Vet Pro Dr. Shishir

Vet Pro Dr. Shishir (Dr. Shishir Swapan Chakma
Veterinary Surgeon
Central Veterinary Hospital,
Dhaka)

Vet, Pet & Poultry Practitioner
(1)

14/6/2024-16/6/2024স্থানঃ ডিএসসিসি কোরবানি পশুর হাট-১০; শ্যামপুর কদমতলীমৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রনালয় এবং প্রাণিসম্পদ অধ...
17/06/2024

14/6/2024-16/6/2024
স্থানঃ ডিএসসিসি কোরবানি পশুর হাট-১০; শ্যামপুর কদমতলী

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রনালয় এবং প্রাণিসম্পদ অধিদপ্তর-এর উদ্যোগে ৩ দিন ব্যাপী কোরবানি পশুর হাট পর্যবেক্ষণে গঠিত ভেটেরিনারি মেডিকেল টীমের নানা কার্যক্রমের স্মৃতি

16/06/2024

১৬/৬/২০২৬
কোরবানি হাটের সর্বশেষ দিন

15/6/2024স্থানঃ শ্যামপুর কদমতলী কোরবানি পশুর হাট, ঢাকা।ঢাকা-৪ সংসদীয় আসনের মাননীয় এমপি ভেটেরিনারিয়ানদের গর্ব কৃষিবিদ ড. ...
15/06/2024

15/6/2024
স্থানঃ শ্যামপুর কদমতলী কোরবানি পশুর হাট, ঢাকা।

ঢাকা-৪ সংসদীয় আসনের মাননীয় এমপি ভেটেরিনারিয়ানদের গর্ব কৃষিবিদ ড. আওলাদ হোসেন স্যারের এলাকায় সুস্থ ও নিরোগ পশু ক্রয়-বিক্রয় নিশ্চিত করতে প্রাণিসম্পদ অধিদপ্তরের ভেটেরিনারি মেডিকেল টীমের কর্মতৎপরতা। ডেডিকেটেড টীম মেম্বাররা হলেন-
ডাঃ বিপ্লব হোসেন, ডাঃ উৎস বালো, ডাঃ অর্পিতা বিশ্বাস, ডাঃ জেবা আতিকা জ্যোতি, মোঃ সাইদুল (এফএ/এআই, ডিএলএস), মোঃ সাইফুল ইসলাম সুজন (অফিস সহায়ক, ডিএলএস) এবং টীম লীড ডাঃ শিশির স্বপন চাকমা।

কোরবানি পশুর শ্যামপুর-কদমতলী হাট, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে আগত বিক্রেতা/খামারীবৃন্দের অসুস্থ পশুর চিকিৎসা সেবা প্রদান...
15/06/2024

কোরবানি পশুর শ্যামপুর-কদমতলী হাট, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে আগত বিক্রেতা/খামারীবৃন্দের অসুস্থ পশুর চিকিৎসা সেবা প্রদান ও বিনা মূল্যে ঔষধ বিতরণ। অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং প্রাণিসম্পদ অধিদপ্তরকে এমন উদ্যোগ নেওয়ার জন্য।

ছবিঃ
১। সেবা গ্রহীতা মোঃ বিল্লাল, ফরিদপুর
২। মোঃ ফেরদৌস, জাজিরা, শরিয়তপুর
৩। জনাব রাজা বেপারী, শরিয়তপুর থেকে আগত পশু বিক্রেতা

15/06/2024
আজ সকাল ৯ টার দিকে এই মোটর সাইকেল আরোহী ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রোরেল স্টেশনের নীচে দুর্ঘটনায় পতিত হন। মাথায় যথেষ্ট আঘাত ...
15/06/2024

আজ সকাল ৯ টার দিকে এই মোটর সাইকেল আরোহী ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রোরেল স্টেশনের নীচে দুর্ঘটনায় পতিত হন। মাথায় যথেষ্ট আঘাত প্রাপ্ত হন এবং অনেক রক্তপাত হয়। কোরবানি হাটে ভেটেরিনারি মেডিকেল টীমের দায়িত্বে নিয়োজিত আমাদের টীম উক্ত সময়ে ঘটনাস্থল অতিক্রম করা কালীন ভদ্রলোকটিকে হাসপাতালে প্রেরণের ব্যবস্থা নিই। লোকটার পরিচয় আমরা জানতে পারিনি।

তার নিকটজনদের নিকট সংবাদ পৌঁছনোর জন্য শেয়ার করার জন্য বিনীত অনুরোধ করছি।

১৪/৬/২০২৪স্থানঃ শ্যামপুর কদমতলী কোরবানি পশুর হাট, ঢাকা।মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মানিত দুইজন উপসচিব যথাক্রমে ম...
14/06/2024

১৪/৬/২০২৪
স্থানঃ শ্যামপুর কদমতলী কোরবানি পশুর হাট, ঢাকা।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মানিত দুইজন উপসচিব যথাক্রমে মোঃ আরমান হায়দার ও মোঃ আব্দুর রহমান মহোদয় হাট পরিদর্শন করেন এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের ভেটেরিনারি মেডিকেল টীমের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং টীমকে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন মেডিকেল টীমের লীড ডাঃ শিশির স্বপন চাকমা ও অন্যান্য সহকর্মীবৃন্দ।

১২/৬/২০২৪বঙ্গভবনকেন্দ্রীয় ভেটেরিনারি হাসপাতাল-এর পক্ষে বঙ্গভবনে ভেটেরিনারি চিকিৎসা সেবা প্রদান। সঙ্গে ছিলেন জনাব রেজাউল ...
12/06/2024

১২/৬/২০২৪
বঙ্গভবন

কেন্দ্রীয় ভেটেরিনারি হাসপাতাল-এর পক্ষে বঙ্গভবনে ভেটেরিনারি চিকিৎসা সেবা প্রদান। সঙ্গে ছিলেন জনাব রেজাউল করিম, উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা, কেন্দ্রীয় ভেটেরিনারি হাসপাতাল, ঢাকা।

Innocent look!শত চেষ্টা করেও নিজের দিকে দৃষ্টি ফেরাতে পারিনি 😍
08/06/2024

Innocent look!

শত চেষ্টা করেও নিজের দিকে দৃষ্টি ফেরাতে পারিনি 😍

Physical examination of 🐈
06/06/2024

Physical examination of 🐈

আসসালামুয়ালাইকুম চলতি সপ্তাহে ইসিবি চত্ত্বরের JDM Vet & Pet Care -এ ডাঃ শিশির স্বপন চাকমা, ভেটেরিনারি সার্জন, কেন্দ্রীয় ...
02/06/2024

আসসালামুয়ালাইকুম

চলতি সপ্তাহে ইসিবি চত্ত্বরের JDM Vet & Pet Care -এ ডাঃ শিশির স্বপন চাকমা, ভেটেরিনারি সার্জন, কেন্দ্রীয় ভেটেরিনারি হাসপাতাল, ঢাকা-এর কনসালটেশনের সময়সূচীঃ

রবিবার থেকে বৃহস্পতিবারঃ
(২/৬/২০২৪-৬/৬/২০২৪)
বেলা ১১টা- দুপুর ১২টা এবং সন্ধ্যা ৮ টা- রাত ৯টা

শুক্রবার (৭/৬/২০২৪)ঃ
বেলা ১১টা- দুপুর ১টা

শনিবার (৮/৬/২০২৪)ঃ
বেলা ১১টা- দুপুর ২টা এবং সন্ধ্যা ৭ টা- রাত ৯টা

কন্টাক্টঃ
01828-139425

গুগল লোকেশনঃ
https://maps.app.goo.gl/3qfYhCCyiT8kLyUm8













একজনের নাম চকলেট (কুকুর, বয়স-৬ বছর) আর অপর জনের নাম ক্যান্ডি (বিড়াল, বয়স-৬ মাস)। গুলশান-২-এর একজন সম্মানিত ডেন্টিস্ট-এর ...
25/05/2024

একজনের নাম চকলেট (কুকুর, বয়স-৬ বছর) আর অপর জনের নাম ক্যান্ডি (বিড়াল, বয়স-৬ মাস)। গুলশান-২-এর একজন সম্মানিত ডেন্টিস্ট-এর প্রিয় পোষা প্রাণি। ওরা বাইরে যেতে অভ্যস্ত নয়।

Health checkup and treatment done

২ মাস বয়সী ৬ বাচ্চার বাপ-আদিব। বয়স ১ বছর। মনুষ্য নাম পেয়ে বেজায় খুশি সে। নাম ধরে ডাকলে রেসপন্স করে। পুরাণ ঢাকার সূরীটোলা...
21/05/2024

২ মাস বয়সী ৬ বাচ্চার বাপ-আদিব। বয়স ১ বছর। মনুষ্য নাম পেয়ে বেজায় খুশি সে। নাম ধরে ডাকলে রেসপন্স করে। পুরাণ ঢাকার সূরীটোলায় বাসা। ওর মা পারশিয়ান আর বাপ ছিল দেশী। লাকটা খুবই ভালো তার। কারণ চেহারাটা মাসাল্লাহ! যে কোনো নারী বেড়ালের ক্রাশ হতে বাধ্য সে 😄

এসেছিল বড়লোকী অসুখ নিয়ে। ক্যাট ফুড ছাড়া কিছুই বোঝে না। তাই ৪/৫ দিন ধরে বেজায় অরুচি আর কনস্টিপেশন। সাথে হালকা জ্বর।

যাইহোক Treatment done. Hope for the best.
-with Shishir Swapan Chakma

Central Veterinary Hospital-এ আমার আজকের একটা ঘটনা শেয়ার করতে চাই। তবে এমনটি প্রায়ই হয়ে থাকে। এক ভদ্র মহিলা ৯ দিন আগে CV...
19/05/2024

Central Veterinary Hospital-এ আমার আজকের একটা ঘটনা শেয়ার করতে চাই। তবে এমনটি প্রায়ই হয়ে থাকে। এক ভদ্র মহিলা ৯ দিন আগে CVH-থেকে তার প্রিয় বিড়ালকে র‍্যাবিস টিকা (ফ্রি-তে) করিয়ে নেন। আর আজ এসেছেন অসুস্থ বিড়ালকে নিয়ে, যা ছিল FPV পজিটিভ। এবং তিনি চাচ্ছেন যে কোনোভাবেই তার বিড়ালকে ভালো করে দিতে। প্রয়োজনে টিকা দেয়ার কথা বলছিলেন বারবার। কিন্তুু এখন কি আদৌ তা সম্ভব?

প্রকৃতপক্ষে CVH-এ কি ঘটে? আমি তার একটা আনুমানিক ধারণা দিতে চাই। আমাকে গড়ে প্রতিদিন ২৫/৩০টি রোগী হ্যান্ডেল করতে হয়। তার মধ্যে বলা যায় গড়ে আনুমানিক ৮০% বিড়াল। এই ৮০% বিড়ালের মধ্যে প্রতিদিন ২-৫টিই FPV পেসেন্ট, ৪/৫টি ভ্যাক্সিনের, কোনো কোনো দিন নিউটার/স্পে সার্জারি এবং অন্যগুলো ছাদ থেকে পড়ে যাওয়া, ডেলিভারি বা অব্যবস্থাপনা জনিত অসুখসহ অন্যান্য রোগী।

এখানে সংখ্যাগত আনুমানিক ধারণা দেয়ার কারণ তো অবশ্যই আছে। প্রায়ই পেট ওনাররা তাদের বিড়ালের জন্য ফ্রি-তে র‍্যাবিস টিকা দেয়ার কথা বলেন- যাতে তিনি র‍্যাবিস থেকে নিরাপদ থাকতে পারেন। এবং প্রায়ই দেখেছি তাদের পোষা প্রাণির প্রতি তাদের অগাধ ভালোবাসা। আর আমি প্রতিক্ষেত্রে তাদেরকে ফ্লু টিকার কথা বলি। কিন্তুু দুঃখজনক হলেও সত্য ফ্লু টিকার দাম শুনলে বেশির ভাগ পেট ওনার এ ব্যাপারে আগ্রহী হন না।

এক্ষেত্রে আমার প্রশ্ন আপনি যে প্রাণিটির দায়িত্ব নিয়েছেন তার ভবিষ্যৎ মঙ্গলের জন্য ফ্লু টিকা দেয়া কি উচিত নয়? শুধুমাত্র দাম শুনেই ফ্লু টিকা দিতে রাজী না হওয়াটা কি আপনার প্রাণিটির প্রতি আপনার ভালোবাসার দেউলিয়াত্ব নয়?

যদি অবলা প্রাণিটির প্রতি আপনার দায়িত্ববোধের ঘাটতি থাকে তাহলে বিড়াল পালা থেকে আপনার বিরত থাকা উচিৎ।

17/05/2024

কথায় আছে- ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভাঙ্গে।

হাওর বেল্টে কাজ করেছি প্র‍্যাক্টিশিং লাইফের বড় একটা সময়। ডেইরী এবং পোল্ট্রিতে (বিশেষতঃ ব্রয়লার ও ডাক) ব্যাপক কাজ করার সৌভাগ্য হয়েছিল। আর এখন CVH-এ ভেট-পেট-পোল্ট্রিতে সমহারে কাজ করা লাগছে- সমানভাবে মেডিসিন ও সার্জারি কেইসে। প্রতিদিন গরু-ছাগল-হাঁস-মুরগি-কবুতর-পোষা প্রাণি ও পাখির (কুকুর-বিড়াল-টিয়া-ককাটেল-বাজরিগার-ময়না ইত্যাদি) আগমন ঘটে CVH-এ।

যাইহোক এক্সপার্ট মতামতের জন্য যশোর থেকে এক বড় ভাই (ভেটেরিনারিয়ান) ভিডিও ক্লিপটি পাঠিয়েছেন। বাচ্চাদের বয়স মাত্র ৫ দিন কিন্তুু মৃত্যুর হার অত্যধিক।

কি সমস্যা মনে হচ্ছে আপনাদের?

বলুন তো ছবির প্রাণিটি কুকুর না বিড়াল? 😍
15/05/2024

বলুন তো ছবির প্রাণিটি কুকুর না বিড়াল? 😍

At JDM Vet & Pet Care in ECB Chattor, Dhaka Cantonment
14/05/2024

At JDM Vet & Pet Care in ECB Chattor, Dhaka Cantonment

খুবই আনফরচুনেট! লুচিও FPV-এর সাথে ফাইট করছে। পেট ওনাররা খুবই উদাসীন। জলাতঙ্ক থেকে নিজে মূক্ত থাকতে কম দামের rabies vacci...
02/05/2024

খুবই আনফরচুনেট!

লুচিও FPV-এর সাথে ফাইট করছে। পেট ওনাররা খুবই উদাসীন। জলাতঙ্ক থেকে নিজে মূক্ত থাকতে কম দামের rabies vaccine করাতে রাজি কিন্তুু একটু দামী বলে কথিত ফ্লু ভ্যাক্সিন দিতে রাজী নয়। এটা কি ধরনের ভালোবাসা প্রাণিবন্ধুর প্রতি?

আজ ৪টি FPV পজিটিভ কেইস হ্যান্ডেল করেছি। জানি না অবলা প্রাণিদের ভাগ্যে কি আছে।

প্রিয় পেট ওনারবৃন্দ, আসুন সচেতন হই। প্রাণিবন্ধুকে নিয়মিত টিকাদান করি ❤

ময়না! জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন সম্মানিত জয়েন্ট সেক্রেটারি'র প্রিয় পোষা বিড়াল। বয়স 9 মাস। রুটিন ডিওয়ার্মিং-এর সেবা নিত...
02/05/2024

ময়না!
জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন সম্মানিত জয়েন্ট সেক্রেটারি'র প্রিয় পোষা বিড়াল। বয়স 9 মাস। রুটিন ডিওয়ার্মিং-এর সেবা নিতে এসেছিল।

ভালো থেকো ময়না। ❤

আজ ৪ মাসের অধিক সময় হলো ঢাকায় এসেছি। আর প্রায় সাড়ে ১৪ বছর চাকরি জীবন নেত্রকোনায় পার করেছি। বলা চলে জীবনের সোনালী সময় নেত...
02/05/2024

আজ ৪ মাসের অধিক সময় হলো ঢাকায় এসেছি। আর প্রায় সাড়ে ১৪ বছর চাকরি জীবন নেত্রকোনায় পার করেছি। বলা চলে জীবনের সোনালী সময় নেত্রকোনায় কাটিয়েছি। তাই আলাদা একটা অনুভূতি নেত্রকোনা বা নেত্রকোনার মানুষের জন্য কাজ করে। এবং সুযোগ পেলে নেত্রকোনার গল্প মানুষকে শুনাই।

ছবির ভদ্রলোকটি নবী হোসেন। বাড়ি নেত্রকোনা কলমাকান্দায়। থাকেন ঢাকায়। বনশ্রী ত্রিমোহণীতে। সকালে অফিসে/হাসপাতালে এসেছিলেন তার ডেইরী খামারের সমস্যা নিয়ে। কথা প্রসঙ্গে আমার নেত্রকোনার জীবন নিয়ে অন্য একজনের সাথে শেয়ার করছিলাম। এই ভদ্রলোক আমার কথা শুনে আল্পুত হলেন। এবং তার খামার ভিজিট করার আবদার করলেন।
খামার ভিজিটের সময় ছবি তোলা হয়নি ভূলে। কিন্তুু বিদায়ের সময় স্মৃতি হিসেবে নিলাম।

ফিরার সময় আমার চেম্বার JDM Vet & Pet Care -এ চা পানের দাওয়াত তিনি গ্রহণ করলেন।

যাইহোক ভালো থাকবেন মুরুব্বী নবী হোসেন। ❤

On 30/04/2024Happily serving with care from my core of heart....
30/04/2024

On 30/04/2024
Happily serving with care from my core of heart....

স্কুল পড়ুয়া ফাহিমা এসেছে তার সোনামনি মিতুকে নিয়ে। বাসাবো থেকে। কেঁদে কেঁদে অস্থির। আনফরচুনেটলি মিতু FPV পজিটিভ। আগে থেকে...
30/04/2024

স্কুল পড়ুয়া ফাহিমা এসেছে তার সোনামনি মিতুকে নিয়ে। বাসাবো থেকে। কেঁদে কেঁদে অস্থির। আনফরচুনেটলি মিতু FPV পজিটিভ। আগে থেকেই সে ইম্যুনাইজড করা ছিল না। ৮/১০ দিন আগেও পাশের বাসার একটি বিড়াল FPV-তে মারা গেছে যার সাথে মিতু খেলতো। এখন মিতু ঝুঁকিতে পড়ে গেলো 😭

যাহোক বিষয়বস্তু এটা নয়। কথা হলো আপনি পেট লাভার। পালিত সোনামনির সমস্ত ভরন পোষনের দায়িত্ব আপনার। শুধু বিড়ালের কামড় বা আঁচড় তথা rabies থেকে বাচতে আপনি তাকে কম পয়সায় অথবা ফ্রিতে সরকারি হাসপাতালে rabies vaccine করাচ্ছেন। আর একটু বেশি পয়সা খরচ হবে বলে তার জীবনকে ঝুঁকিতে রেখে ফ্লু টিকা দিচ্ছেন না। এটা আপনার পালিত প্রাণিবন্ধুটির প্রতি কি ধরনের ভালোবাসা? এটা স্বার্থপরতা হলো না?

সচেতন হই। রেজিস্টার্ড ভেট-এর পরামর্শে প্রাণিবন্ধুকে নিয়মিত টিকা দিই









বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। ছাত্র-ছাত্রীরা পড়ালেখার বাইরে এমন মায়াময় জগতে জড়িয়ে গেলে তাদের দ্বারা অবশ্যই ধ্বংসাত্মক কিছু ক...
29/04/2024

বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। ছাত্র-ছাত্রীরা পড়ালেখার বাইরে এমন মায়াময় জগতে জড়িয়ে গেলে তাদের দ্বারা অবশ্যই ধ্বংসাত্মক কিছু করা সম্ভবপর হবে না। তাই সন্তানতুল্য ছাত্র-ছাত্রীদের সুযোগ দেয়া উচিৎ। ধন্যবাদ JDM Vet & Pet Care -কে এমন মহতী উদ্যোগের জন্য।

প্রতিদিন সন্ধ্যায় ইসিবি চত্ত্বরে আছি
29/04/2024

প্রতিদিন সন্ধ্যায় ইসিবি চত্ত্বরে আছি

২৪ শে এপ্রিল ২০২৪। ওয়ার্ল্ড ভেটেরিনারি দিবস'২০২৪ উদযাপনে কিছু খন্ডচিত্র।
27/04/2024

২৪ শে এপ্রিল ২০২৪।
ওয়ার্ল্ড ভেটেরিনারি দিবস'২০২৪ উদযাপনে কিছু খন্ডচিত্র।

২৭/০৪/২০২৪ খ্রিঃ। বিশ্ব ভেটেরিনারি দিবস। "ভেটেরিনারিয়ানগণ হলেন অত্যাবশ্যকীয় স্বাস্থ্যকর্মী"--- World Veterinary Associat...
27/04/2024

২৭/০৪/২০২৪ খ্রিঃ। বিশ্ব ভেটেরিনারি দিবস।

"ভেটেরিনারিয়ানগণ হলেন অত্যাবশ্যকীয় স্বাস্থ্যকর্মী"--- World Veterinary Association

বিশ্ব ভেটেরিনারি দিবস/২০২৪ সফল হোক।

26/04/2024

সুপ্রিয় পেট'স প্যারেটস

এই হীট ওয়েভকালীন সময়ে আপনার প্রিয় পোষ্যকে Glucose এবং Vit C-এর ঠান্ডা মিশ্রণ (ফ্রিজিং নয়) ঘনঘন খেতে দিন

22/04/2024

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Vet Pro Dr. Shishir posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Vet Pro Dr. Shishir:

Videos

Share

Category



You may also like