কবুতর পালন ও চিকিৎসা

কবুতর পালন ও চিকিৎসা কবুতর পালন ও চিকিৎসা সম্পর্কিত যেকোন বিষয়ে ভিডিও পেতে আমাদের ফেসবুক পেইজ ও ইউটিউব চ্যানেল ফলো করুন।

কবুতরের করাইজা রোগ হওয়ার  কারণ, লক্ষন ও চিকিৎসা:কবুতরের বিভিন্ন রোগ গুলোর মধ্যে Infectious Coryza (ইনফেকশাস করাইজা) একটি...
22/06/2024

কবুতরের করাইজা রোগ হওয়ার কারণ, লক্ষন ও চিকিৎসা:

কবুতরের বিভিন্ন রোগ গুলোর মধ্যে Infectious Coryza (ইনফেকশাস করাইজা) একটি ব্যাকটেরিয়া জনিত তীব্র সংক্রামক রোগ যা Avibacterium paragallinarum, ব্যাকটেরিরা এই রোগের জন্য দায়ী। শুরুতে এই ব্যাকটেরিয়াটির নাম ছিলো Haemophilus paragallinarum এবং Haemophilus gallinarum. এটি কবুতরের শ্বাসতন্ত্রের রোগ গুলির মধ্যে সবচেয়ে মারাত্মক রোগ। এই রোগটিকে যদিও বিভিন্ন নামে ডাকা হয়ে থাকে যেমনঃ- Cold, Catarrh, Infectious Catarrh, Roup,এবং Haemophilus Infection ইত্যাদি। যদিও এদের মধ্যকার সংক্রমণ এবং লক্ষণ সমুহের মধ্যে কিছুটা পার্থক্য পরিলক্ষিত হয়ে থাকে।

Infectious Coryza (ইনফেকশাস করাইজা) রোগটি Infectious Catarrh এর চেয়ে কিছুটা ভয়াবহতা লক্ষ্য করা যায়। যদিও অনেকেই রোগ দুটিকে একটি রোগ হিসেবেই চিহ্নিত করেছেন। যদিও Infectious Coryza (ইনফেকশাস করাইজা) আক্রান্ত কবুতর খুব বেশি জটিল আকার ধারন না করলে মৃত্যুহার কম,তবে এটির মৃত্যুহার ২০%পর্যন্ত হতে পারে। সাধারণত ভাইরাসটির ১-৩ দিনের ইনকিউবেশন পিরিয়ড শেষ হয় এবং ২-৩ দিনের মধ্যে রোগের দ্রুত সূত্রপাত এবং ১০ দিনের মধ্যে পুরো ঝাঁক/লফ্ট আক্রান্ত হয়। ব্যাকটেরিয়াটি বাইরে ২-৩ দিন বেঁচে থাকে কিন্তু তাপ, শুকনো এবং জীবাণুনাশক দ্বারা সহজেই মারা যায়। যদিও রোগটি কবুতরে শরীরে খুব বেশি সংক্রমণের কোন আন্তর্জাতিক রেকর্ড নেই কেননা বেশিরভাগ সময় কবুতরের ক্ষেত্রে এটিকে Infectious Catarrh হিসেবেই ধরা হয়ে থাকে। তবে মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় অঞ্চল এবং ক্যালিফোর্নিয়ায় এই রোগটি পোল্ট্রি, টার্কি, কয়েল এর মধ্যে সর্বাধিক প্রভাবশালী।

Infectious Coryza (ইনফেকশাস করাইজা)যেভাবে ছড়ায়ঃ-

অসুস্থ কবুতরের সংস্পর্শে আসা।

অসুস্থ কবুতর থেকে নাকের শ্লে­ষ্মার মাধ্যমে।

আক্রান্ত কবুতরের খাবার ও পানির মাধ্যমে।

বাতাসের মাধ্যমে।

Infectious Coryza (ইনফেকশাস করাইজা) আক্রান্ত হবার কারণ গুলোঃ-

বায়োসিকিউরিটি ঘাটতি।

অতিরিক্ত তাপমাত্রা।

অতিরিক্ত ঠান্ডা।

অপরিষ্কার আবাসস্থল।

অস্বাস্থ্যকর পরিবেশ।

এমোনিয়া গ্যাস এর প্রাদুর্ভাব।

পরজীবীর সংক্রমণ।

পুষ্টির অভাব। ইত্যাদি কারণে এ রোগের তীব্রতা ও স্থায়িত্ব বৃদ্ধি পায়।

Infectious Coryza (ইনফেকশাস করাইজা) রোগটির লক্ষণ সমুহঃ-

নাক থেকে পানির ন্যায় তরল পদার্থ বের হয়।

কবুতরে মুখ,মাথা ও চোখ ফুলে যায়।

চোখে প্রদাহ হয় এবং চোখ দিয়ে পানি পড়ে।

পিউরুলেন্ট ওকুলার এবং অনুনাসিক স্রাব।

গলোদেশ ফুলে যাওয়া।

হাঁচি।

10-40%ডিম উৎপাদন হ্রাস।

শারীরিক কার্যক্ষমতা কমে যাওয়া।

ফ্লাইংয়ে অনীহা।

খাবার ছেড়ে দেয়া বা তুলনামূলক কমিয়ে দেয়া।

Infectious Coryza (ইনফেকশাস করাইজা)প্রতিরোধে করনীয়ঃ-

জীবনিরাপত্তার অন্যান্য সকল ব্যবস্থা গ্রহণ করতে হবে।

পরিষ্কার খাদ্য ও পানি সরবরাহ করতে হবে।

আক্রান্ত খামার কয়েকদিন পরিত্যক্ত রাখতে হবে। পরে জীবাণুনাশক স্প্রে করে নতুন কবুতর প্রবেশ করাতে হবে।

ঘর পরিষ্কার রাখতে হবে এবং খামারে কার্যকর জীবাণুনাশক ওষুধ ব্যবহার করতে হবে।

কবুতরের ব্রিডিং পট নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে ।

ঘরে পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা করতে হবে ।

ঘর সবসময় শুকনো রাখতে হবে ।

Infectious Coryza (ইনফেকশাস করাইজা)এর চিকিৎসা বা প্রতিকারঃ-

এই রোগটির প্রতিকারে রেজাল্ট পাওয়ার সম্ভাবনা খুবই কম। তবে

মেডিসিন হিসেবে টক্সস্লিন প্লাস,প্যারাসিটামল,এমোক্সিসিলিন,লিভোফ্লক্সাসিন কফ সিরাফ, এবং সর্বদা উষ্ণ তাপমাত্রায় রাখা,ঠান্ডা পানি বয়কট করা ইত্যাদি কার্যকরি ভুমিকা রাখতে পারে।

চিকিৎসাঃ-

দুপুরে ও রাতে।

আধা লিটার কুসুম গরম পানির সাথে

১ মিলি টক্সস্লিন,

১.৫ গ্রাম কসমিক্স প্লাস,

০.৫ গ্রাম রেনা স্পিরিন,

১ মিলি লিভোম্যাক্স এবং

মক্সিলিন ভেট ১মিলি।

একসাথে মিক্স করে কবুতরের সাইজ বয়স ও ওয়েট বুঝে, কুসুম কুসুম গরম থাকা অবস্থায় ১০ মিলি কিংবা ২০ মিলি করে দুপুরে ও রাতে খাওয়াতে পারেন ।

সকালে।

সকালে এক গ্লাস কুসুম গরম পানির সাথে।

এক চামচ মধু,

এক চামচ আদার রস,

এক চামচ কালিজিরার তেল।

দুই কোষ রসুন।

একসাথ মিক্স করে কুসুম গরম থাকা অবস্থায় ১০/১৫ মিলি করে খাওয়াতে পারেন।

দিনে দুইবার ভিনেগার মিশ্রিত পানি দিয়ে চোখ পরিষ্কার করে,গ্যাটিসন ড্রপ লাগাতে পারেন।

উল্লেখ্য বিষয়গুলি যথাযথ নিয়ম মেনে, সঠিক নার্সিং করতে পারলে ভালো রেজাল্ট পাওয়া সম্ভব।মনে রাখা জরুরি এই রোগের প্রতিকারে মেডিসিন এর চেয়ে, নার্সিং এর গুরুত্ব অনেক বেশী।

আর্টিকেলে উল্লেখিত চিকিৎসা পদ্ধতিটি অভিজ্ঞ কবুতর খামারি এবং সুনামধন্য ব্রিডার খন্দকার আসাদুজ্জামান কাজল ভাই এর পোস্ট থেকে সংযোজন করা হয়েছে।

আজ এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন কোন বিষয় নিয়ে।আসা করি সাথেই থাকবেন। নতুন এবং প্রয়োজনীয় পোষ্ট গুলো পেতে আমাদের ব্লগটি Follow করুন এবং নিচের কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত দিয়ে আমাদের সংঙ্গে থাকুন। এছাড়াও কোথাও কোন ভুলহলে ক্ষমাসুন্দর দৃৃষ্টিতে দেখার অনুুরোধ রইলো।

#কবুতর #কবুতর_পালন_ও_চিকিৎসা #কবুতরের_রোগ_ও_চিকিৎসা #কবুতর_পালন #কবুতরের_রোগ #কবুতরের_যত্ন #কবুতরের_চিকিৎসা #কবুতর_ডিম_না_দেওয়ার_কারণ #কবুতরের_ঘর #কবুতর_পালন_পদ্ধতি #কবুতরের_ভিটামিন #কবুতরের_ডিম #কবুতরের_বাচ্চা #কবুতর_সুস্থ_রাখার_উপায় #কবুতরের_মাসিক_কোর্স #কবুতরের_মেডিসিন #কবুতর_চেনার_উপায় #দেশি_কবুতর #উন্নত_জাতের_কবুতর #বিদেশি_কবুতর

15/07/2023

কবুতরের ক্যালসিয়ামের ঘাটতি হলে কি কি সমস্যা হয়? | কবুতরের ক্যালসিয়াম ঘাটতি সমস্যা সমাধান

#কবুতর #কবুতর_পালন_ও_চিকিৎসা #কবুতরের_রোগ_ও_চিকিৎসা #কবুতর_পালন #কবুতরের_রোগ #কবুতরের_যত্ন #কবুতরের_চিকিৎসা #কবুতর_ডিম_না_দেওয়ার_কারণ #কবুতরের_ঘর #কবুতর_পালন_পদ্ধতি #কবুতরের_ভিটামিন #কবুতরের_ডিম #কবুতরের_বাচ্চা #কবুতর_সুস্থ_রাখার_উপায় #কবুতরের_মাসিক_কোর্স #কবুতরের_মেডিসিন #কবুতর_চেনার_উপায় #দেশি_কবুতর #উন্নত_জাতের_কবুতর #বিদেশি_কবুতর

08/07/2023

কবুতরের টাল ঘাড় বাঁকা রোগের ১০০% কার্যকরী চিকিৎসা | কবুতরের টাল রোগ

#কবুতর #কবুতর_পালন_ও_চিকিৎসা #কবুতরের_রোগ_ও_চিকিৎসা #কবুতর_পালন #কবুতরের_রোগ #কবুতরের_যত্ন #কবুতরের_চিকিৎসা #কবুতর_ডিম_না_দেওয়ার_কারণ #কবুতরের_ঘর #কবুতর_পালন_পদ্ধতি #কবুতরের_ভিটামিন #কবুতরের_ডিম #কবুতরের_বাচ্চা #কবুতর_সুস্থ_রাখার_উপায় #কবুতরের_মাসিক_কোর্স #কবুতরের_মেডিসিন #কবুতর_চেনার_উপায় #দেশি_কবুতর #উন্নত_জাতের_কবুতর #বিদেশি_কবুতর

07/07/2023

নর ও মাদি কবুতর চেনার সহজ ১২ টি উপায় | পায়রা কবুতর চেনার উপায় | কবুতর পালন ও চিকিৎসা

#কবুতর #কবুতর_পালন_ও_চিকিৎসা #কবুতরের_রোগ_ও_চিকিৎসা #কবুতর_পালন #কবুতরের_রোগ #কবুতরের_যত্ন #কবুতরের_চিকিৎসা #কবুতর_ডিম_না_দেওয়ার_কারণ #কবুতরের_ঘর #কবুতর_পালন_পদ্ধতি #কবুতরের_ভিটামিন #কবুতরের_ডিম #কবুতরের_বাচ্চা #কবুতর_সুস্থ_রাখার_উপায় #কবুতরের_মাসিক_কোর্স #কবুতরের_মেডিসিন #কবুতর_চেনার_উপায় #দেশি_কবুতর #উন্নত_জাতের_কবুতর #বিদেশি_কবুতর

06/07/2023

কবুতর পালনে এই ১৪ টি বিষয় মানতেই হবে! | কবুতর সেক্টরে সফল হওয়ার গোপন তথ্য | কবুতর পালন ও চিকিৎসা

#কবুতর #কবুতর_পালন_ও_চিকিৎসা #কবুতরের_রোগ_ও_চিকিৎসা #কবুতর_পালন #কবুতরের_রোগ #কবুতরের_যত্ন #কবুতরের_চিকিৎসা #কবুতর_ডিম_না_দেওয়ার_কারণ #কবুতরের_ঘর #কবুতর_পালন_পদ্ধতি #কবুতরের_ভিটামিন #কবুতরের_ডিম #কবুতরের_বাচ্চা #কবুতর_সুস্থ_রাখার_উপায় #কবুতরের_মাসিক_কোর্স #কবুতরের_মেডিসিন #কবুতর_চেনার_উপায় #দেশি_কবুতর #উন্নত_জাতের_কবুতর #বিদেশি_কবুতর

নতুন ভিডিও আসছে... আগামীকাল ৬ ই জুলাই সন্ধ্যা ৭: ২০ মিনিটে। সবাই ফেসবুক পেইজ ও ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওটি খুব...
05/07/2023

নতুন ভিডিও আসছে... আগামীকাল ৬ ই জুলাই সন্ধ্যা ৭: ২০ মিনিটে। সবাই ফেসবুক পেইজ ও ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ...

02/05/2023

গরমে কবুতর পালকদের মহাঔষধ লেবু পানির উপকারিতা | ১০০ রোগের মহাঔষধ | কবুতর পালন ও চিকিৎসা

#কবুতর #কবুতর_পালন_ও_চিকিৎসা #কবুতরের_রোগ_ও_চিকিৎসা #কবুতর_পালন #কবুতরের_রোগ #কবুতরের_যত্ন #কবুতরের_চিকিৎসা #কবুতর_ডিম_না_দেওয়ার_কারণ #কবুতরের_ঘর #কবুতর_পালন_পদ্ধতি #কবুতরের_ভিটামিন #কবুতরের_ডিম #কবুতরের_বাচ্চা #কবুতর_সুস্থ_রাখার_উপায় #কবুতরের_মাসিক_কোর্স #কবুতরের_মেডিসিন #কবুতর_চেনার_উপায় #দেশি_কবুতর #উন্নত_জাতের_কবুতর #বিদেশি_কবুতর

21/04/2023

গরমে কবুতর ১০০% সুস্থ রাখার ১৩ টি মন্ত্র | গরমে কবুতরের যত্ন | কবুতর পালন ও চিকিৎসা

#কবুতর #কবুতর_পালন #কবুতরের_রোগ #কবুতর_পালন_ও_চিকিৎসা #কবুতর #কবুতর_পালন_ও_চিকিৎসা #কবুতরের_রোগ_ও_চিকিৎসা #কবুতর_পালন #কবুতরের_রোগ #কবুতরের_যত্ন #কবুতরের_চিকিৎসা #কবুতর_ডিম_না_দেওয়ার_কারণ #কবুতরের_ঘর #কবুতর_পালন_পদ্ধতি #কবুতরের_ভিটামিন #কবুতরের_ডিম #কবুতরের_বাচ্চা #কবুতর_সুস্থ_রাখার_উপায় #কবুতরের_মাসিক_কোর্স #কবুতরের_মেডিসিন #কবুতর_চেনার_উপায় #দেশি_কবুতর #উন্নত_জাতের_কবুতর #বিদেশি_কবুতর

17/04/2023

কবুতরের স্যালাইন নিয়ে A to Z আলোচনা | কবুতরের স্যালাইন | কবুতর পালন ও চিকিৎসা

#কবুতর #কবুতর_পালন_ও_চিকিৎসা #কবুতরের_রোগ_ও_চিকিৎসা #কবুতর_পালন #কবুতরের_রোগ #কবুতরের_যত্ন #কবুতরের_চিকিৎসা #কবুতর_ডিম_না_দেওয়ার_কারণ #কবুতরের_ঘর #কবুতর_পালন_পদ্ধতি #কবুতরের_ভিটামিন #কবুতরের_ডিম #কবুতরের_বাচ্চা #কবুতর_সুস্থ_রাখার_উপায় #কবুতরের_মাসিক_কোর্স #কবুতরের_মেডিসিন #কবুতর_চেনার_উপায় #দেশি_কবুতর #উন্নত_জাতের_কবুতর #বিদেশি_কবুতর

আসসালামুওয়ালাইকুম কবুতর প্রেমি ভাই,বোন এবং বন্ধুগণ! আশা করছি সকলেই মহান আল্লাহর রহমতে ভালো আছেন। কবুতরের হিটস্ট্রোক প্রত...
29/03/2023

আসসালামুওয়ালাইকুম কবুতর প্রেমি ভাই,বোন এবং বন্ধুগণ! আশা করছি সকলেই মহান আল্লাহর রহমতে ভালো আছেন। কবুতরের হিটস্ট্রোক প্রতিরোধ ও করণীয় বিষয় নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করবো। তাহলে চলুন আলোচনা শুরু করি-

https://youtube.com/

১) অ্যাঁলভেরা হল সবচেয়ে ভাল প্রাকৃতিক রোগ নিরাময় উপাদান। এটি পানি শূন্যতা ও তাপ জনিত সমস্যা থেকে তড়িৎ মুক্তি দেয়। একটি অ্যাঁলভিরার পাতা ছিলে এর ভিতরের জেল ব্লেন্ড করে ১ লিটার পানিতে মিক্স করে সাধারন খাবার পানি হিসাবে দেয়া যেতে পারে মাসে ৩-৪ দিন। এর সাথে তাল মিস্রি মিক্স করে দিলে আরও ভাল উপকার পাওয়া যায়। অ্যাঁলভিরা প্রকৃতি প্রদত্ত এক্তি নিয়ামত এটিতে সব ধরনের উপাসান বিদ্যমান কেউ যদি মনে করেন যে তার খামারে অন্য কোন ভিটামিন ও মিনারেলস দিবেন না অ্যাঁলভিরা ছাড়া সেটা তার জন্য যথেষ্ট হবে। এটি একাধারে রোগ নিরাময়ক অন্য দিকে ভিটামিন ও মিনারেলস এর উৎস।

২) অ্যাপেল সিডার ভিনেগার আরেকটি ভাল উপাদান কবুতরের শরীর কে ঠাণ্ডা ও ইমিউন সিস্টেম কে সবল রাখতে। ১ মিলি অ্যাপেল সিডার ভিনেগার ১ লিটার পানিতে মিক্স করে মাসে ১-২ দিন দিয়া যেতে পারে সাধারন খাবার পানি হিসাaJSY

==> সঠিক নিয়মে কবুতরের মাসিক কোর্সের ভিডিও- https://youtu.be/dj_QGI9aJSY

৩) পুদিনা পাতা বেঁটে ১-২ চামচ পুদিনা পাতা+ ১ টি লেবুর রস ১ লিটার পানিতে মিক্স করে ছেকে নিয়ে সাধারন খাবার পানি হিসাবে দেয়া যেতে পারে মাসে ২-৩ দিন। এর সাথে তাল মিস্রি মিক্স করে দিতে পারেন।

৪) ধনে পাতা বেঁটে ১-২ চামচ পুদিনা পাতা+ ১ টি লেবুর রস ১ লিটার পানিতে মিক্স করে ছেকে নিয়ে সাধারন খাবার পানি হিসাবে দেয়া যেতে পারে মাসে ২-৩ দিন।

৫) ১ টি লেবুর রস+২ চামচ লবন= ১ লিটার পানিতে মিক্স করে ছেকে নিয়ে সাধারন খাবার পানি হিসাবে দিয়া যেতে পারে মাসে ২-৩ দিন। এর সাথে তাল মিস্রি মিক্স করে দিতে পারেন।

৬) কমলা লেবুর জুস পানির সাতে মিক্স করে দিতে পারেন এতে ভিতামিন সি এর অভাব পুরন হবে এর সাথে সাথে তাল মিস্রি মিক্স করে দিতে পারেন।

==> কবুতরের জন্য তুলসি পাতার উপকারিতার ভিডিও- https://youtu.be/gAhY4ZazYlU

৭) হামদারদ এর রূহ আফজা ২-৩ চামচ ১ লিটার পানিতে মিক্স করে দিতে পারেন। এর সাথে তাল মিস্রি মিক্স করেও দিতে পারেন।

৮) হামদারদ এর কুলজাম ১-২ চামচ ১ লিটার পানিতে মিক্স করে সাধারন খাবার পানি হিসাবে দিতে পারেন মাসে ১ দিন।

৯) আপনি যদি নিশ্চিত থাকেন যে আপনার কবুতর হিট স্ট্রোক বা এই ধরনের সমস্যাই আক্রান্ত তাহলে অনতি বিলম্বে গলা পর্যন্ত ধরে ভাল করে গোসল করানোর ব্যাবস্থা করবেন। যদিও সাধারন ভাবে তাদের কে পানি দিয়ে সপ্তাহে ২-৩ দিন গোসলের পানি সরবরাহ করতে পারেলে ভাল যদি তা না পারেন কমপক্ষে ২ দিন গোসলের ব্যাবস্থা করবেন। কিছু কবুতর আছে যারা নিজে গোসল করতে চাই না। তাদের ধরে গোসলের ব্যাবস্থা করবেন।

১০) খামারে নিয়মিত বাতাস চলাচলের ব্যাবস্থা করতে হবে। প্রয়োজনে বাতাস প্রস্থান ফ্যান ও সিলিং ফ্যান এর ব্যাবস্থা করতে হবে।

১১) কবুতরের গ্রিট সরবরাহ করতে হবে নিয়মিত।

১২) গরমে কবুতর পাতলা পায়খানা করে থাকে। আর অনেকেই আছেন যারা এ ধরনের পাতলা পায়খানা দেখে নানা ধরনের অ্যান্টিবায়টিক প্রয়োগের পরামর্শ দেন যা আদৌ ঠিক না। এতে এদের শরীর কুলিং সিস্টেম এ বাধা প্রাপ্ত হয়। অ্যান্টিবডি যা রোগ প্রতিরোধ করে সেটি নষ্ট হয়ে যায়। আপনি যদি মনে করেন যে আপনার কবুতর বেশি পাতলা পায়খানা করছে তাহলে হামদারদ এর ডিসনী নামে ট্যাবলেট ১ টা করে দিনে ৩ বার ৩ দিন দিতে পারেন। সাধারন ভেটেনারি স্যালাইন বা রাইস স্যালাইন দিতে পারেন পানু শূন্যতা রোধ করার জন্য যাতে করে আপনি অন্য চিকিৎসা করার সুযোগ পান।

১৩) এ ব্যাপারে আর বিস্তারিত জানতে পানি শূন্যতা ও স্ট্রেস নামে পোস্ট দুটি পড়তে পারেন।

১৪) এই সময় কবুতর কে জীবাণু মুক্ত স্প্রে বা সাধারন পানি স্প্রে করবেন প্রতিদিন, খামার ও ট্রে পরিস্কার করবেন পারলে প্রতিদিন না হলে ২ দিন পর পর, কারন এটি খুবই জরুরি।

১৫) হোমিও Belodona 30, ১ সিসি/মিলি করে ১ লিটার পানিতে মিক্স করে মাসে ১-২ দিন দিতে পারেন। এটি এই ধরনের সমস্যা থেকে রেহাই দিতে পারে।

১৬) আনারস জুস, ভিটামিন বি কমপ্লেক্স, ভিটামিন সি, গ্লুকজ হিট স্ট্রোক রোধে ভাল ভুমিকা রাখে।

🚫 সতর্কতাঃ

১) গরমে ভিটামিন k,ad3,Calcium ও D বেশি দিবার চেষ্টা করবেন না ডিম পাড়ানোর জন্য কারন এই জাতীয় ভিটামিন গুলো শরীরের তাপ বৃদ্ধি করে ফলে কবুতরের হিট স্ট্রোক হবার সম্ভাবনা বেশি থাকে। 🚫

২) পাতলা পায়খানা হলে অ্যান্টিবায়টিক প্রয়োগ থেকে বিরত থাকুন। কারন অ্যান্টিবায়টিক প্রয়োগ করলে বেশি পানি পান করাতে হয়। কিন্তু যেহেতু আগেই এদের শরীরে পানির ঘাটতি থাকে তাই এতে এদের প্রান ঘাতিও হতে পারে।

৩) সাধারন ঠাণ্ডা তে কোন প্রকার অ্যান্টিবায়টিক প্রয়োগ না করা কারন এ ক্ষেত্রে এর বিপরিত ফ্ল বয়ে আনতে পারে। বিসেস করে কসমিক্স প্লাস এর মত ঔষধ এক্ষেত্রে প্রয়োগ থেকে বিরত থাকতে হবে। এখন খামারি বা কবুতর পালকের যত বেশি কমন সেন্স থাকে তিনি তত ভাল কবুতর পালক। অনেকেই মনে করে থাকেন যে ঠাণ্ডাতে কবুতরের সমস্যা হয়। কিন্তু মনে রাখতে হবে ঠাণ্ডাতে একটি কবুতরের যত না সমস্যা হয় তার থেকেও দ্বিগুণ সমস্যা হয় গরমে, আর এটি মানুষের ক্ষেত্রেও সত্য কততুকু যারা ভুগেন তারাই জানেন।

🚫 আমরা নিজেরা যখন ঠাণ্ডা বা ডায়রিয়াতে ভুগি তখন কিন্তু আমরা অ্যান্টিবায়টিক ব্যাবহার করি না। কিন্তু কবুতর ও পাখির ক্ষেত্রে সেটা অবলীলায় করে থাকি ।
👉 কিন্তু কেন?

এর সঠিক উত্তর কেউ মনে হয় দিতে পারবে না। অধিকাংশ পাখি ও কবুতর লিভার ও কিডনি সমস্যাই ভুগে থাকে আর এর অন্যতম কারণ পানি ও অতিরিক্ত ঔষধের ব্যবহার। আমারা যদি একটু খেয়াল রাখি তাহলে এ ধরনের পরিস্থিতি থেকে নিরাপদ রাখতে পারি আমাদের খামার এবং কবুতরকে ।

❣️" ধন্যবাদ " ❣️

09/03/2023
শীতে কবুতরের যত্ন নিবেন যেভাবে...অনেক খামারীই এই শীতে তার কবুতর নিয়ে বেশ চিন্তায় আছেন। আপনাদের চিন্তা খানিকটা দূর করবার ...
30/11/2022

শীতে কবুতরের যত্ন নিবেন যেভাবে...

অনেক খামারীই এই শীতে তার কবুতর নিয়ে বেশ চিন্তায় আছেন। আপনাদের চিন্তা খানিকটা দূর করবার লক্ষ্যেইে একটা ছোট্ট প্রয়াশ চালাচ্ছি। আশা করছি পাশেই থাকবেন। আমি যে বিষয়টি তুলে ধরবার চেষ্টা করছি তা হলো শীত প্রতিরোধে পাখির যে নিজেরই কিছু ব্যবস্থা রয়েছে সেগুলো সম্পর্কে আপনাদের কিছুটা ধারনা দেয়া। এতে করে যা হবে, তা হলো আপনাদের অযথা ভয় পাওয়াটা হয়তো দূর হবে। আর পরের পর্বে থাকবে কি করলে আপনি আপনার কবুতরকে শীত মোকাবেলায় সাহায্য করতে পারেন।

আসুন জেনে নেই পাখি কিভাবে বিভিন্ন উপায়ে নিজেকে শীত থেকে রক্ষা করে।
নিজেকে উষ্ণ রাখার জন্য পাখির রয়েছে বিভিন্ন রকমের শারীরিক ও আচরণগত অভিযোজন ক্ষমতা, তা সে যত ঠান্ডাই পড়ুক না কেন।

★★ শারীরিক অভিযোজন

=> পালকঃ
পাখির পালক শীতের বিরুদ্ধে দারুন একটা সুরক্ষা প্রদান করে থাকে, যা কিন্তু মানুষের নেই। কোন কোন প্রজাতির পাখির তো বাড়তি পালকও গজায় যাতে করে সেই সুরক্ষা কবচটা আরো মোটা হয়। আর পালকের গায়ের সাথে লেগে থাকা তেল বা চর্বি আরেকটু বেশি সুরক্ষা দেয় এবং ওয়াটার প্রুফিং-এর কাজটাও করে।

=> পা ও পায়ের পাতাঃ
শরীর থেকে যাতে তাপ বেরিয়ে যেতে না পারে সেজন্য পাখির পায়ে বিশেষ ধরণের আইশ থাকে। পাখি তার দেহের তুলনায় পা এবং পায়ের পাতার তাপমাত্রা আলাদাভাবে নিয়ন্ত্রণ করতে পারে আর এটি সে করে তার পা এবং পায়ের পাতার রক্তনালী সংকোচনের মাধ্যমে, যা তাকে আরো বেশি তাপ ধরে রাখতে সাহায্য করে।

=> চর্বি সঞ্চয়ঃ
দেহে তাপ উৎপন্ন করার জন্য একটা ছোট্ট পাখিও তার দেহে চর্বি সঞ্চয় করে,এই চর্বি তার গায়ে জ্যাকেটের মতো কাজ করে তাকে ঠান্ডা থেকে সুরক্ষা প্রদান করে।

★★ আচরণগত অভিযোজন

=> পালক ফুলানোঃ
অতিরিক্ত ঠান্ডায় বাড়তি insulation বা অন্তরক তৈরি করার জন্য পাখি তার পালক ফুলিয়ে air pockets বা বাতাসের পকেট তৈরি করে। আর বাতাস যেহেতু তাপ কুপরিবাহক তাই এতে পাখির দেহের তাপ দেহের বাইরে যেতে পারে না।

=> গুঁজে দেয়াঃ
আমরা মাঝে মধ্যেই দেখি পাখি তার একটা পায়ের উপর ভর করে দাড়িয়ে আছে আর আরেকটা পা পালকের ভেতর ঢুকিয়ে রেখেছে। আবার অনেক সময় দুই পা-ই পালকের ভেতর ঢুকিয়ে দিয়ে গুটি-সুটি মেরে বসে থাকে। আবার এদেরকে নিশ্চই দেখেছেন ঠোঁট পালকের মধ্যে ঢুকিয়ে রাখতে, সবই আসলে করে ঠান্ডা থেকে নিজেকে রক্ষা করার জন্য।

=> রোদ-তাপানোঃ
রৌদ্রজ্জ্বল শীতের দিনে সূর্যর দিকে পিঠ দিয়ে রোদ-তাপানোর সুযোগটা কিন্তু ওরা বেশ ভালভাবেই নেয়, আর এ সময় তারা তাদের পাখা এবং লেজকে একটু ছড়িয়ে দেয় যাতে করে পালকগুলো আর গায়ের চামড়া সূর্যর তাপে ভালোভাবে গরম হতে পারে।

=> কাঁপুনিঃ
পাখি তার দেহে বাড়তি তাপ উৎপন্ন করতে দেহে বিপাক ক্রিয়া বাড়ানোর জন্য দেহে কাঁপুনি দেয়। এটা অবশ্য সাময়িক একটা ব্যবস্থা, তবে খুব কার্যকরী।

উপরোক্ত ব্যবস্থার পাশাপাশি আপনারও কিছু করবার আছে যার সাহায্যে আপনি আপনার কবুতরগুলোকে শীত মোকাবেলায় আরও বেশি সহযোগীতা করতে পারেন।

১। প্রথম যে কাজটি করতে পারেন তা হলো কবুতর থাকার ঘরের উষ্ণতা বাড়াতে পারেন। এক্ষেত্রে বেশির ভাগ খামারি ঘরের ভেতর আলো জ্বালিয়ে তাপ বাড়ানোর চেষ্টা করে থাকেন। এভাবে ঘরের তাপমাত্রা বাড়ানোর বেলায় কিছু ক্ষতিকর দিক রয়েছে-

ক) আলো অপ্রাপ্ত বয়স্ক কবুতরে নির্দিষ্ট সময়ের আগেই যৌন পরিপক্কতা এনে দেয়। এটি তার জন্য মারাত্মক হুমকি স্বরুপ।

খ) প্রয়োজনের অতিরিক্ত আলো বিভিন্ন রকমের বদভ্যাস তৈরি করতে পারে,যা নিয়ন্ত্রণ করা বেশ কষ্টসাধ্য ব্যাপার হয়ে দাড়ায়।

গ) অতিরিক্ত আলো অতিরিক্ত খাবার গ্রহণে সাহায্য করে যা কিনা স্থুলতা তৈরি করে স্বাভাবিক ডিম পাড়ায় ব্যাঘাত ঘটাতে পারে।

ঘ) অন্ধকারে কবুতর বিশ্রাম নেয়, তাই সারারাত আলো জ্বেলে রাখলে বিশ্রাম নেয়ার সময় কখন?

আসলে কবুতরের জন্য ১৫-১৬ ঘণ্টার বেশি আলো দেয়া যাবে না। আর আলো হিসাব করতে হবে দিনের আলো+কৃত্রিম আলো মিলিয়ে। সূর্য উদয় থেকে সূর্যাস্তের আধা ঘন্টা পর্যন্ত এখন দিনের আলো থাকে। তাই এই সময়টুকুর সাথে আরো কতটা সময় আলো জ্বালাতে হবে হিসেব করে নিন। আর সেইভাবে আলো দিতে পারেন। তবে মনে রাখবেন আলো শুধুমাত্র প্রাপ্ত বয়স্ক কবুতরের জন্যই প্রয়োজন।

ঘরের তাপমাত্রা বাড়ানোর অন্য কৌশল নেয়া যেতে পারে যেমন, রুম হিটার ব্যবহার করা। আর বিদ্যুত খরচ কমাতে চাইলে নিজেই একটি রুম হিটার নিজেই বানিয়ে নিতে পারেন বালু আর কয়লা দিয়ে। পদ্ধতিটা লিখে বোঝানোটা বেশ কঠিন। আপনি একটা টিনের তৈরি জার ব্যবহার করতে পারেন।

জারটির নিচ থেকে ৪-৫ ইঞ্চি উপরে ছোট ছোট ছিদ্র করে আড়াআড়িভাবে কয়েকটি লোহার রড ঢুকিয়ে দিন। এভাবে একটি ছাকনি তৈরি হবে। যার উপর কিছু কাঠ কয়লা রাখুন। ও হ্যা, রড ঢুকনোর আগে জারটির নিচের দিকের ৪-৫ ইঞ্চির মধ্যে জ্বালানি কাঠ প্রবেশ করানোর জন্য একটা বড় ছিদ্র করে নিন। এবার লোহার রডের ছাকনির উপর কাঠ কয়লা রেখে নিচ দিয়ে জ্বালানি কাঠ ঢুকিয়ে তাতে আগুন ধরিয়ে দিন। মানে উদ্দেশ্য হলো কাঠ কয়লায় আগুন ধরানো।

কয়লায় আগুন ধরে গেলে জ্বালানি কাঠ সরিয়ে নিন। ধোঁয়া বের হওয়া শেষ হলে জ্বলন্ত কয়লা সমেত টিনের জারটি কবুতরের ঘরে প্রবেশ করান। এরকম কয়েকটা বানিয়ে নিতে পারেন-আপনার রুম হিটার!

২। অনেকে শীত থেকে বাঁচাতে ঘর সম্পূর্ণরূপে পলিথিন বা মোটা কাপড় দিয়ে ঘিরে দেন, যা করা কখনই উচিত নয়। পলিথিন বা মোটা কাপড়ের পরিবর্তে চট ব্যবহার করা উত্তম কেননা, এতে ঘরের ভেতর তৈরি হওয়া এমোনিয়া গ্যাস সহজে বের হতে পারে আর বাইরে থেকে পর্যাপ্ত অক্সিজেনও ঘরে ঢুকতে পারে।

৩। খুব বেশি ঠান্ডা পানি কবুতরের পানি খাওয়ার পরিমান কমিয়ে দিতে পারে। এতে পানি স্বল্পতা দেখা দিতে পারে ফলে খাবার সঠিকভাবে হজম হবে না। তাই একটু কুসুম গরম পানি অল্প অল্প করে বার বার দিতে হবে, যাতে করে পানি সবসময়ই হালকা গরম থাকে।

৪। খাবারে এনার্জি বা শক্তির পরিমান বাড়াতে হবে। এজন্য খাবারে ভুট্টার পরিমান শতকরা ৬০ ভাগ পর্যন্ত বাড়িয়ে দেয়া যেতে পারে।

৫।এ সময় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে আর শরীর ভেতরের তাপ বাড়াতে ভিটামিন সি এবং ভিটামিন AD3E ও E-Sel খাওয়াতে পারেন।

আপাতত এ পর্যন্তই । কোন কিছু মনের ভুলে বাদ পড়ে থাকলে মনে হওয়া মাত্র আপডেট করে দেব। আর আপনাদের কিছু জানার থাকলে প্রশ্ন করতে পারেন।

নর কবুতর কিভাবে চিনবেন? চলুন জেনে নেই... কবুতর সম্পর্কে খুব বেশি অভিজ্ঞ না হলে নর/পায়রা ও মাদ/পায়রী কবুতর চেনা দুঃসাধ্য ...
03/09/2022

নর কবুতর কিভাবে চিনবেন? চলুন জেনে নেই...
কবুতর সম্পর্কে খুব বেশি অভিজ্ঞ না হলে নর/পায়রা ও মাদ/পায়রী কবুতর চেনা দুঃসাধ্য ব্যাপার। আমি নিজেও অনেক সময় নর ও মাদি কবুতর আলাদা করতে গিয়ে দ্বিধায় পড়ে যাই। তারপরও কিছু লক্ষণ দেখলে বুঝা যায় কোনটা নর কবুতর আর কোনটা মাদি কবুতর। আজকের আলোচনায় নর কবুতর চেনা নিয়ে নর কবুতরের ১২ টি বৈশিষ্ট্য আপনাদের বলে দিবো। তাহলে আর দেরি না করি মূল আলোচনা শুরু করছি-

=> নর কবুতর চেনার ১২ টি উপায়ঃ
১) নর কবুতর মাদি কবুতরের চেয়ে সাইজে অনেক বড় হয়। এবং নর কবুতরের মাথা চ্যাপ্টা আকৃতির হয়।

২) যদি আপনি কবুতর হাতে নিয়ে চোখের দিকে লক্ষ্য করেন তাহলে দেখবেন নর কবুতরের চোখ চ্যাপ্টা আকৃতির অর্থাৎ নর কবুতরের চোখ চ্যাপ্টা আকৃতির হয়।

৩) নর কবুতর চেনার আরেকটি বৈশিষ্ট্য হলো- নর কবুতরের গলা লম্বা ও মোটা আকৃতির হয়।

৪) যে কবুতরের আঙ্গুল বেশি খসখসে হবে অর্থাৎ মসৃন ও উজ্জল হবে না সে কবুতর ৯০% নর হওয়ার সম্ভাবনা রাখে।

৫) নর কবুতরের পায়ুপথ চ্যাপ্টা আকৃতির হয়। যখন নর ও মাদি কবুতর ব্রিডিং অবস্থায় থাকে তখন নর কবুতরের পায়ুপথের চ্যাপ্টা আকৃতি ভালোভাবে বুঝা যায়।

৬) নর কবুতরের ঠোঁট মাদি কবুতরের চেয়ে একটু বড় হয়।

৭) নর কবুতর মাদি কবুতরের চেয়ে তুলনামূলক পরিষ্কার-পরিচ্ছন্ন কম থাকে।

৮) নর কবুতরের গলার স্বর মোটা ও জোরে জোরে ডাকে, ডাকার সময় মাদি কবুতরের সামনে নর কবুতর নৃত/নাচ করতে থাকে।

৯) নর কবুতর মারামারি বা ঠুকর-ঠুকরি বেশি করে অর্থাৎ আক্রনাত্নক হয়ে থাকে।

১০) কবুতর ব্রিডিং মোডে থাকা অবস্থায় নর কবুতর খাচার ভেতর কিংবা খোপের ভেতরে মাদি কবুতরের পায়ের কাছে নিচু হয়ে বসে একপ্রকার শো শো শব্দ করেতে থাকে।

১১) অপরিচিত কোনো কবুতর বা বস্তু দেখলে সাধারণত নর কবুতরটা প্রথমে তার দিকে এগিয়ে যায়।

১২) নর কবুতর, সাইজে বড়, ঘাড় মোটা ও শক্তিশালী থাকে।

বিঃদ্রঃ রেসিং কবুতরের বেলায় নর ও মাদি কবুতর একই স্বরে ডাকতে পারে। আবার কবুতর জোড়া যদি অসুস্থ হয় তাহলেও নর-মাদি চিনতে অসুবিদা হবে। তাই আগে দেখতে হবে কবুতর জোড়া সুস্থ আছে কিনা। অনেক সময় এর ব্যাতিক্রম হতে পারে। যেমন- মাদি কবুতর নর কবুতরের চেয়ে আক্রমনাত্নক হতে পারে।
আজ এ পর্যন্তই। সকলের সুস্থতা কামনা করে শেষ করছ। আল্লাহ হাফেজ…

21/06/2022
12/05/2022

বৃষ্টিতে কবুতরের বিশেষ যত্ন ও করণীয় কাজ

#কবুতর #কবুতর_পালন_ও_চিকিৎসা #কবুতরের_রোগ_ও_চিকিৎসা #কবুতর_পালন #কবুতরের_রোগ #কবুতরের_যত্ন #কবুতরের_চিকিৎসা #কবুতর_ডিম_না_দেওয়ার_কারণ #কবুতরের_ঘর #কবুতর_পালন_পদ্ধতি #কবুতরের_ভিটামিন #কবুতরের_ডিম #কবুতরের_বাচ্চা #কবুতর_সুস্থ_রাখার_উপায় #কবুতরের_মাসিক_কোর্স #কবুতরের_মেডিসিন #কবুতর_চেনার_উপায় #দেশি_কবুতর #উন্নত_জাতের_কবুতর #বিদেশি_কবুতর

24/04/2022

কবুতরকে রসুন খাওয়ালে কি হয়? | কবুতর পালন ও চিকিৎসা

#কবুতর #কবুতর_পালন_ও_চিকিৎসা #কবুতরের_রোগ_ও_চিকিৎসা #কবুতর_পালন #কবুতরের_রোগ #কবুতরের_যত্ন #কবুতরের_চিকিৎসা #কবুতর_ডিম_না_দেওয়ার_কারণ #কবুতরের_ঘর #কবুতর_পালন_পদ্ধতি #কবুতরের_ভিটামিন #কবুতরের_ডিম #কবুতরের_বাচ্চা #কবুতর_সুস্থ_রাখার_উপায় #কবুতরের_মাসিক_কোর্স #কবুতরের_মেডিসিন #কবুতর_চেনার_উপায় #দেশি_কবুতর #উন্নত_জাতের_কবুতর #বিদেশি_কবুতর

23/04/2022

কবুতরের সবুজ পায়খানার চিকিৎসা | কবুতর পালন ও চিকিৎসা
#কবুতর #কবুতর_পালন_ও_চিকিৎসা #কবুতর_পালন #কবুতরপালন #কবুতরপালনওচিকিৎসা #কবুতরেরসবুজপায়খানা #কবুতর #কবুতর_পালন_ও_চিকিৎসা #কবুতরের_রোগ_ও_চিকিৎসা #কবুতর_পালন #কবুতরের_রোগ #কবুতরের_যত্ন #কবুতরের_চিকিৎসা #কবুতর_ডিম_না_দেওয়ার_কারণ #কবুতরের_ঘর #কবুতর_পালন_পদ্ধতি #কবুতরের_ভিটামিন #কবুতরের_ডিম #কবুতরের_বাচ্চা #কবুতর_সুস্থ_রাখার_উপায় #কবুতরের_মাসিক_কোর্স #কবুতরের_মেডিসিন #কবুতর_চেনার_উপায় #দেশি_কবুতর #উন্নত_জাতের_কবুতর #বিদেশি_কবুতর

22/04/2022

কবুতরের ডিম না জমার কারণ ও সমাধান | কবুতর পালন ও চিকিৎসা

#কবুতর #কবুতর_পালন_ও_চিকিৎসা #কবুতরের_রোগ_ও_চিকিৎসা #কবুতর_পালন #কবুতরের_রোগ #কবুতরের_যত্ন #কবুতরের_চিকিৎসা #কবুতর_ডিম_না_দেওয়ার_কারণ #কবুতরের_ঘর #কবুতর_পালন_পদ্ধতি #কবুতরের_ভিটামিন #কবুতরের_ডিম #কবুতরের_বাচ্চা #কবুতর_সুস্থ_রাখার_উপায় #কবুতরের_মাসিক_কোর্স #কবুতরের_মেডিসিন #কবুতর_চেনার_উপায় #দেশি_কবুতর #উন্নত_জাতের_কবুতর #বিদেশি_কবুতর

21/04/2022

কবুতরের শরীর থেকে পোকা, উকুন দূর করার উপায় | কবুতর পালন ও চিকিৎসা

#কবুতর #কবুতর_পালন_ও_চিকিৎসা #কবুতরের_রোগ_ও_চিকিৎসা #কবুতর_পালন #কবুতরের_রোগ #কবুতরের_যত্ন #কবুতরের_চিকিৎসা #কবুতর_ডিম_না_দেওয়ার_কারণ #কবুতরের_ঘর #কবুতর_পালন_পদ্ধতি #কবুতরের_ভিটামিন #কবুতরের_ডিম #কবুতরের_বাচ্চা #কবুতর_সুস্থ_রাখার_উপায় #কবুতরের_মাসিক_কোর্স #কবুতরের_মেডিসিন #কবুতর_চেনার_উপায় #দেশি_কবুতর #উন্নত_জাতের_কবুতর #বিদেশি_কবুতর

20/04/2022

কবুতরের পশম ওঠে কেন? এ সময় করণীয় কাজ | কবুতর পালন ও চিকিৎসা

#কবুতর #কবুতর_পালন_ও_চিকিৎসা #কবুতরের_রোগ_ও_চিকিৎসা #কবুতর_পালন #কবুতরের_রোগ #কবুতরের_যত্ন #কবুতরের_চিকিৎসা #কবুতর_ডিম_না_দেওয়ার_কারণ #কবুতরের_ঘর #কবুতর_পালন_পদ্ধতি #কবুতরের_ভিটামিন #কবুতরের_ডিম #কবুতরের_বাচ্চা #কবুতর_সুস্থ_রাখার_উপায় #কবুতরের_মাসিক_কোর্স #কবুতরের_মেডিসিন #কবুতর_চেনার_উপায় #দেশি_কবুতর #উন্নত_জাতের_কবুতর #বিদেশি_কবুতর

কবুতরের পা ফোলা বা পায়ে ইনফেকশন এর কারণ ও চিকিৎসাআপনি যদি দেখতে পান কোনো লক্ষণ ছাড়াই  আপনার খামারের ব্রিডিং কবুতর গুলির ...
19/04/2022

কবুতরের পা ফোলা বা পায়ে ইনফেকশন এর কারণ ও চিকিৎসা

আপনি যদি দেখতে পান কোনো লক্ষণ ছাড়াই আপনার খামারের ব্রিডিং কবুতর গুলির পা ফুলে যাচ্ছে। পায়ে ইনফেকশন হয়ে পচন ধরছে, এমন কি পায়ে ভর দিতে পারছেনা,প্যারালাইস্ড হয়ে যাচ্ছে।
আপনি হয়তো ভাবছেন এটা কোনো ছোঁয়াছে রোগ, এটা আপনার ভুল ধারনা।এটা কোনো ছোঁয়াছে রোগ নয়, এটা আপনারি অতি ভালবাসার ফল। যে ভালোবাসা আপনি দীর্ঘদিন ধরে চালিয়ে আসছেন। যেমনঃ-

১/ অপ্রয়োজনে শুধু শুধু অতি মাত্রায় মাসভর ভিটামিন ব্যবহার করা।
২/ যেকোনো রোগের লক্ষণ দেখা মাত্র পাওয়ারফুল এন্টিবায়োটিক ব্যাবহার করা।

৩/ বছরের পর বছর খাঁচায় আটকে রাখা,
৪/শারীরিক এক্সারসাইজ করার ব্যাবস্থা না থাকা। অর্থাৎ ফ্লাইং জোন না থাকা। ইত্যাদি কারনে আপনার কবুতর গুলোর এমন পরিণতি হয়ে থাকে।

এসব ক্ষেত্রে অনেকেই কবুতর সুস্থ কারার জন্য অস্থির হয়ে আবারো একি ভুল করে বসে। অর্থাৎ পাওয়ারফুল এন্টিবায়োটিক ব্যাবহার করে।এমত অবস্থান এই কাজটি হলো কবুতরটাকে মৃত্যুর মুখে ঠেলে দেয়া।

🌺🌺🌺 কবুতরের পা ফোলা বা পায়ে ইনফেকশন এর চিকিৎসা ও করনীয়🌺🌺🌺

১/ কাঁচা হলুদ বেটে পেস্ট করে ক্ষতস্থানে লাগিয়ে রাখা একদিন পরপর পরিষ্কার করে নতুন করে আবারো লাগানো দরকার। এতে দুইটা কাজ হবে কবুতর খতস্থানের ব্যাথা কমবে পাশা এন্টিবায়োটিকের কাজ করবে।

২/ Moxicilin গ্রুপের Moxacil Vet একটা ট্যাবলেটের ৬ ভাগের ২ ভাগ করে এক ভাগ করে প্রতিদিন ২ বার সকাল ও বিকালে।

৩/ Calvet DB কিংবা Foscolo DB ৮ ভাগের ১ ভাগ করে প্রতিদিন একবার।

৪/ কবুতর সুস্থ ও স্বাভাবিকতা ফিরে পেলে , ডিম বাচ্চার জন্য অস্থির না হয়ে দুই থেকে তিনমাস ফ্লাইং জোনে শারীরিক এক্সারসাইজ করার ব্যাবস্থা নিশ্চিত করতে হবে। তাহলে ঐ কবুতর পুর্বের ন্যায় আবার স্বাভাবিকতা ফিরে পাবে। আমার ধারনা এই সমস্যা গুলি বড় খামারিদের খামারে বেশী দেখা দেয়।

আজ এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন কোন বিষয় নিয়ে।আসা করি সাথেই থাকবেন। নতুন এবং প্রয়োজনীয় পোষ্ট গুলো পেতে আমাদের ফেসবুক পেইজ Follow করুন এবং নিচের কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত দিয়ে আমাদের সংঙ্গে থাকুন এবং শেয়ার করুন। এছাড়াও কোথাও কোন ভুলহলে ক্ষমাসুন্দর দৃৃষ্টিতে দেখার অনুুরোধ রইলো।
আপনাদের ভালোবাসাই আমদের আগামীর পথ চলার পাথেয় ।

19/04/2022

কবুতরের নতুন জোড়া সাথে কিছু পরামর্শ | কবুতর পালন ও চিকিৎসা

#কবুতর #কবুতর_পালন_ও_চিকিৎসা #কবুতরের_রোগ_ও_চিকিৎসা #কবুতর_পালন #কবুতরের_রোগ #কবুতরের_যত্ন #কবুতরের_চিকিৎসা #কবুতর_ডিম_না_দেওয়ার_কারণ #কবুতরের_ঘর #কবুতর_পালন_পদ্ধতি #কবুতরের_ভিটামিন #কবুতরের_ডিম #কবুতরের_বাচ্চা #কবুতর_সুস্থ_রাখার_উপায় #কবুতরের_মাসিক_কোর্স #কবুতরের_মেডিসিন #কবুতর_চেনার_উপায় #দেশি_কবুতর #উন্নত_জাতের_কবুতর #বিদেশি_কবুতর

18/04/2022

কবুতরের টিউমার অপারেশন | কবুতর পালন ও চিকিৎসা

#কবুতর #কবুতর_পালন_ও_চিকিৎসা #কবুতরের_রোগ_ও_চিকিৎসা #কবুতর_পালন #কবুতরের_রোগ #কবুতরের_যত্ন #কবুতরের_চিকিৎসা #কবুতর_ডিম_না_দেওয়ার_কারণ #কবুতরের_ঘর #কবুতর_পালন_পদ্ধতি #কবুতরের_ভিটামিন #কবুতরের_ডিম #কবুতরের_বাচ্চা #কবুতর_সুস্থ_রাখার_উপায় #কবুতরের_মাসিক_কোর্স #কবুতরের_মেডিসিন #কবুতর_চেনার_উপায় #দেশি_কবুতর #উন্নত_জাতের_কবুতর #বিদেশি_কবুতর

13/04/2022

কবুতরের জটিল ২ টি রোগ | কবুতরের করাইজা ও ডিপথেরিয়া রোগের কারন, লক্ষণ ও চিকিৎসা

#কবুতর #কবুতর_পালন_ও_চিকিৎসা #কবুতরের_রোগ_ও_চিকিৎসা #কবুতর_পালন #কবুতরের_রোগ #কবুতরের_যত্ন #কবুতরের_চিকিৎসা #কবুতর_ডিম_না_দেওয়ার_কারণ #কবুতরের_ঘর #কবুতর_পালন_পদ্ধতি #কবুতরের_ভিটামিন #কবুতরের_ডিম #কবুতরের_বাচ্চা #কবুতর_সুস্থ_রাখার_উপায় #কবুতরের_মাসিক_কোর্স #কবুতরের_মেডিসিন #কবুতর_চেনার_উপায় #দেশি_কবুতর #উন্নত_জাতের_কবুতর #বিদেশি_কবুতর

08/04/2022

কবুতরের ঝানজি করার নিয়ম | কবুতর পালন ও চিকিৎসা

#কবুতর #কবুতর_পালন_ও_চিকিৎসা #কবুতরের_রোগ_ও_চিকিৎসা #কবুতর_পালন #কবুতরের_রোগ #কবুতরের_যত্ন #কবুতরের_চিকিৎসা #কবুতর_ডিম_না_দেওয়ার_কারণ #কবুতরের_ঘর #কবুতর_পালন_পদ্ধতি #কবুতরের_ভিটামিন #কবুতরের_ডিম #কবুতরের_বাচ্চা #কবুতর_সুস্থ_রাখার_উপায় #কবুতরের_মাসিক_কোর্স #কবুতরের_মেডিসিন #কবুতর_চেনার_উপায় #দেশি_কবুতর #উন্নত_জাতের_কবুতর #বিদেশি_কবুতর

02/01/2022

শীতে কবুতরের খাবার, যত্ন ও ঔষধ | শীতে কবুতরের যত্ন | কবুতর পালন ও চিকিৎসা

#কবুতর #কবুতর_পালন_ও_চিকিৎসা #কবুতরের_রোগ_ও_চিকিৎসা #কবুতর_পালন #কবুতরের_রোগ #কবুতরের_যত্ন #কবুতরের_চিকিৎসা #কবুতর_ডিম_না_দেওয়ার_কারণ #কবুতরের_ঘর #কবুতর_পালন_পদ্ধতি #কবুতরের_ভিটামিন #কবুতরের_ডিম #কবুতরের_বাচ্চা #কবুতর_সুস্থ_রাখার_উপায় #কবুতরের_মাসিক_কোর্স #কবুতরের_মেডিসিন #কবুতর_চেনার_উপায় #দেশি_কবুতর #উন্নত_জাতের_কবুতর #বিদেশি_কবুতর

18/12/2021

শীতে কবুতরের রোগ ও চিকিৎসা | শীতে কবুতরের যত্ন | কবুতরের যত্ন | Winter Pigeons Care | ExistBD

#কবুতর #কবুতর_পালন_ও_চিকিৎসা #কবুতরের_রোগ_ও_চিকিৎসা #কবুতর_পালন #কবুতরের_রোগ #কবুতরের_যত্ন #কবুতরের_চিকিৎসা #কবুতর_ডিম_না_দেওয়ার_কারণ #কবুতরের_ঘর #কবুতর_পালন_পদ্ধতি #কবুতরের_ভিটামিন #কবুতরের_ডিম #কবুতরের_বাচ্চা #কবুতর_সুস্থ_রাখার_উপায় #কবুতরের_মাসিক_কোর্স #কবুতরের_মেডিসিন #কবুতর_চেনার_উপায় #দেশি_কবুতর #উন্নত_জাতের_কবুতর #বিদেশি_কবুতর

08/12/2021

শীতে কবুতরের খাবার ও ভিটামিন ওষুধ

#কবুতর #কবুতর_পালন_ও_চিকিৎসা #কবুতরের_রোগ_ও_চিকিৎসা #কবুতর_পালন #কবুতরের_রোগ #কবুতরের_যত্ন #কবুতরের_চিকিৎসা #কবুতর_ডিম_না_দেওয়ার_কারণ #কবুতরের_ঘর #কবুতর_পালন_পদ্ধতি #কবুতরের_ভিটামিন #কবুতরের_ডিম #কবুতরের_বাচ্চা #কবুতর_সুস্থ_রাখার_উপায় #কবুতরের_মাসিক_কোর্স #কবুতরের_মেডিসিন #কবুতর_চেনার_উপায় #দেশি_কবুতর #উন্নত_জাতের_কবুতর #বিদেশি_কবুতর

30/11/2021

কবুতর ছেড়ে পালন করলে কিভাবে ঔষধ খাওয়াবেন? কবুতর পালন ও চিকিৎসা

#কবুতর #কবুতর_পালন_ও_চিকিৎসা #কবুতরের_রোগ_ও_চিকিৎসা #কবুতর_পালন #কবুতরের_রোগ #কবুতরের_যত্ন #কবুতরের_চিকিৎসা #কবুতর_ডিম_না_দেওয়ার_কারণ #কবুতরের_ঘর #কবুতর_পালন_পদ্ধতি #কবুতরের_ভিটামিন #কবুতরের_ডিম #কবুতরের_বাচ্চা #কবুতর_সুস্থ_রাখার_উপায় #কবুতরের_মাসিক_কোর্স #কবুতরের_মেডিসিন #কবুতর_চেনার_উপায় #দেশি_কবুতর #উন্নত_জাতের_কবুতর #বিদেশি_কবুতর

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when কবুতর পালন ও চিকিৎসা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to কবুতর পালন ও চিকিৎসা:

Videos

Share

Category


Other Pet Breeders in Dhaka

Show All

You may also like