Gulshan Pigeon Loft

Gulshan Pigeon Loft Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Gulshan Pigeon Loft, Pet service, Madhabdi, Narsingdi.

নতুন কবুতর পালকদের ১০০% সফলতার জন্য কিছু কথা। ইনশাআল্লাহ সফল হবেন। আগের পোষ্টে লিখেছিলাম নতুন কবুতর পালকদের  শেষ পরিনতি।...
30/10/2021

নতুন কবুতর পালকদের ১০০% সফলতার জন্য কিছু কথা।
ইনশাআল্লাহ সফল হবেন।

আগের পোষ্টে লিখেছিলাম নতুন কবুতর পালকদের শেষ পরিনতি।
আজকে লিখবো সফলতা,
১নাম্বারে আপনি কবুতরের জন্য একটি লফট তৈরী করুন।
লফট আপনি প্রথমত ২ভাগে ভাগ করুন।
(অনলাইনে ইউটিউবে অনেক সুন্দর সুন্দর লফট আছে ধারণা নিতে পারেন)
১.ব্রিডিং লফট
২.ব্রিডিং ছাড়া যে সমস্থ কবুতর আছে যেমন বাচ্চা এডাল্ট সেমি এডাল্ট মোট কথা যে কবুতরের ডিম বাচ্ছা করানোর বয়স হয়নি সে সব কবুতরকে রাখবেন ২নাম্বার লফটে।
জুন হিসেবে যদি ভাগ করি তাহলে কবুতরকে ৪জুনে বিভক্ত করা যায়।
যেমন
১,ব্রিডিং জুন
২,বাচ্চা মা বাবার কাছ থেকে আলাদা রাখার জন্য জুন
৩,নরের জুন
৪,মাদির জুন
৩/৪কে একত্রে রেস্ট জুন বলে।
নতুন যারা তাদের জন্য এটা আপদতো বাদ রাখলাম।
এর পরে যদি আপনি ২জুনের একটা লফট তৈরী করেন তাহলে এভাবে করতে পারেন।
যেমন,
১২ফিট বাই ৮ফিট ঘর বানাতে হবে। এই মাপটা বাজেট অনুযায়ী বাড়াতে পারেন কিন্তু আর কমামু যাবেনা।
মাপ অনুযায়ী একটা ১চালা ২চালা যে যেভাবে বানাতে চান।
ঘর বানাতে হবে।
চালাতে টিনের হিট যেন কম লাগে তার জন্য মলাটের কার্টুন বা ফমের ইনসুলিশন বা তেরপাল ইউজ করতে হবে সিলিং হিসেবে।
১২ফিট লম্বা হলে মাঝখানে একটা পাটিশন দিয়ে দুই জুনে বিভক্ত করুন।
ব্রিডিং লফটে ২৪*২৪সাইজের ৮খোপের একটা খাচা বানাতে হবে।
রেডিমেইড কিনে আনতে পারেন।
আরেকটা গুরুত্বপূর্ণ কথা হলো আপনারা কখনই ব্রিডিং লফটে আজে বাজে খাচা দিয়ে ভর্তি করবেন না।
যথেষ্ট ফ্রি রাখার চেস্টা করবেন।
তিন দিক দিয়ে টিন দিয়ে সামনের দিক হাফ ওলালের মত করে বাকি যায়গাটা নেট করে দিতে হবে।
দুইটা জুনের জন্য দুই সাইটে দুইটা দরজা রাখতে হবে
দরজা গুলো স্বাভাবিক মাপের দিবেন যেন দরজা দিয়ে ৮খোপের খাঁচা প্রবেশ করাতে পারেন।
পিছনের দিক দিয়ে ছোট করে দুইটা জানালার ব্যাবস্থা করেতে হবে যাতে সামনের বাতাস পিছন দিক দিয়ে বের হয়ে যেতে পারে।
ঘরটা দক্ষিণ মুখি বা পূর্ব মুখি হলে ভাল হয় এতে
আলো বাতাস যথেষ্ট পরিমাণে পাবে।
আপনার লফট তৈরী শেষ হলে এর পর আপনি স্থীর করুন যে আপনি কি জাতের কবুতর পোষবেন।
অনেক জাতের কবুতর আছে
সব জাত মিলিয়ে কবুতরকে ৪টা সেক্টরে ভাগ করা হয়েছে।
১,রেসার জাত, যেমন সবজি হুমা মাকসি হুমা মিলি হুমা গ্রিজেল হুমা অন্যান্য।
২,হাইফ্লাইয়ার জাত, গিরিবাজ টেডি শাহরণ পুরি কাল দম
অরো অনেক জাত এগুলো আকাশের উপরের দিকে উড়ে বিদায় এগুলোকে হাই ফ্লাইয়ার বলে।
৩,ফেন্সি জাত, এগুলো দেখতে খুবই সুন্দর, কিন্তু বেশির ভাগ ফেন্সি কবুতর উড়ে না। ফেন্সি জাতের কবুতরের অভাব নাই যেমন লাহরী, সিরাজী, জেকবিন আরো অনেক জাত বলে শেষ করা যাবে না।
৪,আমাদের দেশি জাত। এ নিয়ে বিস্তারিত বলার দরকার নাই কমবেশি সবাই যানে দেশি কবুতরের ব্যাপারে।
আমি নতুন দের জন্য বলবো যেকোন এক জাতের কবুতর দিয়ে শুরু করুন।
উদাহরণ
যদি হুমা জাতি কবুতর পোষেন মানে রেসার জাতি তাহলে ভাল দেখে মাস্টার পেয়ার পাশাপাশি কোন ভাল ব্রিডার থেকে কিনে ২/৩জোড়া দিয়ে শুরু করুন।
অন্যান্য কবুতরের বেলাও সেইম
যে কোন এক জাতের ২/৩জোড়া দিয়ে শুরু করুন
ইনশাআল্লাহ সফল হবে।
কবুতর লফটে আনা শেষ হলে
আপনি খাবারের প্রতি নজর দিন
যেমন ভাল মানের খাবার এখন অনলাইনে পাওয়া যায়। ৬০/৭০টাকা কেজিতে।
৩জুরার জন্য আপনি ১০কেজি খাবারে আনিয়ে রাখতে পারেন।
খাবার আনার পর রোদে শুকিয়ে আবদ্য পাত্রে সংরক্ষণ করতে হবে।
কবুতরের খাবার পানি অবশ্য বিশুদ্ধ হতে হবে।
খাবার পানি রাতে দিয়ে রাখবেন না।
লফট সবসময় পরিস্কার রাখা লাগবে
মনে রাখবেন ৯০%রোগ বালাই থেকে মুক্তি পাবেন শুধু পরিস্কার পরিছন্ন থেকে।
শুধু শুধু লফটে ঢুকে কবুতরকে বিরক্ত করবেন না।
ডিম না দিলে ধৈর্য দরুন।
এক লফট থেকে অন্য লফটে আসার পর কবুতরের একটু ডিম দিতে দেরি হয়।
সমস্যা নাই ঠিক হবে।
মনে রাখবেন ধৈর্য ধরলে ফলাফল ভাল পাবেন।
পরিশেষে,
চিকিৎসা, আপনি আলাদা দুইটা খাঁচা রাখবেন ২৪*২৪ বা ১৮*২৪
এটা আপনার কোন কবুতর অসুস্থ হলে কাজে আসবে। অসুস্থ কবুতরকে আলাদা নিরাপদ স্থানে রাখবেন লফট থেকে একটু দূরে।
আর নতুন কবুতর আনার পর সাথে সাথে লফটে না দিয়ে আলাদা খাঁচাতে রেখে ৪/৫দিন অবজারভেশনে রাখবেন।
দেখবেন কবুতরের পায়খানা বা কোন ধরনের সমস্যা আছে কিনা।
এর পর লফটে দিবেন। সরাসরি আপনার কবুতরের সাথে দিবেন না।
মাসিক কোর্স ও অন্যান্য ভিটামিন কোর্স আছে এগুলো নিয়ে আলোচনা করবো পরে কোন একদিন।
আপনিও এগুলো আস্তে আস্তে যেনে যাবেন।
এই নিয়মে ইনশাআল্লাহ সফল হবেন।
এর পরেও কোন কিছুতে প্রবলেম হলে বড় ভাইদের পরামর্শ নিবেন।
অনেক কিছু লিখার বাকি আছে
শেষ হবেনা।
কবুতরকে ভালবাসুন কবুতর আপনাকে নিরাশ করবেনা।।
ভাল থাকুন সুস্থ থাকুন
অনেক ভুল ভ্রান্তি হতে পারে ক্ষামার দৃষ্টিতে দেখবেন।

বিশেষ দ্রষ্টব্য : এক জন বড় ভাই এর পোস্ট থেকে কপি করে দিয়েছি।

04/08/2021

ভালো কবুতর চেনার সহজ উপায়।
কি কি দেখে রেসার কবুতর পালবেন।

04/08/2021

গাজি জাহিদ মোল্লার কবুতর ।

15/07/2021

Small pigeon of the world 🌎❤

13/07/2021

Pigeon Lover EFAZ

09/07/2021

হাজার হাজার কবুতরের মেলা

ছবিটি দেখে মনে পড়ে গেলোসেই ছোটবেলার কথা...  নতুন কবুতার আনলে মা,বাবা যেন না দেখে🤑🤑🤑
03/12/2020

ছবিটি দেখে মনে পড়ে গেলো
সেই ছোটবেলার কথা...
নতুন কবুতার আনলে মা,বাবা যেন না দেখে🤑🤑🤑

সপ্তাহে একদিন একবেলা কবুতরকে উপবাস রাখুন।এতে কবুতরের ক্রপে থাকা শষ্যকণা সম্পূর্ণ হজম হয়ে বের হয়ে আসবে।
07/11/2020

সপ্তাহে একদিন একবেলা কবুতরকে উপবাস রাখুন।এতে কবুতরের ক্রপে থাকা শষ্যকণা সম্পূর্ণ হজম হয়ে বের হয়ে আসবে।

20/10/2020

সজিব এর উট পাখি, ইমো পাখি,গাড়ল,টার্কি ও ছাগল এর খামার খুলনা

এরকম বুড়ো হলেও আমি কবুতর পালবো।ইনসাআল্লাহ 😍
17/10/2020

এরকম বুড়ো হলেও আমি কবুতর পালবো।ইনসাআল্লাহ 😍

Pigeon cage
16/10/2020

Pigeon cage

16/10/2020
16/10/2020
16/10/2020
যুগ যুগ ধরে বাজের কাছেই আমরা পরাজিত।।। 😌😌😌
13/10/2020

যুগ যুগ ধরে বাজের কাছেই আমরা পরাজিত।।। 😌😌😌

18/09/2020

GP

10/09/2020

হাটে বিভিন্ন জাতের কবুতরের নাম ও দাম, ভাল এবং সুস্থ মানের কবুতর ক্রয় করতে পারবেন।Huge pigeon market.

হাটে বিভিন্ন জাতের কবুতরের নাম ও দাম, ভাল এবং সুস্থ মানের কবুতর ক্রয় করতে পারবেন।এই হাটে পাওয়া যাচ্ছে - দেশি কবুতর, হোমার, মুক্খি, গোলা কবুতর, গিরিবাজ, লোটন, কালো সিরাজী, সাদা সিরাজি, লাল সিরাজি, কোকা, সাদা কিং, হলুদ কিং, বম্বাই, লাক্ষা, জ্যাকোবিন, আউল, বারানবাপ, সাদা রেন, হলুদ রেন, সাদা বোখারা, হলুদ বোখারা, কালো কৃষ্ণো কবুতর, টারকি মুরগি, সাদা ঘুঘু, হলুদ ঘুঘু আরো অনেক জাতের কবুতর ইত্যাদি । এছাড়া হাঁস, মুরগি, গরু, ছাগল, ভেড়া, মহিষ, কোয়েল পাখি বিভিন্ন জাতের পাখি পাওয়া যায় । আরো অনেক কিছু পাওয়া জাচ্ছে এই নাটরের তেবারিয়া হাটেতে ।

10/09/2020

কম দামে কবুতর কিনুন ঢাকা মেরাদিয়া হাট |
Kobutor Haat Meradiya Dhaka | Best Pigeon Market

08/09/2020

💘 🧡 💜 💚 💛

অনুরোধ রইলো পুড়া পোস্ট না পড়ে না বুঝে কমেন্ট করবেন  না।ছোট্ট একটা পরামর্শ কিন্তু বিষয়টা একটু লম্বা ও ঝামেলাটা একটু বেশী,...
08/09/2020

অনুরোধ রইলো পুড়া পোস্ট না পড়ে না বুঝে কমেন্ট করবেন না।

ছোট্ট একটা পরামর্শ কিন্তু বিষয়টা একটু লম্বা ও ঝামেলাটা একটু বেশী,,
তবে ধৈর্য সহকারে এই প্যারার কাজটি করতে পারলে। আপনার অসুস্থ শখের দামি কবুতরটি শারীরিক ফিটনেস ধরে রেখেই সুস্থ হবে এবং টাল হবার সম্ভাবনা একেবারেই নেই।

সাল্মনিল্লাহ, প্যারাটাইফয়েড, ফাউল কলেরা , ডিপথেরিয়া কিংবা বদ হজমের আক্রমণে কবুতর নিজে খাবার খায়না কিংবা খাইয়ে দিলেও বমি করে ফেলে দেয়।
কখনো কখনো খাবার হজম হয়না কারন এসব খেত্রে কবুতরের ডাইজেস্ট খমতা কমে যায়। এখেত্রে আমরা লিকুইড রাইজ স্যালাইন খাইয়ে থাকি।
প্রশ্ন হলো রাইজ স্যালাইনে আছে কি যেঁ অসুস্থ কবুতরের শারীরিক ফিটনেস ধরে রাখবে।
কারন এসব রোগে কবুতর অনেক সময় একটানা ৪ থেকে ৫ দিন বমি দিতে পাড়ে। শরীর থেকে ভিটামিন ক্যালসিয়াম ও মিনারেল পায়খানার সাথে নেমে যেতে পাড়ে।
রাইজ স্যালাইনে এগুলি পুরন করা সম্ভব নয়। কারন রাইজ স্যালাইনে আছে চালের গুরার ডাথে স্যালাইন মিক্সড।
যা কবুতরের সামান্য খাবার চাহিদা ও পানি শুন্যতা দুর করে।

কিন্তু এই ধরনের রোগের আক্রমণে কবুতরের শরীর থেকে অনেক গুলি প্রয়োজনীয় ভিটামিন ও ক্যালসিয়ামের ঘাটতি হয় যা রাইজ স্যালাইনে পুরন করা সম্ভব নয়।
পরিণতি কবুতর সুস্থ হলেও বুকের হার বেরিয়ে যায় কখনো কখনো বাকা হয়ে যায় , হালকা হয়ে যায়। কখনো কখনো ঘাড় বাকিয়ে যায়।
যাকে আমরা অনেকেই টাল রোগ বলে থাকি আসলে টাল নামে কবুতরের কোনো রোগ নাই।
এধরনের রোগের চিকিৎসার পাশাপাশি সার্বক্ষণিক সঠিকতর নার্সিং জরুরী।
অর্থাৎ যথেষ্ট সময় নিয়ে ধৈর্য সহকারে সেবা করতে হবে।

আমার এই পোস্ট আমি শুধু এধরনের অসুস্থ কবুতরের নার্সিং বিষয়ক কিছু পরামর্শ দিলাম।
দয়া করে কেউ এই পোস্টে এই রোগের মেডিসিন বিষয়ক কোনো সাজেশন বা পরামর্শ চাইবেন না।
কারন এই রোগের চিকিৎসায় মেডিসিন বিষয় বিভিন্নজনের বিভিন্ন রকম মত আছে।


✌✌✌✌✌✌
মেডিসিন কিংবা খাবার খাওয়ানোর ৩০ মিনিট আগে দশ এমএল পানির সাথে হাফ এমএল টকস্লিন মিশিয়ে খাইয়ে দিবেন।
এতে কবুতরের পেটের খতিকারক ব্যাকটেরিয়া নিশক্রিয় থাকবে এবং মেডিসিনের কার্যকারিতা বৃদ্ধি পাবে।

ছোলাবুট, চিনাবাদাম, ভুট্টা, ও গম মিনিমাম ২ ঘন্টা ভিজিয়ে ব্যালেন্ডার দিয়ে লিকুইড করে নিবেন। ব্যালেন্ডার করার আগে ছোলাবুট ও চিনাবাদামের খোসা ফেলে দিবেন।
তবে লক্ষ রাখবেন পাতলা পানির মতো যেন না হয় । অর্থাৎ ঘন পেস্টের মতো হতে হবে।

এভাবে দিনে একবার বানিয়ে নিলে এবং ফ্রিজের নরমালে রাখলে। পুরো দিনে দুই থেকে তিনবার ১০ এম এল করে খাওয়াতে পাড়েন।
তবে প্রথম বারের পর যতোবার খাওয়াবেন ততবার কুসুম গরম পানি মিক্সড করে ঠান্ডা ছারিয়ে নিবেন। প্রতিবার খাবারের সাথে সামান্য লাইসোভিট মিশিয়ে নিবেন।
কারন লাইসোভিট কবুতরের শারীরিক দুর্বলতা রোধ করে এনার্জি ধরে রাখে।
দিনে যেকোনো একবার এই খাবারের সাথে ভিটামিন ডি অর্থাৎ ফসকল ডিবি কিংবা ক্যলভেট ডিবি একটা ট্যাবলেটের ৮%১ গুরা করে খাবারের সাথে মিক্সড করে নিবেন।
এবং যতোবার বমি করবে ততবার লাইসোভিট মিশ্রিত পানি খাওয়াবেন।
এখানে যে খাবারের উপাদান গুলি দেয়া আছে তাতে বারতি কোনো ভিটামিনের দরকার হবেনা।
একটা অসুস্থ কবুতরের শারীরিক দুর্বলতা রোধ করার সব রকমের ভিটামিন ও ক্যালসিয়ামের উপস্থিতি এই খাবারে আছে। শুধু একটু বারতি কষ্ট করতে হবে।
মনে রাখবেন কবুতরটা যদি দামি হয় কষ্ট কোনো ব্যাপার নয়।
আমি গ্যারান্টি দিচ্ছি যদি এই কষ্ট টুকো করতে পাড়েন কবুতর সুস্থ হবে এবং টাল হবেনা।
মনে রাখবেন অনেক কষ্ট করে কবুতর সুস্থ করলেন, কিন্তু টাল হয়ে গেলো আপনার সব কষ্ট বিফলে গেলো।
কারন ঐ কবুতর দিয়া আপনি কি করবেন।

এবং এই একি ভাবে যদি চার পাচ দিনের বাচ্চা কবুতরকে খাওয়াতে চান তো খাওয়াতে পাড়েন, যদি বাচ্চার বাবা মা না খাওয়ায়।
সেখেত্রে সব একি নিয়মে চলবে শুধু লাইসোভিট ও ফসকল ডিবি বাদ যাবে।
পরিশেষে এটাই বলবো এই কষ্ট বিফলে যাবেনা।
কারন এটা আমার পরিক্ষিত ফর্মুলা।

সর্বশেষ আবারো বলবো বিষয়টা একটু কষ্টকর তবে রেজাল্ট খুবী ভালো✌ কারো দামি কবুতর নিয়ে এমন সমস্যায় পরলে এই ফর্মুলা এপ্লাই করতে পাড়েন।✌✌

(সংগৃহীত)

08/09/2020

ভালো তো, ভালো না!!!

বাচ্চা কবুতরের যত্ন ।। যারা বাচ্চা বড় করতে বা বাচ্চা টিকাইতে পারেন না, তাদের জন্য এই টিপস।। বেবীর বাবা-মা তো খাবার খাওয়া...
07/09/2020

বাচ্চা কবুতরের যত্ন ।।

যারা বাচ্চা বড় করতে বা বাচ্চা টিকাইতে পারেন না, তাদের জন্য এই টিপস।। বেবীর বাবা-মা তো খাবার খাওয়াবে তার সাথে আপনি ও খাওয়াবেন। প্রতিদিন রাতের বেলায় ছোলা বুট ভিজাইয়া রাইখা। সকালে বিজা ছোলা
১৫ দিনের বাচ্চাকে ১০ পিছ আর ১০-১৫ ছোট বাচ্চাকে ৫-১০ পিছ করে দিনে এবং রাতে ২ বার করে খাওয়াতে হবে। বাচ্চা আদার খাওয়া শিখা পর্যন্ত। এবং এক দিনের ভিজা ছোলা আরেক দিন খাওয়ানো যাবে না। প্রতিদিন নতুন করে ছোলা ভিজাতে হবে।।

আর ২০ দিনের বেশি বয়সের বাচ্চাদেরকে (( ভিটাওরাল-ভেট)) টেবলেট ১টাকে ৪ টুকরা করে প্রতিদিন ১ টুকরা করে খাইয়ে দিবেন, এই টেবলেট টানা ১০ দিন খাওয়াবেন।।

22/08/2020

আসল কিং কবুতর জাত ও দাম ।

স্বল্প খরচে অধিক লাভজনক কবুতর পালন পদ্ধতি সম্পর্কে জেনে নিন ।

12/08/2020

কবুতরকে রসুন খাওয়ালে কি হয়

12/08/2020

কবুতর ডিম পারার পর যে ভুলগুলি করলে ডিমের ভিতর বাচ্চা মারা যাবে।

12/08/2020

কবুতর কেনার আগে ৮ টি বিষয়ে সতর্ক থাকুন। ভালো কবুতর চেনার উপায় | কবুতরের হাট, কবুতর কেনার আগে সতর্ক

সুস্থ্য সবল বেবী পাবার একটা বড় অন্তরায় হচ্ছে ওয়েট নেস্ট বা ভেজা আতুড়। থর থাকতে হবে শুকনো এবং শুষ্ক। থর যদি সব সময় ভেজা থ...
10/08/2020

সুস্থ্য সবল বেবী পাবার একটা বড় অন্তরায় হচ্ছে ওয়েট নেস্ট বা ভেজা আতুড়। থর থাকতে হবে শুকনো এবং শুষ্ক। থর যদি সব সময় ভেজা থাকে বেবী কবুতর খুব দ্রুত এবং সহযেই বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে পড়ে। বেবীর স্বাভাবিক গ্রোথ থাকে না।

ওয়েট নেস্টের বিভিন্ন কারন থাকতে পারে। এর ভেতর সব থেকে বেশী কমন যে কারন সেটা হলো ওয়েট ক্যাংকার বা ট্রাইকোমনিয়াসিস। বাবা-মা অনিয়ন্ত্রিত ট্রাইকোমনিয়াসিসের প্রভাবে অতিরিক্ত পানি গ্রহন করে এবং পর্যায়ক্রমে বেবীদেরকেও বেশী পানি খাওয়ায়। ফলে বেবীদের ড্রপিংসে অতিরিক্ত পানি থাকে যা থরকে সব সময় ভিজা রাখে।

ট্রাইকোমনিয়াসিস নিয়ন্ত্রনঃ

👉 সমাধান ১ঃ মেট্রোনিডাজলঃ ৪০০মি গ্রাম (৫-৭ দিন) + কক্সিট্রিল ১ মিলি (২দিন) প্রতি লিটার খাবার পানিতে। দুইবেলার পানিতে।

👉 সমাধান ২ঃ মেট্রোনিডাজলঃ ৪০০মি গ্রাম (৫-৭ দিন) + কক্সিঅফ ১গ্রাম (৫দিন) প্রতি লিটার খাবার পানিতে। দুইবেলার পানিতে।

কবুতর থরে দেবার আগে, ফ্লায়িং সিজনের শুরুতেই এবং/অথবা প্রতি ২/৩ মাস অন্তর এই একই কোর্স লফটের সব কবুতরকে করালে পুরো লফটের কবুতর ইনশা আল্লাহ অনেক ভালো থাকবে। ফ্লায়িং এর কবুতরের ফ্লাইং পারফর্মেন্স ভালো পাওয়া যাবে ইনশা আল্লাহ।

08/08/2020

কবুতরের নর মাদী কিভাবে চিনবো? কবুতর পালন পদ্ধতি ।

এই চ‍্যানেলে আপনি কবুতর সহ বিভিন্ন পশু পাখির গুরুত্বপূর্ন ভিডিও এবং জনপ্রিয় শিল্পিদের ভালো কিছু গান ও আমার গাওয়া কিছু গান সহ আপনার প্রয়োজনীয় প্রায় সব বিষয়ের উপর ভিডিও পেয়ে যাবেন. তাই আশা রাখি অবশ‍্যই আমার চ‍্যানেলের সাথেই থাকবেন.

03/08/2020
24/07/2020

Best ever Pigeon loft

23/07/2020

Pigeon song

G R
22/07/2020

G R

B R
22/07/2020

B R

22/07/2020

P S

Address

Madhabdi
Narsingdi
1604

Telephone

+8801611202302

Website

Alerts

Be the first to know and let us send you an email when Gulshan Pigeon Loft posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category


Other Pet Services in Narsingdi

Show All