15/02/2023
আশাকরি সবাই ইতিমধ্যে আনন্দের খবরটি জেনে গেছেন যে, আগামী ১০ মার্চ ২০২৩, রোজ শুক্রবার ''এভিয়ান কমিউনিটি অব বাংলাদেশ'' ঢাকার শের-ই-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে- #এভিয়ান_এক্সোটিক_বার্ড_শো_এন্ড_ন্যাশনাল_চ্যাম্পিয়নশীপ_২০২৩! 😍
এই পোস্টে আলোচনা হবে শো এর অন্যতম আকর্ষণ ফিঞ্চ ক্যাটাগরি নিয়ে। চলুন দেখে নেয়া যাক ফিঞ্চ ক্যাটাগরিতে কি কি বিভাগ থাকছে এবং বিভাগগুলোতে কি কি মিউটেশন/কালার ভ্যারাইটি/স্পিসিজের পাখি অংশগ্রহণ করতে পারবে-
# বেস্ট জেব্রা ফিঞ্চ (মেল)
# বেস্ট গোল্ডিয়েন ফিঞ্চ (মেল)
# বেস্ট আদার ফিঞ্চ
# বেস্ট ফিঞ্চ ইন শো!
# বেস্ট জেব্রা ফিঞ্চ (মেল) মিউটেশন :
নরমাল গ্রে (NG), লাইটব্যাক (LB), ডমিনেন্ট সিলভার (DS), ফন (F), হোয়াইট (W), পাইড (P), পেঙ্গুইন (PNG), সিএফডব্লিউ (CFW), সিসিএফডব্লুউ (CCFW), ক্রেস্টেড (CR- উপরের যেকোনো মিউটেশনের পাখির ক্রেস্টেড কম্বিনেশন)
# বেস্ট গোল্ডিয়েন ফিঞ্চ (মেল) কালার ভ্যারাইটি :
হেড কালার- রেড, ইয়েলো, ব্ল্যাক; ব্রেস্ট কালার- পার্পল, হোয়াইট; ব্যাক কালার- গ্রীন, ইয়েলো, ব্লু (আপনার পাখিটিকে অবশ্যই উল্লেখিত হেড, ব্রেস্ট ও ব্যাক কালারগুলোর মিলিত ভ্যরাইটির মধ্যে হতে হবে)
# বেস্ট আদার ফিঞ্চ (মেল/ফিমেল) স্পিসিজ ও মিউটেশন :
জাভা স্প্যারো, লং টেইলড্ ফিঞ্চ, স্টার ফিঞ্চ, আউল ফিঞ্চ, চেরী ফিঞ্চ, মাস্কেড্ ফিঞ্চ, ডায়মন্ড ফায়ার টেইলড্ ফিঞ্চ, রেড ফেসড্ প্যারট ফিঞ্চ, ফায়ার ফিঞ্চ, কর্ডন ব্লিউ ওয়াক্সবিল, অরেঞ্জ চিকড্ ওয়াক্সবিল, ল্যাভেন্ডার ওয়াক্সবিল (এই ১২টি প্রজাতির ফিঞ্চের মধ্যে শুধুমাত্র ওয়াইল্ড মিউটেশনের পাখি অংশগ্রহণ করতে পারবে)
সোসাইটি/বেঙ্গলিজ ফিঞ্চ (পাইড, চকোলেট সেলফ, ফন সেলফ, পার্ল, ইউরো চকোলেট, ইউরো চেস্টনাট/মোকা, ইউরো চকোলেট গ্রে/ব্ল্যাক)
# বেস্ট ফিঞ্চ ইন শো : শো-তে অংশগ্রহণকারী ফিঞ্চের মধ্যে প্রতিটি বিভাগের সেরা পাখিগুলো থেকে নির্বাচিত হবে শো-এর সেরা ফিঞ্চটি! 😍