08/11/2024
✓যারা বলেন, ”ফস্টারিং করা খুব আনন্দের , অনেক সুন্দর সুন্দর লক্ষী বিড়াল পাওয়া যায়, আদর করা যায় খেলা যায়।"
তাদের বলছি,
🔸পশু প্রেম খুব ভ*য়ানক, এই টান, এই স্নেহ ভুলে যাওয়া খুব খুব কঠিন। সময়ের সাথে তাল মিলিয়ে ভালো থাকতে হয়, ভুলে থাকতে হয়। কারণ এটাই আমাদের কাজ আর এই বাচ্চাগুলো আসে কিছুদিনের অতিথি হয়ে কেবল।
🔸অন্যের আমানত সহি - সালামত রাখা, আদর যত্ন ভালোবাসা দিয়ে ভরসা অর্জন করা খুব সহজ নয়। তারপর সেদিন আসে যেদিন এত কষ্ট করে অর্জন করা ভরসা ও ভালোবাসা কাটিয়ে তারা চলে যায় নিজ গন্তব্যে।
আজকে আমার মিনি আর সোনামানিক চলে যাবে তার বাসায়।🥲 তাদের আম্মু অপেক্ষায় আছে দীর্ঘ ১মাস পর তার বাচ্চাদের দেখবে।
কিন্তু মিনি বুঝে গেসে, সে আমাকে ছেড়ে তার বাসায় চলে যাবে তাই মন খুব খারাপ, আমাকে ১মিনিট চোখের আড়াল হতে দিচ্ছেনা।🥹
আবার খুব দ্রুতই দেখা হবে ইনশাআল্লাহ 🌸
✨মিনি এবং সোনামানিকের আম্মুর প্রতি আমি কৃতজ্ঞ থাকবো, সে আমার পূর্ব পরিচিত নন কিন্ত আমাকে ভরসা করে ঢাকা থেকে তার বাচ্চাদের আমার হাসব্যান্ড আর আমার হাতে তুলে দেয়, আমাদের ট্রান্সপোর্ট সার্ভিসের মাধ্যমে ওদের মা-মেয়ে ২জনকে ১মাস আদর-যন্তে রাখার জন্য। মেয়েটা খুব লক্ষী, আর মিশুক। এখন সে আমার বোন হয়ে গেছে। গত ১মাসে কত সুখ-দুঃখ ভাগ করে নিয়েছি। তোমার আগামী জীবন খুব খুব সুন্দর হোক দোয়া করি।✨
Btw avoid my Voice🤣
Saba Tasnia
Raifun Khan Rakib
Yeada Rahman Purbasha