আমাদের ঈদ শুরু হয়ে গিয়েছে। কারণ বাবুরা ফোস্টারে আসতে শুরু করেছে 😁
Permanent-foster. Paw's Step foster home Rajshahi.
Contact :01321756796/01794911943
পোষা প্রাণীর জন্য ঘাস অত্যন্ত গুরুত্বপূর্ণ ❤️
ঈদের বুকিং কিন্তু শুরু হয়ে গেছে আপনার পোষা প্রাণীকে আমাদের ফোস্টারে রাখতে এখনই বুকিং দিয়ে ফেলুন। আসুন খুবই সীমিত।
রাজশাহীর উদ্যোক্তা মেলায় চলে আসতে পারেন।
কোরবানির ঈদে বাবুদের রাখতে চান তারা এক্ষুনি বুকিং দিয়ে ফেলুন কারণ আসন খুবই সীমিত।
ইদে ফোস্টারে এসেছিল বাচ্চাটা ❤️
আপনার সাথে মিলে আমরা একটা বেটার পৃথিবী তৈরি করতেই পারি।
Please avoied my singing voice please😶🌫️
#bettertogether #oldagehome
#pet #cat #doglover
আমার ফোস্টার রুমের ছোট্ট টূর ❤️
"ফ্রেশ ফ্রেশ লাঞ্চ"
বিড়াল বাবুকে সুস্থ রাখতে ডায়েট মেন্টেন করে খাবার দেওয়ার কোন বিকল্প নেই। ❤️
"হারানো কুকুর"
একটা বিষয় একটু জানার এবং জানানোর জন্য নক দিলাম।
বর্তমান রাজশাহীর নগর পরিকল্পনায়- সমাজের অন্যান্য প্রাণীর সহাবস্থানের পরিকল্পনা কতো টুকু? এই যেমন এখন রাতের বৃষ্টিতে এ শহরের কতো গুলো কুকুর মাথাগুজে শুস্ক থাকতে পারছে? এই তীব্র দাবদাহে তারা একটু ছায়া, একটু পান যোগ্য পানি পাচ্ছে কতোটুকু? বৃক্ষ নিধন,পুকুর ভরাট তো আছেই, ড্রেন গুলোও এখন এমন ভাবে ঢাকা যে কুকুর বিড়াও পাখি কেউ ই পানি পাবে না! আগামী ১০ বছরে এরা আদো থাকার পরিবেশ পাবে কি না?
বর্জ্য ব্যাবস্থাপনার সঠিক পরিকল্পনার অভাবে আজকে কাক শূন্য হতে বসেছে ঢাকা। তবে ২০১১ সালে দালানের চূড়ায় ইটের ফাকে বন্য টিয়ার সংসার দেখেছি।
কুকুর বিড়াল নিয়ে পরিকল্পনা না থাকলে বিপদ। ঢাকায় বিড়ালের কামড়ে জলাতঙ্ক রোগের রিস্ক বাড়ছে।
রাজশাহীর মানুষ এখনো পরিবেশ রক্ষা ও বাস্তুতন্ত্র ঠিক রাখতে আগ্রহী। আমরা কি নাগরিক হ
আমার ফোস্টারের বাচ্চারা মাশাআল্লাহ।
ফ্রী গাপ্পি দিচ্ছি!
রাজশাহীতে আপনারা যারা বারান্দায় পাখিদের জন্য পানি রাখার মহৎ কাজ টা করছেন তাদের মশা থেকে নিরাপদ রাখতে ফ্রী ১ জোড়া গাপ্পি বা প্লাটি গিফট করতে চাই আমরা।
যদি এই পোস্ট টি ১০০ শেয়ার পায় তবে পানির জন্য স্পেশাল গাছ গিফ্ট করবো সেই ১০০ জন কে। যাস্ট শেয়ার দিয়ে কমেন্টে লিখুন "ভালো কাজে পাশে আছি!"
ভালো কাজ ছড়িয়ে যাক। পাখিরা বেচে থাক। পরিবেশ একটু ঠিক করতে আমাদের সহযোগিতা করুন।
#goodvibes #birds #water #nature #love #share