১৬/৬/২০২৬
কোরবানি হাটের সর্বশেষ দিন
কথায় আছে- ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভাঙ্গে।
হাওর বেল্টে কাজ করেছি প্র্যাক্টিশিং লাইফের বড় একটা সময়। ডেইরী এবং পোল্ট্রিতে (বিশেষতঃ ব্রয়লার ও ডাক) ব্যাপক কাজ করার সৌভাগ্য হয়েছিল। আর এখন CVH-এ ভেট-পেট-পোল্ট্রিতে সমহারে কাজ করা লাগছে- সমানভাবে মেডিসিন ও সার্জারি কেইসে। প্রতিদিন গরু-ছাগল-হাঁস-মুরগি-কবুতর-পোষা প্রাণি ও পাখির (কুকুর-বিড়াল-টিয়া-ককাটেল-বাজরিগার-ময়না ইত্যাদি) আগমন ঘটে CVH-এ।
যাইহোক এক্সপার্ট মতামতের জন্য যশোর থেকে এক বড় ভাই (ভেটেরিনারিয়ান) ভিডিও ক্লিপটি পাঠিয়েছেন। বাচ্চাদের বয়স মাত্র ৫ দিন কিন্তুু মৃত্যুর হার অত্যধিক।
কি সমস্যা মনে হচ্ছে আপনাদের?