Animal Lover - শনির আখড়া

Animal Lover - শনির আখড়া Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Animal Lover - শনির আখড়া, Animal Rescue Service, Sonir Akhra, Dhaka.

26/05/2024

রাত ১১ টায় আমার কাছে আসে সকাল হতেই মারা যায় 😭

22/05/2024

বিড়ালটি মারা গেছে ২০/০৫/২০২৪ রাত ৯ টার পর, নাম দিয়েছিলাম টিন টিন। ওর আমাদের কাছে আসা আর আমাদের ছেড়ে চলে যাওয়ার এক জার্নির ভিডিও।

ওকে রেসকিউ করেছি এক ছোট ভাই এর থেকে। ও নাকি ড্রেনে পরে ছিল। গাইয়ে অনেক ময়লা লেগে আছে, পশম জট বেধে গেছে সব। অনেক দূরগন্ধ ...
14/05/2024

ওকে রেসকিউ করেছি এক ছোট ভাই এর থেকে। ও নাকি ড্রেনে পরে ছিল। গাইয়ে অনেক ময়লা লেগে আছে, পশম জট বেধে গেছে সব। অনেক দূরগন্ধ শরিরে। ফুল পের‍্যালাইজড। হাটতে পারে না, হাত পায়ে কোন জোর নাই। খালি কাপে। খিচুনি উঠে একটু পর পর । পায়খানা শুয়ে শুয়ে করে। যত দিন সুস্থ না হয় আমার কাছে ই থাকবে, চিকিৎসা মেডিসিন চালিয়ে যাব/

ডাক্তার দেখিয়েছি, টেমপারেচার অনেক কম। অনেক যত্ন করা লাগবে। ফান্ড ছাড়াই নিজের টাকায় চিকিৎসা চালিয়ে যাচ্ছি এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ। ওর জন্য সবাই দোয়া করবেন।

নাম ; রানিঠিকানাঃ পলাশপুর , শনির আখড়া ৪ নাম্বার রোড স্প্রে করানো হচ্ছে । এই প্রথম রাস্তার কোন কুকুর কে স্প্রে করাতে উদ্য...
11/05/2024

নাম ; রানি
ঠিকানাঃ পলাশপুর , শনির আখড়া ৪ নাম্বার রোড

স্প্রে করানো হচ্ছে । এই প্রথম রাস্তার কোন কুকুর কে স্প্রে করাতে উদ্যোগ নিলাম। ওর জন্য সবাই দোয়া করবেন।

09/05/2024

কেস নামঃ গবিন্দপুর ২

আপডেটঃ ভেট দেখানো হয়েছে। ৭ দিনের মেডিসিন আর ড্রেসিং করাতে হবে। শেল্টার লাগবে যা কোনো জায়গায় মেনেজ হচ্ছে না।

ভেট বলেছে যদি পোকা গুলো ক্লিন না করতাম তাহলে মরে ই যেত। 😔

06/05/2024

লোকেশনঃ শনির আখড়া , গবিন্দপুর, হাজি মসজিদ।

কেস নামঃ গবিন্দপুর ২

খাবার ও পায় না , অনেক কুকুর এর অবস্থা খারাপ। ওইখানে কেউ নাই এদের দেখার মত মনের মানুষ। থাকলে হয়তো এমন হত না, থাকলে অন্য এলাকা থেকে গিয়ে ট্রিটমেন্ট এর জন্য সাহায্য চাওয়া লাগতো না। আল্লাহ আপনাদের যা দেয় সব নিজেদের ভোগ করার জন্য না।

05/05/2024

লোকেশনঃ শনির আখড়া , গবিন্দপুর আজি মসজিদ।

কেস নামঃ গবিন্দপুর ১

পোকা ছিলো অনেক। Animals Of ShonirAkhra পক্ষ থেকে ট্রিটমেন্ট দেয়া হয়েছে ০৪/০৫/২০২৪ রাত ৮ টার পর। মেডিসিন এলাকার এক আন্টি দিবে প্রতিদিন।

04/05/2024

৩ টা বাচ্চার ৪ দিনের খাবারের ব্যবস্থা করেছেন Md Sayed ভাইয়া।

এটা ২ দিনের ভিডিও ।

শনির আখড়া, পলাশপুর  এ Animals Of ShonirAkhra এর পক্ষ থেকে  মোট ১১ টা পয়েন্টে পানির পট লাগানো হয়েছে। সব পিক তুলি নাই। কাল...
30/04/2024

শনির আখড়া, পলাশপুর এ Animals Of ShonirAkhra এর পক্ষ থেকে মোট ১১ টা পয়েন্টে পানির পট লাগানো হয়েছে। সব পিক তুলি নাই। কাল আরো দেয়া হবে। আপনারা নিজ নিজ একলায় ও লাগান যাতে ওরা একটু পানি পায় । বড় পট দিয়েন যাতে একদম মুখ বের করতে পারে।

টোকাই আর বাড়িয়ালারা খুলে না ফেললেই হয় এখন। অনেক বাড়িয়ালার আবার আল্লাহ্‌ দেয়া সৃষ্টি রুহুর চেয়ে রাস্তার চিন্তা বেশি।

জায়গা গুলো হল পলাশপুরের -

১) রেনেসা স্কলের মাঠের গেটের সামনের খাম্বায় ,
২) ২ নাম্বার রোড এর মাদরাসাটার সামনে চায়ের দোকানের সামনে,
৩) ২ নাম্বার রোড মসজিদের আরো আগে রিকসার গেরেজ এর সামনে,
৪) ৪ নাম্বার রোড এর মসজিদের গেটের সামনের গলিলে একটা ,
৫) ll সেম গলিতেই মাথায় একদম একটা ,
৬) ৪ নাম্বার রোড এর মাঝ বরাবর একটা,
৭) নলেজ স্কলের সামনে একটা ,
৮) নলেজ স্কলের রোডের মাথায় একটা হোটেলের সামনে একটা,
৯) পলাশপুর মসজিদের পিছনে একটা ,
১০) মসজিগের পিছনের গলিতে খালি জায়গায় , গলির মাঝ বরাবর একটা,
১১) গলির মাথায় সেলিনের পাশে একটা।

৪ নাম্বার রোড এ ২ টা আগে লাগানো হয়েছে পানির পাম্পের পাশে কিন্ত ৪ নাম্বার এ

Update : treatment choloman . Mysha Akther  treatment dicchen. Place: Sonir Akhra ,,Jantabag Chor rastay bus stand jawar...
26/04/2024

Update : treatment choloman . Mysha Akther treatment dicchen.

Place: Sonir Akhra ,,Jantabag Chor rastay bus stand jawar rastay e o thake.

ektu khabar r pani diyen j ja paren .

08/04/2024

Update : ওরে টিয়া আপুর কাছে নিয়ে যাওয়া হয়েছে একটু আগে। ( ০৮ / ০৪ / ২৪ )
১৫০০ টাকা ট্রান্সপোর্ট খরচ দেয়া হয়েছে যা দিয়েছেন
Sabbir Hossain - 500 tk
Maisha Maliha Ahona - 500 tk
Supriya Shima - 500 tk

07/04/2024

কোন জায়গা থেকে আসছে জানি না। পিঠের উপর ফুটা রাত ভিতরে পোকা, পা একদম কাটা বাজে অবস্থা ।

স্পট ট্রিটমেন্ট দেয়া হয়েছে। মানুষ এমন মার মেরেছে আর পানি মেরে তারিয়ে দিয়েছে যে সকালে আর খুজে পাওয়া যায় নাই।

২ দিন পর পেয়েছি অনেক পোষ্ট আর খুজে।

এক বাসার ছাদে রাখা হয়েছে অল্প সময়ের জন্য । রেসকিউয়ার পেলে দেয়া হবে।

Address

Sonir Akhra
Dhaka
1236

Website

Alerts

Be the first to know and let us send you an email when Animal Lover - শনির আখড়া posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share


Other Animal Rescue Service in Dhaka

Show All

You may also like