Ava loft

Ava loft আমার একান্ত জগৎ, আভা লফট। হাই ফ্লায়ার, রেসার এদের নিয়েই আছি আর কিছু ফেন্সী কবুতর।

24/06/2022
21/12/2021
22/11/2021
টেডি
17/11/2021

টেডি

16/10/2021

অনেকেই লফটে ভ্যাক্সিনেশন নিয়ে গাফিলতি করেন, আবার অনেকে এমনও যুক্তি দেখান যে বাজারে প্রচলিত পি এম ভি ভ্যাক্সিনগুলো পোল্ট্রি স্ট্রেইনের তাই কবুতরের পিএমভি প্রতিরোধে এরা কোন ভূমিকা রাখতে পারে না, এগুলো সম্পূর্ণ ভ্রান্ত ধারণা। হ্যাঁ কিছুদিন আগেও অধিকাংশ খামারীগণ ভ্যাক্সিন সম্পর্কে উদাসীন ছিলেন একমাত্র টুর্নামেন্ট এ অংশগ্রহণকারী রেসার ফেন্সিয়ার ও ফেন্সী কবুতর খামারী ভাইগণ জার্মানিতে উৎপাদিত কবুতরের পিএমভি কিল ভ্যাক্সিন ব্যাবহার করে আসতেন এতে সাধারণ খামারীদের মধ্যে একটা ধারণা তৈরি বাজারে পাওয়া যায় এমন লাইভ ভ্যাক্সিন কবুতরের চিকিৎসায় উপকারী নয় কিংবা পোল্ট্রির নিউ ক্যাসল ডিজিজ এর পেছনে দায়ী এভিয়ান প্যারামিক্সো টাইপ ওয়ান ভাইরাসের স্ট্রেইন ও কবুতরের প্যারামিক্সো ভাইরাসের স্ট্রেইন আলাদা, এটি সম্পূর্ণ ভ্রান্ত মতবাদ। এরা একই স্ট্রেইনের ভাইরাস যা পোল্ট্রি, কবুতর, ঘুঘু, হাস, টার্কি সহ সকল গৃহপালিত কিংবা বুনো পাখিকে আক্রান্ত করে। লাইভ ও কিল ভ্যাক্সিন এর মূল পার্থক্য হলো এদের সুরক্ষা প্রদানের সময়কাল, কিল ভ্যাক্সিন এক বছরের জন্য সুরক্ষা প্রদান করে এবং লাইভ ভ্যাক্সিন তিন/চার মাস! অন্যদিকে কিল ভ্যাক্সিন করানো একটু জটিল ই, অভিজ্ঞ প্রফেশনাল লোক ব্যাতিত এই কিল ভ্যাক্সিন পুশ করা বিপদজনক। বন্ধুগণ আমার আজকের আলোচনার মূল বক্তব্য হচ্ছে, প্যারামিক্সো ভাইরাস শীত-গরম যেকোনো সময় আক্রমণ করতে পারে তাই, কিল ভ্যাক্সিন করানোর সুবিধা না থাকলে চার মাস অন্তর লাইভ ভ্যাক্সিন একফোঁটা করে চোখে দিয়ে দিতে হবে এতে কবুতর অন্যতম কমন প্রাণঘাতী প্যারামিক্সো ভাইরাসের সংক্রামণ থেকে সুরক্ষিত থাকবে।

বাজারে প্রচলিত পিএমভি ভ্যাক্সিন Rani vax 300 doage, 500 dose & 1000 dose এ পাওয়া যায় এবং এর সাথে ডায়ালেটর টি ১০০০ ডোজের ই থাকে, এক্ষেত্রে ৩০০ ডোজ ডায়াল করার সময় ৭০% ডায়ালেটর সল্যুশন ফেলে দিতে হবে এবং ৫০০ ডোজের ক্ষেত্রে অর্ধেক এরপর ডায়ালেশন করা দ্রবণ একফোঁটা করে চোখে দিয়ে দিতে হবে।

09/10/2021
29/09/2021

আভা লফটের কিছু সৈন্য- সামন্ত

এস চোখের সবুজগলা র পাঙখি মাদী, পাঙখি কবুতরের কিছু বৈশিষ্ট্য আছে সেগুলো হলো এই গিরিবাজ টি অন্যান্য গিরিবাজ থেকে আকারে একট...
26/07/2021

এস চোখের সবুজগলা র পাঙখি মাদী, পাঙখি কবুতরের কিছু বৈশিষ্ট্য আছে সেগুলো হলো এই গিরিবাজ টি অন্যান্য গিরিবাজ থেকে আকারে একটু বড়, সিনা চওড়া স্বভাবে বেশ চঞ্চল প্রকৃতির হয়। প্রথমে এদের শরীর সাদা পশমে আবৃত থাকলেও বয়স বাড়ার সাথে সাথে এর শরীরে কালো ছোপ বা আশের মতো পড়তে থাকে। পাঙখি কবুতরের উৎপত্তিস্থল পুরান ঢাকায় এবং এই জাতটি উদ্ভাবন করেন ওস্তাদ গোলাম আলী চাচা এরপর এই ব্রীডটিকে নিয়ে সফল ভাবে কাজ করেন শ্রদ্ধেয় বশির ভাই এবং শ্রদ্ধ্বেয় আলাউদ্দিন ভাই ( আলাল ভাই)। র পাঙখি বলতে বুঝায় যে কবুতরের বাবা-মা দুজন ই র পাঙখি আর পাঙখি মাদীকে যখন অন্য জাতের গিরিবাজের সাথে ক্রস করানো হয় অর্থাৎ ফেটানো হয় তাকে ফেট পাঙখি বলে।। বয়স ও প্রকার ভেদে কিছু কিছু পাঙখি পাখা ভাইব্রেশন করে কিন্তু এই ভাইব্রেশন ই কিন্তু পাঙখি কবুতরের একমাত্র বৈশিষ্ট্য নয়। বেশিরভাগ পুরান জাতের গিরিবাজ ই পাখা ভাইব্রেশন করে, মুক্কী কবুতর পাখা ভাইব্রেশন করে এবং কিছু কিছু হোমার প্রজাতির কবুতর ও ভাইব্রেশন করে।

ঈদ মোবারক
23/07/2021

ঈদ মোবারক

কবুতর পুষতে হলে এদের স্বভাব, খাদ্যাভ্যাস ও অসুখ-বিসুখ এবং প্রতিকার সম্পর্কে যথেষ্ট ধারণা থাকতে হবে। মৌসুম বেদে এদের খাদ্...
20/06/2021

কবুতর পুষতে হলে এদের স্বভাব, খাদ্যাভ্যাস ও অসুখ-বিসুখ এবং প্রতিকার সম্পর্কে যথেষ্ট ধারণা থাকতে হবে। মৌসুম বেদে এদের খাদ্য তালিকা পরিবর্তন আনতে হভে আর, সে পরিবর্তন টা শুধুই ৫ থেকে ১০% ফ্যাট জাতীয় খাবারের ক্ষেত্রেই প্রযোজ্য। শীতকালে কবুতরের শরীরের তাপমাত্রা ধরে রাখার জন্য এদের খাবারে ফ্যাট হিসেবে সরিষা যোগ করতে হয় ও ফ্যাট জাতীয় খাবার ৫% থেকে ১০% এ উন্নিত করতে হয় আবার এই বর্যাকালে লাগাতার বর্ষণ হলে কবুতরের খাবারে ৫% হিসেবে সরিষা যোগ করতে হবে এবং এটা করতে হবে যেদিন ভারী বৃষ্টিপাত হয় সেদিন ই। যেমন যাদের দৈনিক ৫ কিলোগ্রাম খাবার লাগে তারা ১০০ গ্রাম সরিষা মিশিয়ে দিবেন যেদিন বৃষ্টিপাত বেশি হয়। আর একটি ব্যাপারে লক্ষ্য রাখতে হবে বর্ষাকালে যেহেতু বাতাসের আদ্রতা ৯০% এর কাছাকাছি থাকে তাই এদের পানিতে ডাইলোরেক্স অথবা ইউকা এক এমএল প্রতি তিন লিটার পানিতে মিশিয়ে দিতে হবে এতে কবুতরের শ্বাসতন্ত্রের প্রদাহ কম হবে ও খামারে এমোনিয়া ও মিথেন গ্যাস এর পরিমাণ কম থাকবে। পরিশেষে আসে মেডিসিন ও ভিটামিন এর ব্যবহার এই বর্ষাকালে কবুতর কে মাসে একবার এসেমিক ১% দিয়ে কৃমির কোর্স করিয়ে সপ্তাহে অন্তত দুদিন এসেমিল ১% দুই এমএল /লিটার পানিতে মিশিয়ে এদের শরীরে পাখায় ও লেজে স্প্রে করে দিতে হবে এতে পোকামাকড় ও উকুনের উৎপাত থেকে কবুতর সুরক্ষিত থাকবে। @আরিফুল ইসলাম সরকার

এরপর ও যদি কবুতরের ঠান্ডা লেগে যায় তাহলে লক্ষ্মণ অনুযায়ী চিকিৎসা দিতে হবে। এসময় দুধরণের সমস্যা দেখতে পাওয়া যায় এক কবুতরের গলায় গড়গড় শব্দ হবে, হাঁচি কাশি হবে, এমনটা হলে একটা এন্টিবায়োটিক যেমন লিভোম্যাক্স ভেট এক এমএল /লিটার + এ কোল্ড ভেট একগ্রাম /লি সকালের পানিতে ও ডাইরোভেট একগ্রাম /লিটার বিকেলের পানিতে মিশিয়ে ৫/৭ দিন দিতে হবে। @আরিফুল ইসলাম সরকার

আরেকটি সমস্যা দেখা যায় সেটি হলো কবুতরের চোখ দিয়ে পানি পড়ে ও আঠালো ময়লা বের হয় ও নাকে মুখে মিউকাস দেখা দেয় এক্ষেত্রে দুটি পদ্ধতির যেকোনো একটি পদ্ধতিটা অবলম্বন করে চিকিৎসা দেয়া যেতে পারে। @আরিফুল ইসলাম সরকার

এক ঃ ডক্সিভেট একগ্রাম /লিটার + জেন্টোভিট একগ্রাম /লি + রেসপিরন এক এমএল /লিটার সকালের পানিতে ও ডাইরোভেট একগ্রাম /লিটার বিকেলের পানিতে এর পাশাপাশি এক লিটার কুসুম গরম পানিতে একগ্রাম লবণ মিশিয়ে তা দিয়ে চোখ ভালো করে পরিস্কার করে চোখে অপ্টাফেনিকল অর্থাৎ ক্লোরমফেনিকল আই অয়েন্টমেন্ট লাগিয়ে দিতে হবে দৈনিক দুবার। @আরিফুল ইসলাম সরকার

দ্বিতীয় পদ্ধতিঃ লিভোম্যাক্স ভেট এক এমএল /লি + এ কোল্ড ভেট একগ্রাম /লিটার সকালের পানিতে ও ডাইরোভেট একগ্রাম /লিটার + ডেসলর ৩ এমএল/লিটার পানিতে মিশিয়ে ৫/৭ দিন দিতে হবে। একইভাবে এক লিটার কুসুম গরম পানিতে একগ্রাম লবণ মিশিয়ে সে পানি দিয়ে চোখ পরিস্কার করে চোখে মক্সিব্যাক আই ড্রপ একফোঁটা করে দৈনিক দুবার দিয়ে যেতে হবে। পরিশেষে এই কামনা রেখে শেষ করছি ভালো ও সুস্থ থাকুক সবার প্রিয় কবুতর ( আরিফুল ইসলাম সরকার)

05/08/2020

আজ সি আর ডি কমপ্লেক্স নিয়ে কিছু বলছি ,আজকাল দেখা যাচ্ছে কবুতরের কমন কোল্ডের মতো লক্ষণ পরিলক্ষিত হয় যেমন নাকে চোখে পানি ,মুখে মিউকাস ও গরগর শব্দ লাংগে এবং ড্রপিং কখনো পানির মতো পাতলা কখনো গাঢ় সবুজ এবং দ্রত সমস্ত লফটে ছড়িয়ে পরে । প্রচলিত কোন এন্টিবায়োটিক কাজে আসছেনা এবং মর্টালিটি রেট বেড়ে যাচ্ছে , আমার নিজের লফটে এমন ঘটনা ঘটে গেছে এবং আমি তখন চিকিতসার কাজে বাইরে ছিলাম এবং লফট বিপর্যস্ত হয়ে পরে আমার প্রিয় অনেক ব্রীড ই নিঃচিহ্ণ হয়ে গেছে লফট থেকে তারপর আমি নিম্নোক্ত পদ্ধতি এপ্লাই করে এই সি আর d কমপ্লেক্স নিয়ন্ত্রনে আনি ...... Ndoxy vet 1gm + Tylocine 1gm /litre + respiron 1ml/litre 5 days অথবা নিওমাসিন ১ গ্রাম + ডেনাগার্ড ১ গ্রাম/লি + ডক্সি এ ভেট ১গ্রাম/লি আর বিকেলের পানিতে রেসপিরন ১মিলি/লি

17/06/2020

Address

Hazipur Madda Para
Narsingdi
1600

Alerts

Be the first to know and let us send you an email when Ava loft posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ava loft:

Videos

Share

Category


Other Pet Services in Narsingdi

Show All