![](https://img5.voofla.com/647/167/394225296471679.jpg)
19/01/2024
ভালোবাসা কি শুধু মানুষের সাথে মানুষেরই হয়? আমাদের মতো ওরাও জানে ভালোবাসা দিতে।
আসছে "বিশ্ব ভালোবাসা" দিবসে আপনার এমন ভালোবাসার মুহূর্তগুলো শেয়ার করুন Rajshahi Pet Care এর সাথে।মুহূর্তগুলো শেয়ার করা হবে Rajshahi Pet Care-এর সোশ্যাল মিডিয়া পেইজে।
গল্প এবং সেই সাথে আপনার পেট এর সেরা ছবি পাঠিয়ে দিন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে: 01907-395718
সেই গল্প এবং ছবি গুলো আমরা পোস্ট করবো আমাদের সোশ্যাল মিডিয়া পেইজে।
👑 সর্বাধিক শেয়ার কৃত পোস্ট এবং কমেন্টের উপর ভিক্তি করে বিজয়ী ঘোষণা করা হবে।
নিয়মাবলি:
🔆 গল্প অবশ্যই ৬০ শব্দের বেশি হতে হবে।
🔆 গল্প অবশ্যই বাংলাতে লিখে পাঠাতে হবে।
🔆 পেট এর ১ টি ছবি দিতে হবে(পেট এবং আপনার একত্রিত ছবিও দিতে পারেন)।
🔆 গল্প এবং ছবি অবশ্যই নির্দিষ্ট হোয়াটসঅ্যাপ নাম্বারে এবং নির্দিষ্ট সময়ের ভেতরেই পাঠাতে হবে।
🔆 একটি আইডি থেকে সর্বোচ্চ ২ টি কমেন্ট কাউন্ট করা হবে।
🔆 সর্বোচ্চ শেয়ার কাউন্ট করা হবে।
👉ছবি ও গল্প জমা দেওয়ার শেষ সময়:
৩১ই জানুয়ারি'২৪, রাত 12 টা।
👉১ ফেব্রুয়ারি'২৪ তারিখে আমাদের পেজ এ গল্প গুলো পোস্ট করা হবে।
👉১০ই ফেব্রুয়ারী'২৪, রাত ১২ তা পর্যন্ত পোস্টের কমেন্ট আর শেয়ার কাউন্ট করা হবে।
👉১৩ই ফেব্রুয়ারি'২৪, আমাদের পেজ এ বিজয়িদের নাম প্রকাশ করা হবে।
বিজয়ীদের জন্যে যা থাকছে:
👑 প্রথম ৩ বিজয়ীর জন্যে
🔆 বিজয়ী ক্রেস্ট।
🔆 হেলথ চেকআপ ৫০% ছাড় (পুরো ১ বছর)।
🔆 সকল পেট প্রোডাক্টে ১০% ছাড়।
🔆 বিজয়ী ছবি দিয়ে টি-শার্ট (ওনার এবং পেটর জন্যে)।
🔆 Cinematography (পেট এবং পেট ওনারের)।
👑 পরবর্তী ১০ জন বিজয়ীর জন্যে থাকবে ছবিসহ টি-শার্ট এবং সকল পেট প্রোডাক্ট এ ১০% ছাড়।