Ahmed Farm House

Ahmed Farm House Composite agricultural farm. With dairy, fishery, sheep, goat, pigeon, fruit garden etc. We produce sweet from our own dairy milk in our farm premises.

আসসালামুয়ালাইকুম আমরা খুব শীঘ্রই আমাদের খামারের গরুর খাঁটি দুধ শতভাগ ফুলক্রীম  মাস ভিত্তিক হোম ডেলিভারি শুরু করতে যাচ্ছ...
22/04/2024

আসসালামুয়ালাইকুম
আমরা খুব শীঘ্রই আমাদের খামারের গরুর খাঁটি দুধ শতভাগ ফুলক্রীম মাস ভিত্তিক হোম ডেলিভারি শুরু করতে যাচ্ছি। নারায়ণগঞ্জ শহর ও বন্দর এলাকার জন্য।
আগ্রহী ক্রেতাদের ফোন নাম্বার ও ঠিকানা জানানোর অনুরোধ করা হলো। আমাদের প্রতিনিধি যোগাযোগ করে সবকিছু ঠিক করে নেবে ইনশাআল্লাহ।

মাসিক অথবা একবারে ৫ লিটারের উপরে ভেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রী ।

১ লিটার ও হাফ লিটার ওয়ান টাইম বোতলে পাওয়া যাবে।
মূল্য ১০০ টাকা প্রতি লিটার বোতল।
৫০ টাকা প্রতি হাফ লিটার বোতল।

নিজস্ব খামারে উৎপাদিত।
যোগাযোগ: 01762622310 or 01838-884702

ঈদ মোবারক
10/04/2024

ঈদ মোবারক

It’s “Shahriar Video” and you are most welcome this channel.রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ । Romjaner Oi Rojar Sheshe Elo Khushir EidIt’s a relaxing and m...

আসসালামুয়ালাইকুম। আমাদের খামারের সোনালী মুরগী বিক্রি চলছে। ফার্ম বা চাষাড়া দোকান থেকে নেয়া যাবে।৩২০ টাকা কেজি জীবিত অ...
07/04/2024

আসসালামুয়ালাইকুম। আমাদের খামারের সোনালী মুরগী বিক্রি চলছে। ফার্ম বা চাষাড়া দোকান থেকে নেয়া যাবে।
৩২০ টাকা কেজি জীবিত অথবা ড্রেসিং করা
যোগাযোগ
দোকান: 01762622321
ফার্ম:01762622312

31/03/2024

, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ
আজ ৩১/০৩/২০২৪

28/03/2024

বাঙ্গালীর গরুর গোশত বয়কট!!!!!
তা ও আবার রোজার ঈদের ১০ দিন আগে???
আমার করোনার সময়ের গরুর গোশত বিক্রির অভিজ্ঞতা বলে এবার চাঁন রাইতে ৯০০-১০০০ টাকা গরুর গোশত কিনতে লাইন দিব সব বয়কট কারীরা।
আর যদি কসাইরা ২-৪ দিন গোশত বিক্রি বন্ধ রাখতে পারে। তাহলে ১০০০+ বিক্রি হবে।
আমাদের দেশে যে জিনিসের দাম বেশী তা বিকায় বেশী।
তরমুজ আর বেগুন পচনশীল পণ্য আর সবাই একই সময় বাজারে আনার কারনে চাহিদার চেয়ে জোগান বেশী হওয়ায় দাম কমেছে। কিন্তু যারা বেশী দামে কেনার তারা ঠিকই কিনে খেয়েছে।

গরুর গোশত পচনশীল না। একটা বিক্রি হলেই আরেকটা কাটবে। যদি এর অন্যথায় হয় বানিজ্যিক ভাবে গরুর ব্যবসা ছেড়ে দেব ইনশাআল্লাহ।

ইনশাআল্লাহ এ ব্যাপারে চাঁন রাইতে কথা হবে বয়কট কারীদের সাথে।
যার যার এলাকার রেট নিয়ে।

পরিশেষে চাচার একটি সত্য ভাষণ

পবিত্র কোরআনে উল্লেখিত এস্তেগফার। নিয়মিত পাঠে খুবই ফলপ্রসূ আমল
22/03/2024

পবিত্র কোরআনে উল্লেখিত এস্তেগফার। নিয়মিত পাঠে খুবই ফলপ্রসূ আমল

14/03/2024

দুআ কবুলের ব্যাপারে মনে দ্বিধা রাখবেন না। আল্লাহ শয়তানের দুআ কবুল করেছেন, আর তিনি আপনার দুআ কবুল করবেন না? শয়তান দুআ করেছিল তাকে যেন পুনরুত্থান দিবস পর্যন্ত অবকাশ দেওয়া হয়।

“(ইবলীস) বলল, “আমাকে পুনরুত্থান দিবস পর্যন্ত অবকাশ দিন। (আল্লাহ) বললেন, “তুই অবকাশপ্রাপ্তদের অন্তর্ভুক্ত।” (সূরাহ আরাফ ৭:১৪-১৫)

আপনি তো শয়তানের চেয়ে নিকৃষ্ট নন। আমরা যা-ই করি না কেন, শয়তানের চেয়ে আমরা বেশি খারাপ নই—যদিও আমাদের পাহাড়সম পাপ থাকে। যে আল্লাহ শয়তানের দুআ ফিরিয়ে দেননি, তিনি কি আমাদের দুআ ফিরিয়ে দেবেন?

তাই আল্লাহ আপনার দুআ কবুল করবেন—এ কথা জেনে দৃঢ় সংকল্প সহকারে দুআ করুন।
ধূলিমলিন উপহার: রামাদান, পৃ ৭৫
শাইখ আহমাদ মূসা জিবরিল
সীরাত পাবলিকেশন

11/03/2024
06/02/2024

সাদা চাল চিনির মতো ক্ষতিকর :
বিশ্বের অর্ধেকের বেশি মানুষের প্রধান ভরসা ভাত। ২০১৮ সালে বিশ্বে ৪৮৫ মিলিয়ন টন ধান উৎপাদন হয়েছিল। তবে সাদা ভাত শরীরের জন্য ক্ষতিকর বলে জানাচ্ছে গবেষণা। তুলনায় লাল চালের ভাত স্বাস্থ্যের জন্য উপকারী।

হাবার্ড মেডিকেল স্কুলের এক গবেষণায় বলা হয়, সাদা আথবা লাল চাল একই প্রজাতির। এর নাম ‘ওরিজা সাতিভা’। তবে এ দুই ধরনের ভাতের পার্থক্য হলো, দুটি উপাদান যা সাদা ভাতে থাকে না। একটি হলো ব্র্যান, যা চালের বহিরাংশে থাকে। অপরটি হলো জার্ম।

এ দুই উপাদানের কারণে লাল চাল পুষ্টিকর হয়।

তুলনায় সাদা পরিশোধিত সাদা চালের ব্র্যান ও জার্ম অংশ অপসারণ করা হয়। যে কারণে এ চালে পুষ্টি উপাদান কম থাকে। অবশ্য সাদা চাল সেদ্ধ হতে সময় কম লাগে এবং শরীরে এর দীর্ঘ স্থায়িত্বও বেশি হয়।

তার মানে এই নয় যে, সাদা ভাত শরীরের জন্য খুব ক্ষতিকর। তবে এটি কম স্বাস্থ্যকর। কোলারাডো স্টেট বিশ্ববিদ্যালয়ের গবেষক এলিজাবেথ রায়ান বলেন, দিন শেষে আমরা কী খেলাম সেটাই বিবেবচ্য।

তার গবেষণায় জানা যায়, চালে ব্র্যান ও জার্ম থাকলে পুষ্টি উপাদান পাওয়া যায় সেগুলো হলো-

ক্যালসিয়াম: যা দাঁত ও হাড়ের স্বাস্থ্যের জন্য ভালো।

ফ্যাট: আনস্যাচুরেটেটড ফ্যাট হৃদযন্ত্রের জন্য ভালো।

ফসফরাস: ক্যালসিয়ামের সঙ্গে মিলে দাঁত ও হাড় মজবুত করে।

ভিটামিন বি১ ও বি৩: স্নায়ুতন্ত্র সঠিকভাবে কাজ করে।

প্রোটিন: পেশির বিকাশ ও উন্নয়নে কাজ করে।

ম্যাগনেসিয়াম: এটিও স্নায়ুসহ অন্যান্য উপকারে আসে।

গবেষক রায়ান আরো জানান, রাইস ব্র্যান খেলে পরিপাকতন্ত্রে ক্যানসার হওয়ার ঝুঁকি কমে। ব্র্যানের উপস্থিতি মানে সেখানে আছে ফাইটোকেমিক্যাল যা অ্যন্টি অক্সিডেন্ট ও অন্টিইনফ্লেমেটরি উপাদানসমৃদ্ধ। যা সাদা চালে থাকে না।

তিনি জানান, লাল চালে সাদা চালের তুলনায় রয়েছে সহজে হজমযোগ্য ও দেরিতে হজমযোগ্য আশ। যা এক ধরনের ভালো প্রিবায়োটিক। এই প্রিবায়োটিক শরীরের খারাপ ব্যাকটেরিয়া ও ফাঙ্গাস প্রতিরোধ করে। এটি পাকস্থলিতে থাকা উপকারী ক্ষুদ্র ক্ষুদ্র কণিকার শক্তি বৃদ্ধি করে। যা হজম প্রক্রিয়ার জন্য প্রয়োজনীয়।

রায়ান আরো বলেন, সাদা বা লাল চালের বেশির ভাগ ক্যালোরি আসে কার্বোহাইড্রেড থেকে। তবে সাদা চালে ব্লাড সুগার দ্রুত বাড়ে। যা ডায়াবেটিকের জন্য দায়ী।

আসসালামুয়ালাইকুম,আমাদের ২২ তারিখ এ গরুর অধিকাংশ মাংস বুকিং হয়ে গেছে, তা ছাড়া ভূড়ি, মাথা ও পায়া বাক্রি শেষ। আর স্বল্...
19/12/2023

আসসালামুয়ালাইকুম,
আমাদের ২২ তারিখ এ গরুর অধিকাংশ মাংস বুকিং হয়ে গেছে, তা ছাড়া ভূড়ি, মাথা ও পায়া বাক্রি শেষ। আর স্বল্প পরিমান গোস্ত বুকিং এর জন্য বাকি আছে।
তাই আমাদের নিজস্ব পালিত গরুর টাটকা মাংস অর্ডার করতে আজ ই যোগাযোগ করুন।

০১৭৬২৬২২৩১২(আশরাফ)
০১৭৬২৬২২৩২১(জুলকার)

আসসালামুয়ালাইকুমআমাদের নিয়মিত ক্রেতাদের অনুরোধে আবার সাশ্রয়ী মূল্যে গরুর গোশত। গরুর গোশত ৬০০ টাকা কেজি।২২শে ডিসেম্বর ...
15/12/2023

আসসালামুয়ালাইকুম
আমাদের নিয়মিত ক্রেতাদের অনুরোধে আবার সাশ্রয়ী মূল্যে গরুর গোশত।
গরুর গোশত ৬০০ টাকা কেজি।

২২শে ডিসেম্বর শুক্রবার সকালে ডেলিভারি পাবেন ইনশাআল্লাহ।
কোরবানির গোশতের মত গরুর সমস্ত গোশত ও কলিজা কেটে একসাথে মিশিয়ে তারপর ওজন করে দেয়া হয়।
আমাদের চাষাড়া দোকান বা খামার থেকে নিতে পারবেন।
আমাদের নির্ধারিত পরিমাণ অর্ডার নেয়া হবে ।
আমাদের ঠিকানা
দোকান: আর্গানিক সুইট, ১ নং আর্মি মার্কেট, চাষাড়া, নারায়ণগঞ্জ- ঢাকা লিঙ্ক রোড, বিআরটিসি ও হিমাচল চাষাড়া বাস কাউন্টারের পাশে।

খামার: আহমেদ ফার্ম হাউস
চন্দ্রাবাড়ী, নূরপুর,কুশিয়ারা,
বন্দর।
অর্ডারের জন্য যোগাযোগ
জুলকার : ০১৭৬২৬২২৩২১
আশরাফ: ০১৭৬২৬২২৩১২
বি:দ্র: ভুড়ি, মাথার গোস্ত ও পায়া ইতিমধ্যে অর্ডার হয়ে গেছে

প্রতিবারের জনপ্রিয়তায় এবার আবার নিয়ে এসেছি আমাদের নিজেদের উৎপাদিত সোনালী মুরগী।ভেলিভারি আমাদের চাষাড়া দোকান বা কুশিয...
24/11/2023

প্রতিবারের জনপ্রিয়তায় এবার আবার নিয়ে এসেছি আমাদের নিজেদের উৎপাদিত সোনালী মুরগী।
ভেলিভারি আমাদের চাষাড়া দোকান বা কুশিয়ারা খামার।
ঢাকা ও নারায়ণগঞ্জে হোম ডেলিভারির ক্ষেত্রে চার্জ প্রযোজ্য।
দাম ২৮০ টাকা প্রতি কেজি লাইভ ওয়েট।
অর্ডার করতে
আশরাফ: 01762622312
জুলকার: 01762622321

আজ একটি ঐতিহাসিক খুতবাহ দিলেন শাইখ সুদাইস। একইভাবে মদিনাতেও শাইখ সালাহ আল বুদাইর দুর্দান্ত খুতবাহ দেন। একই দিনে মক্কা ও ...
18/11/2023

আজ একটি ঐতিহাসিক খুতবাহ দিলেন শাইখ সুদাইস। একইভাবে মদিনাতেও শাইখ সালাহ আল বুদাইর দুর্দান্ত খুতবাহ দেন। একই দিনে মক্কা ও মদিনায় এভাবে গাজ্জাবাসীকে এড্রেস করে খুতবাহ হতে আমি দেখিনি। নিকট ইতিহাসে বা আধুনিক সাউদির ইতিহাসে হয়েছে কিনা তাও জানি না। কোন সন্দেহ নাই এটি বিরল ঘটনা।
মুসলিমদের বিজয় তথা আল্লাহর সাহায্য আসার নয়টি উপায় বর্ণনা করেন। এরপর আমরা যারা গাজ্জাবাসী নই তাদেরকে নির্দেশনা দিলেন, আমাদের কী করতে হবে সেটার।
এরপর গাজ্জাবাসীর উদ্দেশ্যে সবর ধারণের জন্য আহ্বান জানান এবং দ্রুত মুক্তির আশ্বাস দেন আল্লাহর সাহায্যে।
এরপর আবেগঘন এক দু'আ করেন। শাইখ সুদাইসের ফিলিস্তিনকে নিয়ে করা দু'আ সবসময় ঐতিহাসিক।
এদিকে আজকে মদিনায় শাইখ বুদাইর জুলমের শেষ হবে অচিরেই এবং মাজলুমের বিজয় সুনিশ্চিত বিষয়ের ওপর আলোচনা করেন।
তিনি স্পষ্টভাবে গাজ্জাবাসীকে জুলমের স্বীকার বলেছেন। এবং বলেছেন উম্মাহর এই জনপদ কালের সবচেয়ে ভয়াবহ জুলমের মধ্যে আছে। নির্যাতনের সকল মাত্রা ছাড়িয়ে গিয়েছে।
উভয় ইমাম খুতবাহে কেঁদেছেন।
মদিনায় ইমাম সুরা ফাতিহায় কেঁদেছেন।
আল্লাহ আমাদের ফিলিস্তিনের ভাইদের কষ্ট দূর করে দিন। তাদের মধ্যে আপনার সাহায্য এবং রহমত নাজিল করুন। আপনার লানত প্রাপ্ত এবং আপনার রাগ যাদের ওপর তাদেরকে আপনি ধংস করে দিন।

হে মহান শক্তিশালী রব! আজ আপনার গজব প্রাপ্তরা আপনার বান্দাদের ওপর চড়াও হয়েছে। নিষ্পাপ শিশুদের হ*ত্যা করছে, নারী-পুরুষকে নির্যাতন ও হ★ত্যার প্রতিযোগিতায় মেতে উঠেছে তাদেরকে আপনি পাকড়াও করুন।
আপনার দুর্বল বান্দারা আপনার সাহায্য ও রহমতের দিকে তাকিয়ে রয়েছে।

আজ আমরা আপনার বান্দা তবে উম্মাহর অন্যতম অধম প্রজন্ম আপনার সাহায্য চাচ্ছি আমাদের জন্য এবং আমাদের নির্যাতিত ভাইদের জন্য। আমাদের হাতগুলোকে ফিরিয়ে দিবেন না!
আপনি দু'আ করতে বলেছেন আর আশাও দিয়েছেন যে কবুল করবেন।

ইবনে সাইফ
মাগরিব পূর্বক্ষণ
মাসজিদুন নববী প্রাঙ্গন
৩ জুমাদাস উলা ১৪৪৫
১৭ নভেম্বর ২০২৩

03/11/2023

আলহামদুলিল্লাহ

আসসালামুয়ালাইকুমআমি জানি আজকেও বাংলাদেশের হেরে যাবার সম্ভাবনা প্রবল। তারপর ও একটা সন্তান পরীক্ষায় ফেইল করলে পিতা-মাতা ...
31/10/2023

আসসালামুয়ালাইকুম
আমি জানি আজকেও বাংলাদেশের হেরে যাবার সম্ভাবনা প্রবল। তারপর ও একটা সন্তান পরীক্ষায় ফেইল করলে পিতা-মাতা বার বার সাহস দিয়ে, ভালো শিক্ষক দিয়ে চেষ্টা করে আর আশা করে সন্তান একদিন গর্বিত করার মত ফল করবে।

হয়তোবা বাংলাদেশ পরবর্তী সবগুলো খেলাই হারবে। তবু ও আমি তোমাদের সাথে আছি যতক্ষন আশা আছে।

কারন ১৯৯৫ সাল থেকে কাজের প্রয়োজনে পৃথিবীর বিভিন্ন দেশে ভ্রমন করার সুযোগ হয়েছে। সেই ১৯৯৭ সাল থেকে ক্রিকেট আর পরবরর্তীতে ডাঃ ইউনুস এই দুজনের জন্য মত সম্মান ও গর্ব অনুভব করেছি। সম্ভবত আর কিছু তে পাইনি। আমার বৃটেনের ড্রাইভার প্রায় ই ফোন করে অভিনন্দন জানাতো আমায় বাংলাদেশে, শ্রীলঙ্কার ও ভারতের অনেক মানুষ বিদেশে অতিরিক্ত সম্মান দিতো, জানতে চাইতো এতটুকু দেশে আমরা এত ভালো কি ভাবে খেলছি? উপভোগ করতাম সত্যইই অনেক ভালো লাগতো।
আর যখন ডঃ মুহাম্মদ ইউনুস নোবেল ঐ সময় জার্মানী যাচ্ছিলাম প্লেনে। ভুলতে পারবো না ইমিগ্রেশন অফিসার, ট্যাক্সি ড্রাইভার আর আমাদের কাষ্টমার মে যখন জেনেছে সাথে সাথেই এমন অভিনন্দন জানিয়েছে মনে হয়েছিল আমিই নোবেল পুরস্কার বিজয়ী।

তাই মন থেকে চিৎকার করে আমি বলতে চাই আমি আছি শেষ পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট টিম ও ডঃ মুহাম্মদ ইউনুস এর সাথে। ওরা হারুক জিতুক। ওরা আমাদের সাহসী করে তুলেছে এই গরীব দেশের পাসপোর্ট নিয়ে একসময় বিদেশ ভ্রমন করতে হীনমন্যতায় ভুগতাম। আজ গর্ব বোধ করে বলতে পারি

"আমি বাংলাদেশী
আমি সাকিব আল হাসানের দেশের মানুষ
আমি ডঃ মুহাম্মদ ইউনুস এর দেশের মানুষ"

আর আজ যারা ওদের সাথে ব্যক্তিগত আচরন করে খারাপ ব্যবহার করে এটা তাদের শিক্ষার পরিচয়। কোথায় যেন পড়েছিলাম
" আমি তোমার সাথে তা ব্যবহার করবো তা আমার পারিবারিক শিক্ষা আর তুমি যেমন ব্যবহার তা তোমার পারিবারিক শিক্ষা "।

সবশেষে আসি বর্তমান চ্যম্পিয়ন ইংল্যান্ড এখন পর্যন্ত :
নিউজিল্যান্ডের সাথে ৯ উইকেটে
আফগানিস্তানের সাথে ৬৯ রানে
সাউথ আফ্রিকার সাথে ২২৯ রানে
শ্রীলঙ্কার সাথে ৮ উইকেটে
ইন্ডিয়ার সাথে ১০০ রানে হেরেছে।
একই ঘটনা পাকিস্তান ও শ্রীলঙ্কার ক্ষেত্রে ও প্রযোজ্য। এই পরিপ্রেক্ষিতে কিছুদিন আগে ওদের দেশের কিছু পত্রিকার হেডলাইন ও শেয়ার করেছিলাম।
দেখেছেন কোথাও ওদের ব্যাক্তিগত চরিত্র নিয়ে ট্রল হয়েছে বা ওদের সাংবাদিক রা ওকে কেন নিল বা ওকে কেন বাদ দিল এসব নিয়ে মিডিয়ায় কথা বলেছেন?
কারন ওরা জানে ক্রিকেট ভদ্রলোকের খেলা। আর আমরা বা আমাদের তথাকথিত সাংবাদিকদের সম্পর্কে নাইবা বললাম।
আজকে ও আমি সাকিব বাহিনীর সাথে আছি।

জিতলেও আছি হারলেও আছি।

শুভকামনা বাংলাদেশ।

বিঃদ্রঃ আরো কিছু কথা বলার ছিলো লেখা অনেক বেশী বড় হয়ে যাচ্ছে তাই আজ এই পর্যন্তই।

19/10/2023

শুভকামনা বাংলাদেশ

Address

চন্দ্রাবাড়ী, কুশিয়ারা, বন্দর
Narayanganj

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Friday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801762622310

Alerts

Be the first to know and let us send you an email when Ahmed Farm House posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ahmed Farm House:

Videos

Share



You may also like