01/07/2023
কারো কাছে কোনো অসহায় বিড়াল থাকলে আমার কাছে দিতে পারেন।
তবে কিছু সর্তসাপেক্ষ
১)মা বিড়াল থাকা অবস্থায় কোনো বাচ্চা বিড়াল নেয়া হয় না।
২)সুস্থ সবল যারা বাহিরে প্রকৃতির সাথে পাল্লা দিয়ে বাচতে পারবে তাদের নেয়া হয় না
৩)লেংরা,খোড়া, অসুস্থ বিড়াল প্রধান্য পাবে
৪)লোকেশন থেকে দুর হলে দিয়ে যেতে হবে।
৫)কাছাকাছি হলে আমি নিজে যেয়ে নিয়ে আসবো।
৬)রেবিস আক্রান্ত বিড়াল নেয়া হয় না কারন আমার বাসায় আরো অনেক বিড়াল আছে।
৭)১-২ দিন বা ১ মাস বা ২ মাসের জন্য বিড়াল রাখা হশ না।কেউ দিয়ে থাকলে তাকে বিড়ালটি সুস্থ হলে দিতেও পারি,আমি রেখেও দিতে পারি কিংবা অন্য কাউকে দতক দিয়েও দিতে পারি।এটা আমার ব্যাক্তিগত ব্যাপার।
বিশেষ কিছু কথা: আমি বিড়াল কিনি ও না বেচিও না। আমার সাধ্য মতো আমি যাদের রাস্তাঘাটে পাই তাদের নিয়ে আসি,তাদের শরীরের কন্ডিশন অনুসারে তাদের কে আমি তাদের মালিক,বা যারা দত্তক নিতে চায় তাদের দিই।
বিড়াল আমার কাছে পরিবারের একটি অংশ বা সদস্য। নিজ পরিবারের মানুষ কে যেমন কেনা বেচা করা যায় না আমার কাছে বিড়ালও তেমন।
আপনি সেল করেন বা কিনেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আমি বলছি না যে এটা ঠিক নয় বা ঠিক।তাই দয়া করে কেউ আমাকে এই বেপারে গেয়ান দিতে আসবেন না।