17/02/2024
কিভাবে বুঝবেন বিড়ালের হিট এসেছে নাকি অসুস্থ?
অনেক সময় দেখা যায় যে, বিড়াল অসুস্থ হয়েছে কিন্তু আমরা মনে করি সে হিট এ এসেছে; তাই অবহেলা করি। ফলে অবস্থা খারাপ হয়ে যায়। তাই প্রথমেই খেয়াল করতে হবে যে বিড়ালটি হিট এ এসেছে নাকি অসুস্থ?
আসুন জেনে নেই বিড়ালের হিট বলতে কি বুঝিঃ-
বিড়ালের হিট (Heat) বলতে বুঝায়, একটি Un-Spayed বিড়ালের এমন অবস্থা যে সে মিলনের জন্য প্রস্তুত থাকে। বিড়ালের হিট সাইকেল ২১-২৮ দিনের হয়ে থাকে। এই সময়ে ২-৫ বা ১ সপ্তাহ পর্যন্ত বিড়ালের মাঝে কিছু অস্বাভাবিক লক্ষন দেখা যায়। এই অস্বাভাবিক অবস্থাই হিট।
সাধারনত দেশি বিড়াল চার-পাঁচ মাস বয়সে হিট এ আসে, এবং পার্সিয়ান জাতের বিড়াল ১০মাসের বেশি বয়সে হিট এ আসে।
কিভাবে বুঝবেন আপনার বিড়ালের হিট এসেছে?
বিড়াল হিট এ আসলে সবচেয়ে কমন যে লক্ষণ গুলো লক্ষনীয় তা হলোঃ-
১। অস্বাভাবিক উচ্চস্বরে ডাকা এবং বেশি করে তার শরীর চাটা।
২। মাটিতে বা মানুষকে বা অন্য যেকোন কিছুতে আঁচড়ানো ও মেঝেত গড়াগিড় দওয়া।
৩। বাহিরে ছুটে চলে যাওয়ার প্রবণতা (এ সময় বাসার জানালা বন্ধ রাখবেন)
৪। সর্বক্ষণ অস্থিরতা ও খাবার গ্রহনে অনিহা।
৫। গায়ের সাথে বা সকল বস্তুর সাথে লেজ ঘষে ঘষে হাঁটা।
৬। *** বিশেষ লক্ষণ হচ্ছে, বিড়ালের পিঠে বা লেজের দিকে ধরলে বা স্ক্র্যাচ করলে সে লেজ উঁচু করে মাথা কিছুটা নিচু করে ভেজাইনা/জরায়ু উপরের দিকে এগিয়ে দিবে।
৭। মেয়ে বিড়াল এবং ছেলে বিড়াল কাছাকাছি থাকলে mate করতে চাওয়া।