Pet Health Care

Pet Health Care Best Care, Least Fear

পুচু😺😺বিল্লুটার  নিউটার সম্পন্ন হলো। স্ক্রুটয়ামের একপাশে খুব অল্প পরিমাণ ইনসিশন দিয়ে কসমেটিক সার্জারি (জিরো ব্লিডিং) ক...
14/05/2024

পুচু😺😺
বিল্লুটার নিউটার সম্পন্ন হলো। স্ক্রুটয়ামের একপাশে খুব অল্প পরিমাণ ইনসিশন দিয়ে কসমেটিক সার্জারি (জিরো ব্লিডিং) করার মাধ্যমে নিউটার করা হলো। আপনার পোষা প্রাণীর যেকোনো জরুরী সেবা বা ক্রিটিকাল যে কোন ধরনের সার্জারির জন্য এখনই এপয়েন্টমেন্ট নিয়ে নিন আমাদের এই নাম্বারে।
mob no : 01833-913331, 01799-269786

🏥 Address :
Shaheed Nur Hossain Tower(Ground floor), Opposite of Lalkuthi Boro masjid, Mazar Road, Mirpur-1, Dhaka-1216

📱For Appointment :
+88 01833913331, +8801799269786

Google map:

https://www.google.com/maps/place/23%C2%B047'23.5%22N+90%C2%B020'54.4%22E/@23.7898611,90.3484444,16z/data=!4m4!3m3!8m2!3d23.7898611!4d90.3484444?hl=en












Health check up and consultation of rabbit
13/05/2024

Health check up and consultation of rabbit

🏥 Address :Mazar Road,  Mirpur-1 ,Shaheed Nur Hossain Tower(Ground floor), Opposite of Lalkuthi Boro masjid, Dhaka-1216 ...
11/05/2024

🏥 Address :
Mazar Road, Mirpur-1 ,Shaheed Nur Hossain Tower(Ground floor), Opposite of Lalkuthi Boro masjid, Dhaka-1216
📱For Appointment :
+88 01833913331, +8801799269786
Google map:
https://maps.app.goo.gl/ARbiAxPncNbxYZuGA




মাত্র এক মাস বয়সের ছোট কিটেন টুইটাই ফ্লু এর সিমটম নিয়ে এসেছিল আমাদের ক্লিনিকে। মালিক রাস্তা থেকে কুড়িয়ে পেয়েছিল বাচ...
09/05/2024

মাত্র এক মাস বয়সের ছোট কিটেন টুইটাই ফ্লু এর সিমটম নিয়ে এসেছিল আমাদের ক্লিনিকে। মালিক রাস্তা থেকে কুড়িয়ে পেয়েছিল বাচ্চাটিকে। আল্লাহর অশেষ মেহেরবানীতে ও আমাদের ক্লিনিকের অভিজ্ঞ ডাক্তারের চিকিৎসায় সে এখন অনেকটা সুস্থের দিকে। সকলেই ওর জন্য দোয়া করবেন। আপনাদের পোষা প্রাণীর যে কোন সমস্যায় যোগাযোগ করেন আমাদের এই নাম্বারে :
মোবাইল : 01833-913331

😺😺💚💚বিড়ালের দৃষ্টিশক্তিঃ👇👇ক) বিড়ালদের দৃষ্টিশক্তি রাতে ভালো । তারা পুরোপুরি অন্ধকারে দেখতে পায় না ,যখন একেবারেই কোন আ...
09/05/2024

😺😺💚💚বিড়ালের দৃষ্টিশক্তিঃ👇👇
ক) বিড়ালদের দৃষ্টিশক্তি রাতে ভালো । তারা পুরোপুরি অন্ধকারে দেখতে পায় না ,যখন একেবারেই কোন আলো থাকে না। চাঁদের আলোর মতো কম আলোতেও তাদের দৃষ্টিশক্তি অনেক ভালো থাকে কারণ তাদের অক্ষিগোলকে বেশি রিসেপ্টর থাকে যা কম আলোতে দেখতে সহযোগিতা করে।
খ) বিড়াল লাল ও সবুজ রঙে অন্ধ, লাল এবং সবুজ তাদের কাছে ধূসর রঙের মতো দেখায়। তারা নীল এবং হলুদ আলোতে অনেক ভালো দেখতে পায়।
গ) বিড়ালের চোখ চারপাশে নড়াচড়ার জন্য খুবই সংবেদনশীল। বিড়ালের শ্রবণশক্তি বেশি । বিড়ালরা শব্দের প্রতি খুবই সংবেদনশীল।
গ) বিড়ালের ঘ্রাণের প্রতি তীব্র অনুভূতি রয়েছে,কারণ তাদের অলফেক্টোরি নার্ভ ভালভাবে বিকশিত এবং ঘ্রাণযুক্ত শ্লেষ্মার আবরণ বৃহৎ পৃষ্ঠ মানুষের তুলনায় প্রায় দ্বিগুণ।
গ) আমেরিকার সায়েন্টিফিক জার্নাল অনুসারে, বিড়ালই একমাত্র স্তন্যপায়ী প্রাণী যাদের মিষ্টি স্বাদ গ্রহণ করার অনুভূতি কম। তারা টক, তেতো, নোনতা, উমামি (স্যাভরি) এবং সম্ভবত চর্বিযুক্ত কিছুর স্বাদ গ্রহণ করতে পারে ।
গ) বিড়াল ভারসাম্য রক্ষা করতে পারে। ভারসাম্য ও অভিযোজনের জন্য বিড়াল কানের ভেতরের ভেস্টিবুলার নামক অঙ্গ ব্যবহার করে। বিড়ালের কঙ্কালের গঠন একটু অন্যরকম - তাদের কোন কলারবোন নেই এবং ৩০ টি কশেরুকা সহ নমনীয় মেরুদণ্ড রয়েছে। একটি বিড়াল ৩ মিটার পর্যন্ত উচ্চতা থেকে পড়ে নিজেকে ঠিক রাখতে পারে এবং তার থাবায় অবতরণ করতে পারে।

Dr. Md. Mehedi Hasan (DVM)
Pet Animal Consultant & Surgeon

বিড়ালের ঘুম😸😸💚👇👇বিড়াল প্রায়ই ঘুমিয়ে আছে বলে মনে হয় কিন্তু তাৎক্ষণিকভাবে জাগ্রত হয়; এই ধরনের ঘুম অন্য গভীর ঘুমের মধ্য...
08/05/2024

বিড়ালের ঘুম😸😸💚👇👇

বিড়াল প্রায়ই ঘুমিয়ে আছে বলে মনে হয় কিন্তু তাৎক্ষণিকভাবে জাগ্রত হয়; এই ধরনের ঘুম অন্য গভীর ঘুমের মধ্যে পার্থক্য রয়েছে। তারা ১০ থেকে ১৩ মিনিটের সংক্ষিপ্ত সময় ধরে ঘুমাতে থাকে, তাই তারা সম্ভবত আমরা যতটা ভাবি ততটা ঘুমায় না। বিড়াল দিনে গড়ে ১৬ থেকে ১৮ ঘন্টা ঘুমাতে পারে। এর মূল একটি কারণ হলো শক্তি সংরক্ষণ করা।

Dr. Md. Mehedi Hasan (DVM)
Pet Animal Consultant & Surgeon

💚😻💚স্ত্রী  বিড়াল হিটে আসার লক্ষণগুলো হলো-👇👇১)পুরুষ বিড়ালের প্রতি নমনীয়তা প্রদর্শন, ২) বেশি ডাকাডাকি করা, ৩)ঘন ঘন প্রসাব ...
08/05/2024

💚😻💚স্ত্রী বিড়াল হিটে আসার লক্ষণগুলো হলো-👇👇

১)পুরুষ বিড়ালের প্রতি নমনীয়তা প্রদর্শন,
২) বেশি ডাকাডাকি করা,
৩)ঘন ঘন প্রসাব করা,
৪)অস্থিরতা
৫)পর্যাপ্ত না খাওয়া,
৬)তাদের নিতম্ব উত্তোলন
৭)বাইরে যাওয়ার প্রবণতা বেড়ে যায়
৮) হিট সাইকেলে থাকা অবস্থায় বিড়াল বারবার তার লেজ তুলে ধরে
৯) হলুদ গন্ধযুক্ত প্রসাব করা

Dr. Md. Mehedi Hasan (DVM)
Pet animal consultant & Surgeon

😻😻বিড়াল পালনের কিছু গুরুত্বপূর্ণ বিষয়বিড়াল পালন একটি দায়িত্বশীল কাজ। তাই বিড়াল পোষার আগে নিম্নলিখিত বিষয়গুলো খেয়া...
07/05/2024

😻😻বিড়াল পালনের কিছু গুরুত্বপূর্ণ বিষয়
বিড়াল পালন একটি দায়িত্বশীল কাজ। তাই বিড়াল পোষার আগে নিম্নলিখিত বিষয়গুলো খেয়াল রাখতে হবে:

• 👉যত্নের জন্য সময় ও অর্থের প্রয়োজনীয়তা👇

বিড়াল স্বভাবত স্বাধীন প্রকৃতির হলেও তাদের খুবই যত্নের প্রয়োজন। তাদের খাওয়ানো, খেলাধুলা করানো, নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, টিকা দেওয়া, চিকিৎসা করানো ইত্যাদির জন্য সময় ও অর্থের প্রয়োজন। তাই বিড়াল পোষার আগে আপনি নিশ্চিত হয়ে নিবেন যে আপনি তাদের যথাযথ যত্ন নিতে পারবেন কিনা।

•👉 বিড়ালের স্বাস্থ্যবিধি👇

বিড়ালকে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা জরুরি। তাদের খাবার, পানির পাত্র, বাসস্থান ইত্যাদি সবসময় পরিষ্কার রাখতে হবে। বিড়ালকে নিয়মিত ঝাড়ানো ও ব্রাশ করাও দরকার। এতে তাদের লোম পরিষ্কার থাকবে এবং ত্বকের সমস্যা কম হবে।

• 👉বিড়ালের খাদ্য ও খাবারের নিয়ম👇

বিড়ালের জন্য উপযুক্ত খাবার সরবরাহ করা জরুরি। বিড়ালের খাবারে প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট, ভিটামিন ও খনিজ পদার্থের পরিমাণ সঠিকভাবে থাকা উচিত। বিড়ালের খাবার ঘন ঘন পরিবর্তন করা উচিত নয়।

• 👉বিড়ালের স্বাস্থ্য পরীক্ষা ও টিকাদান👇

বিড়ালের স্বাস্থ্য পরীক্ষা ও টিকাদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিড়ালকে বিভিন্ন রোগের বিরুদ্ধে টিকা দেওয়া দরকার।

• 👉বিড়ালের আচরণ👇

বিড়ালের আচরণের দিকে খেয়াল রাখতে হবে। বিড়াল মাঝে মাঝে আগ্রাসী আচরণ করতে পারে। এক্ষেত্রে তাদের ধৈর্য ধরে ও ভালোবাসা দিয়ে সামলাতে হবে।

• 👉বিড়ালের নিরাপত্তা👇

বিড়ালের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। বিড়াল উঁচু জায়গায় উঠতে পছন্দ করে। তাই তাদের নিরাপদ স্থানে রাখার ব্যবস্থা করতে হবে। এছাড়াও, বিড়ালকে বিষক্রিয়া, আঘাত ইত্যাদি থেকে রক্ষা করার জন্য সতর্কতা অবলম্বন করতে হবে!!

Dr. Md. Mehedi Hasan (DVM)
Pet animal Consultant & Surgeon

টুনি বাবুটার ম্যাগোড অপারেশন সম্পন্ন হল। আপনাদের বিড়ালের শরীরে যেকোনো ধরনের ক্ষত দেখলে কখনোই অবহেলা করবেন না। যত দ্রুত ...
06/05/2024

টুনি বাবুটার ম্যাগোড অপারেশন সম্পন্ন হল। আপনাদের বিড়ালের শরীরে যেকোনো ধরনের ক্ষত দেখলে কখনোই অবহেলা করবেন না। যত দ্রুত সম্ভব নিকটস্থ ভেট ডক্টর এর সাথে যোগাযোগ করবেন। ক্ষতস্থানে ম্যাগট হলে সেটা টক্সিন সিক্রেশন করে। ফলে যথাসময়ে পোকা না বের করলে বিড়াল সেফটিসেমিয়া হয়ে মারা যাওয়া সম্ভাবনা থাকে।

দীর্ঘ সময় প্রসব বেদনায় কষ্ট করার পর মালিকের আদরের এই পার্শিয়ান মিনি বিড়ালটার চারটি বাচ্চা ভূমিষ্ঠ হল। আপনাদের পোষা প...
06/05/2024

দীর্ঘ সময় প্রসব বেদনায় কষ্ট করার পর মালিকের আদরের এই পার্শিয়ান মিনি বিড়ালটার চারটি বাচ্চা ভূমিষ্ঠ হল। আপনাদের পোষা প্রাণীর যেকোনো ধরনের সমস্যায় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা আপনাদের পাশে থাকার যথাসাধ্য চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।

এখন থেকে "পেট হেলথ্ কেয়ার" সকাল ১০টা থেকে রাত ১০টা পযন্ত আপনার পোষা প্রাণীর সেবায় খোলা থাকবে। সেই উপলক্ষে মে মাস ব্যাপি ...
01/05/2024

এখন থেকে "পেট হেলথ্ কেয়ার" সকাল ১০টা থেকে রাত ১০টা পযন্ত আপনার পোষা প্রাণীর সেবায় খোলা থাকবে। সেই উপলক্ষে মে মাস ব্যাপি ১০-৪০% পযন্ত সকল সেবার উপর ছাড় থাকবে।

🥰

🏥 Address :
Shaheed Nur Hossain Tower(Ground floor), Opposite of Lalkuthi Boro masjid, Mazar Road, Mirpur-1, Dhaka-1216

📱For Appointment :
+88 01833913331, +8801799269786

Google map:

https://www.google.com/maps/place/23%C2%B047'23.5%22N+90%C2%B020'54.4%22E/@23.7898611,90.3484444,16z/data=!4m4!3m3!8m2!3d23.7898611!4d90.3484444?hl=en






🥰 baby cat Meow..💚💚💚 Expulsion of fetus💚 Correction retaintion of Placenta💚 Flushing of UterusSuccessfully Done👨‍⚕️👨‍⚕️🏥...
17/04/2024

🥰 baby cat Meow..💚💚

💚 Expulsion of fetus

💚 Correction retaintion of Placenta

💚 Flushing of Uterus
Successfully Done👨‍⚕️👨‍⚕️

🏥 Address :
Shaheed Nur Hossain Tower(Ground floor), Opposite of Lalkuthi Boro masjid, Mazar Road, Mirpur-1, Dhaka-1216

📱For Appointment :
+88 01833913331, +8801799269786

Google map:

https://www.google.com/maps/place/23%C2%B047'23.5%22N+90%C2%B020'54.4%22E/@23.7898611,90.3484444,16z/data=!4m4!3m3!8m2!3d23.7898611!4d90.3484444?hl=en






এই প্রচন্ড গরমে আপনার পার্শিয়ান বিড়ালকে দ্রুত ট্রিমিং করিয়ে  নিন।
16/04/2024

এই প্রচন্ড গরমে আপনার পার্শিয়ান বিড়ালকে দ্রুত ট্রিমিং করিয়ে নিন।

পেট হেলথ্ কেয়ার এর পক্ষ থেকে সবাই কে জানায় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা। 😻😻
10/04/2024

পেট হেলথ্ কেয়ার এর পক্ষ থেকে সবাই কে জানায় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা। 😻😻

01/04/2024

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পেট হেল্থ কেয়ারে সাধারণ হেলথ চেকআপ থেকে শুরু করে জটিল অপারেশন, ভ্যাকসিনেশনে চলছে ১০-৩০ % ডিসকাউন্ট.....
ভ্যাকসিনেশন:
American Nobivac + Rabies =1500 tk
American Pure Vax + Rabies =1400 tk
Dog vaccine DHPPL + Rabies = 1400 tk
Operation:
Cat Spay( Cosmetic surgery) + medicine = 2500 tk
Dog Spay (Cosmetic surgery)+ Medicine = 3000 tk
Cat Neuter(Cosmetic surgery) + Medicine= 1400 tk
Dog Neuter(Cosmetic surgery) + Medicine = 1900 tk

আমাদের স্টক সীমিত, আর অফার চলবে পবিত্র ঈদুল ফিতরের আগ পর্যন্ত। তাই এখনই যোগাযোগ করে আপনার পোষা প্রাণীর যথাযত চিকিৎসার জন্য অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিন।

অফিসের সময় প্রতিদিন (2.00 pm - 10.00 pm)
শনিবার (10.00 am - 10.00 pm)।

Mirru😻😻বিল্লুটার  স্পে ( Spay)   সম্পন্ন হল, সাথে সাবকিউটেনিয়াস টিউমারও কারেকশন করা হয়েছে।  খুব অল্প পরিমাণ ইনসিশন দিয়ে...
30/03/2024

Mirru😻😻
বিল্লুটার স্পে ( Spay) সম্পন্ন হল, সাথে সাবকিউটেনিয়াস টিউমারও কারেকশন করা হয়েছে। খুব অল্প পরিমাণ ইনসিশন দিয়ে কসমেটিক সার্জারি (Cosmetic Surgery) করার মাধ্যমে বন্ধ্যা (Sterile) করা হলো। যেখানে সুতা কাটাকাটির জন্য বা মেডিসিন নেয়ার জন্য আসতে হবে না। 💉💉✂️💊
আপনার পোষা প্রাণীর যেকোনো জরুরী সেবা বা ক্রিটিকাল যে কোন ধরনের সার্জারির জন্য এখনই এপয়েন্টমেন্ট নিয়ে নিন আমাদের এই নাম্বারে।
mob no : 01833-913331, 01799-269786

🏥 Address :
Shaheed Nur Hossain Tower(Ground floor), Opposite of Lalkuthi Boro masjid, Mazar Road, Mirpur-1, Dhaka-1216

📱For Appointment :
+88 01833913331, +8801799269786

Google map:

https://www.google.com/maps/place/23%C2%B047'23.5%22N+90%C2%B020'54.4%22E/@23.7898611,90.3484444,16z/data=!4m4!3m3!8m2!3d23.7898611!4d90.3484444?hl=en





Rabii💊😺😺✂️বিল্লুটার  নিউটার সম্পন্ন হল। স্ক্রুটয়ামের একপাশে খুব অল্প পরিমাণ ইনসিশন দিয়ে কসমেটিক সার্জারি (জিরো ব্লিডিং...
25/03/2024

Rabii💊😺😺✂️

বিল্লুটার নিউটার সম্পন্ন হল। স্ক্রুটয়ামের একপাশে খুব অল্প পরিমাণ ইনসিশন দিয়ে কসমেটিক সার্জারি (জিরো ব্লিডিং) করার মাধ্যমে নিউটার করা হলো। আপনার পোষা প্রাণীর যেকোনো জরুরী সেবা বা ক্রিটিকাল যে কোন ধরনের সার্জারির জন্য এখনই এপয়েন্টমেন্ট নিয়ে নিন আমাদের এই নাম্বারে।
mob no : 01833-913331, 01799-269786



























Mazzy😻😻বিল্লুটার  স্পে ( Spay)   সম্পন্ন হল। খুব অল্প পরিমাণ ইনসিশন দিয়ে কসমেটিক সার্জারি  (Cosmetic Surgery) করার মাধ্...
20/03/2024

Mazzy😻😻
বিল্লুটার স্পে ( Spay) সম্পন্ন হল। খুব অল্প পরিমাণ ইনসিশন দিয়ে কসমেটিক সার্জারি (Cosmetic Surgery) করার মাধ্যমে বন্ধ্যা (Sterile) করা হলো। যেখানে সুতা কাটাকাটির জন্য বা মেডিসিন নেয়ার জন্য আসতে হবে না। 💉💉✂️💊
আপনার পোষা প্রাণীর যেকোনো জরুরী সেবা বা ক্রিটিকাল যে কোন ধরনের সার্জারির জন্য এখনই এপয়েন্টমেন্ট নিয়ে নিন আমাদের এই নাম্বারে।
mob no : 01833-913331, 01799-269786

🏥 Address :
Shaheed Nur Hossain Tower(Ground floor), Opposite of Lalkuthi Boro masjid, Mazar Road, Mirpur-1, Dhaka-1216

📱For Appointment :
+88 01833913331, +8801799269786

Google map:

https://www.google.com/maps/place/23%C2%B047'23.5%22N+90%C2%B020'54.4%22E/@23.7898611,90.3484444,16z/data=!4m4!3m3!8m2!3d23.7898611!4d90.3484444?hl=en





😺😺 VUTU 😻😻ট্রিমিং  সম্পন্ন হল 2 সাইজে। গরম আর বিভিন্ন স্কিন সমস্যা থেকে আপনার আদরের বাচ্চাকে বাঁচাতে বছরে অন্তত একবার ট্...
19/03/2024

😺😺 VUTU 😻😻
ট্রিমিং সম্পন্ন হল 2 সাইজে।
গরম আর বিভিন্ন স্কিন সমস্যা থেকে আপনার আদরের বাচ্চাকে বাঁচাতে বছরে অন্তত একবার ট্রিমিং এর বিকল্প নাই।

তাই আজই ৩০% ডিসকাউন্টে আপনার পোষা প্রাণীর যেকোনো জরুরী সেবা বা ক্রিটিকাল যে কোন ধরনের সার্জারির জন্য এখনই এপয়েন্টমেন্ট নিয়ে নিন আমাদের এই নাম্বারে।
mob no : 01833-913331, 01799-269786

🏥 Address :
Shaheed Nur Hossain Tower(Ground floor), Opposite of Lalkuthi Boro masjid, Mazar Road, Mirpur-1, Dhaka-1216

📱For Appointment :
+88 01833913331, +8801799269786

Google map:

https://www.google.com/maps/place/23%C2%B047'23.5%22N+90%C2%B020'54.4%22E/@23.7898611,90.3484444,16z/data=!4m4!3m3!8m2!3d23.7898611!4d90.3484444?hl=en












★ ★আপনার প্রিয় পোষা প্রাণী (বিড়ালকে)কোন বয়সে কোন সেবা দেবেন জেনে নিন ★★১) বয়স ১ মাস হলে প্রথম কৃমির ডোজ (deworming) ...
18/03/2024

★ ★আপনার প্রিয় পোষা প্রাণী (বিড়ালকে)কোন বয়সে কোন সেবা দেবেন জেনে নিন ★★

১) বয়স ১ মাস হলে প্রথম কৃমির ডোজ (deworming) (১ম,৩য় ও ৭ম দিন, ঔষধ ও ওজন অনুযায়ী কৃমির ডোজ হবে)
২) বয়স ২ মাস: প্রথম ভ্যাকসিনেশন-ফ্লু টিকা
৩) বয়স ৩ মাস: দ্বিতীয় ভ্যাকসিনেশন- ফ্লু (বুস্টার ডোজ) + জলাতঙ্ক টিকা।
৪) বিড়ালকে প্রতিদিন নিয়মিত পুষ্টিকর খাবার, প্রয়োজনে কিছু রুচি বর্ধক ওষুধ, ভিটামিন ও মিনারেল খাওয়াতে পারেন।
৫) বয়স ৪-৬ মাস: মেয়ে বিড়ালকে বন্ধ্যাত্বকরণ (spaying) (প্রয়োজন হলে)।
৬) বয়স ৪-৬ মাস: ছেলে বিড়ালকে নিউটারিং (প্রয়োজন হলে)।
৭) বয়স ৬ মাস: ফ্লী / উকুন এর ট্রিটমেন্ট শুরু এবং ৬ মাস পরপর পুনরায় ডোজিং।
৮) প্রত্যেক ৩ মাস পরপর কৃমিমুক্তকরণ।
৯) প্রতিবছর ভ্যাকসিন বুস্টারিং (১২ মাস পরপর),
১০)বছরে কয়েকবার প্রয়োজন হলে গ্রুমিং, ট্রিমিং (লোম ছাটা) করাতে পারেন (পার্সিয়ান বিড়ালের ক্ষেত্রে বেশি প্রয়োজন হয়)
১১) প্রয়োজন হলে বছরে কয়েকবার শারীরিক চেকাপ।
১২) কোন সময় কোন ধরনের অস্বাভাবিক লক্ষণ /শারীরিক অসুস্থতা দেখা দিলে নিকটস্থ ভেট ডাক্তারের পরামর্শ নিন।
অত্যাবশকীয়ভাবে এই ১২ টি কাজ করলে আপনার পোষা বিড়ালটির সুস্বাস্থ্য নিশ্চিত হবে ইনশাআল্লাহ।

আপনার পোষা প্রাণীর যেকোনো জরুরী সেবা বা ক্রিটিকাল যে কোন ধরনের সার্জারির জন্য এখনই এপয়েন্টমেন্ট নিয়ে নিন আমাদের এই নাম্বারে। আপনাদের জন্য রয়েছে আকর্ষণীয় অফার /ডিসকাউন্ট। (৩০% পর্যন্ত)

📱For Appointment :
Mob no : 01833-913331, 01799-269786

🏥 Address :
Shaheed Nur Hossain Tower(Ground floor), Opposite of Lalkuthi Boro masjid, Mazar Road, Mirpur-1, Dhaka-1216

16/03/2024
😺😺 BUNTY & MONTY 😻😻ট্রিমিং  সম্পন্ন হল ওয়ান সাইজে। গরম আর বিভিন্ন স্কিন সমস্যা থেকে আপনার আদরের বাচ্চাকে বাঁচাতে বছরে অন...
16/03/2024

😺😺 BUNTY & MONTY 😻😻
ট্রিমিং সম্পন্ন হল ওয়ান সাইজে।
গরম আর বিভিন্ন স্কিন সমস্যা থেকে আপনার আদরের বাচ্চাকে বাঁচাতে বছরে অন্তত একবার ট্রিমিং এর বিকল্প নাই।

তাই আজই ৩০% ডিসকাউন্টে আপনার পোষা প্রাণীর যেকোনো জরুরী সেবা বা ক্রিটিকাল যে কোন ধরনের সার্জারির জন্য এখনই এপয়েন্টমেন্ট নিয়ে নিন আমাদের এই নাম্বারে।
mob no : 01833-913331, 01799-269786

🏥 Address :
Shaheed Nur Hossain Tower(Ground floor), Opposite of Lalkuthi Boro masjid, Mazar Road, Mirpur-1, Dhaka-1216

📱For Appointment :
+88 01833913331, +8801799269786

Google map:

https://www.google.com/maps/place/23%C2%B047'23.5%22N+90%C2%B020'54.4%22E/@23.7898611,90.3484444,16z/data=!4m4!3m3!8m2!3d23.7898611!4d90.3484444?hl=en












বিল্লু দুইটার ট্রিমিং  সম্পন্ন হল ওয়ান সাইজে। গরম আর বিভিন্ন স্কিন সমস্যা থেকে আপনার আদরের বাচ্চাকে বাঁচাতে বছরে অন্তত এ...
13/03/2024

বিল্লু দুইটার ট্রিমিং সম্পন্ন হল ওয়ান সাইজে। গরম আর বিভিন্ন স্কিন সমস্যা থেকে আপনার আদরের বাচ্চাকে বাঁচাতে বছরে অন্তত একবার ট্রিমিং এর বিকল্প নাই।

তাই আজই ৩০% ডিসকাউন্টে আপনার পোষা প্রাণীর যেকোনো জরুরী সেবা বা ক্রিটিকাল যে কোন ধরনের সার্জারির জন্য এখনই এপয়েন্টমেন্ট নিয়ে নিন আমাদের এই নাম্বারে।
mob no : 01833-913331, 01799-269786

🏥 Address :
Shaheed Nur Hossain Tower(Ground floor), Opposite of Lalkuthi Boro masjid, Mazar Road, Mirpur-1, Dhaka-1216

📱For Appointment :
+88 01833913331, +8801799269786

Google map:

https://www.google.com/maps/place/23%C2%B047'23.5%22N+90%C2%B020'54.4%22E/@23.7898611,90.3484444,16z/data=!4m4!3m3!8m2!3d23.7898611!4d90.3484444?hl=en












আপনার আদরের বিড়ালটিকে যে কিনা আপনার সন্তানতুল্য তাকে জেনে বুঝে তারপর ভ্যাকসিন করান।"ভ্যাকসিনের দাম নয়, মান যাচাই করুন।" ...
22/09/2023

আপনার আদরের বিড়ালটিকে যে কিনা আপনার সন্তানতুল্য তাকে জেনে বুঝে তারপর ভ্যাকসিন করান।

"ভ্যাকসিনের দাম নয়, মান যাচাই করুন।"





























Address

Dhaka, Mirpur-1, Mazar Road, Opposite Of Lalkuthi Boro Masjid, Shaheed Nur Hossain Tower (ground Floor), Q8QX+W9 Dhaka
Mirpur

Telephone

+8801799269786

Website

Alerts

Be the first to know and let us send you an email when Pet Health Care posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Pet Health Care:

Videos

Share

Nearby pet stores & pet services