Guppy Bari

Guppy Bari "Welcome to Guppy Bari 🇧🇩🐠- Your Premier Destination for High-Quality Guppies! Let your journey into the fascinating world of guppy farming begin here!"

We are proudly serving the guppy enthusiasts of Bangladesh with passion and expertise.

🆁🅰️🅸🅽🅱️🅾️🆆 - রেইনবো 🐠🎣১। রেইনবো মাছ কি সরাসরি বাচ্চা দেয়? - না, এরা ডিম পাড়ে। ডিম থেকে বাচ্চা হয়।২। রেইনবো মাছ কতদিন বাঁ...
12/07/2024

🆁🅰️🅸🅽🅱️🅾️🆆 - রেইনবো 🐠🎣
১। রেইনবো মাছ কি সরাসরি বাচ্চা দেয়? - না, এরা ডিম পাড়ে। ডিম থেকে বাচ্চা হয়।

২। রেইনবো মাছ কতদিন বাঁচে? - সঠিক ভাবে যত্ন নিলে রেইনবো মাছ প্রায় পাঁচ - আট বছর বাঁচে।

৩। এদেরকে কি অন্য কোন মাছের সঙ্গে রেখে পালা যায়? - হ্যাঁ, এদেরকে গাপ্পি, প্লাটি, মলি, জেব্রা, টেট্রা, সোর্ডটেইল, অ্যাঞ্জেলফিশ ইত্যাদি মাছের সাথে একই অ্যাকোয়ারিয়ামে রেখে পালা যায়।

😍💞💘 𝗘𝗶𝗱 𝗠𝘂𝗯𝗮𝗿𝗮𝗸 𝗳𝗿𝗼𝗺 𝗮𝗹𝗹 𝗼𝗳 𝘂𝘀 𝗮𝘁 𝗚𝘂𝗽𝗽𝘆 𝗕𝗮𝗿𝗶! 𝗠𝗮𝘆 𝘁𝗵𝗶𝘀 𝗷𝗼𝘆𝗼𝘂𝘀 𝗼𝗰𝗰𝗮𝘀𝗶𝗼𝗻 𝗳𝗶𝗹𝗹 𝘆𝗼𝘂𝗿 𝗵𝗼𝗺𝗲 𝘄𝗶𝘁𝗵 𝗵𝗮𝗽𝗽𝗶𝗻𝗲𝘀𝘀, 𝘆𝗼𝘂𝗿 𝗵𝗲𝗮𝗿𝘁 𝘄𝗶𝘁𝗵 𝗹𝗼...
10/04/2024

😍💞💘 𝗘𝗶𝗱 𝗠𝘂𝗯𝗮𝗿𝗮𝗸 𝗳𝗿𝗼𝗺 𝗮𝗹𝗹 𝗼𝗳 𝘂𝘀 𝗮𝘁 𝗚𝘂𝗽𝗽𝘆 𝗕𝗮𝗿𝗶! 𝗠𝗮𝘆 𝘁𝗵𝗶𝘀 𝗷𝗼𝘆𝗼𝘂𝘀 𝗼𝗰𝗰𝗮𝘀𝗶𝗼𝗻 𝗳𝗶𝗹𝗹 𝘆𝗼𝘂𝗿 𝗵𝗼𝗺𝗲 𝘄𝗶𝘁𝗵 𝗵𝗮𝗽𝗽𝗶𝗻𝗲𝘀𝘀, 𝘆𝗼𝘂𝗿 𝗵𝗲𝗮𝗿𝘁 𝘄𝗶𝘁𝗵 𝗹𝗼𝘃𝗲, 𝗮𝗻𝗱 𝘆𝗼𝘂𝗿 𝗮𝗾𝘂𝗮𝗿𝗶𝘂𝗺 𝘄𝗶𝘁𝗵 𝘃𝗶𝗯𝗿𝗮𝗻𝘁 𝗰𝗼𝗹𝗼𝗿𝘀! 💏💖🥰

🆂🆆🅾🆁🅳🆃🅰🅸🅻 - সোর্ডটেইল 🦈🦈১। সোর্ডটেইল মাছ কি সরাসরি বাচ্চা দেয়? - হ্যাঁ, এরা লাইফবিয়ারার হওয়ায় সরাসরি বাচ্চা দেয়।২। সোর্ড...
04/04/2024

🆂🆆🅾🆁🅳🆃🅰🅸🅻 - সোর্ডটেইল 🦈🦈

১। সোর্ডটেইল মাছ কি সরাসরি বাচ্চা দেয়? - হ্যাঁ, এরা লাইফবিয়ারার হওয়ায় সরাসরি বাচ্চা দেয়।

২। সোর্ডটেইল মাছ কতদিন বাঁচে? - সঠিক ভাবে যত্ন নিলে সোর্ডটেইল মাছ প্রায় তিন - পাঁচ বছর বাঁচে এবং এ সময়ে এরা প্রায় ৬.৩ ইঞ্চি পর্যন্ত লম্বা হয়ে থাকে।

৩। এদেরকে কি অন্য কোন মাছের সঙ্গে রেখে পালা যায়? - হ্যাঁ, এদেরকে গাপ্পি, প্লাটি, মলি, জেব্রা, টেট্রা, রেইনবো, অ্যাঞ্জেলফিশ ইত্যাদি মাছের সাথে একই অ্যাকোয়ারিয়ামে রেখে পালা যায়।

🆃🅴🆃🆁🅰 - টেট্রা মাছ 🐠🐠১। টেট্রা মাছ কি সরাসরি বাচ্চা দেয়? - না, টেট্রা মাছ ডিম পাড়ে। ডিম থেকে বাচ্চা হয়।২। টেট্রা মাছ কতদ...
02/04/2024

🆃🅴🆃🆁🅰 - টেট্রা মাছ 🐠🐠

১। টেট্রা মাছ কি সরাসরি বাচ্চা দেয়? - না, টেট্রা মাছ ডিম পাড়ে। ডিম থেকে বাচ্চা হয়।

২। টেট্রা মাছ কতদিন বাঁচে? - সঠিক ভাবে যত্ন নিলে টেট্রা মাছ প্রায় সাত থেকে আট বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে।

৩। কোন কোন মাছের সাথে এদেরকে একইসাথে রেখে পালা যায়? - গাপ্পি, প্লাটি, মলি, জেব্রা, সোর্ডটেল, রেইনবো ইত্যাদি।

🅼🅾🅻🅻🆈 🅵🅸🆂🅷 - মলি মাছ 😍😍১। মলি মাছ কি সরাসরি বাচ্চা দেয়? - হ্যাঁ, এরা একবারে প্রায় ১০-৬০টি পর্যন্ত বাচ্চা দিতে পারে।২। মল...
31/03/2024

🅼🅾🅻🅻🆈 🅵🅸🆂🅷 - মলি মাছ 😍😍

১। মলি মাছ কি সরাসরি বাচ্চা দেয়? - হ্যাঁ, এরা একবারে প্রায় ১০-৬০টি পর্যন্ত বাচ্চা দিতে পারে।

২। মলি মাছ কতদিন বাঁচে? - সঠিক ভাবে যত্ন নিলে মলি মাছ প্রায় তিন থেকে পাঁচ বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে।

৩। মলি মাছের টাঙ্কমেট কারা? - গাপ্পি, প্লাটি, টেট্রা, জেব্রা, সোর্ডটেল, রেইনবো ইত্যাদি মাছের সাথে এদেরকে একই অ্যাকোয়ারিয়ামে রেখে পালা যায়।

🅱🅴🆃🆃🅰 🅵🅸🆂🅷 - বেট্টা মাছ  🥰🥰১। বেট্টা মাছ কি সরাসরি বাচ্চা দেয়? - না, বেট্টা মাছ ডিম পাড়ে। ডিম থেকে বাচ্চা হয়।২। বেট্টা ম...
22/03/2024

🅱🅴🆃🆃🅰 🅵🅸🆂🅷 - বেট্টা মাছ 🥰🥰

১। বেট্টা মাছ কি সরাসরি বাচ্চা দেয়? - না, বেট্টা মাছ ডিম পাড়ে। ডিম থেকে বাচ্চা হয়।

২। বেট্টা মাছ কতদিন বাঁচে? - সঠিক ভাবে যত্ন পেলে বেট্টা মাছ প্রায় তিন বছরের মত বেঁচে থাকতে পারে।

৩। এদেরকে ফাইটার-ফিশ বলা হয় কেন? - বেট্টা মাছ খুবই আক্রমণাত্মক প্রকৃতির হয়। এমনকি এরা যখন-তখন এদের সঙ্গীকেও মেরে ফেলতে পারে। এ কারনে বেট্টাকে ফাইটার-ফিশ বলা হয়।

🅶🅾🅻🅳🅵🅸🆂🅷 - গোল্ডফিশ 😍😍১। গোল্ডফিশ কি সরাসরি বাচ্চা দেয়? - না, এরা ডিম পাড়ে। ডিম থেকে বাচ্চা হয়।২। গোল্ডফিশ ট্যাঙ্কে কতদি...
19/03/2024

🅶🅾🅻🅳🅵🅸🆂🅷 - গোল্ডফিশ 😍😍

১। গোল্ডফিশ কি সরাসরি বাচ্চা দেয়? - না, এরা ডিম পাড়ে। ডিম থেকে বাচ্চা হয়।

২। গোল্ডফিশ ট্যাঙ্কে কতদিন বাঁচে? - গোল্ডফিশ সাধারণত প্রায় ১০-১৫ বছর বাঁচে, তবে সঠিক ভাবে যত্ন নিলে কিছু জাত ৩০ বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে।

৩। এদেরকে ট্যাঙ্কমেট কারা? - প্লাটি, ক্যাটফিশ, চেরি স্রিম্প, বিভিন্ন প্রজাতির গোল্ডফিশ ইত্যাদি মাছকে অ্যাকোয়ারিয়ামে একইসাথে রেখে পালা যায়।

🅰🅽🅶🅴🅻🅵🅸🆂🅷 - অ্যাঞ্জেলফিশ 😍💞💘 ১। অ্যাঞ্জেলফিশ কতদিন বাঁচে? - সঠিক ভাবে যত্ন নিলে অ্যাঞ্জেলফিশ প্রায় দশ থেকে পনেরো বছর পর...
18/03/2024

🅰🅽🅶🅴🅻🅵🅸🆂🅷 - অ্যাঞ্জেলফিশ 😍💞💘

১। অ্যাঞ্জেলফিশ কতদিন বাঁচে? - সঠিক ভাবে যত্ন নিলে অ্যাঞ্জেলফিশ প্রায় দশ থেকে পনেরো বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে।

২। এদেরকে কোন কোন মাছের সাথে একইসাথে রেখে পালা যায়? - গাপ্পি, মলি, প্লাটি, টেট্রা, জেব্রা, রেইনবো, সোর্ডটেল ইত্যাদি মাছের সাথে ছোট থেকেই একসাথে রাখা হলে, কোন ঝামেলা ছাড়াই পালা যায়।

𝐏𝐋𝐀𝐓𝐘 - প্লাটি 😍১। প্লাটি মাছ কি ডিম পাড়ে? - না, প্লাটি মাছ ডিম পাড়ে না। এরা লাইফবিয়ারার অর্থাৎ সরাসরি বাচ্চা দেয়।২। প...
15/03/2024

𝐏𝐋𝐀𝐓𝐘 - প্লাটি 😍

১। প্লাটি মাছ কি ডিম পাড়ে? - না, প্লাটি মাছ ডিম পাড়ে না। এরা লাইফবিয়ারার অর্থাৎ সরাসরি বাচ্চা দেয়।

২। প্লাটি মাছ কতদিন বাঁচে? - সঠিক ভাবে যত্ন নিলে প্লাটি মাছ প্রায় পাঁচ বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে।

৩। এদেরকে কি গাপ্পি, মলি মাছের সাথে একই আকোয়ারিয়ামে রেখে পালা যায়? - হ্যাঁ, প্লাটি মাছ খুবই শান্তিপূর্ণ এবং অ-আক্রমনাত্মক প্রকৃতির হওয়ায় কোন ধরনের ঝামেলা ছাড়াই একসাথে রেখে পালা যায়।

এ ধরনের নতুন নতুন ফিশ ফ্যাক্টস সম্পর্কে জানতে Guppy Bari পেজটি ফলো করে রাখুন। 😊

জেব্রা মাছ - 𝐙𝐄𝐁𝐑𝐀 𝐅𝐈𝐒𝐇 😍১। জেব্রা মাছ কি সরাসরি বাচ্চা দেয়? - না, এরা ডিম পাড়ে। ডিম থেকে বাচ্চা হয়।২। জেব্রা মাছ সর্বোচ...
14/03/2024

জেব্রা মাছ - 𝐙𝐄𝐁𝐑𝐀 𝐅𝐈𝐒𝐇 😍

১। জেব্রা মাছ কি সরাসরি বাচ্চা দেয়? - না, এরা ডিম পাড়ে। ডিম থেকে বাচ্চা হয়।

২। জেব্রা মাছ সর্বোচ্চ কত বড় হয়? - সঠিক ভাবে যত্ন নিলে একটি পূর্ণ বয়স্ক জেব্রা মাছ সর্বোচ্চ ২.৫ ইঞ্চির মত বড় হতে পারে।

৩। এদের সাথে আর কোন কোন মাছ একসঙ্গে পালা যায়? - গাপ্পি, মলি, প্লাটি, টেট্রা, সোর্ডটেল, রেইনবো ইত্যাদি মাছ অ্যাকোয়ারিয়ামে একসঙ্গে রেখেই পালা যায়।

এ ধরনের নতুন নতুন ফিশ ফ্যাক্টস সম্পর্কে জানতে Guppy Bari পেজটি ফলো করে রাখুন। ✌️

11/03/2024

Dive into a World of Color with Our Exclusive Guppy Collection! 😍😍Elevate your aquarium game and bring home the magic of vibrant hues. Explore our stunning guppy fish varieties – Where Every Swim Tells a Tale! 🥰🥰

Address

Sadar Road
Barishal
8200

Opening Hours

Monday 09:00 - 18:00
Tuesday 09:00 - 18:00
Wednesday 09:00 - 18:00
Thursday 09:00 - 18:00
Saturday 09:00 - 18:00
Sunday 09:00 - 18:00

Telephone

+8801740349278

Alerts

Be the first to know and let us send you an email when Guppy Bari posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Guppy Bari:

Videos

Share


Other Barishal pet stores & pet services

Show All