ডা: ফারুক আহমেদ

ডা: ফারুক আহমেদ DVM(CVASU),CT(India)
Whats app:01700545552
Gmail:[email protected]

কিভাবে বুঝবেন বিড়ালের হিট এসেছে নাকি অসুস্থ?অনেক সময় দেখা যায় যে, বিড়াল অসুস্থ হয়েছে কিন্তু আমরা মনে করি সে হিট এ এসেছে;...
17/02/2024

কিভাবে বুঝবেন বিড়ালের হিট এসেছে নাকি অসুস্থ?

অনেক সময় দেখা যায় যে, বিড়াল অসুস্থ হয়েছে কিন্তু আমরা মনে করি সে হিট এ এসেছে; তাই অবহেলা করি। ফলে অবস্থা খারাপ হয়ে যায়। তাই প্রথমেই খেয়াল করতে হবে যে বিড়ালটি হিট এ এসেছে নাকি অসুস্থ?

আসুন জেনে নেই বিড়ালের হিট বলতে কি বুঝিঃ-

বিড়ালের হিট (Heat) বলতে বুঝায়, একটি Un-Spayed বিড়ালের এমন অবস্থা যে সে মিলনের জন্য প্রস্তুত থাকে। বিড়ালের হিট সাইকেল ২১-২৮ দিনের হয়ে থাকে। এই সময়ে ২-৫ বা ১ সপ্তাহ পর্যন্ত বিড়ালের মাঝে কিছু অস্বাভাবিক লক্ষন দেখা যায়। এই অস্বাভাবিক অবস্থাই হিট।
সাধারনত দেশি বিড়াল চার-পাঁচ মাস বয়সে হিট এ আসে, এবং পার্সিয়ান জাতের বিড়াল ১০মাসের বেশি বয়সে হিট এ আসে।

কিভাবে বুঝবেন আপনার বিড়ালের হিট এসেছে?

বিড়াল হিট এ আসলে সবচেয়ে কমন যে লক্ষণ গুলো লক্ষনীয় তা হলোঃ-
১। অস্বাভাবিক উচ্চস্বরে ডাকা এবং বেশি করে তার শরীর চাটা।
২। মাটিতে বা মানুষকে বা অন্য যেকোন কিছুতে আঁচড়ানো ও মেঝেত গড়াগিড় দওয়া।
৩। বাহিরে ছুটে চলে যাওয়ার প্রবণতা (এ সময় বাসার জানালা বন্ধ রাখবেন)
৪। সর্বক্ষণ অস্থিরতা ও খাবার গ্রহনে অনিহা।
৫। গায়ের সাথে বা সকল বস্তুর সাথে লেজ ঘষে ঘষে হাঁটা।
৬। *** বিশেষ লক্ষণ হচ্ছে, বিড়ালের পিঠে বা লেজের দিকে ধরলে বা স্ক্র্যাচ করলে সে লেজ উঁচু করে মাথা কিছুটা নিচু করে ভেজাইনা/জরায়ু উপরের দিকে এগিয়ে দিবে।
৭। মেয়ে বিড়াল এবং ছেলে বিড়াল কাছাকাছি থাকলে mate করতে চাওয়া।

Edible and Non edible feed for cat and Dog.
20/01/2024

Edible and Non edible feed for cat and Dog.

18/12/2023

After surgery of Neuter...patient handling💖

07/10/2023

বিড়ালের খাবারের রুটিন যেমন হওয়া উচিত:🥰🥰🥰

১.বিড়াল ও কুকুর মূলত আমিষজাতীয় খাবার খায়। অন্য কিছু না দিলেও চলে। মাছ, মাংস এবং খানিকটা ডিম দিতে পারেন। সামান্য সবজি সেদ্ধ করে (মিষ্টিকুমড়া, আলু, গাজর, পেঁপে) এগুলোর সঙ্গে মিশিয়েও দিতে পারেন। দিতে পারেন সামান্য ভাতও। কিছু বিদেশি কুকুরকে বাড়তি ক্যালসিয়াম দিতে হয়। খরগোশকে পালংশাক, ধনেপাতা, লেটুসপাতা, টমেটো, শসা, গাজর, কাঁচা ঘাস, শুকনা খড় দিতে পারেন। বয়স অনুযায়ী বিভিন্ন ধরনের প্রাণীর বিভিন্ন খাবার কিনতেও পাওয়া যায়। রাজধানীতে অনেকগুলো এলাকায় পেট শপ গড়ে উঠেছে। সেখানে গেলেও খাবার কিনতে পাবেন।
২.প্রাণীর পানির পাত্রের পানি বদলে দিন নিয়মিত। ঠান্ডা আবহাওয়ায় ঢেলে রাখা পানি দ্রুত ঠান্ডা হয়ে যায়, পানিতে ধুলা–ময়লাও পড়তে পারে যেকোনো সময়। খাবার ও পানি রাখার জন্য ভালো মানের পাত্র বেছে নিন। ময়লা পড়লে পানি বদলে দিন। পোষ্য খাবে ভেবে অপরিচ্ছন্নভাবে খাবার দিলে সে অসুস্থ হয়ে পড়বে।

৩. থেকে মায়ের দুধ ছাড়া অন্য দুধে অভ্যস্ত না হয়ে থাকলে প্রাণীদের বাইরের দুধ দেবেন না। এতে পেটের পীড়া হতে পারে। চকলেট, চা-কফি, পেঁয়াজ বিড়াল-কুকুরের জন্য ক্ষতিকর। বিড়াল-কুকুরের খাবারে লবণ দিলে সেটিও হবে খুব সামান্য। মসলা ছাড়াই রান্না করুন বিড়াল-কুকুরের খাবার। খরগোশকে কলমি শাক এবং ভাত দেবেন না।

03/10/2023

বিড়ালের বয়স ৩ মাস হওয়ার পর প্রথম ফ্লুর ভ্যাকসিন দিতে হয়। প্রথম বার ভ্যাকসিন দিলে ২১-২৮ দিনের মধ্যে বুস্টার ডোজ দিতে হবে। বুস্টার ডোজের পর তার মেয়াদ থাকে ১ বছর। তাই প্রতি ১ বছর পরপর টিকা দিতে হবে।

🥰🥰🥰🥰
21/09/2023

🥰🥰🥰🥰

Address

Banasree
Dhaka
2150

Alerts

Be the first to know and let us send you an email when ডা: ফারুক আহমেদ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ডা: ফারুক আহমেদ:

Share

Category

Nearby pet stores & pet services