে গিয়েছিলাম চোখের সামনে এতটা নোংরামী প্রথম দেখে। আমি যেটা করেছি ওকে ইমিডিয়েটলি ক্লিনিকে নিয়ে গেছি।
এবং উনাকে পরবর্তীতে অনেক খোঁজা হয়েছে তবে পাওয়া যায়নি, আশেপাশের কয়েকটি দোকানের সিসিটিভি ফুটেজের জন্য যাওয়া হয়েছিল, হয় কারো সিসিটিভি ক্যামেরা নাই বা কারটা এমনিই রেখেছে চলেনা।যেহেতু আমরা এই বসুন্ধরা এলাকা তেই থাকি আমরা চোখ কান খোলা রাখবো আবার উনাকে দেখি অবশ্যই ভিডিও ছবি করে নেব আগে।আরো একটা জিনিস অনেকে আছেন যারা বাসায় বিড়াল পালেন বা শেল্টার আছে, তারা কেউ যদি একটু এগিয়ে এসে বাচ্চাটাকে আশ্রয় দেন খুব ভালো হতো। আমি স্টুডেন্ট ওকে রাখাটা আমার জন্য প্রায় অসম্ভব ব্যাপার।বাসায় রেসকিউ ক্যাট রেগুলার আনি আজ ওর জন্য সকুল যাই নাই, গত বছর এমন আর এক ক্যাটের জন্য অনেকদিন সকুল বন্ধ করেছি যা এখন বাসায় এ্যালাউ করবে না এটাই স্বাভাবিক।অনেকে বাসায় প্যারালাইজড বিড়াল পালেন তাদের আলহামদুলিল্লাহ মাশাল্লাহ অনেক ধৈর্য অনেকের প্যারালাইস বিড়াল লিটার ইউজ করতে পারে না ডাইপার পরিয়ে রাখা হয়, এরকম কেউ যদি এগিয়ে আসেন অসহায় মেয়েটার জন্য তাহলে ওর বাকি জীবন ( যতদিন বাঁচে) ভালো থাকবে ইনশাআল্লাহ।কেউ প্লিজ আমাকে জিজ্ঞেস করবেন না মুখটা দেখতে কেমন দেখলে কি করছিল, এক্সাক্টলি কোথায় দাঁড়িয়ে ছিল কি পজিশনে ছিল ইত্যাদি ইত্যাদি। আমি অনুরোধ করছি আমাকে এগুলো কিছু জিজ্ঞেস করবেন না। Awareness এর জন্য যতটুকু information প্রয়োজন আমি গ্রাফিক ডিটেইল ছাড়া অতটুকু পোস্টে দিয়েছি।

আন্তরিকভাবে অনুরোধ করব যারা শেল্টার চালান বা আছে সাহায্যের হাত বাড়িয়ে দেন না হয় এমন কেসে এগিয়ে আসার আমার মতো ছোট মানুষের জন্য পরবর্তীতে অসম্ভব হবে।‼️‼️‼️ওকে Bd Pet Care এ নেয়া হয় ওনারা কোন রকম চার্জ রাখে নায় আর এফ আই পি টেস্ট ( নেগেটিভ এসেছে) মেডিসিন সব দিয়েছে। সেই মূহুর্তে কোন পেমেন্ট রাখে নায়‼️‼️
: কেউ প্লিজ আমাকে জিজ্ঞেস করবেন না দেখতে কেমন ছিল লোকটা কি করছিল আমি দেখে এক্সাক্টলি কোথায় দাঁড়িয়ে ছিল কোন পজিশনে ছিল ইত্যাদি ইত্যাদি। আমি অনুরোধ করছি আমাকে এগুলো কিছু জিজ্ঞেস করবেন না। Awareness এর জন্য যতটুকু information প্রয়োজন আমি গ্রাফিক ডিটেইল ছাড়া অতটুকু পোস্টে দিয়েছি।
পেনিকের সময় অনেক মানুষকেই ফোন দিয়েছিলাম,,, তবে Sagar Nandi Uncle ই রেসপন্স করেছে এবং অনেক সাহায্য করেছে। এবং সব সময় ই করে।❤️

14/07/2023

বাবা সোনা, আমার কোন কমতি ছিলো না তোকে যত্ন নেওয়ার, সর্বোচ্চ চেষ্টা করেছি কিন্তু তোকে ধরে রাখতে পারলাম না তুই এতো সিরিয়াস কন্ডিশনে আসছিলি যে স্বয়ং আল্লাহ তোকে ডেকে নিয়ে গেছে সেই কষ্ট থেকে মুক্তি দিলো। মাফ করিস বাবা। 🙏

Address

Rupganj
Narayanganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when Pet's Haven posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Pet's Haven:

Videos

Share


Other Narayanganj pet stores & pet services

Show All

You may also like