NT Aviary

NT Aviary Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from NT Aviary, Pet breeder, Dhaka.

21/07/2022
19/07/2022
নিস্তেজ রোদ্দুর, খোলা হাওয়া, প্রশস্ত আকাশ, সচ্ছ পানি, ফুটে থাকা পদ্ম যেখানে শিশির, প্রজাপতি আর লাল নীল ফড়িংয়ের বসবাস।
04/09/2021

নিস্তেজ রোদ্দুর, খোলা হাওয়া, প্রশস্ত আকাশ, সচ্ছ পানি, ফুটে থাকা পদ্ম যেখানে শিশির, প্রজাপতি আর লাল নীল ফড়িংয়ের বসবাস।

আষাঢ়ে বিষণ্নতায় ভুগছে এই শহরের আকাশ,সে কাঁদছে বোকার মতো।পুরো শহর সেই বিষণ্নতার কান্নার জলে ডুবে থই থই,তুমি ছাড়া আকাশে...
06/08/2021

আষাঢ়ে বিষণ্নতায় ভুগছে এই শহরের আকাশ,
সে কাঁদছে বোকার মতো।

পুরো শহর সেই বিষণ্নতার কান্নার জলে ডুবে থই থই,
তুমি ছাড়া আকাশের এই কান্না থামানোর কেউ নেই এই শহরে।
পুরো আষাঢ় জুড়েই শোকার্ত কিছু কদম ফুল নিয়ে
আমি দু'পা ডুবিয়ে দাঁড়িয়ে আছি সেই 'মনমরা জলে'
ঠিক তোমার ঘরের এক নিষ্প্রাণ দরজায়।

তুমি দরজা জানালা খুলে
হয় বোকা আকাশকে কান্না থামাতে বলো,
তা না হলে দরজা খুলে আমাকে ঘরে ঢুকতে দাও।

জলে থৈ থৈবোবা কান্নায়মেঘ ফালি ভারী হচ্ছে......
04/08/2021

জলে থৈ থৈ
বোবা কান্নায়
মেঘ ফালি ভারী হচ্ছে......

03/08/2021
সীতাকুণ্ডের সীতাকুণ্ড বাজার থেকে ৫ কিলোমিটার দূরত্বে এটি অবস্থিত। প্রকৃতি ও গঠনগত দিক থেকে এটি অন্যান্য সমুদ্র সৈকত থেকে...
23/07/2021

সীতাকুণ্ডের সীতাকুণ্ড বাজার থেকে ৫ কিলোমিটার দূরত্বে এটি অবস্থিত। প্রকৃতি ও গঠনগত দিক থেকে এটি অন্যান্য সমুদ্র সৈকত থেকে সম্পূর্ণ আলাদা। এর একদিকে দিগন্ত জোড়া জলরাশি, অন্যদিকে আছে কেওড়া বন। কেওড়া বনের মাঝ দিয়ে বয়ে যাওয়া খালের চারদিকে কেওড়া গাছের শ্বাসমূল দেখা যায়। এই বন সমুদ্রের অনেকটা গভীর পর্যন্ত চলে গেছে। এর পরিবেশ সোয়াম্প ফরেস্ট ও ম্যানগ্রোভ বনের মত। সৈকত জুড়ে সবুজ গালিচার বিস্তীর্ণ ঘাস একে অন্যান্য সমুদ্র সৈকত থেকে করেছে অন্যন্য। এই সবুজের মাঝ দিয়েে এঁকে বেঁকে গেছে সরু নালা। নালাগুলো জোয়ারের সময় পানিতে ভরে উঠে। পাখি, ঢেউ আর বাতাসের মিতালীর অনন্য অবস্থান দেখা যায় এই সমুদ্র সৈকতে।

শহর থেকে দূরের কোলাহলমুক্ত নির্জনতা, চারদিকে সবুজ গাছপালা, মাঝে মাঝে পশু-পাখির ডাক আর শীতল বাতাস। এই রোমাঞ্চকর অনুভূতি আ...
23/07/2021

শহর থেকে দূরের কোলাহলমুক্ত নির্জনতা, চারদিকে সবুজ গাছপালা, মাঝে মাঝে পশু-পাখির ডাক আর শীতল বাতাস। এই রোমাঞ্চকর অনুভূতি আপনাকে দেবে এক পাহাড়সম মানসিক প্রশান্তি। হ্যাঁ, বলছিলাম সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড়ের কথা। আপনি যদি দুর্গম পাহাড়ি পথে হাঁটতে পছন্দ করেন, তবে চন্দ্রনাথ পাহাড় আপনার জন্যই।

চন্দ্রানাথের চূড়ায় পৌছানো একটু কষ্টকর হলেও উপভোগ্যময়।
একমাত্র চূড়ায় পৌছানোর পরেই আপনি আসল আনন্দটা পাবেন। মনে হবে এইখানে এক নিঝুম দুপুর, সন্ধ্যে -বিকেল আমার থাক..

বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর.....বাংলার আসল রূপ দেখতে হবে যেতে হবে গ্রামের কোলে। সেখা...
22/07/2021

বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর.....
বাংলার আসল রূপ দেখতে হবে যেতে হবে গ্রামের কোলে। সেখানে ছড়িয়ে ছিটিয়ে আছে চিরায়ত বাংলার চিত্র।

সময় আমাকে গিলে খায়, আমি আকাশ গিলবো বলে পানিতে ডুব দিই। একঝাঁক চিত্রা হরিণ আরচিতল মাছ যখন জোনাকি হয়ে আলোয় ভরে তোলে পানির ...
22/07/2021

সময় আমাকে গিলে খায়, আমি আকাশ গিলবো বলে পানিতে ডুব দিই। একঝাঁক চিত্রা হরিণ আর
চিতল মাছ যখন জোনাকি হয়ে আলোয় ভরে তোলে পানির হৃদয়, আমি তখন প্রাণ ভরে শ্বাস নিই,
আর মস্ত একটা আকাশ বুকের ভিতর পুষে নিয়ে পাহাড়ে ঘুমিয়ে পড়ি।
স্থানঃচন্দ্রনাথ মন্দির।

মেঘলা দিন, মেঘলা আকাশচারদিকে অন্ধকার – আমার কাছে এসব মানেইবিষাদের উপমা।এমনকিও বৃষ্টিও আমাকে কোনোদিন রোমাঞ্চিত করে নি!আমি...
21/07/2021

মেঘলা দিন, মেঘলা আকাশ
চারদিকে অন্ধকার – আমার কাছে এসব মানেই
বিষাদের উপমা।
এমনকিও বৃষ্টিও আমাকে কোনোদিন রোমাঞ্চিত করে নি!

আমি বেড়ে উঠেছি কাদা ও বৃষ্টির পানিতে শরীর ঘা করে
জীবনের জন্য যুদ্ধ করতে করতে
যদিও বৃষ্টি আমাকে অন্ন দিয়েছে ফসলের মাটিকে প্লাবিত করে।

ঘরভর্তি আলো, জানালোগুলো খোলা
পরিচ্ছন্ন, ঝকঝকে আকাশ-
আমাকে চাঙ্গা করে। নৃত্য করে পৃথিবীর মন।

আলো চাই, মেঘলা আকাশ কিংবা অন্ধকার নয়।

সন্ধ্যা প্রায় শেষ হতে চলল।এই সময়টায় আকাশ থেকে খুব সুন্দর একটা আলো ভেসে আসে এই প্রাচীন পৃথিবীতে। তাই, সব কিছুই কেমন যেন ম...
19/07/2021

সন্ধ্যা প্রায় শেষ হতে চলল।
এই সময়টায় আকাশ থেকে খুব সুন্দর একটা আলো ভেসে আসে এই প্রাচীন পৃথিবীতে। তাই, সব কিছুই কেমন যেন মায়াময় লাগে! আকাশ ছিল হালকা তামাটে। নীল আকাশের দেখা পাইনি।
ডুবে যাওয়ার পথে সূর্যের রক্তিম ছটা আর কৃষ্ণচূড়ার রঙ মিলে ভাল লাগছিল।
সোনালী লাল আর ম্লান সূর্যের আলো, ভাল লাগা এনে দিয়েছিল।সংসদ ভবনের এই রাস্তাটায় সব সময় গাড়ি গুলো খুব জোড়ে চলে। যেন তাদের অনেক তাড়া আছে। হয়তো এই ব্যস্ত শহরের সব ব্যস্ততার পরে সবাইকে-ই ফিরতে হচ্ছে নিজ নিজ একাকিত্বের স্বর্গে.....

বৃষ্টিতে গাছের পাতাগুলো জীবন ফিরে পেয়েছে, ফিরে পেয়েছে সবুজ রঙ আর কৃষ্ণচূড়ারা তাঁদের আলো ছড়িয়ে দিচ্ছে প্রকৃতিতে।
18/07/2021

বৃষ্টিতে গাছের পাতাগুলো জীবন ফিরে পেয়েছে, ফিরে পেয়েছে সবুজ রঙ আর কৃষ্ণচূড়ারা তাঁদের আলো ছড়িয়ে দিচ্ছে প্রকৃতিতে।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when NT Aviary posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to NT Aviary:

Videos

Share

Category

Nearby pet stores & pet services


Other Pet Breeders in Dhaka

Show All