28/04/2023
আমার বিড়ালকে গতকাল রাত থেকে খুঁজে পাচ্ছি না। সাধারণত বাসা থেকে বের হয়ে সিড়ি ঘরে বসে থাকে। সিড়ি ঘর, গ্যারেজ কিংবা আশে পাশের বিল্ডিংয়ে খুঁজেছি। এখনও পাই নি। সাধারণত শিষ দিলে বা মক্কু বলে ডাক দিলে রেসপন্স করে। আমার বাসা চট্টগ্রামের ও আর নিজাম রোডের ৬নং রোডের ৬৮ নং বিল্ডিংয়ে। কোন সহৃদয় ব্যক্তি উক্ত বিড়ালটার সন্ধান দিলে খুব উপকৃত হব। প্রয়োজনে ইনবক্সে /মোবাইলে যোগাযোগ করবেন। বিড়ালটির গায়ে সোনালি রঙের ডোরাকাটা এবং গলায় একটি লাল বেল্ট ছিল।
মোবাইল নং 01784336871, 01672291581