Bird Sweet Bird

Bird Sweet Bird This is the page for all kinds of Foreign Birds lovers and traders In Rajshahi.

27/03/2023

েইজ_বার্ডস_এর_জন্য

পাখির জন্য দৈনন্দিন ব্যবহৃত
ঔষধ এর ব্যাবহারবিধি নিচে বিস্তারিতভাবে উল্লেখ করা হলঃ

1.Calplex ১ লিটার পানিতে ২.৫ মিলি ৩/৫/৭ দিন
2. E-Sel ১ লিটার পানিতে ১ মিলি.৩/৫/৭ দিন
3. Ozinc ১ লিটার পানিতে ০.৫ মিলি ৩/৫/৭ দিন
4. Hiprachok Amnio/AD3e/Chicktonic ১ লিটার পানিতে ১ মিলি/৩/৫/৭ দিন
5.Azin vet ১ লিটার পানিতে ১ গ্রাম ৩/৫/৭ দিন ( পরিস্থিতি অনুযায়ী)
6.Tetrax 500 ১ টি টেবলেট ৫০০ গ্রাম পানিতে।
7.Tylovet ঠান্ডা ভাল করতে সাহায্য করে।
8.Avinex-vet ৩ মাস পরপর এক দিন ১ গ্রাম ১ লিটার পানিতে
9.Multivet-WS ১ লিটার পানিতে ১ গ্রাম/৭ দিন
10.Renamox ১ লিটার পানিতে ১ গ্রাম/৫ দিন
11. Scz pouder ১ লিটার পানিতে ১ গ্রাম ৫/৭( পরিস্থিতি অনুযায়ী)
12. Hepatovet ১ লিটার পানিতে ১ গ্রাম ৫/৭ দিন ( পরিস্থিতি অনুযায়ী)
13. ACV ১ লিটার পানিতে ৫ গ্রাম ৫/৭ দিন।

1. Calplex- এ ক্যালসিয়াম এবং ভিটামিন অভাব দূর করে।
2. E-Sel- এ ডিম জমাট বাঁধতে সাহায্য করে। পাখির ব্রিডিং মুডে আসতে সাহায্য করে। এটা ব্রিডিং হরমোন।
3. Ozinc- এ জিংক এর অভাব দূর করে।
4. Hiprachok Amino- এ মাল্টিভিটামিন এর কাজ করে।
5.Azin vet ঠান্ডা ভাল করতে সাহায্য করে।
6.Tetrax 500 সবুজ পায়খানা ভাল করতে সাহায্য করে।
7.Tylovet ঠান্ডা ভাল করতে সাহায্য করে।
8.Avinex-vet হল ক্রিমিনাশক। ক্রিমি থাকলে,ক্রিমি দূর করে।
9.Multivet-WS মাল্টিভিটামিন এর কাজ করে।
10.Renamox আঘাত জনিত সমস্যা ব্যবহার করা হয়।
11. Scz পেটের সমস্যার জন্য ব্যবহার করা হয়।
12. Hepatovet লিভার টনিক এরা লিভারের সমস্যার করণে ব্যবহার করা হয়।
13. ACV পাখির জন্য মহাঔষধ। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।

1. Calplex 100 ml- 60 TK (SQUARE)
2. E-Sel 100 ml- 100 TK (SQUARE)
3. Ozinc 100 ml- 90/100 TK (RENATA)
4. Hiprachok Amino 100 ml- 160 TK (HIPRA)
* AD3e 100 ml - 135 TK
* Chicktonic 100 ml - 125 TK
5.Azin vet 10 g- 50 TK (ACME)
6.Tetrax 500 10 pcs- 70/80 TK (SQUARE)
7.Tylovet 10 gm- 55/60 TK (ACME)
8.Avinex-vet 10g- 22/23 TK (RENATA)
9.Multivet-WS 10g- 25-30 TK (Globe)
10. Scz - 10g - 23-25 Tk
11. Hepatovet -100ml - 40 TK
12. ACV - 1L - 1175- 1500
তবে বিভিন্ন দোকানে ১০০ ml পাওয়া যায়। ১৫০ টাকা।

Monthly course :
1. Calplex - 2.5 ml
2. Hiprachok / AD3e/Chicktonic - 1ml
3. O-Zink - 0.5 ml
যদি পাখিকে ব্রিডিং এর আগে এ কোর্স হয়ে থাকে তবেই E-Sel দেওয়া যাবে। তা ছাড়া যদি পাখি রেস্ট এ থাকা কালিন কোর্স করানো হয় তখন E- sel স্কিপ করতে হবে।
4. E-sel - 1ml
এক লিটার পানিতে সবগুলো ঔষধ একসাথে মিশিয়ে পাখিকে খেতে দিতে হবে। কোর্স একটানা ৩/৫/৭ দিন চালাতে হবে। রাতে পানি বের করে রাখতে হবে পরের দিন সকাল সকাল ৮/৯ টার দিকে পানি সার্ভ করতে হবে। মেডিসিন দেওয়া পানি ৬ ঘন্টা পর ফেলে দিয়ে নরমাল পানি দিতে হবে এবং রাতে পানি টা বের করে রাখতে হবে।

এ ছাড়া সিড মিক্স এর পাশাপাশি পাখিকে প্রতি সপ্তাহে যে সকল খাবার দেওয়া উচিতঃ

1. ২ দিন শাক + সবজি
2. ২ দিন নিমপাতা + সজনে পাতা
3. ২ দিন এগফুড

পাখিকে যথেষ্ট পরিমাণ প্রাইভেসি দিতে হবে। প্রয়োজন ছাড়া বিরক্ত করা যাবে না। পাখিকে একবার ব্রিডিং এর পর অন্তত ২-৩ মাস রেস্ট দিতে হবে।

কারো কোন কিছু জানার থাকলে কমেন্ট করুন অথবা আমাকে ইনবক্স করুন। জনস্বার্থে পোষ্টটি শেয়ার করুন।
© Written By: Polash Rabby

27/03/2023

#ব্রীডিং_দেওয়ার_পূর্বে_পাখির_পালক_দের_করণীয়

অনেকেই তার শখের পাখির ব্রিডিং এ দেয়ার পর বিভিন্ন ধরনের কমন কিছু সমস্যার সম্মুখীন হয়েছেন।

১/যেমন ডিম ফার্টাইল হচ্ছে না,
২/ডিম ফেলে দিচ্ছে,
৩/বাচ্চাকে খাওয়াচ্ছে না,
৪/বাচ্চার পালক খেয়ে ফেলছে,
৫/বাচ্চার শরীরে পালক গজাচ্ছে না,
৬/একটু বড় হওয়ার পর মা-বাবা বাচ্চাকে ঠুকরিয়ে মেরে ফেলছে।

এই সব সমস্যার গুলি সাধারণত যে কারণ এর জন্য হয়ে থাকে।।
সুষম পুষ্টিগুণ সম্পন্ন খাদ্য সঠিক নিয়মে পাখিকে সরবরাহ না করা।।
ইচ্ছেমত যে কোন উপায়ে পাখির নিকট থেকে ডিম ও বাচ্চা আশা করা।।

যারা সমস্যা আক্রান্ত হচ্ছেন ব্রিডিং করাতে গিয়ে। তাদের জন্য কিছু অতি জরুরী অবশ্য পালনীয় কিছু টিপস দিচ্ছি।

আশাকরি আপনারা এ পরামর্শগুলোকে গুরুত্বহীন মনে করে এড়িয়ে যাবেন না।

01. ব্রিডিং পেয়ার নির্বাচন:★★
আপনি হয়তো মিডিয়ার কল্যানে ইতিমধ্যেই জেনে গিয়েছেন যে, বারো বছরের একজন মেয়েও গর্ভধারণ এবং বাচ্চা জন্মদানে সক্ষম। কিন্তু এটা কি স্বাভাবিক? আপনি কি আপনার মেয়ে কে এই বয়সে সন্তান জন্মদানের জন্য বিয়ে দিবেন? সুস্থ্য বিবেক-বুদ্ধি সম্পন্ন মানুষ হলে এ কাজ আপনার দ্বারা কখনোই সংঘঠিত হবে না। সুতরাং মেটিং করতে চইছে এবং মুডে এসেছে এমনটা পরিলক্ষিত হলেই কম বয়সী মেল-ফিমেল পাখিকে পেয়ার বানিয়ে ডিম-বাচ্চার আশায় খাঁচায় ঢুকিয়ে দেয়াটাও কোন সুস্থ্য সচেতন পাখি পালকের কাজ হতে পারে না।

আমার পাখি পালন অভিজ্ঞতা থেকে এক্ষেত্রে পরামর্শ হচ্ছে, মেল ও ফিমেল পর্যাপ্ত বয়স না হলে ব্রিডিং এ দেওয়া যাবে না। ।

02. খাঁচা নির্বাচন :★★
অনেকে মনে করেন, এইতো ছোটো শরীরের দুটো পাখি, এরজন্য কি পুরো ঘর ছেড়ে দিতে হবে?! আসলে এই মানসিকতার লোকজন পাখি পালক নয়,

আপনার সামর্থ থাকলে এক জোড়ার জন্য অবশ্যই 18/18/18 সাইজের খাঁচা দেবেন। অপারগতায় 18/12/14 সাইজও ব্যবহার করা যায়। তবে এর নীচে চিন্তা করলে জন্য পাখির ক্ষতিকর হতে পারে।

পাখি বিশেষে খাঁচার মাপ আলাদা হতে পারে ।

03. হাড়ি নির্বাচন :★★
সঠিক মাপের হাড়ি দিতে হবে, যার প্রশস্ততা হতে হবে ন্যূনতম 6ইঞ্চি।অনেক ক্ষেত্রেই হাড়ি পছন্দ ও নিরাপদ মনে না হওয়ার পাখি বাহিরে ডিম পাড়ে সুতরাং বিষয়টি অবশ্যই গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে।।
পাখি বিশেষে হাড়ির মাপ বিভিন্ন হতে পারে ।।

04. খাঁচা রাখার জায়গা নির্বাচন:★★
আপনার বাসগৃহের এমন সুন্দর ও উপযুক্ত স্থান নির্বাচন করুন যেখানে আপনার শখের পাখিগুলো স্বাভাবিক আলো বাতাস পাবে এবং অপেক্ষাকৃত কম ডিসটার্ব ফিল করবে।

05. ব্রিডিং পেয়ার নির্বাচন :★★
পাখি মেল ফিমেল উভয়ই ব্রিডিং মুডে না আসলে পেয়ার দিবেন না বা একই খাঁচায় রাখবেন না। এতে অনেক সময়ই মুডে আসা পাখিটির হিংস্র আক্রমনের শিকার হয় সঙ্গী পাখিটি। তাই উভয়ই মুডে আসার পর পেয়ার দেবেন।

06. হাড়ি কখন দেবেন?★★
মুডে থাকা পেয়ার পর্যাপ্ত সময় নিয়ে মেটিং করার পর খাঁচার ভিতর হাড়ি দেবেন। না হলে ফিমেল পাখিটা হাড়িতে গিয়ে বসে থাকে আর মেলটা মেটিং এর জন্য হাড়িতে ঢুকে আক্রমন করে ফিমেলকে। অনেক সময় হাড়ি পেয়ে ফিমেলটা ডিম পেড়ে দেয় আর পর্যাপ্ত মেটিং বঞ্চিত মেলটা হাড়িতে ঢুকে ডিমগুলো ফেলে দেয়।

07. ব্রিডিং পিড়িয়ডে কোন মেডিসিন কোর্স করানোর প্রয়োজন আছে কি??★★
আসলে আমি যত পরামর্শই দেই না কেন, অধিকাংশ পাখি পালক তার পাখির খাদ্য ব্যবস্থাপনায় সচেতন নন। তাই ব্রিডিং এ দেয়া পাখি পুস্টিহীনতায় আক্রান্ত হয় স্বাভাবিকভাবেই। এজন্য যারা সুষম খাদ্য চার্ট ফলো করেন না তারা নীচের মেডিসিন কোর্স অনুসরন করতে পারেন

ব্রিডিং এর পূর্বে মেটিং চলাকালীন ১বার cadisol dc লকিুইড ১ ml ১00ml জল এ vimeral লকিুইড ১ মিলি ১০০ ml জল ৩ দিন করে খাওয়াবেন।

ক্লাচের ১ম বাচ্চাটির জন্মের পর
৩ দিন টক দই ১চা চামচ বা 5মিলি Apple Cider Vinegar প্রবায়টিক হিসেবে ৫০০মিলি জলে
৩ দিন বি-কমপ্লেক্স সিরাপ ১ মিলি ১০০মিলি জলে
৩ দিন -Neopeptin ১মিলি ১০০মিলি জলে

08. ব্রিডিং এর সময় খাদ্য তালিকায় অপরিহার্য কিছু উপাদান করতে পারেন:★★
ফিমেল পাখি যখন ডিম দেয় তখন তার শরীরে প্রচুর ক্যালসিয়ামের অভাব দেয়া দেয়। Vitamin D ক্যালসিয়ামের এই অভাব পূরনে সহায়তা করে। তাই পাখির ব্রিডিং এর আগে ও পরে Vitamin D যুক্ত খাবার দেয়া জরুরী। Cod Liver Oil, ডিমের কুসুম, সূ্র্যমুখীর বীজে Vitamin D থাকে। এগুলোর মধ্যে Cod Liver Oil এ সবচেয়ে বেশী পরিমাণে Vitamin D থাকে। যা এগফুড এর সাথে মিশিয়ে খেতে দিতে পারেন।

Vitamin E দেহের স্বাভাবিক বিকাশ নিয়ন্ত্রন করে বাচ্চা পাখির বৃদ্ধিতে সাহায্য করে। Vitamin E পাখির প্রজনন অংগের ক্ষমতা বৃদ্ধি, পাখির পেটে ডিম হওয়া ও এই অবস্থায় ডিমের ভেতরের ভ্রুনের স্বাভাবিক বৃদ্ধি নিয়ন্ত্রণ এবং ডিম দেয়ার কার্য নিয়ন্ত্রণ করে। পরিমিত Vitamin E পাখির এগ বাইন্ডিং এর ঝুকি কমায়। কলমি শাক, বরবটি জাতিয় সবুজ শাক-সবজি, সূর্যমূখীর বীজ, তিল, ডিমের কুসুম, ভিটামিন ' ই ' পাওয়া যায়।

পরামর্শ গ্রহন না করে যারা ইচ্ছে মতো ব্রিড করানোর মানসিকতা নিয়ে পাখি পালন করছেন তাদেরকে নমস্কার অহেতুক প্রশ্ন করে বিরক্ত করবেন না। আপনি পাখি না পালন করলে ধ্বংস হয়ে যাবেন না কিন্তু পাখি কিনে তাকে যথাযথ যত্ন না নেয়ার কারণে পাখিটিকে মেরে ফেলা আপনার পক্ষে উচিত হবে না।।

যদি আপনার কাজে লাগে তাহলে পোস্টটি শেয়ার করুন ।
ধন্যবাদ🥰

27/03/2023

#পাখির_প্যারালাইসিস_রোগ

লক্ষণ- পাখি সোজা হয়ে হাঁটতে পারবে না। পাখির পায়ে শক্তি থাকবে না।

ঔষধের নাম- ডেলটাসন ১০এম জি এবং কেলসিয়াম ডি এস ৫০০...

ব্যবহার- ডেল্টাসন পুরাটা গুড়া করে এবং সাথে কেলসিয়াম ডি এস অর্ধেক গুড়া করে পানির সাথে মিশিয়ে খাওয়াবেন ৫-৭ দিন। যদি পাখি নিজে না খেতে পারে তাহলে পাখিকে হ্যান্ডফিড করিয়ে খাওয়াবেন। শুধুমাত্র সকালে ওষুধ দিলেই হবে আর যদি পাখির অবস্থা বেশি খারাপ হয় তাহলে সকালে এবং রাতে ওষুধটি দিতে হবে।
দুটোই মানুষের ঔষধ। যে কোনো ফার্মেসিতে পেয়ে যাবেন।

05/02/2023
06/10/2022

For Canker diseases!

06/10/2022

For digestion, weight gain, & immune booster!

06/10/2022

For Cold and weather-changing symptoms.

সুপার মিলওয়ার্ম একটি উচ্চমানের প্রোটিন, ভিটামিন এবং অ্যামিনো অ্যাসিড  সমৃদ্ধ সৌখিন পশু , পাখি এবং মাছের খাবার। এই সুপার ...
15/09/2022

সুপার মিলওয়ার্ম একটি উচ্চমানের প্রোটিন, ভিটামিন এবং অ্যামিনো অ্যাসিড সমৃদ্ধ সৌখিন পশু , পাখি এবং মাছের খাবার। এই সুপার মিলওয়ার্ম যেমন অ্যাকুয়ারিয়ামের মাছ , বিড়াল , Hamster, Golden Finch, or Any Types of Finch Birds , English Budgerigar, Reptile থেকে শুরু যে কোন প্রকার হাঁস , মুরগি , মাছ , খাবার হিসেবে সারা পৃথিবীতে ব্যবহৃত হয়ে থাকে। এগুলিতে মনোস্যাচুরেটেড ফ্যাট এবং ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড রয়েছে যা একটি স্বাস্থ্যকর, সুষম খাদ্যের অপরিহার্য অংশ। এগুলোকে পশু, পাখি এবং মাছের খাবার হিসেবে ব্যবহার করতে পারেন অথবা নিজেও লালন পালন করতে পারেন। সুপার মিলওয়ার্ম ক্রয় করতে এবং এ বিষয়ে বিস্তারিত জানতে ইনবক্স করুন অথবা 01712118547 নম্বরে ফোন করুন। সমগ্র বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে সুপার মিলওয়ার্ম পাঠানো হয়ে থাকে। খামারের লোকেশন রাজশাহী সদর ।

14/08/2022

-আমি মামা রিক্সা চালাই
-এই ধরেন বছর ১৫ ধইরা!
-ও আমার কাছে আছে বছর ২ ধইরা।
- ওর নাম মিঠু
- রিক্সা চালানোর সময় টোকাইয়া পাইছিলাম
-ছোট্ট একটা বাচ্চা রাস্তায় পরে ট্যাও ট্যাও করতেছিল। আমি না নিলে গাড়ীর নিচে পইড়া মইরা থাকত।
- মায়া হইল দেইখা „ বাড়ি নিয়া গেলাম।
-গরিব মানুষ আমি নিজে যা খাইতাম ওরেও তাই ই দিতাম।
-শুরুর দিকে তেমন খাইত না পরে অবশ্য আর সমস্যা হয়নাই।
-আমিও রিক্সা চালাই বউ ও কামে যায় বাড়ি ফাঁকা।ওরে একা ঘরে রাইখা আসতে খারাপ লাগত
- একটু বড় হইলে ঘাড়ে বসায় নিয়া বাইর হইতাম।
- শুরুর দিকে গাড়ির শব্দে ভয় পাইত।উইড়া যাইত তাও বেশিদুর যাইত না। আবার ফিইরা আসত একাই।
-এমনে করে অভ্যাস হয়ে গেলো।
-এহন আর ভয় পায়না।
-আমি সারাদিন রিক্সা চালাই মিঠু ঘাড়ে বইসা থাকে।
-মাঝে মাঝে বাদাম কিনলে আমার মুখে থেকে খায়।
- অনেক যাত্রীরা আবার অরে বাদাম / কলা কিন্না দেয়।

- ওই আমার সাথে কথাও বলে। আমি বুঝি কথা অনেকে বুঝে আবার অনেকেই বুঝে না
- বেঁচবো?
- না মামা ও আমার পোলার মত।
-সন্তান কি কোটি টাকা হলেও বেঁচা যায় নাকি?
--A random rickshaw puller from Bogura


Collected❤️

Address

87, Laxmipur , Rajpara
Rajshahi
GPO-6000

Telephone

+8801712118547

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bird Sweet Bird posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category

Nearby pet stores & pet services


Other Urban Farms in Rajshahi

Show All