Aquatic Fancy

Aquatic Fancy This page is not only for buisness but also here you will get informations about pet animals like Fi

➤পাখির খাচা হাত বদল হবে।নতুনই আছে,২ মাসের মত পড়ে আছে।পাখি রাখাও হয় নি।➤দৈর্ঘ্য ১৮,প্রস্থ ১২ আর উচ্চতা ১৪।(হাড়ি ১ টা,পানি...
26/10/2022

➤পাখির খাচা হাত বদল হবে।নতুনই আছে,২ মাসের মত পড়ে আছে।পাখি রাখাও হয় নি।
➤দৈর্ঘ্য ১৮,প্রস্থ ১২ আর উচ্চতা ১৪।(হাড়ি ১ টা,পানির পাত্র ১,খাবার পাত্র ১)
⇨এসে নিয়ে যেতে হবে।
⇨লোকেশন বহরমপুর শেষ মাথা,রাজশাহী। (আলোচনা সাপেক্ষে জিনিস এগিয়ে দেওয়া যাবে)

10/09/2022

Something is Fisshyy🐳

Location :Rajshahi cityHome delivery available by rickshaw charge🌚Pick-up point:1.Bohorompur sesh mathar more(main)2. Ka...
02/07/2022

Location :Rajshahi city
Home delivery available by rickshaw charge🌚
Pick-up point:1.Bohorompur sesh mathar more(main)
2. Kamarujjaman cricker stadium,13 Khadiya
3.Mohila complex stadium.
(Inbox for more details)

টুকি!🐢💚
20/06/2022

টুকি!🐢💚

Indian roofed turtle baby.🐢Location:Rajshahi cityInbox for more details🌺
01/06/2022

Indian roofed turtle baby.🐢

Location:Rajshahi city
Inbox for more details🌺

চাঁদমালা ফুলআমাদের দেশের হাওর-বিল,মাঠ-প্রান্তরের সুপরিচত ফুলের নাম- চাঁদমালা।বর্ষা মৌসুমে পানিতে ভরা হাওরের শেষ সময়টুকু...
10/05/2022

চাঁদমালা ফুল

আমাদের দেশের হাওর-বিল,মাঠ-প্রান্তরের সুপরিচত ফুলের নাম- চাঁদমালা।বর্ষা মৌসুমে পানিতে ভরা হাওরের শেষ সময়টুকুতে চাঁদমালার সাদা ফুলে ছেয়ে যায় হাওর ও এদেশের অনেক প্রাকৃতিক জলাশয়। চাঁদমালার ফুল শাপলা গড়নের হয়ে থাকে।আকারে অনেক ছোট, কাছে না এলে দূর থেকে বোঝা যায় না। পাতা ও ফুল পানির উপর ভেসে থাকতে দেখা যায়।পানিতে কাণ্ড নিমজ্জিত অবস্হায় থাকে। সকাল বেলার দিকে হাওর-বিলে প্রচুর চাঁদমালা ফোটে। দেখে মনে হবে, কোনো বিশাল সাদা বরফরাশি জেগে আছে পানির মধ্যে। অনেক জায়গাজুড়ে এরা বেড়ে ওঠে হাওর-বিলে।
চাঁদমালা লতানো জাতীয় জলজ উদ্ভিদ, সাধারনত শিকড় গজায় গাঁট থেকে। ভাসমান পাতা প্রায় গোল, ৫-৮ সেমিঃ চওড়া, বোঁটা প্রায় ৪ সেমিঃ, ওপরটা মসৃণ, নিচে প্রকট শিরাজাল থাকে। ফুল ছোট ও সাদা। পাপড়ি সংখ্যা ৫, কিনারা ঝালরের মতো, কেন্দ্র গাঢ়-হলুদ বর্ণের হয়ে থাকে। ফল গোলাকার ধরনের।চাঁদমালার বৈজ্ঞানিক নামঃ Nymphoides hydrophylla.আমাদের দেশের জলাভূমিতে সাধারণত দুই প্রজাতির চাঁদমালা ফুল দেখতে পাওয়া যায়। যার একটির ফুলের পাঁপড়িতে অসংখ্য খাঁজ থাকে এবং অন্যটির পাঁপড়ি মসৃণ হয়ে থাকে। উভয় প্রজাতির ফুলের কেন্দ্র বা পাঁপড়ির গোড়ার রঙ হলুদ। তাছাড়া আরও কয়েকটি নামে পরিচিত চাঁদমালা ফুল- চন্দ্রমালা, চন্দ্রহার,পানচুলি প্রভৃতি। জলাশয়ের প্রাকৃতিক ভারসাম্য, মাছের খাবার ও ফঁড়িংয়ের আশ্রয়ের জন্য চাঁদমালা উপকারী উদ্ভিদ। আমাদের দেশে চাঁদমালাকে সবজি হিসেবে ব্যবহার করে থাকেন হাওর অঞ্চলের লোকজন। চাঁদমালার পাতা ঔষধি গুণসম্পন্ন।
তথ্য সংগ্রহ : গুগল

Pictures collected from: Guppy Fish Rajshahi

02/05/2022

সকলকে Aquatic Fancy এর পক্ষ থেকে ঈদ-উল-ফিতর এর অনেক অনেক শুভেচ্ছা।🐬💙

07/03/2022

1 pair lichu gold fish & 1 pair normal gold fish are on sell
Location:Bornali,Rajshahi

Inbox for more details

আপনার পাখিকে কি কি খাওয়াতে পারবেন এবং সুস্থ রাখার জন্য কোন কোন খাবারের অভ্যাস গড়ে তুলতে হবে। এছাড়াও বাজ্রিগার পাখির বীজ ...
15/02/2022

আপনার পাখিকে কি কি খাওয়াতে পারবেন এবং সুস্থ রাখার জন্য কোন কোন খাবারের অভ্যাস গড়ে তুলতে হবে। এছাড়াও বাজ্রিগার পাখির বীজ এবং সীড মিক্সের তালিকা দেওয়া হলো।

এই পাখির নাম বাংলা নাম হুদ হুদ/ সোলায় মান পাখি/ মোহন চুড়া ইংরেজি নাম Common Hoopoe. এ পাখির নাম ইসলামী এক গল্পে উল্লেখ ক...
14/02/2022

এই পাখির নাম বাংলা নাম হুদ হুদ/ সোলায় মান পাখি/ মোহন চুড়া

ইংরেজি নাম Common Hoopoe.

এ পাখির নাম ইসলামী এক গল্পে উল্লেখ করা আছে(হযরত সোলায়মান (আঃ) সম্পর্কিত)
গল্পটি আমার সঠিক জানা নেই তাই উল্লেখ করতে পারি নাই,তবে আগ্রহীরা বিভিন্ন সাইটে খোঁজ করলেই পেতে পারেন।

Picture collected

06/02/2022
30/12/2021

➤2 pair Red Swordtail & 1 pair white molly are waiting for new address🐳💙
⇨Location 13 khadia stadium,Rajshahi😴
⇨Whole sell at a attractive price😮👍
⇨Inbox for more details 😄📲

আসুন গাপ্পির বর্তমান মার্কেট চাহিদা সম্পর্কে আমরা কিছু জেনে নিই।নিম্নোক্ত ছবিগুলো থেকে গাপ্পির বিভিন্ন ধরনের  #টেল ও  #ড...
28/12/2021

আসুন গাপ্পির বর্তমান মার্কেট চাহিদা সম্পর্কে আমরা কিছু জেনে নিই।
নিম্নোক্ত ছবিগুলো থেকে গাপ্পির বিভিন্ন ধরনের #টেল ও #ডরছাল সম্পর্কে ধারণা পাবেন।

টেল:
বর্তমান বাজারে গাপ্পির তিনটি ক্যাটাগরির টেল সবচেয়ে বেশি জনপ্রিয়।
(১) হাফ মুন টেল
(২) ডেল্টা টেল
(৩) ফ্যান টেল

ডরছাল:
বর্তমানে আন্তর্জাতিক বাজারে দুটি ডরছাল সবচেয়ে বেশি জনপ্রিয়।
(১) হাই ডরছাল
(২) লং ডরছাল

টেল ও ডরছাল মিলিয়ে যে ধরনের এগুলো বর্তমানে সবচেয়ে বেশি চাহিদা রয়েছে তা হল।
(১) হাই ডরছাল হাফ মুন
(২) লং ডরছাল ডেল্টা টেল
(২) লং ডরছাল ফ্যান টেল

এছাড়াও আরও একটি ক্যাটাগরি করেছে , যাকে বলা হয় রোজ টেল। এটি বর্তমানে বেশ জনপ্রিয়তা পেয়েছে ।

28/12/2021

প্রশ্ন:ধানী পোনা কাকে বলে?

উওর:ধানী পোনা

ধানী পোনা বলতে রেণু পোনার পরবর্তী অবস্থা হতে ১.৫-২ সেমি পর্যন্ত আকারের পোনাকে বোঝায়। এই পোনার আকার ধানের আকারের সমান হয়ে থাকে বলেই একে ধানী পোনা বলে।
সাধারণত রুই জাতীয় মাছের ক্ষেত্রে ৪-৫ দিন বয়সের রেণু পোনা সঠিকভাবে লালন-পালন করলে ১০-১২ দিনের মধ্যেই ধানী পোনায় পরিণত হয়। এসব ধানী পোনা বয়সে ১৫ থেকে ১৮ দিন

Collected

➤Microworm(A live food) available!!! 🤩➤With a attractive price in Rajshahi city 🙀🥳➤Can't delevery outside of Rajshahi😅🙃➤...
28/12/2021

➤Microworm(A live food) available!!! 🤩
➤With a attractive price in Rajshahi city 🙀🥳
➤Can't delevery outside of Rajshahi😅🙃
➤Inbox if you want to get and know more details 😊👉📲

☞For any update please like the page and stay with me🥺💙

14/12/2021

Betta Fish~Part-2
''''''''’'''''''''''''''''''''''''''''''''''''''''''

➤বিশেষ বৈশিষ্ট্যঃ

⇨বেটা মাছের ল্যাব্রিন্থ নামের একটা অরগ্যান আছে, বেটা আমার এটার সাহায্যে সরাসরি বাতাসের অক্সিজেন থেকে নিজের অক্সিজেনের চাহিদা পূরণ করতে পারে। আর এভাবে বেটা মাছ পানিতে ডিজলভড অক্সিজেনের পরিমাণ কম থাকলে বাতাস থেকে ফুলকার সাহায্যে অক্সিজেন নিয়ে সরাসরি লাবৃন্থ এ পাঠিয়ে দেয়। আর তার মানে কিন্তু এই না যে আমরা ইচ্ছা করে বাটা মাছের একুরিয়ামের পচাপানি রাখবো

➤খাবার:

⇨বেটার সাধারণত কার্নিভোরাস বা মাংসাশী মাছ

⇨বেটা মাছ খাওয়ার নিয়ে আপনাকে কোনো বাড়তি প্যাড়া দেবে না

⇨প্রাকৃতিক পরিবেশে এরা জলজ পতঙ্গ আর লার্ভা খেয়ে বেঁচে থাকে

⇨কিন্তু ফার্ম এ বড় হওয়া বেটা মাছগুলো লাইভ খাবার সহকারে শুকনো প্যালেট স্বাচ্ছন্দ্যে খায়

⇨ভালো থাকার জন্য এদেরকে আপনার ব্যালেন্স খাবার দেয়া প্রয়োজন পড়বে

⇨অবশ্যই সে ক্ষেত্রে প্রোটিনের মাত্রাটা বেশি থাকে সেদিকে খেয়াল রাখতে হবে

⇨ফ্রজেন ব্লাড-ওয়ার্ম, শুকনা টিউবি ফ্লেক্স দেয়া যেতে পারে

⇨ব্রাইন শ্রিম্প খুব ভালোবেসে খেয়ে নেবে

➤কিভাবে খাবার দেবেন?

⇨প্রকৃতিতে বেটা মাছ খাবারের সন্ধানেই লেগে থাকে, একটা খাবার ধরার পরে তাকে লেগে থাকতে হয় পরবর্তী শিকার ধরার জন্য।

⇨কাজেই বেটা মাছকে ঘনঘন খাবার দেয়া যাবে না দিনে দুইবারের বেশি তো কখনই নয়, আমার সাজেশন থাকবে দিনে একবার।

⇨অতিরিক্ত খাবার বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের বেটা মাছের মৃত্যুর কারণ হয়ে থাকে

⇨বেটা মাছের পেট ভর্তি খাওয়ার থাকলে তার সাঁতার কাটতেও কষ্ট হয়

⇨কমন একটা রুল শেয়ার করিঃ - প্রতিবেলায় মাছকে ততটুকু খাবার দেবেন যতটুকু সে দুই মিনিটের মধ্যে কঞ্জিউম করতে পারে। সেই পরিমাণ টা যেন মাছের শরীরের আকৃতির 5 শতাংশের বেশি না হয়।

➤তাপমাত্রা :

⇨দুইটা মাছকে যতই হার্ডি বলা হোক না কেন সত্যি কথা বলতে এরা কিন্তু খুব টেম্পারেচার সেনসিটিভ

⇨এদের প্রেফারেবল তাপমাত্রা হলঃ ২৬-২৮°সেন্টিগ্রেড (78-82°F), যেটা ট্রপিক্যাল মাছের গড়পড়তা তাপমাত্রা থেকে একটু বেশি

⇨যেহেতু এরা এশিয়ান অরিজিনাল মাছ কাজেই ঠান্ডা পানি একেবারেই সহ্য করতে পারবেনা হিটার লাগবেই

➤ অ্যাকুয়ারিয়ামের জন্য পরিবেশ:

⇨বেটা মাছ স্রোত পছন্দ করে না তাই ফিল্টার এর ফ্লো যেন কম থাকে সেটা খেয়াল রাখতে হবে

⇨শীতকালে অবশ্যই হিটার দিতে হবে যেন তাপমাত্রা কোনভাবেই 26 এর নিচে নেমে আসে

➤মিনিমাম রিকোয়ারমেন্ট:

⇨কমপক্ষে 5 গেলেন ট্যাংক লাগবে, এর নিচে হবে না

⇨ আমি সাজেস্ট করি দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা 12 ইঞ্চি করে অর্থাৎ 12 ইঞ্চ কিউব ট্যাংকে কে স্বাচ্ছন্দ্যে সাথে রাখতে পারেন

➤ব্রিডিং:

⇨পুরুষ এবং স্ত্রী বেটা এর মাধ্যমে খুব সহজেই ব্রীডিং করা সম্ভব। তা আপনারা ইউটিউবে পেয়ে যাবেন।

➤ট্যাংকমেট/ ফিশ কম্পাটিবিলিটিঃ

⇨বেটা মাছ অসাধারণ একটা মাছ কিন্তু এটাকে ট্যাংকে একা রাখাই ভালো এভাবেই সে স্বাচ্ছন্দ্যবোধ করে

⇨স্কুলিং ফিশের সাথে রাখলে সেগুলো বেটা মাছের লেজ ঠোকাতে থাকবে, ফলে কয়েক দিনের মধ্যেই আপনার মাছ ন্যাড়া হয়ে যাবে

⇨নিজের স্বজাতির মাছতো রাখার প্রশ্নই আসে না

⇨একান্তভাবে ট্যাংক নেট দিতে চাইলে করিডোরাস ক্যাট ফিশ বা এই ঘরানার কিছু মাছ দেয়া যেতে পারে’

➤বাজারে প্রচলিত ভুল ধারনাঃ

⇨বেটা মাছ অল্প এবং নোংরা পানিতে বেঁচে থাকতে পারে-

⇨বেটা মাছ খুব হার্ডি মাছ

ফাইটার বেটা ~Part 1*``````````````````````````````````➤বৈজ্ঞানিক নাম: Betta splendens.➤অন্যান্য নাম: “Siamese fighting f...
11/12/2021

ফাইটার বেটা ~Part 1*
``````````````````````````````````

➤বৈজ্ঞানিক নাম: Betta splendens.

➤অন্যান্য নাম: “Siamese fighting fish” or “labyrinth fish,”

➤অরিজিনঃ

বেটা মূলত এশিয়ান মাছ। অনেকেই বলে যে থাইল্যান্ডের ধানক্ষেত থেকে এদের উৎপত্তি। কিন্তু এই তথ্যগুলো এখন আর প্রাসঙ্গিক না। কারণ আপনি দোকানে যে বেটা মাছগুলো কিনতে পাবেন তার সবগুলো মূলত ব্রীডিং ফার্ম থেকে এসেছে। এরকম অনেক ফার্ম থাইল্যান্ডের রয়েছে আর আশার কথা হলো বর্তমানেও অনেক সৌখিন বেটা ব্রিডার রয়েছেন।

➤জীবনকাল:

⇨বেটা মাছ গড়পড়তায় তিন থেকে চার বছর বাঁচে

⇨বর্তমানে জেনেটিক্স বা ব্রীডিং লাইন ঘনঘন পরিবর্তন করার ফলে এরা এক-দেড় বছরের বেশি সাধারণত বাচেনা

➤আকার আকৃতিঃ

⇨খুব সুন্দর একটা মাছ, আকারে দুই থেকে চার ইঞ্চির বেশি বড় হয় না।

⇨খুবই ইউনিক ফিনেজ আর কালার

⇨লেজের আকার আকৃতি এর দিক দিয়ে ভিত্তি করে এটাকে ক্রাউন, রোজেট, হাফমুন, ডেন্টা এরকম বহু নাম দেয়া হয়ে থাকে, যদি একটা একটা করে বর্ণনা দিতে থাকি তাহলে এই ভিডিও অনেক লম্বা হয়ে যাবে তাই বাদ দিলাম

⇨এদের গায়ের রং অসম্ভব সুন্দর হয়ে থাকে যে আপনি প্রেমে পড়ে যাবেন, আপনার মন যে রকম রং কল্পনা করতে পারে আপনি প্রায় তার সবগুলোই এদের মধ্যে পেয়ে যাবেন সিলেক্টিভ বিল্ডিং এর কারোনে

➤ন্যাচারাল হ্যাবিটেট:

⇨অগভীর জলাশয়, নালা কিছুটা কম স্রোতের বয়ে যাওয়া পানিতে থাকে

➤প্রাকৃতিক পরিবেশে স্বভাব:

⇨এরা হাইলি টেরিটোরিয়াল

⇨নিজ প্রজাতির অন্য আরেকটা মেলকে দেখলে আক্রমণ করার জন্য সাথে সাথে তেড়ে আসবে

⇨এমনকি আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখে এরা ফ্লার করতে থাকে

⇨কাজেই একটা পুরুষ বেটা মাছের সাথে কোনভাবেই আরেকটা পুরুষ বেটা মাছ রাখা যাবে না, ভয়ানকভাবে টেরিটোরিয়াল হওয়ায় এরা মারামারি শুরু করে দেবে এবং একজন শেষ হওয়া পর্যন্ত চলতে থাকবে

⇨এমনকি বিল্ডিং এর সময় ছাড়া মহিলা বেটাও এদের সাথে রাখা যাবে না

⇨অনেক বেশি জায়গা নিয়ে থাকতে পছন্দ করে কেননা এরা অন্যান্য কম্পিটিটর প্রতিযোগী আর প্রিডেটর থেকে বেঁচে থাকতে চায়

⇨বেটা নাচ কম অক্সিজেনযুক্ত পানিতে টিকে থাকতে পারে

10/12/2021

গাপ্পি মাছ
*****************

মিলিয়নফিশ বা রেইনবো ফিশ হিসেবে পরিচিত গাপ্পি (Poecilia reticulata) বিশ্বের অন্যতম বহুল বিস্তৃত উষ্ণমণ্ডলীয় মাছ এবং মিঠাপানির অ্যাকোয়ারিয়ামে পালিত মাছের প্রজাতি। এটা Poeciliidae গণভুক্ত এবং একই গণভুক্ত অন্যান্য আমেরিকান মাছেদের মত এরাও সরাসরি পোনার জন্ম দেয়।দক্ষিণ আমেরিকার উত্তর-পূর্ব অঞ্চলে প্রাকৃতিক আবাস হলেও গাপ্পি মাছ বিভিন্ন অঞ্চলে নিয়ে যাওয়া হয়েছে আর এখন বিশ্বের প্রায় সকল এলাকাতেই পাওয়া যায়। এরা অতিমাত্রায় অভিযোজ্য এবং বিভিন্ন পরিবেশে মানিয়ে নিতে পারে। পুরুষ গাপ্পিরা স্ত্রী গাপ্পিদের থেকে আকারে ছোট হয় এবং এদের দেহে রংবাহারি আলঙ্কারিক পুচ্ছ পাখনা ও পৃষ্ঠ পাখনা থাকে। স্ত্রী মাছেরা তুলনামূলক অনুজ্জ্বল রঙের হয়ে থাকে। বন্য পরিবেশে এরা মূলত তলদেশীয় শৈবাল এবং জলচর পোকার লার্ভা খেয়ে থাকে। পরিবেশবিজ্ঞান, বিবর্তন এবং আচরণবিজ্ঞানে গাপ্পি মাছ আদর্শ প্রাণী হিসেবে ব্যবহৃত হয়।

গাপ্পি মাছ (Poecilia reticulata Fish) । এটি রামধনু মাছ নামেও পরিচিত। বিশ্বের সবচেয়ে ব্যাপকভাবে বিস্তৃত গ্রীষ্মমণ্ডলীয় মাছ। ছোট, রঙিন এবং সহজে রাখা যাওয়ার অ্যাকুয়ারিয়ামপ্রেমীদের কাছে এর পরিচিতি ব্যাপক ।

গাপ্পির প্রাকৃতিক সীমা উত্তরপূর্বে দক্ষিণ আমেরিকা, বিভিন্ন দেশে প্রচলিত হয়ে এখন বিশ্বজুড়ে পাওয়া যায়। তারা অত্যন্ত অভিযোজন এবং বিভিন্ন পরিবেশ ও অবস্থায় বেঁচে থাকতে পারে। গাপ্পি সাধারণত বন্দী অবস্থায় তিন থেকে পাঁচ বছর এবং বন্য পরিবেশ এর চেয়ে কিছুটা কম বেঁচে থাকে।

গাপ্পি একটি সর্বভুক প্রাণী ও পানিতে পাওয়া যায় এমন অনেক জৈবপদার্থ খায়। গাপ্পি স্ত্রী মাছগুলো আকারে বড় (২-৬ সেমি) হয় পুরুষের (১ দশমিক ৫-৩ সেমি) তুলনায়। এই মাছ সব রকম আবহাওয়ায় বাঁচে।

জলাশয়ের উপরের স্তরেই মূলত ঘোরাফেরা করে। ২০ ডিগ্রি থেকে ২৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাই এদের বেশি পছন্দ। এরা দল বেঁধে থাকে এবং অন্যদের সঙ্গে থাকতেও কোনও আপত্তি করে না।

02/12/2021

গোল্ডফিসের ইতিহাস :
প্রাচীন চীন থেকে শুরু করে, বিভিন্ন প্রজাতির কার্প (সম্মিলিতভাবে এশিয়ান কার্প নামে পরিচিত) হাজার হাজার বছর ধরে খাদ্য মাছ (Aquaculture) হিসাবে বাচ্চার প্রজনন ও লালন-পালন করে আসছে। এর মধ্যে কয়েকটি কার্প ধূসর বা রৌপ্য প্রজাতির, যাদের লাল, কমলা বা হলুদ বর্ণের পরিব্যক্তি উৎপাদন করার প্রবণতা রয়েছে; এটি প্রথম লিপিবদ্ধ করা হয় জিন রাজবংশের সময়ে (২৬৫–৪২০ খ্রি.)। [৪] [৫]

তাং রাজবংশের সময়ে (খ্রি ৬১৮-৯০৭), জলাশয় বাগান শোভাময় পুকুর এবং কার্প বৃদ্ধি করতে জনপ্রিয় ছিল । একটি প্রাকৃতিক জেনেটিক রূপান্তর প্রক্রিয়ায় এই কার্প রূপালী রঙের পরিবর্তে সোনার রঙ (আসলে হলুদ কমলা) উৎপাদন করে। লোকেরা রৌপ্য জাতের পরিবর্তে সোনার জাতটি পুকুর বা অন্যান্য কোন জলে বা পানিতে রেখে শুরু করে প্রজনন ঘটানো। [৬] [৭]

সং রাজবংশের (৯৬০–১২৭৯ খ্রিস্টাব্দ) দ্বারা গোল্ডফিশের গৃহ প্রজনন (domestic breeding) নির্বাচনী দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হয়েছিল। [৮] ১১৬২ সালে, রাজবংশের সম্রাট লাল এবং সোনার জাত সংগ্রহের জন্য একটি পুকুর তৈরির নির্দেশ দেন। এই সময়ের মধ্যে, রাজকীয় পরিবারের বাইরের লোকেদের কাছে সোনার (হলুদ) জাতের গোল্ডফিশ রাখতে নিষিদ্ধ করা ছিল, যখন হলুদ ছিল সাম্রাজ্যের রঙ । পরে সম্ভবত জিনগতভাবে বংশবৃদ্ধি করা সহজ হলেও এই কারণেই সম্ভবত হলুদ গোল্ডফিশের চেয়ে বেশি কমলা গোল্ডফিশ দেখা যায়। [৯]

মিং রাজবংশের সময় (১৩৬৮ -১৬৪৪), গোল্ডফিশ বাড়ির অভ্যন্তরেও উত্থাপিত হতে শুরু করে ।[১০] অভিনব-লেজযুক্ত গোল্ডফিশের প্রথম ঘটনাটি মিং রাজবংশে রেকর্ড করা হয়েছিল। ১৬০৩ সালে, গোল্ডফিশ জাপানে প্রবর্তিত হয়। [১১] ১৬১১ সালে, গোল্ডফিশ পর্তুগাল এবং সেখান থেকে ইউরোপের অন্যান্য অঞ্চলে প্রবর্তিত হয়। [১১]

১৬২০ এর দশকে, ধাতব স্কেলের কারণে দক্ষিণ ইউরোপে গোল্ডফিশকে অত্যন্ত সম্মান করা হতো এবং এটিকে সৌভাগ্য এবং ভাগ্যের প্রতীক মনে করা হতো । বিবাহিত পুরুষদের জন্য তাদের বার্ষিকী বছরে প্রতীক হিসাবে তাদের প্রথম বার্ষিকীতে তাদের স্ত্রীদের গোল্ডফিশ দেওয়া ঐতিহ্য হয়ে দাঁড়িয়েছিল। এই ঐতিহ্যটি খুব শীঘ্রই শেষ হয়ে গেল, কারণ গোল্ডফিশ আরো অনেক পাওয়া যাচ্ছিল যার কারণে গোল্ডফিশ তাদের মর্যাদা হারায়। গোল্ডফিশ ১৮৫০ সালের দিকে উত্তর আমেরিকায় প্রথম পরিচিত হয়েছিল এবং দ্রুত এটি মার্কিন যুক্তরাষ্ট্রে জনপ্রিয় হয়ে ওঠে। [১২] [১৩]

সংগৃহিত💙

সবচেয়ে বড় একুরিয়াম'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''বিশ্বের সবচেয়ে বড় একুরিয়াম এর নাম হল Georgi...
26/11/2021

সবচেয়ে বড় একুরিয়াম
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
বিশ্বের সবচেয়ে বড় একুরিয়াম এর নাম হল Georgia Aquarium । এটি যুক্তরাষ্টের আটলান্টায় অবস্থিত । এই একুরিয়ামটিতে প্রায় এক লক্ষেরও(৫০০ বিভিন্ন প্রজাতির) বেশী সামদ্রিক প্রাণী আছে । একুরিয়ামটিতে চারটি whale sharks, চারটি beluga whales, এগারটি bottlenose dolphins এবং চারটি manta rays রয়েছে । এই একুরিয়ামটির পানি ধারন প্রায় ক্ষমতা ৮ মিলিয়ন গ্যালন । ২০০৫ সালের ২৩ নভেম্বর এই একুরিয়ামটি সবার জন্যে উন্মুক্ত করে দেওয়া হয়

26/11/2021

গাপ্পি মাছের রোগ এবং তার প্রতিকার ( diseases and treatment ) ?

গাপ্পি মাছের সাধারনত যে রোগ গুলি দেখা যায় সেগুলি হোল ১) মাউথ ফাঙ্গাস , ২) লেজ/ পাখনা পচা রোগ ,৩) ফাঙ্গাস ৪) ড্রপসি ।

১) মাউথ ফাঙ্গাস ঃ এই রোগ হলে মাছের ২ টী ঠোট সাদা হয়ে যায়। মাছ নিস্তেজ হয়ে পরে , কিছু খেতে চায়না । চুপচাপ এক জায়গায় ভেসে থাকে বা নিচে বসে থাকে। ১—২ দিন পরে মারা যায় ।
প্রতিকার ঃ এই রোগ হলে , একটি পাত্রে ১ লিটার জল নিন ,ওই জলে ১০—১২ টি পটাসিয়াম পারমাঙ্গানেট এর দানা গুলে নিন।তারপর ওই জলে আক্রান্ত মাছটিকে ১—২ মিনিট রেখে দিন তারপর মাছটিকে অ্যাকুরিয়ামে ছেড়ে দিন ।এই ভাবে দিনে ২ বারকরে ৩থেকে ৪ দিন করুন । প্রতি দিন ওষুধ নতুন করে গুলে নেবেন ।

২) লেজ পচা বা পাখনা পচা রোগ ঃ এই রোগ হলে মাছের লেজ বা পাখনা বা দুটোই এক সঙ্গে পচন ধরে মাছ ভালো করে চলতে পারে না , নিস্তেজ হয়ে পড়ে , খাওয়া বন্ধ করে দেয়.১ দিন বা ২দিন পরে মাছ মারা যায় । এই রোগ খুব ছোঁয়াচে , সাধারনত এক টি মাছের হলে খুব তাড়া তাড়ি সবকটি মাছ আক্রান্ত হয়ে পড়ে । এই রোগের উপসর্গ দেখতে পাওয়া মাত্র চিকিৎসা সুরু করে দেবেন।
প্রতিকার ঃ এই রোগের লক্ষন দেখতে পেলে প্রথমে অ্যাকুরিয়ামের জল ৫০ ভাগ বদল করে দিন এবং ফিল্টার পরিস্কার করে দিন । অ্যাকুরিয়ামের জলে ২ ফোঁটা / ১০ লিটার জলের হিসাবে মালাসাইট গ্রীন ওষুধ ব্যাবহার করুন । ৩ থেকে ৪ দিন ওষুধ ব্যাবহার করবেন ।

৩) ফাঙ্গাস ঃ এই রোগ হলে মাছের গায়ে ছাপ ছাপ সাদা সাদা দাগ হয় অথবা সারা গায়ে পাতলা সাদা রঙের একটি আস্তরন দেখতে পাওয়া যায় । মাছ নিজের গা ঘসতে থাকে ,আস্তে আস্তে নিস্তেজ হয়ে পড়ে .১ থেকে ২ দিনের মধ্যে মাছ মারা যায় ।
প্রতিকার ঃ এই রোগ হলে অ্যাকুরিয়ামের জল ২০থেকে ৩০ শতাংশ বদল করে দিন, জলে ৫ গ্রাম / ১০ লিটার পিছু অ্যাকুরিয়াম সল্ট দিন না পেলে সন্ধক লবন দিন । জলের তাপমাত্রা ৩০ ডিগ্রি সেন্টিগ্রেড এ করে দিন । ওই জলে মালাসাইট গ্রীন ২ ফোটা করে প্রতি ১০ লিটার জলের হিসাবে দিন। ওই ওষুধ ৪ থেকে ৫ দিন ব্যাবহার করুন ।

৪) ড্রপসি ঃ এই রোগ হলে মাছের আঁশ গুলি খাড়া খাড়া হয়ে ওঠে। মাছের চেহারা অনেক টা বেলুনের মত দেখতে হয়ে যায়। এই রোগ খুব ছোঁয়াচে । এই রোগের প্রাথমিক উপসর্গ বুঝতে পারা যায় না , যখন মাছের আঁশ ফুলে ওঠে তখন ই কেবল মাত্র বোঝা যায় । আর আঁশ ফুলে যাবার পর আর মাছের কোন রকম চিকিৎসা করে লাভ হয় না । আমার ৩০ বৎসর এর অভিজ্ঞতায় আমি ১০০ বারের মধ্যে মাত্র ২ বার আক্রান্ত মাছ কে সুস্থ করতে পেরেছিলাম, তাও গাপ্পি মাছের ক্ষেত্রে নয়, ২ বার ই গোল্ড ফিশ কে সারাতে সক্ষম হয়েছিলাম ।

প্রতিকার ঃ এই রোগ খুব ই সংক্রামক । তাই একটি মাছের হলে সব মাছের ই এই রোগে আক্রান্ত হবার সম্ভাবনা ৯৯ শতাংশ । তাই কোন একটি মাছ এই রোগে আক্রান্ত হলে সত্তর ব্যাবস্থা নিতে হবে । এই রোগের উপসর্গ দেখা গেলে প্রথমে আপনার অ্যাকুরিয়ামের ৫০ ভাগ জল বদল করুন , ফিল্টার পরিস্কার করে দিন , জলে ৫ গ্রাম প্রতি ১০ লিটার জলের হিসাবে লবন দিন । এর সাথে মেথিলিন ব্লু ২ ফোটা প্রতি ৫ লিটার জলের হিসাবে ব্যাবহার করুন ।

সংগৃহীত

19/11/2021
Microworm available For price and details, please inbox.ডেলিভারি আলোচনা সাপেক্ষে Thank you😊
18/11/2021

Microworm available
For price and details, please inbox.
ডেলিভারি আলোচনা সাপেক্ষে
Thank you😊

Address

Bohorampur
Rajshahi

Telephone

+8801832608906

Website

Alerts

Be the first to know and let us send you an email when Aquatic Fancy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Aquatic Fancy:

Videos

Share

Category


Other Pet Services in Rajshahi

Show All