jojo aviary

jojo aviary Cocatel Breeder

https://youtu.be/EvTA3nC-Rb4?si=Llbsjeye3FuaTjga
16/12/2023

https://youtu.be/EvTA3nC-Rb4?si=Llbsjeye3FuaTjga

শীতে ককাটেল খামারের যত্ন কিভাবে নিবেন | ককাটেল পাখির খাবারআজ চলে এসেছি আব্দুল্লাহ ভাইয়ের ককাটেল পাখির খামারে। আ...

https://youtu.be/Kd7tJrQGkcY?si=lsL_Ot9FnNWN0FQQ
03/11/2023

https://youtu.be/Kd7tJrQGkcY?si=lsL_Ot9FnNWN0FQQ

ককাটেল পাখির টেম সাইজ বাচ্চা | ককাটেল পাখির ব্রিডিং কোর্সককাটেল পাখির টেম সাইজ বাচ্চাককাটেল পাখির ব্রিডিং কোর্স....

★বুস্ট ব্রিড এন এটি  মিনারেল ও অ্যামাইনো এসিড সমৃদ্ধ একটি মাল্টিভিটামিন। অনেক সময় দেখা যায়। পাখি দুর্বল হয়ে পড়ে। গ্রো...
21/09/2023

★বুস্ট ব্রিড এন এটি মিনারেল ও অ্যামাইনো এসিড সমৃদ্ধ একটি মাল্টিভিটামিন। অনেক সময় দেখা যায়। পাখি দুর্বল হয়ে পড়ে। গ্রোথ ভালো না।সে সময় আমরা এটি দিতে পারি।এন্টিবায়োটিক ব্যাবহারে পাখি শুকিয়ে যায়।তখন আমরা এটি দিতে পারি। ব্রিডিং কোর্সে আমরা এটি দিতে পারি। পাখির শরীরে ভিটামিন- অ্যামাইনো এসিড-মিনারেল ঘাটতি পুরণে মাল্টিভিটামিনের গুরুত্ব অপরিসীম।পাখি স্টেসে থাকলে নিজের ফেদার নিজে প্লাগ করে। সেক্ষেত্রে অ্যামাইনো এসিড ভালো কাজ করে। প্রতিমাসে আমরা ৫ দিন করে দিতে পারি।
প্রতি এক লিটার পানিতে ১ গ্রাম। ৬ঘন্টা পর নতুন খাবার পানি দিতে হবে। প্রতিদিনের পানি প্রতিদিন তৈরি করে দিতে হবে।

ভালো থাকুক সবার ভালোবাসার পাখি❤️❤️

বসুন্ধরা থেকে আরিফ ভাই এসে ৪পিছ লুটিনো কোকাটেল বেবি নিয়ে গেল।ভালো থাকিস তোরা নতুন ঠিকানায়❤️❤️
14/09/2023

বসুন্ধরা থেকে আরিফ ভাই এসে ৪পিছ লুটিনো কোকাটেল বেবি নিয়ে গেল।
ভালো থাকিস তোরা নতুন ঠিকানায়❤️❤️

03/09/2023

তোরা ভালো থাকিস নতুন ঠিকানায়❤️❤️❤️

★প্রোবায়োজাইম এটি একটি এনজাইম সমৃদ্ধ প্রোবায়োটিক।এখন বৃষ্টি পড়ছে আবার দেখা যাচ্ছে একটা গরম ভাব ও রয়েছে। খাওয়া-দাওয়া এ...
10/08/2023

★প্রোবায়োজাইম এটি একটি এনজাইম সমৃদ্ধ প্রোবায়োটিক।এখন বৃষ্টি পড়ছে আবার দেখা যাচ্ছে একটা গরম ভাব ও রয়েছে। খাওয়া-দাওয়া একটু কমিয়ে দেয়। দেখা যায় যে খাবার খাচ্ছে কিন্তু একটু শরীরটা ফুলিয়ে রাখে।অ্যাক্টিভিটি একটু কমে গেছে।সেক্ষেত্রে এই প্রোবায়োজাইম খুব ভালো কাজ করে। খাবারের হজমের সমস্যা ক্ষেত্রেও এই এনজাইম খুব ভালো কাজ করে। প্রোবায়োটিক সুস্থ পাখিকেও দেওয়া যায় এটা পাখির শরীরের ইমিউনিটি সিস্টেম বুস্ট করে। আমরা চাইলে প্রতি মাসে ৫ দিন করে পাখিকে এই প্রোবায়োটিকটি দিতে পারি।এন্টিবায়োটিক ব্যবহারে পাখির শরীরে ভালো এবং খারাপ দুই ধরনের ব্যাকটেরিয়া মারা যায়। আমরা যদি এই প্রোবায়োটিক ব্যবহার করি তাহলে পাখির শরীরে যে ভালো ব্যাকটেরিয়া আছে সেটার উন্নতি ঘটায় এজন্য আমরা পাখির এন্টিবায়োটিক ব্যবহারের পরে। এই প্রোবায়োটিকের একটা ৫ দিনের কোর্স করতে পারি। প্রতি এক লিটার পানিতে ১ গ্রাম করে মাসে ৫ দিন পাখিকে দিতে পারি। ৬ঘন্টা পর নতুন খাবার পানি দিতে হবে। প্রতিদিনের পানি প্রতিদিন তৈরি করে দিতে হবে।

ভালো থাকুক সবার ভালোবাসার পাখি❤️❤️

★AD3E এটি একটি সাপ্লিমেন্ট। এটি তিনটি ভিটামিনের সমন্বয়ে তৈরি একটি সাপ্লিমেন্ট। ভিটামিন এ পাখির শরীরে রোগ প্রতিরোধ ক্ষমত...
03/08/2023

★AD3E এটি একটি সাপ্লিমেন্ট। এটি তিনটি ভিটামিনের সমন্বয়ে তৈরি একটি সাপ্লিমেন্ট। ভিটামিন এ পাখির শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। ভিটামিন D3 যেটা রোদ থেকে পাওয়া যায়। যারা ঘরে পাখি পালন করে থাকি। পাখির শরীরে সরাসরি রোদ পড়ে না। এই ভিটামিন D3 টা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই ভিটামিন D3 ছাড়া পাখির শরীরে ঠিকমতো ক্যালসিয়াম কাজ করে না। যেটা তার পুপ্সের সাথে লিকুইড হিসেবে বের হয়ে যায়।তাই আমরা ক্যালসিয়াম সাপ্লিমেন্ট ব্যবহার করলে সেটার সাথে আমরা AD3E সাপ্লিমেন্ট টা যোগ করে দিতে পারি। তাতে ভালো ফলাফল পাওয়া যায়। ভিটামিন ই পাখির যৌনশক্তি বৃদ্ধি করে। যেটা তার ডিমের ফার্টিলিটি বাড়াতে সহায়তা করে। অনেক সময় দেখা যায় যে পাখি প্রাপ্তবয়স্ক হয়ে যাওয়ার পরেও পাখি ব্রিডিং মুডে আসতেছে না। সেই ক্ষেত্রে ভিটামিন ই খুব ভালো ভূমিকা পালন করে। তাদের ব্রিডিং মুডে আনার জন্য। আমরা যারা ঘরে পাখি পালন করি তারা রোদের অভাবটা পূরণের জন্য প্রতি সপ্তাহে একদিন করে AD3E সাপ্লিমেন্ট প্রতি ১লিটার পানিতে ১মিলি করে দিতে পারি।৬ঘন্টা পর নতুন খাবার পানি দিতে হবে। প্রতিদিনের পানি প্রতিদিন তৈরি করে দিতে হবে।

ভালো থাকুক সবার ভালোবাসার পাখি❤️❤️

03/08/2023

লুটিনো অপালাইন বেবি।
ইনবক্স/০১৭৮৯৯৮২২৩৯

★এই গরমে পাখিদের ভিটামিন সি দিন।এখন অনেক সময় দেখা যাচ্ছে যে এই গরমের জন্য হঠাৎ করে পাখি অসুস্থ হয়ে পড়ছে। হিটস্ট্রোক ক...
27/07/2023

★এই গরমে পাখিদের ভিটামিন সি দিন।
এখন অনেক সময় দেখা যাচ্ছে যে এই গরমের জন্য হঠাৎ করে পাখি অসুস্থ হয়ে পড়ছে। হিটস্ট্রোক করছে পানিশূন্যতা দেখা দিচ্ছে। হিট স্ট্রোক এমন একটা বিষয় যেটা সাথে সাথে পদক্ষেপ না নিলে পাখিকে বাঁচানো যায় না। এ ক্ষেত্রে দেখা যায় যে 90% পাখি বাঁচানো সম্ভব হয় না। এই সমস্ত বিষয় থেকে আমরা পাখিদেরকে দূরে রাখার জন্য ভিটামিন সি সাপ্লিমেন্ট ব্যবহার করতে পারি।
১লিটার পানিতে ২গ্রাম ৫-৭ দিন।
যদি পাখি হিটস্ট্রোক করে ফেলে তাহলে আমরা। পাখিকে একটা আলাদা কেজে করে ফ্যানের নিচে রাখবো। এবং আমরা ডানার নিচে ও শরীরে স্প্রে করে দিবো। ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে।
ভিটামিন সি আমরা কয়েক ভাবে পেতে পারি।
আমরা পাখিদেরকে লেবু পানি দিতে পারি।সাপ্লিমেন্ট হিসেবে আমরা স্কয়ার কোম্পানির সিভিট ভেট। রেনেটা কোম্পানির হচ্ছে রেনা-সি।এ সি আই কোম্পানির পিবি-সি।এগুলো ব্যাবহার করতে পারি।

ভালো থাকুক সবার ভালোবাসার পাখি❤️❤️

★ক্যালপ্লেক্স পাখালদের কাছে খুবই পরিচিত একটি সাপ্লিমেন্ট এর নাম। এটি একটি ক্যালসিয়াম সাপ্লিমেন্ট। পাখির হাড় ক্ষয় হওয়...
21/07/2023

★ক্যালপ্লেক্স পাখালদের কাছে খুবই পরিচিত একটি সাপ্লিমেন্ট এর নাম। এটি একটি ক্যালসিয়াম সাপ্লিমেন্ট। পাখির হাড় ক্ষয় হওয়া। বড় পাখি ডিম দিয়েছে কিন্তু ডিমের উপরের যে খোসাটা আছে সেটা পাতলা হওয়া।বাচ্চা পাখির হাড়ের গঠন ঠিক না হওয়া। বাচ্চা পাখি ঠিকমতো হাঁটতে পারে না।ক্যালসিয়ামের অভাবে অনেক সময় বড় পাখি বাচ্চাদের ফেদার প্লাক করতে পারে।এমনকি সে তার পার্টনারের ফেদার প্লাক করতে পারে। একটা সময় এটা তাদের একটা অভ্যাসে পরিণত হয়ে যায়। এ ফেদার প্লাগ আরেকটা কারণে হতে পারে যদি পাখি স্টেসে থাকে তাহলেও এটা হতে পারে। ডিমের সুন্দর গঠনের জন্য ও ক্যালসিয়ামের গুরুত্ব অপরিসীম।
ব্যব্যবহারের নিয়ম-১ লিটার পানিতে ৩ মিলি ৫-৭ দিন। ৬ঘন্টা পর নতুন খাবার পানি দিতে হবে। প্রতিদিনের পানি প্রতিদিন তৈরি করে দিতে হবে।
ভালো থাকুক সবার ভালোবাসার পাখি❤️❤️

কলমি শাক পাখিদের জন্য খুব উপকারী। প্রতি সপ্তাহে আপনি দুইদিন কলমি শাক দিতে পারেন পাখিদের। এই শাক দেয়ার সময় পানিতে খুব ভ...
15/07/2023

কলমি শাক পাখিদের জন্য খুব উপকারী। প্রতি সপ্তাহে আপনি দুইদিন কলমি শাক দিতে পারেন পাখিদের। এই শাক দেয়ার সময় পানিতে খুব ভালো করে তিন থেকে চারবার ধুয়ে তারপর পাখিদেরকে দিতে হবে। আপনি চাইলে এই শাক কুচিকুচি করে কেটেও দিতে পারেন। অথবা আপনি আস্ত শাকগাছ দুই থেকে তিনটি করে দিতে পারেন। ঠান্ডার সময় সপ্তাহে একদিন দিতে পারেন।
কলমি শাকে আমিষ-আঁশ-ক্যালসিয়াম-থায়ামিন-ভিটামিন-সি -ক্যালরি আরো অন্যান্য পুস্টিগুন এটাতে বিদ্যমান।
ভালো থাকুক সবার ভালোবাসার পাখি।

কৃমি কোর্স পাখির জন্য কতটুকু গুরুত্বপূর্ণ।পাখিকে সময় মতো কৃমি কোর্স করাতে হবে।একটা নির্দিষ্ট বয়সের পর থেকে পাখিকে প্রতি...
08/07/2023

কৃমি কোর্স পাখির জন্য কতটুকু গুরুত্বপূর্ণ।পাখিকে সময় মতো কৃমি কোর্স করাতে হবে।
একটা নির্দিষ্ট বয়সের পর থেকে পাখিকে প্রতি তিন মাস পর পর কৃমি কোর্স করাতে হয়। তাহলে আমরা কিছু সমস্যা থেকে পরিত্রাণ পেতে পারি।পাখির পেটে কৃমি হলে নানা সমস্যা হতে পারে। আমরা অনেক সময় খেয়াল করেছি যে পাখির বুক শুকিয়ে যায়। ব্রিডিং পেয়ারের ডিমের ফার্টিলিটি কমে যায়। সেই ক্ষেত্রে আমরা পাখিকে কৃমি কোর্স ও ব্রিডিং কোর্স করিয়ে পাখিকে ব্রিডে দিলে তাহলে আমরা আশানুরূপ ফল পেতে পারি।তিন মাস বয়সের পর থেকে প্রতি তিন মাস পর পর পাখিকে কৃমি কোর্স করানো যায়।কৃমি কোর্স আমরা যেভাবে করাতে পারি।

★লিভাভিট-১মিলি-১লিটার পানিতে ২দিন
এভিনেক্স-১গ্রাম-১লিটার পানিতে ১দিন
লিভাভিট-১মিলি-১লিটার পানিতে ২দিন★

এভাবে আমরা পাঁচ দিনে কৃমি কোর্স কমপ্লিট করতে পারি।ভালো থাকো সবার পাখি।

★আমরা অনেকে পাখির জন্য গ্রিট ব্যাবহার করি। যদি গ্রিটটা ভেষজ উপাদান দিয়ে তৈরি করা যায়। তাহলে ফলাফল আরও ভালো পাওয়া যাবে।এট...
01/07/2023

★আমরা অনেকে পাখির জন্য গ্রিট ব্যাবহার করি। যদি গ্রিটটা ভেষজ উপাদান দিয়ে তৈরি করা যায়। তাহলে ফলাফল আরও ভালো পাওয়া যাবে।এটা আপনি হার্বস হিসেবে সফটফুডের সাথে অল্প পরিমানে মিশিয়ে দিতে পারেন।এটা ব্যাবহারে পাখির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, মুখে রুচি বৃদ্ধি, ক্যালসিয়ামের অভাব পুরন, প্রজনন শক্তির উন্নতি ঘটায়,আরও নানাবিধ উপকার বিদ্যমান।এটা আমি নিজে ব্যাবহার করছি।এবং ফলাফল ও ভালো।তাই আপনাদের সাথে শেয়ার করা। নতুন পাখালদের উপকার্থে। নিচে কোন উপাদান কতটুকু পরিমান লাগবে দেয়া হল।

ক্যাটল ফিস বোন-৫০০ গ্রাম
ডিমের খোসা-২ কেজি
সুকনা আদা গুড়া-২০০ গ্রাম
সুকনা রসুন গুড়া-২০০গ্রাম
দারুচিনি গুড়া-১০০গ্রাম
কালোজিরার গুড়া-২০০গ্রাম
মেথির গুড়া-৫০গ্রাম
জৈন গুড়া-৫০গ্রাম
আমলকির গুড়া-১০০গ্রাম
হরতকির গুড়া-১০০গ্রাম
বহেরা গুড়া-১০০গ্রাম
আম পাতা গুড়া-৩০০গ্রাম
শিমুল গুড়া-১০০গ্রাম
নিম পাতা গুড়া-২০০গ্রাম
শাজনা পাতা গুড়া-২কেজি
এলাচির গুড়া-৫০গ্রাম
কাচা হলুদ গুড়া-১০০গ্রাম
তেজ পাতা গুড়া-৫০গ্রাম
থানকুনি পাতার গুড়া-১০০গ্রাম
সৈন্ধব লবন-৩০০গ্রাম
চিরতা গুড়া-১০০গ্রাম
ঝিনুকের গুড়া-২৫০গ্রাম
পেয়ারা পাতা-৩০০গ্রাম

আলহামদুলিল্লাহ.....আজকে ১৩ পেয়ারকে বক্স দিলাম।❤️❤️দোয়ার দরখাস্ত।🤲🤲
24/06/2023

আলহামদুলিল্লাহ.....
আজকে ১৩ পেয়ারকে বক্স দিলাম।❤️❤️
দোয়ার দরখাস্ত।🤲🤲

★এই গরমে পাখিদের সফটফুড দিন।সফটফুডের পাশাপাশি শাকও দিতে পারেন। সপ্তাহে দুইদিন সফটফুড ও একদিন শাক দিতে পারেন।সফটফুডেঃ সবু...
17/06/2023

★এই গরমে পাখিদের সফটফুড দিন।সফটফুডের পাশাপাশি শাকও দিতে পারেন।
সপ্তাহে দুইদিন সফটফুড ও একদিন শাক দিতে পারেন।সফটফুডেঃ সবুজ মুগ -ছোলা-গম-ভুট্টাভাঙ্গা দিতে পারেন। সামান্য পরিমানে সৈন্ধব লবন দিতে পারেন।সৈন্ধব লবন একটি খনিজ লবন।এটিতে বিভিন্ন ধরনের খনিজ উপাদান থাকে।যা পাখির দেহের জন্য উপকারী।
প্রস্তুত প্রনালীঃ প্রথমে সব রকমের ডাল সমান পরিমানে নিবেন।পানিতে ৩-৪ বার ধুবেন। ফুটন্ত গরম পানিতে সারা রাত পানিতে ভিজিয়ে রাখবেন। সকালে ৩-৪ ধুয়ে নিবেন। সামান্য সৈন্ধব লবন দিয়ে ভালোমতো মিশিয়ে পাখিকে খেতে দিবেন। সফটফুড ২-৩ ঘন্টার বেশি খাঁচায় রাখবেন না।
যদি পাখির সফটফুডের অভ্যাস না থাকে। একটু সময় নিবে। কয়েকদিন দিলে আস্তে আস্তে খাওয়া শিখবে।
ধন্যবাদ।

এখন দিনে গরম রাতে ঠান্ডা। পাখির খেয়াল রাখবেন।গরমের জন্য ভিটামিন সি দিতে পারেন। ইউমিনিটি সিস্টেম বুস্ট করার জন্য প্রোবায়ো...
11/06/2023

এখন দিনে গরম রাতে ঠান্ডা। পাখির খেয়াল রাখবেন।গরমের জন্য ভিটামিন সি দিতে পারেন। ইউমিনিটি সিস্টেম বুস্ট করার জন্য প্রোবায়োটিক দিতে পারেন। ভালো থাকুক সবার পাখি❤️❤️

ধন্যবাদ শাহীন রেজা ভাইকে।
11/05/2023

ধন্যবাদ শাহীন রেজা ভাইকে।

ককাটেল পাখি কিভাবে পালন করতে হয়-জানবো আব্দুল্লাহ ভাইয়ের কাছ থেকে- bird tips Bangladesh খামারের ঠিকানা ঢাকা সাভার সিটি স.....

ধন্যবাদ হাদী ভাইকে SK AVIARY & AGRO ❤️❤️
12/04/2023

ধন্যবাদ হাদী ভাইকে SK AVIARY & AGRO ❤️❤️

ককাটেল পাখির খামার করে সফল আবদুল্লাহ ভাই | Cockatiel Bird Breeding | SK AVIARY & AGROআজ আমি আবদুল্লাহ ভাইয়ের ককাটেল পাখির খামারে এসেছি। আবদ....

inbox
31/03/2023

inbox

আলহামদুলিল্লাহ কিছু ভাঙ্গাতে ও ভাললাগে🥰🥰
27/03/2023

আলহামদুলিল্লাহ
কিছু ভাঙ্গাতে ও ভাললাগে🥰🥰

inbox
22/02/2023

inbox

মাশাআল্লাহ
01/01/2023

মাশাআল্লাহ

দুটি ফিমেল।ডিম দিয়েছে। বয়সঃ১৪-১৬ মাস।লোকেশনঃসাভার।
06/12/2022

দুটি ফিমেল।
ডিম দিয়েছে।
বয়সঃ১৪-১৬ মাস।
লোকেশনঃসাভার।

Done💯
21/09/2022

Done💯

Bronze Fallow.Hen🥰
08/09/2022

Bronze Fallow.
Hen🥰

04/09/2022

আলহামদুলিল্লাহ...
বাচ্চাগুলো আস্তে আস্তে বড় হচ্ছে 🥰

ভালোবাসার পাখি গুলোর জন্য 🥰🥰
30/08/2022

ভালোবাসার পাখি গুলোর জন্য 🥰🥰

Saturday Special🍴
30/07/2022

Saturday Special🍴

ঈদ মোবারক 💌
10/07/2022

ঈদ মোবারক 💌

07/07/2022

💖💖এক ভালবাসা ও বিশ্বাসের সম্পর্ক❤️❤️

Address

Savar. Dhaka
Dhaka

Telephone

+8801789982239

Website

Alerts

Be the first to know and let us send you an email when jojo aviary posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to jojo aviary:

Videos

Share

Category


Other Pet Breeders in Dhaka

Show All