৫ দিন আগে মাতারবাড়ি থেকে rescue করেছিলাম, খুব অসুস্থ ছিলো। এখন চিকিৎসা চলছে, এবং ধীরে ধীরে সুস্থ হচ্ছে
উদয়পুর সেন্ট্রাল রোডে একটি কুকুরকে একটি গাড়ি ধাক্কা দেয় যার ফলে কুকুরটি পাও ভেঙ্গে যায় আমরা এখন ওই কুকুরটার চিকিৎসার জন্য ব্যবস্থাপনা করছি।
" মানুষ আজ আর নেই কো মানুষ "
অনেক পুরানো একটা গানটা সত্যি বলে মনে হচ্ছে। না হলে এই রকম জঘন্য কাজ কেউ কি ভাবে করতে পারে!
আমরা খুবই দুঃখিত। আজ রাত হওয়াতে সম্ভব হয় নি। গতকাল ই আমরা Rescue করতে যাচ্ছি। সকলকে সহযোগিতা কামনা করছি, দয়া করে রাস্তার গবাদিপশু দের গায়ে এসিড, গরম জল ফেলবেন না। ওদের ও বাঁচার অধিকার আছে।
দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক Dr.Manik Saha Sudhangshu Das DM Gomati
আজ সন্ধ্যায় মাতারবাড়ি বাই পাস সংলগ্ন এলাকায় একটি বিড়ালের মৃত দেহ দেখতে পেয়ে স্হানিয় কয়েকজন আমাদের ফোন করে খবর দেয়, খবর পাওয়া মাত্র আমরা প্রানী বিকাশ দপ্তরের দায়িত্বপ্রাপ্ত গোমতী জেলার কর্তব্যরত ডাক্তার দের সাথে নিয়ে মৃত বিড়াল টিকে জাতীয় সড়ক থেকে সরিয়ে একটু দূরে ২ ফুট মাটি গর্ত করে,মৃত বিড়াল টিকে মাটি চাপা দিয়ে রাখা হয়।
আজ পুনরায় Matabari মায়ের মন্দির প্রাঙ্গণ এর পায়রা গুলির পা থেকে সুতো কাটা হচ্ছে ।