Best Aid Pet Care Centre

Best Aid Pet Care Centre Every pet deserves a healthy, pain free life because they can't say anything. We have to understand
(1)

প্রাণীরা আমাদের পরিবেশের,বেঁচে থাকার অংশ। পোষা প্রাণী মানসিক স্বস্তির পাশাপাশি আমাদের শারীরিক দিক থেকেও স্বস্তি দেয়। আসু...
04/09/2021

প্রাণীরা আমাদের পরিবেশের,বেঁচে থাকার অংশ। পোষা প্রাণী মানসিক স্বস্তির পাশাপাশি আমাদের শারীরিক দিক থেকেও স্বস্তি দেয়।
আসুন!আজকে জানবো,প্রাণী পুষলে আমাদের শারীরিক দিক থেকে কি কি উপকারে আসে?

- গবেষণায় দেখা গেছে, যারা প্রাণী পোষে তাদের রক্তচাপ স্বাভাবিক থাকে।

- বাড়িতে কুকুর থাকলে আপনার ঠিকই ভোরে বাইরে যাওয়া হবে। এতে একদিকে যেমন আপনার শরীর চর্চা হচ্ছে- এনডরফিনস বাড়ে। ফলে আপনার শরীর ভালো লাগবে। অন্যদিকে ভোরের আবহাওয়া আপনার উৎসাহ বৃদ্ধি করবে।

- পোষা প্রাণীকে সময় মতো খাবার দিতে গিয়ে আপনারও সময় মতো খাওয়া হয়ে যাবে।আপনি একটি রুটিনের মধ‍্যে থাকতে পারবেন।

- প্রাণীকে সাহায্য করলে, উদ্ধার করা, তাদের আশ্রয় দেওয়া ইত্যাদি কাজে যুক্ত হলে একইসঙ্গে শারীরিক, মানসিক দুইভাবেই প্রশান্তি পাওয়া যায়।

প্রাণীদের যত্ন নিন।আর যদি না পারেন অন্তত, আঘাত বা কষ্ট দেয়া থেকে বিরত থাকুন!দেখবেন, বদলে যাবে জীবন!

চকলেট পছন্দ নয় এমন মানুষ খুব কম ই পাওয়া যাবে।বিশেষ করে শিশুদের তাদের আকৃষ্ট করার প্রধান অস্ত্র নানা ধরনের বাহারি চকলেট। ...
01/08/2021

চকলেট পছন্দ নয় এমন মানুষ খুব কম ই পাওয়া যাবে।বিশেষ করে শিশুদের তাদের আকৃষ্ট করার প্রধান অস্ত্র নানা ধরনের বাহারি চকলেট।

ঠিক এমনি একদিন আপনি চকলেট কিনলেন মজা করে খাওয়ার জন্য।আর খেতে খেতে ভাবলেন বাসায় আপনার আদরের পোষা বিড়ালকে আজ আপনি চকলেট দিয়ে ট্রিট দিলে কেমন হবে,নিশ্চয়ই সে খুশি হবে।যেই ভাবা সেই কাজ।আপনি চকলেট নিয়ে তাকে আদর করে ডেকে খাওয়াতে লাগলেন।বিড়ালটিও হয়ত মজা পেয়ে খেয়ে ফেলল।তারপর যে যার কাজে গেলেন।

একটু পর দেখা গেল বিড়াল বমি করছে,দূর্বল হয়ে পড়ে গেল আর খিচুনি উঠল।আপনি হয়ত তখন কি করবেন কিছুই বুঝবেন না,আপনি ভাববেন কেন হঠাৎ এটা হল। ডাক্তার কাছে নিতে নিতে হয়ত বিড়ালটি হারিয়ে যেতে পারে।

আপনি হয়ত নিজেও জানেন না মনের অজান্তেই এই মৃত্যুর জন্য আপনি দায়ী।

চকলেট এ সমস্যা কোথায়:-

চকলেট বিড়ালের জন্য বিষাক্ত খাবার।তবে কম মাত্রায় খেলে হয়ত বেশি আক্রান্ত হবে না।কিন্তু বেশি মাত্রায় খেলে খুব দ্রুত বিপদ হতে পারে।চকলেট এ একটি উপাদান থাকে তা হল theobromine যেটা বিড়ালের জন্য বিষাক্ত।

Theobromine কেন বিষাক্ত :-

মানুষের সাথে বিড়ালের theobromine এর absorption rate এ পার্থক্য আছে।মানুষে খুব দ্রুত absorption হয় কিন্তু বিড়ালে তা খুব আস্তে আস্তে হয়।আর theobromine বিড়াল, কুকুরের cellular adenosine receptor কে inhibit করে।যার ফলে দেখা যায় CNS সমস্যা,হার্ট এ সমস্যা,খিচুনি,কোমা,মৃত্যু।

তাই মানুষের সব খাবার যে বিড়াল,কুকুরকে দাওয়া যায় তা ঠিক নয়।এরকম কোন সমস্যা হলে দ্রুত ভেট দেখান।আপনার পোষা প্রানীর সঠিক যত্ন নিন।

May your faith and love for Allah be rewarded with peace, happiness, and successes for today and always. Wishing you a j...
20/07/2021

May your faith and love for Allah be rewarded with peace, happiness, and successes for today and always. Wishing you a joyful Eid ul Adha!

কুরবানির পশু সম্পর্কে যাবতীয় প্রশ্নের উত্তর ফ্রিতে জানতে এবং পরামর্শ পেতে পেইজের ইনবক্সে নক করুন অথবা হটলাইন নম্বরে ফোন ...
17/07/2021

কুরবানির পশু সম্পর্কে যাবতীয় প্রশ্নের উত্তর ফ্রিতে জানতে এবং পরামর্শ পেতে পেইজের ইনবক্সে নক করুন অথবা হটলাইন নম্বরে ফোন করুন।
বেস্ট এইড হটলাইনঃ +৮৮০১৫৩৩৪৪৩১১৮
[ফ্রি ক্যাম্পেইন চলবে ঈদের আগেরদিন (অর্থাৎ চাঁদরাত) পর্যন্ত]

অনেকদিন ধরেই বেশ কিছু রোগী পাচ্ছি যাদের স্নায়ুগত সমস্যা পাচ্ছি।এসব রোগীর বেশিরভাগ ক্ষেত্রে আমরা ডাক্তাররা হার মেনে যাচ্ছ...
05/07/2021

অনেকদিন ধরেই বেশ কিছু রোগী পাচ্ছি যাদের স্নায়ুগত সমস্যা পাচ্ছি।এসব রোগীর বেশিরভাগ ক্ষেত্রে আমরা ডাক্তাররা হার মেনে যাচ্ছি উন্নত চিকিৎসার অভাবে।যদিও স্নায়ুগত সমস্যার এখন অবধি উন্নত চিকিৎসা নেই। নানা কারনে এসব সমস্যা দেখা দিচ্ছে, কিছু কারন আমাদের ভুলে বা খামখেয়ালি তে কিছু আবার জন্মগত।আজ এসব কিছু বিষয় তুলে ধরছি।

কি কি কারনে এই সমস্যা হচ্ছে:-

বেশির ভাগ ক্ষেত্রে যেটা পাচ্ছি তা হল ছাদ থেকে বিড়াল পরে যাওয়া,আঘাত পাওয়া,কেও সজোরে লাঠি দিয়ে আঘাত দেয়,কুকুরের আক্রমণে, জন্মগত ইত্যাদি।

কি কি সমস্যা হয় :-

-হাটাচলা সমস্যা, পা এ ভর দিতে পারে না
-পি,পটি তে সমস্যা, পেট ফুলে যায়, cinstipation হয়,bladder ফুলে যাওয়া।
- প্যারালাইজড পা,কোন রেসপন্স দেখায় না।
- খাওয়া দাওয়া কমিয়ে দাওয়া
- ধিরে ধিরে মৃত্যু

কারন:-

জন্মগত হলে মেরুদণ্ড ডিফরমিটিস এর জন্য স্পাইনাল নার্ভ ডিসফাংশন হয়।ভার্টিব্রা ডিস্ক এ সমস্যা দেখা দিলেও এই সমস্যা হয়।অনেক সময় ট্রান্সভার্স প্রসেস সংযুক্ত থাকে যার ফলে এই সমস্যা দেখা দেয়।এছাড়া ক্যান্সার হলেও এরকম সমস্যা হতে পারে।
ছাদ থেকে পড়ে যাওয়া,কোন আঘাত পেলে, মেরুদণ্ড ভেঙে গেলে স্পাইনাল নার্ভ এর সমস্যা হয় যার ফলে প্যারালাইজড হয়।বডির অরগান ঠিক মত স্টিমুলেন্ট পায় না।অনেক সময় বড় আঘাতে স্পাইনাল নার্ভ ছিড়ে যায় যার ফলে মৃত্যু ও হতে পারে।

প্রতিকার:-

জন্মগত হলে কারও করার কিছু থাকে না।
আর বাকি ক্ষেত্রে যাদের ঘরে ক্যাটপ্রুফ নাই তারা ক্যাটপ্রুফ করে নিতে পারেন।বিশেষ করে হিট এ আসলে বিড়াল বাহিরে যেতে চায় তখন এই এক্সিডেন্ট বেশি দেখা দেয়।আপনার বিড়াল এর দিকে নজড় রাখতে হবে।ছাদে বা বারান্দায় গেলে অবশ্যই খেয়াল রাখবেন।

Feline Infectious Peritonitis(FIP)ফেলাইন করোনা ভাইরাস দ্বারা সংঘটিত একটি রোগ।যেটা বন্য এবং গৃহে পালিত যেকোন বিড়াল কে আক্...
30/06/2021

Feline Infectious Peritonitis(FIP)

ফেলাইন করোনা ভাইরাস দ্বারা সংঘটিত একটি রোগ।যেটা বন্য এবং গৃহে পালিত যেকোন বিড়াল কে আক্রমণ করতে পারে।মানুষের করোনা ভাইরাস এর সাথে এর সম্পর্ক নেই তাই ফেলাইন করোনা ভাইরাস নিয়ে আতংকিত হওয়ার কিছু নেই।তবে বিড়াল এর জন্য এটি মারাত্মক রোগ।কারন এই রোগের মর্টালিটি অনেক বেশি।

কিভাবে ছড়ায়:-

-মুখের লালা
-পটি, হাঁচি কাশি
-খাবার পাত্র
-বাতাসের মাধ্যমে
তবে এই রোগ খুব বেশি ছোঁয়াচে নয়।আক্রান্ত বিড়াল কে সবার সাথে রাখা হলেও অন্যদের আক্রান্ত হওয়ার চান্স খুব বেশি নয়।তবে আক্রান্ত বিড়াল কে আলাদা রাখা ভালো।কারন একেবারে ছোঁয়াচে নয় তা নয় তবে মানুষের করোনা ভাইরাস এর মত এত দ্রুত ছোঁয়াচে নয়।

লক্ষণসমূহ :-

এই রোগ দুইটি ধাপে হয়
১) Dry form - কোন রকম সাইন সিম্পটম ছাড়াই মারা যায়।এই ধাপে ভাইটাল অরগান যেমন লাং,লিভার,কিডনি ক্ষতি হয়।জন্ডিস ও দেখা দিতে পারে।ল্যাব টেস্ট ছাড়া নিশ্চিত হওয়া যায় না।
২) Wet form - থোরাসিক জায়গায় পানি জমে,পেট এ পানি জমে,জন্ডিস দেখা যায়।অরুচি,জ্বর এসব দেখা যায়।থোরাসিক রিজিওন এ পানি জমলে হা করে শ্বাস নিবে।শ্বাস কষ্ট দেখা দিবে।

ল্যাবরেটরি টেস্ট :-
FIP কনফার্ম করার জন্য নিম্মোক্ত টেস্ট করা হয়-
১) Rivalta test
2) Rapid kit test
3) x-ray
4) USG
এরকম সমস্যা দেখা দিলেই যোগাযোগ করুন এবং এই রোগের সম্পর্কে বিস্তারিত জানতে যোগাযোগ করুন ভেট দের সাথে।

সেল্ফ গ্রুমিং অফ ক্যাটআমরা অনেকসময় বিড়ালকে তার বডিতে licking করতে দেখি।যা দেখে প্রথমেই মাথায় আসতে পারে স্কিন এ কোন সমস্য...
28/06/2021

সেল্ফ গ্রুমিং অফ ক্যাট
আমরা অনেকসময় বিড়ালকে তার বডিতে licking করতে দেখি।যা দেখে প্রথমেই মাথায় আসতে পারে স্কিন এ কোন সমস্যা হল নাকি আবার,নাকি flea,fungas আবার কখন আসলো।তবে হ্যা এসব কারনে বিড়াল অনেক চুলকায়।এটা ছাড়াও বিড়াল নিজেকে গ্রুমিং করে।যার ফলে সে নিজেই নিজের বডি থেকে ময়লা,লোম দূর করে স্কিন কে ভালো রাখে।এক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে, এমন licking দেখলে চেক করে নিবেন কোন ইনফেকশন, পোকা পান কিনা,যদি না পান তাহলে নিশ্চিন্ত থাকতে পারেন।তবে অনেক সময় এই গ্রুমিং বদ অভ্যাসে পরিনত হয়।যার ফলে অনেক বেশি গ্রুমিং করে লোম তুলে ফেলে alopecia করে।তখন psychogenic alopecia দেখা যায়।এক্ষেত্রে অবশ্যই ভেট দের সাথে যোগাযোগ করবেন।

আমরা অনেকেই আছি যারা বাড়িতে প্রাণী পুষে থাকি। কখন ও কি প্রশ্ন জেগেছে,আমরা প্রাণিটি কেন পুষি?কি উপকারে আসে আমাদের?চলুন জে...
24/06/2021

আমরা অনেকেই আছি যারা বাড়িতে প্রাণী পুষে থাকি।
কখন ও কি প্রশ্ন জেগেছে,আমরা প্রাণিটি কেন পুষি?
কি উপকারে আসে আমাদের?

চলুন জেনে নেয়া যাক,আমাদের পোষা প্রাণিটি আমাদের মানসিক স্বাস্থ্য এবং শারীরিক স্বাস্থ্য দুই-ই ভালো রাখতে সাহায্য করে।

আজকে জানবো, পোষা প্রাণী আমাদের মানসিক স্বাস্থ্য ভালো রাখতে কিভাবে সাহায্য করে?

Ruchi Prabhu বলেছেন,"Pets understand humans better than human do".

- প্রাণীরা মন শান্ত রাখে এবং উদ্বিগ্নতা কমায়।
- কেবল পোষা প্রাণীর কাছ থেকেই পাওয়া যায় নিঃশর্ত ভালবাসা। আপনি কি অবস্থায় আছেন,আপনি তাদের কেমন খাবার খেতে দিলেন -এসব কোনো কিছুর পরোয়া তারা করে না।
- কথা বলতে পছন্দ করি আমরা।তাই অনেকেই মনে করেন পোষা প্রাণীর সাথে কথা বললে তারা যেন তাদের সন্তানের সাথে কথা বলেন।
- প্রাণী মিশতে সহায়তা করে। প্রাণীর সঙ্গে থাকার ফলে, খুব সহজেই বন্ধুত্ব করতে পারবেন আপনি।
- প্রাণীকে সাহায্য করলে আত্মবিশ্বাস বাড়ে।
- প্রাণীরা অসুস্থ ব্যক্তি, বিষণ্ন ব্যক্তি এবং নিঃসঙ্গ ব্যক্তিকে সঙ্গ দিতে পারে। সুখ-দুঃখের ভাগিদার হতে পারে।

যদি আপনার কোনো পোষা প্রাণী নাও থাকে, আপনার যে বন্ধুর বাসায় পোষা প্রাণী রয়েছে- বিষণ্ন সময় তার বাড়িতে যেতে পারেন। শুধু তাই নয়, চিড়িয়াখানায় বেড়াতে যান। প্রাণীদের জন্য আপনার বাড়ি উন্মুক্ত করুন,তাদেরকে ভালোবাসুন!

আমরা অনেকেই কম বেশি বাড়িতে  পোষা প্রাণী( কুকুর, বিড়াল, মুরগি, ছাগল, গরু, খরগোশ,এমনকি টিয়া, ময়নার,শালিক,কবুতর কিংবা অ্...
03/06/2021

আমরা অনেকেই কম বেশি বাড়িতে পোষা প্রাণী( কুকুর, বিড়াল, মুরগি, ছাগল, গরু, খরগোশ,এমনকি টিয়া, ময়নার,শালিক,কবুতর কিংবা অ্যাকোরারিয়ামে রংবেরঙের মাছ)পুষে থাকি।প্রাণীটি সুখের,আবেগের অংশীদার হয়ে নিমেষেই হয়ে ওঠে বাড়ির এক সদস‍্য।

আমরা কি জানি,এই প্রিয় পোষ্যের সঙ্গে মেশার সময় অনেক ধরনের অসচেতনতার পরিচয় দিই?এই সব নিরীহ জীব থেকে কত বড় রোগ সংক্রমিত হতে পারে?

আসুন জেনে নিই, পোষা প্রাণী নিয়ে কিছু সতর্কতামূলক কথাঃ
•পশুর লোম থেকে বাচ্চা ও বয়স্কদের শ্বাসকষ্টের প্রবণতা বেড়ে যায়। তাই পোষ্যকে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশে রাখতে হবে।
•পোষ্যের লোমে উকুন হয়। তাই চিরুনি দিয়ে আলতো করে আঁচড়ে দিতে হবে। ডেটল দিয়ে ঘর পরিষ্কার করতে হবে।
•নিজে অসুস্থ থাকলে পোষ্যর কাছাকাছি না যাওয়া ভালো।আপনার অসুখ পোষ্যের শরীরে ছড়াতে পারে।
•পোষা প্রাণির মুখে মুখ ঠেকিয়ে আদর করা যাবে না। মুখের ব্যাকটেরিয়া থেকে ইনফেকশন হতে পারে।
•পরিচর্যার সময় গ্লাভস, বুট-জুতো, এ‍্যাপ্রোন, চশমা ব্যবহার করতে হবে।
•পোষ‍্যের থাকার জায়গা,মল-মূত্র ভালভাবে পরিষ্কার করতে হবে।
•পোষ‍্য প্রাণীটি কামড়ে বা আঁচড়ে দিলে দ‍্রুত চিকিৎসকের পরামর্শ নিন।
নিয়মিত ভ্যাকসিন দিতে হবে। অসুস্থ হলে প্রাণি চিকিৎসকের শরনাপন্ন হতে হবে।

পুচু তার নাম।সারাক্ষন ঘরে লাফালাফি তে মাতিয়ে রাখে ঘর।বাসার সবার আদরের পুচু সে।কিন্তু হঠাৎ বাহিরে যাওয়া তার।আর ঘটে যায় দু...
01/06/2021

পুচু তার নাম।সারাক্ষন ঘরে লাফালাফি তে মাতিয়ে রাখে ঘর।বাসার সবার আদরের পুচু সে।কিন্তু হঠাৎ বাহিরে যাওয়া তার।আর ঘটে যায় দুর্ঘটনা। একটি ব্যাটারিচালিত অটোরিকশা সাথে এক্সিডেন্ট করে সে আর পায়ে ইঞ্জুরি হয়।খোঁড়াতে থাকে সে আর ফুলে যায়।এমতাবস্থায় পুচু কে নিয়ে যোগাযোগ করা হয় আমাদের পেইজে।অভিজ্ঞ ডাক্তার দিয়ে চিকিৎসায় আল্লাহ্‌ রহমতে খুব দ্রুত সুস্থ সে।আবার সে আগের মত মাতিয়ে রাখছে ঘর।এরকম পুচু দের মত আদরের প্রাণীদের চিকিৎসা দিয়ে যাচ্ছি আমরা।পুচুদের প্রতি ভালোবাসা অবিরাম।
for appointment 01533443118

বাজরিগাড়খুব পরিচিত একটি পোষা পাখি, যা দিন দিন আমাদের দেশে পোষা পাখিটি খুব জনপ্রিয়তা পাচ্ছে।আসুন আমরা জেনে নি কিভাবে পুরু...
25/05/2021

বাজরিগাড়
খুব পরিচিত একটি পোষা পাখি, যা দিন দিন আমাদের দেশে পোষা পাখিটি খুব জনপ্রিয়তা পাচ্ছে।আসুন আমরা জেনে নি কিভাবে পুরুষ এবং স্ত্রী বাজরিগাড় চিনব।
কিভাবে শনাক্ত করবেন স্ত্রী ও পুরুষ পাখি এবং আর ছোট ও বড় পাখিঃ

সাধারণত ৩-৪ মাস বয়স হলেই নাকের উপরের রং দেখেই সনাক্ত করা যায় স্ত্রী ও পুরুষ পাখি। যেমন- পুরুষ পাখির প্রথমে নাকের বর্ণ থাকবে গোলাপি রংয়ের। বয়স বাড়ার সঙ্গে রং হবে নীল। আর স্ত্রী পাখির নাকের বর্ণ হবে সাদা। বয়স বাড়ার সঙ্গে হবে খয়েরি বা বাদামী। ছোট বড় চেনার উপায় হচ্ছে প্রধানত চোখ দেখে। ছোট পাখির চোখের আকার হবে বড়। বড় হওয়ার সঙ্গে তাল মিলিয়ে চোখের আকার হবে ছোট। কারণ বয়স্ক না হওয়া পর্যন্ত চোখের বৃত্ত তৈরি হয় না। সেই সঙ্গে নাকের বর্ণ হবে গাঢ়।যেকোন তথ্যের জন্য যোগাযোগ করুন আমাদের পেইজ এ।
for appointment 01533443118

পারভো ভাইরাল ইনফেকশনকুকুরের জন্য ভয়ানক একটি রোগ।parvo virus দ্বারা এই রোগ সৃষ্টি হয়। সঠিক সময়ে ভ্যাক্সিন এর মাধ্যমে এই র...
12/05/2021

পারভো ভাইরাল ইনফেকশন
কুকুরের জন্য ভয়ানক একটি রোগ।parvo virus দ্বারা এই রোগ সৃষ্টি হয়। সঠিক সময়ে ভ্যাক্সিন এর মাধ্যমে এই রোগ প্রতিকার করা যায়।কিন্তু ভ্যাক্সিন না দাওয়ায় এই রোগ মারাত্মক আকার ধারন করতে পারে।এমনকি মৃত্যুর দিকে ধাবিত করতে পারে।আসুন জেনে নিই এই রোগের লক্ষণ গুলো-
১) দূর্বল,অরুচি
২) বমি
৩)জ্বর
৪) দুর্গন্ধ পটি
৫)পানিশূন্যতা
৬)শুকিয়ে যাবে
তাই কোন রকম অবহেলা না করে আপনার পোষা প্রানির সুস্থতার জন্য দ্রুত ভেট দের সাথে যোগাযোগ করুন।
for appointment 01533443118

ঘুমের মধ্যে স্বপ্ন দেখেন না এমন মানুষ খুব কম ই আছেন।সেই স্বপ্ন দেখা নিয়ে রয়েছে নানা মতামত। কিন্তু কুকুর বিড়াল স্বপ্ন দেখ...
07/05/2021

ঘুমের মধ্যে স্বপ্ন দেখেন না এমন মানুষ খুব কম ই আছেন।সেই স্বপ্ন দেখা নিয়ে রয়েছে নানা মতামত। কিন্তু কুকুর বিড়াল স্বপ্ন দেখেন।হ্যা কুকুর বিড়াল ও স্বপ্ন দেখেন এমনটাই দাবি করেছেন একদল মার্কিন বিজ্ঞানী। কিন্তু তাদের স্বপ্ন দেখা মানুষের মত না।তারা তাদের নিজেদের স্বজাতিদের নিয়ে স্বপ্ন দেখেন না।তারা তাদের অভিভাবকদের নিয়ে স্বপ্ন দেখেন।কুকুর ও বিড়ালের স্বপ্ন দেখা ও আলাদা। বিড়াল তাদের মৃত্যুর ভয় ও শিকারের ও স্বপ্ন দেখে থাকতে পারে।তবে স্বপ্ন দেখার ব্যাপারটা অনেক ক্ষেত্রে সবাই মেনে নিলেও তা নিয়ে রয়েছে অনেক বিতর্ক।
for appointment 01533443118

কুকুরের কানের ভিতর মাইট ইনফেকশন খুব সাধারন একটি রোগ।এই রোগটি হয়ে থাকে otodectes cynotis মাইট দ্বারা।এই রোগটি খুব ছোঁয়াচে...
30/04/2021

কুকুরের কানের ভিতর মাইট ইনফেকশন খুব সাধারন একটি রোগ।এই রোগটি হয়ে থাকে otodectes cynotis মাইট দ্বারা।এই রোগটি খুব ছোঁয়াচে।এক কুকুর থেকে আর এক কুকুর খুব দ্রুত ছড়ায়।এই রোগটি কানের ভিতর থেকে পিনা পর্যন্ত ছড়াতে পারে।অনেক সময় খুব বেশি চুলকায় পোষা কুকুরটি।আমরা ভুল করে অনেক সময় ময়লা ভেবে কটন বাডস দিয়ে পরিষ্কার করতে যেয়ে ক্ষত সৃষ্টি করি যার ফলে ব্যাক্টেরিয়াল ইনফেকশন হয় পরবর্তিতে।তাই কানের কোন সমস্যা দেখলেই ভেটদের সাথে যোগাযোগ করুন।
for appointment 01533443118

আপনার পোষা প্রানির সু-চিকিৎসার জন্য অবশ্যই ভেট দের সাথে যোগাযোগ করুন।ভুয়া ভেট পরিচয়ে প্রতারণার শিকার হবেন না।কেননা ভুল চ...
28/04/2021

আপনার পোষা প্রানির সু-চিকিৎসার জন্য অবশ্যই ভেট দের সাথে যোগাযোগ করুন।ভুয়া ভেট পরিচয়ে প্রতারণার শিকার হবেন না।কেননা ভুল চিকিৎসায় হারাতে পারে আপনার পোষা প্রানির প্রান।
for appointment 01533443118

- প্যারাসিট্যামল কি বিড়ালের জন্য বিষাক্ত?- হ্যা!প্যারাসিট্যামল বিড়ালের জন্য বিষাক্ত। ভুল মাত্রা এবং ভুল পথে প্রয়োগের জন্...
24/04/2021

- প্যারাসিট্যামল কি বিড়ালের জন্য বিষাক্ত?
- হ্যা!প্যারাসিট্যামল বিড়ালের জন্য বিষাক্ত।

ভুল মাত্রা এবং ভুল পথে প্রয়োগের জন্য। অনেকেই জ্বর হলে বাসায় থাকা প্যারাসিট্যামল খাওয়ায় দেন যা কখনও ঠিক নয়। বিড়ালের জেনেটিক্যালি যকৃতে glucuronide conjugation pathway থাকে না তাই তা মেটাবলিজম করতে পারে না। তাই ভুল ভাবে প্রয়োগে তা বিড়ালের জন্য মৃত্যু বয়ে নিয়ে আসে।

এজন্য ভুলে কখনও খাইয়ে থাকলে দ্রুত ভেট দের সাথে যোগাযোগ করুন।।

For consultancy: 01533443118

খরগোশ নিজের মল নিজে খায়! 🤔খরগোশ দুই ধরনের মল ত্যাগ করে। একটি ডাইজেস্ট মল আর একটি অর্ধ ডাইজেস্ট মল।অর্ধ ডাইজেস্ট মল টি খর...
20/04/2021

খরগোশ নিজের মল নিজে খায়! 🤔
খরগোশ দুই ধরনের মল ত্যাগ করে। একটি ডাইজেস্ট মল আর একটি অর্ধ ডাইজেস্ট মল।অর্ধ ডাইজেস্ট মল টি খরগোশ পুনরায় ভক্ষণ করে।কারন অর্ধ ডাইজেস্ট মল থেকে খরগোশ ভিটামিন বি১২ শোষন করে নেয়।কেননা পুনরায় ভক্ষণের ফলে পাকস্থলী মাধ্যমে তা শোষন করে।তাই মল খাওয়া দেখলেই তা এবনরমাল তা ভাবার কারন নেই।আপনার খরগোশ এর যেকোন সমস্যায় যোগাযোগ করতে পারেন আমাদের ভেটদের সাথে।
for appointment 01533443118

myxomatosis যেন মারাত্মক ব্যাধিখরগোশ এ প্রায় সময় এই রোগ দেখা যায়।myxoma virus দ্বারা এই রোগটি সংঘটিত হয়।এই রোগ দ্বারা  আ...
19/04/2021

myxomatosis যেন মারাত্মক ব্যাধি
খরগোশ এ প্রায় সময় এই রোগ দেখা যায়।myxoma virus দ্বারা এই রোগটি সংঘটিত হয়।এই রোগ দ্বারা আক্রান্ত খরগোশ বিপদজনক অবস্থায় পতিত হয় এবং বেশিরভাগ ক্ষেত্রে বাঁচানো যায় না।এই রোগের কিছু চিহ্ন হল - চোখের চারপাশ ফুলে যাবে,চোখ মেলতে পারবে না,ঠোটের চারপাশ ফুলবে এবং মোটা হয়ে যাবে ঠোট,জেনিটাল জায়গা ও ফুলে যাবে,খরগোশ টি দূর্বল হয়ে যাবে।একিউট ফর্ম এ এই রোগটি হলে ১০ দিনের ভিতর খরগোশ মারা যায়।তাই এরকম অবস্থায় অতিদ্রুত ভেট দের সাথে যোগাযোগ করুন।আপনার পোষা প্রানির যত্ন নিন।
for appointment 01533443118

18/04/2021

Do you want to be a proud team member of Best Aid?

What is Best Aid?

- Best Aid is a 360 Degree one-stop telehealth solution startup under ICT Division. We working with the mission to make health care easily accessible for all. We develop our health care sector digitally. We do provide telemedicine service not only to people but also to our beloved pet animals.
We are trying to build up a nation wide health development community. That's why we need some enthusiastic people who will help us to build this.
This community will help to reach more people under the radar of telemedicine health service with the help of Best Aid.

What are our requirements?
- Only Veterinary students can apply.
- Must have a volunteer mentality.
- Must have leadership capability.
- Must be interested in learning something new.

Your benefits?
- Knowledge will increase.
- Contact with professionals will increase.
- Contact with the Ministry of Health & ICT Division will increase.
- There will be training arrangements from local and foreign experts.
- Opportunity to get acquainted with national and international networks.
- Get invited to critical events.
- You will get attractive training opportunities for free.

Application Form:

https://forms.gle/p6mP4wfz1CspuNqa7

বিড়াল ঘাস খায়!!😳😳অবাক হচ্ছেন?অবাক হলেও তা সত্যি।হ্যা বিড়াল ঘাস খায় কিন্তু এটা নয় যে সে তৃণভোজী। অনেকের ধারণা বিড়াল ঘাস খ...
05/04/2021

বিড়াল ঘাস খায়!!😳😳

অবাক হচ্ছেন?অবাক হলেও তা সত্যি।হ্যা বিড়াল ঘাস খায় কিন্তু এটা নয় যে সে তৃণভোজী। অনেকের ধারণা বিড়াল ঘাস খায় যখন তার পরিপাকতন্ত্রে কোন সমস্যা দেখা দেয়, তখন ঘাস খেয়ে বমি করে নিজের পরিপাকতন্ত্র সুরক্ষিত রাখে।আবার অনেক গবেষণা করে বলা হয়েছে বিড়াল এর পূর্বপুরুষরা ঘাস খেত যার ফলে সেই জিনগত বৈশিষ্ট্য এখনও বিদ্যমান।কিন্তু বর্তমানে বিড়াল ঘাস খায় বমি করার জন্য এই মতামত টি বেশি মানা হয়।যদিও অনেকের মতে এটি প্রধান কারণ নয়।কেননা অনেক গবেষণা করে দেখা গিয়েছে ঘাস খায় এমন চার ভাগের তিন ভাগ বিড়াল ঘাস খেয়ে বমি করেনি।তাই পূর্বপুরুষদের থেকে এখনও জিনগত বৈশিষ্ট্য আছে মনে করা হয়।তাই ঘাস খেতে দেখলেই ভয় পাবেন না।
for appointment 01533443118

খরগোশ এ hair ball formationখরগোশ তার নিজের লোম নিজে খেয়ে থাকে অল্প করে, তা দিয়ে সে তার পরিপাকতন্ত্র প্রক্রিয়া বৃদ্ধি করে...
04/04/2021

খরগোশ এ hair ball formation
খরগোশ তার নিজের লোম নিজে খেয়ে থাকে অল্প করে, তা দিয়ে সে তার পরিপাকতন্ত্র প্রক্রিয়া বৃদ্ধি করে।হজম শক্তি বাড়ায়।কিন্তু নিয়মিত লোম ব্রাশ না করলে শরীর থেকে অনেক লোম উঠে যার ফলে সে বেশি মাত্রায় খেয়ে ফেলে।তখন সেই লোম পরিপাকনালী হতে বের হতে সক্ষম হয় না এবং বল এর আকার ধারন করে যা আটকে যায়।এই অবস্থায় মেডিসিন চিকিৎসায় সুফল পাওয়া যায় না।উন্নত চিকিৎসা সার্জারিতে যেতে হয়।তাই নিয়মিত ব্রাশ করে আপনার খরগোশ কে সুস্থ রাখুন।
for appointment 01533443118

বর্তমান সময়ে কুকুরের পারভো ভাইরাল ইনফেকশন বেশি পাওয়া যাচ্ছে।এই সময়ে এটা বেশি হয়ে থাকে।ভয়ের কিছু নেই এই রোগ নিয়ে।যদিও খার...
30/03/2021

বর্তমান সময়ে কুকুরের পারভো ভাইরাল ইনফেকশন বেশি পাওয়া যাচ্ছে।এই সময়ে এটা বেশি হয়ে থাকে।ভয়ের কিছু নেই এই রোগ নিয়ে।যদিও খারাপ অবস্থানে চলে গেলে বাঁচানো কষ্ট হয়ে পরে।তাই ভ্যাক্সিন না দিয়ে থাকলে ভ্যাক্সিন দিয়ে নিন।আর কোনরকম লক্ষ্মণ প্রকাশ পেলেই ভেটদের সাথে যোগাযোগ করুন।দ্রুত যোগাযোগে ফলাফল ভালো হতে পারে।তাই লক্ষ রাখুন পোষা প্রানীর প্রতি।
for appointment 01533443118

আপনার পোষা প্রানীর চিকিৎসার জন্য যোগাযোগ করুন আমাদের সাথে।অভিজ্ঞ ডাক্তার দ্বারা পরিচালিত বিশ্বস্থ প্লাটফর্ম।
16/03/2021

আপনার পোষা প্রানীর চিকিৎসার জন্য যোগাযোগ করুন আমাদের সাথে।অভিজ্ঞ ডাক্তার দ্বারা পরিচালিত বিশ্বস্থ প্লাটফর্ম।

spitz the lovely dog 😍😍
24/02/2021

spitz the lovely dog 😍😍

19/02/2021

Your lovely pet didn't play with you all day today?

That's why are you feeling upset?

No worries..!! Our expert VET will take care of your pet :)

Just call for vet: 01533443118

13/02/2021

If your lovely pet feeling sick, just call us for vet experts.

Vet expert appointment: 01533443118

08/02/2021

For your lovely pet, our vet expert always ready.

If your pet faces any problem, just call: 01533443118





Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Best Aid Pet Care Centre posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Best Aid Pet Care Centre:

Videos

Share


Other Dhaka pet stores & pet services

Show All