MINER FEED MILL LTD.

MINER FEED MILL LTD. Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from MINER FEED MILL LTD., kanhor Bazar, Boilor, Trishal, Mymensingh.

আপনার আমার আস্হার নাম
16/11/2020

আপনার আমার আস্হার নাম

14/11/2020

আপনার লোকাল লেয়ার ফাম কি অটোমেটিক ফিডার অটোমেটিক ডিংকার অটোমেটিক লিটার remove করতে চান? তাহলে আমরা আপনাকে এই তিনটি কাজ অতি সহজেই এবং অতি দ্রুত খুব সল্প মুল্য করে দিতে পারব। আপনারা আমাদের ফাম পরিদর্শন করতে পারেন আমরা আপনাদের সহযোগিতা করতে আমাদের কোন কৃপণতা নেই। কারিগরি সহযোগিতার আমি মোঃ মুছা মিয়া (০১৭২৩৬৫৭৫৮০) মোঃ নাদিরুজ্জামান(০১৭২৮৩৮০২৫০)

12/11/2020

অটোমেটিক ফিডার এর সুবিধা
খাদ্যের অপচয় হ্রাস : অটোমেটিক ফিডার ব্যবহারের ফলে খাদ্যের অপচয় কমবে। প্রচলিত ভাবে খাদ্য দেওয়ার সময় অনেক খাদ্য নিচে পরে যায় এবং খাদ্যের সুষম বন্টন সম্ভব হয় না। ফলে খাদ্যের অপচয় হয়। অটোমেটিক ফিডার ব্যবহারের ফলে প্রতি দিন মুরগি প্রতি ৫ গ্রাম খাদ্য কম লাগবে। যদি আপনার ৩০০০ মুরগি থাকে তাহলে প্রতিদিন (৩০০০*৫) গ্রাম বা ১৫ কেজি খাদ্য বাঁচবে। ১৫ কেজি খাদ্যের দাম হয় (১৫ কেজি ৩৫ টাকা করে ) ৫২৫ টাকা। তাহলে মাসে খাদ্য থেকে বাঁচবে (৫২৫*৩০) টাকা বা ১৫,৭৫০ টাকা। এক বছরে বাঁচাবে (১৫,৭৫০*১২) টাকা বা ১৮৯,০০০ টাকা !
লেবার কস্ট হ্রাস : যদি আপনার ৩০০০ মুরগি থাকে তাহলে এই পদ্ধতি ব্যবহার করে মাত্র একজন লেবার দিয়ে ৩০০০ মুরগি লালন পালন করতে পারবেন। তাতে করে ১২ মাসে আপনার লেবার খরচ কমাবে (৯০০০*১২) টাকা বা ১০৮,০০০ টাকা !
ডিমের উৎপাদন বৃদ্ধি : আমরা দেখেছি আমাদের ফার্মে অটোমেটিক ফিডার ব্যবহার শুরুর কিছুদিনের মাঝেই ডিমের উৎপাদন দুই থেকে চার পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে।কারণ আমরা ৫০০০ মুরগিকে মাত্র ২ মিনিট এর মাঝে খাদ্য দিয়ে শেষ করতে পারি। খাদ্য যত অল্প সময়ের মধ্যে দিয়ে শেষ করতে পারবেন উৎপাদনের জন্য ততোই ভালো হবে। খাদ্য দেবার সময় আপনি লক্ষ্য করে দেখবেন আপনি যে জাগায় খাদ্য দিচ্ছেন তার পরের অনেক মুরগি খাদ্যের জন্য লাফালাফি করতে থাকে।যার ফলে উৎপাদন সবসময় কিছু কমই থাকে।মুরগিকে আপনি যত রিলাক্স রাখতে পারবেন আপনার উৎপাদন ততো ভালো থাকবে এবং স্ট্যাবল থাকবে।
ডিমের সাইজ সমান থাকবে : খাদ্যের সুষম বন্টনের ফলে প্রতিটি মুরগি সমান পরিমান খাদ্য পাবে ফলে ডিমের সাইজ সমান হবে।
বায়োসিকিউরিটির উন্নয়ন:যত ওয়ার্কার কম লাগবে বায়োসিকিউরিটির জন্য ততো ভালো হবে।
যোগাযোগ: ০১৭২৩-৬৫৭৫৮০ , ০১৭২৮-৩৮০২৫০

10/11/2020

অটোমেটিক ফিডার এর সুবিধা
খাদ্যের অপচয় হ্রাস : অটোমেটিক ফিডার ব্যবহারের ফলে খাদ্যের অপচয় কমবে। প্রচলিত ভাবে খাদ্য দেওয়ার সময় অনেক খাদ্য নিচে পরে যায় এবং খাদ্যের সুষম বন্টন সম্ভব হয় না। ফলে খাদ্যের অপচয় হয়। অটোমেটিক ফিডার ব্যবহারের ফলে প্রতি দিন মুরগি প্রতি ৫ গ্রাম খাদ্য কম লাগবে। যদি আপনার ৩০০০ মুরগি থাকে তাহলে প্রতিদিন (৩০০০*৫) গ্রাম বা ১৫ কেজি খাদ্য বাঁচবে। ১৫ কেজি খাদ্যের দাম হয় (১৫ কেজি ৩৫ টাকা করে ) ৫২৫ টাকা। তাহলে মাসে খাদ্য থেকে বাঁচবে (৫২৫*৩০) টাকা বা ১৫,৭৫০ টাকা। এক বছরে বাঁচাবে (১৫,৭৫০*১২) টাকা বা ১৮৯,০০০ টাকা !
লেবার কস্ট হ্রাস : যদি আপনার ৩০০০ মুরগি থাকে তাহলে এই পদ্ধতি ব্যবহার করে মাত্র একজন লেবার দিয়ে ৩০০০ মুরগি লালন পালন করতে পারবেন। তাতে করে ১২ মাসে আপনার লেবার খরচ কমাবে (৯০০০*১২) টাকা বা ১০৮,০০০ টাকা !
ডিমের উৎপাদন বৃদ্ধি : আমরা দেখেছি আমাদের ফার্মে অটোমেটিক ফিডার ব্যবহার শুরুর কিছুদিনের মাঝেই ডিমের উৎপাদন দুই থেকে চার পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে।কারণ আমরা ৫০০০ মুরগিকে মাত্র ২ মিনিট এর মাঝে খাদ্য দিয়ে শেষ করতে পারি। খাদ্য যত অল্প সময়ের মধ্যে দিয়ে শেষ করতে পারবেন উৎপাদনের জন্য ততোই ভালো হবে। খাদ্য দেবার সময় আপনি লক্ষ্য করে দেখবেন আপনি যে জাগায় খাদ্য দিচ্ছেন তার পরের অনেক মুরগি খাদ্যের জন্য লাফালাফি করতে থাকে।যার ফলে উৎপাদন সবসময় কিছু কমই থাকে।মুরগিকে আপনি যত রিলাক্স রাখতে পারবেন আপনার উৎপাদন ততো ভালো থাকবে এবং স্ট্যাবল থাকবে।
ডিমের সাইজ সমান থাকবে : খাদ্যের সুষম বন্টনের ফলে প্রতিটি মুরগি সমান পরিমান খাদ্য পাবে ফলে ডিমের সাইজ সমান হবে।
বায়োসিকিউরিটির উন্নয়ন:যত ওয়ার্কার কম লাগবে বায়োসিকিউরিটির জন্য ততো ভালো হবে।
যোগাযোগ: ০১৭২৩-৬৫৭৫৮০ , ০১৭২৮-৩৮০২৫০

08/11/2020

আপনারা অনেকেই অটোমেটিক ফিডার কি কি উপকার পাওয়া যায় সে ব্যাপারে নিশ্চিত হতে চান
১.প্রতি ৩০০০লেয়ার মুরগিতে save হবে ৩০০০০০ (তিন লাখ টাকা) কি অবাক হচ্ছেন? বিস্তারিত জানতে কল করুন ০১৭২৩৬৫৭৫৮০

05/11/2020

লেয়ার ফার্মের আধুনিকায়ন বা যান্ত্রিকীকরন
পোল্ট্রি সফলতা অনেক অংশের নির্ভর করে সঠিক খামার ব্যবস্থাপনার উপর এবং লেবার খরচ কমানোর উপর। আমি আজ আমাদের অভিজ্ঞতার আলোকে তিনটি অতি প্রয়োজনীয় বিষয় নিয়ে কথা বলবো । যেগুলো আপনার ফার্মের লেবার খরচ যেমন কমাবে তেমনি খামার ব্যবস্থাপনাকে দিবে আধুনিকতার ছোঁয়া।
বিষয় তিনটি হলো :
১.Automatic Feeding System বা স্বয়ংক্রিয় খাদ্য সরবরাহ পদ্ধতি
২.Automatic Litter Removal System বা স্বয়ংক্রিয় লিটার অপসারণ পদ্ধতি
৩.Automatic water supply system বা স্বয়ংক্রিয় পানি সরবরাহ পদ্ধতি
আসুন উপরোক্ত বিষয়গুলো সম্পর্কে কিছু ধারণা নেয়া যাক :
১.Automatic Feeding System বা স্বয়ংক্রিয় খাদ্য সরবরাহ পদ্ধতি:পোল্ট্রিতে সফলতা পাবার জন্য স্বল্প সময়ে খাদ্য সরবারহ ও খাদ্যের সুষম বন্টন একটি বড় বিষয়।
হাতে খাদ্য প্রদান করতে গিয়ে আমরা যেসব সমস্যা দেখিছি তা হলো:
খাদ্য দেওয়া শুরু করলে মুরগি গুলো খাদ্য পাবার জন্য অস্থির হয়ে যাই। তখন যদি কোন কারণে খাদ্য দিতে দেরি হয় তাহলে মুরগি লাফালাফি করে ফলে খাদ্যের সুষম বন্টন নিশ্চিত করা সম্ভব হয় না।যার ফলে প্রোডাকশন কমে যাই।অন্যদিকে খাদ্য দিতেই লেবার টাইম এর অনেক অবচয় হয় যা ফার্মের লেবার কস্ট বাড়িয়ে দেয়।
লেবার খরচ কমাতে এবং উপরোক্ত সমস্যা গুলোর সমাধানের জন্য আমরা নিজস্ব চিন্তায় উদ্ভাবন করি Automatic Feeding System বা স্বয়ংক্রিয় খাদ্য সরবরাহের মেশিন। এই মেশিনের উপকারিতা অনেক যা ব্যবহারে ফলে আপনার লেবার খরচ যেমন কমে যাবে তেমনিভাবে উপরুক্ত সমস্যার সমাধান করে আপানার উৎপাদন বৃদ্ধি করবে।এই মেশিন স্থাপন করতে আপনাকে খুব বেশি খরচ করতে হবে না ।
২. Automatic Litter Removal System বা স্বয়ংক্রিয় লিটার অপসারণ পদ্ধতি:
যেকোনো ফার্মের জন্য লিটার ম্যানেজমেন্ট একটি বিশাল চ্যালেঞ্জের কাজ। লিটার পরিষ্কার না করলে যেমন রোগে ছড়ায় আবার ফার্মের পরিবেশ এর উপর পরে এর নেতিবাচক প্রভাব। ফলালফল প্রডাক্টশন কম এবং মুরগি হয় অসুস্থ।
লিটার অপসারণ করতে আমরা যেসব সমস্যায় পড়ি তা হলো :
প্রতিদিন লিটার পরিষ্কার করাটা অনেক কষ্টকর।লেবাররা এই কাজ করতে চাইনা বা ফাঁকি দেয়। লিটার পরিষ্কারের কাজেই লেবারদের অধিকাংশ সময় চলে যাই। এটি একটি নোংরা কাজ তাই এই কাজে লেবার পাওয়াটাও দিনেদিনে কঠিন হয়ে যাচ্ছে।
লেবার খরচ কমাতে এবং উপরোক্ত সমস্যা গুলোর সমাধানের জন্য আমাদের নিজস্ব চিন্তায় উদ্ভাবন করি Automatic Litter Removal System বা স্বয়ংক্রিয় লিটার অপসারণ মেশিন । এই মেশিনটি ব্যবহার করে আপনি খুবই কম খরচে লিটার অপসারণ করতে পারেন। এর সাথে আপনি বায়োগ্যাস প্লান্ট সংযোজন করতে পারেন। তাতে করে আপনার ফার্ম হবে পরিবেশ বান্ধব অন্যদিকে বায়োগ্যাস প্লান্ট থেকে সৃষ্ট গ্যাস জ্বালানি হিসাবে ব্যবহার করতে পারবেন।
৩.Automatic Drinking System বা স্বয়ংক্রিয় পানি সরবরাহ পদ্ধতি :
পাইপের মাধ্যমে নিপল ব্যবহার করে পানি সরবরাহ একটি কার্যকরী উপায়। এটি মুটামুটি প্রচলিত পদ্ধুতি। যদিও এখনো আমাদের দেশের ৮০% ফার্মে নিপল ব্যবহার করা হয় না। নিপল ব্যবহারে পানি বাহিত রোগ কম ছড়ায়। সনাতন পদ্ধতি ব্যবহার করলে প্রতিদিন পাইপ পরিষ্কার না করলে ছত্রাক জনিত রোগ ছড়ায়। দেখা যায় মুরগি প্রায় সময় পানির পাইপে বমি করে দেয়।যদি কোন অসুস্থ মুরগি পানিতে বমি করে তাহলে তা পানির মাধ্যমে পুরো পাইপএর পানিতেই ছড়ায়ে যাই। ফলে পাইপ থেকে যে সব মুরগি পানি পান করবে ওই মুরগি গুলো সংক্রমিত হবার সম্ভাবনা থাকে। এসব সমস্যা সমাধানের জন্য আপনি Automatic Drinking System বা স্বয়ংক্রিয় পানি সরবরাহ পদ্ধতি ব্যবহার করতে পারেন ।
আমরা গত দুই বছর আমাদের তিনটি শেডে উপরোক্ত প্রযুক্তি গুলো সফলতার সাথে ব্যবহার করে আসছি এবং নতুন কিছু শেডে মেশিন গুলো স্হাপনের জন্য কাজ করছি।
উপরোক্ত পদ্ধতি ব্যবহার করে যদি আপনি ফার্ম স্থাপন করেন তাহলে 5000 লেয়ার মুরগি মাত্র ২ জন লেবার এর মাধ্যমে লালনপালন করতে পারবেন।তাতে আপনার লেবার কস্ট যেমন কমবে তেমনি প্রোডাকশনও থাকবে অন্যান্য সাধারণ ফার্ম থেকে বেশি , ইনশাআল্লাহ।
কারিগরি সহযোগিতার জন্য যোগাযোগ করুন :
মোঃ মুসা মিয়া
পরিচালক
মিনার ফিড মিলস লিঃ ,ত্রিশাল ,ময়মনসিংহ।
ফোন :০১৭২৩-৬৫৭৫৮০
মোঃ নাদিরউজ্জামান
পরিচালক
ফস্টার এগ্রো , ত্রিশাল ,ময়মনসিংহ।
ফোন : ০১৭২৮-৩৮০২৫০

17/08/2020

BBA & MBA (accounting & finance must be computer skilled and two years experience feed mill related

Price list MINER FEED MILL MINER FEED MILL LTD.MINER FEED MILL LTD.
13/08/2020

Price list MINER FEED MILL MINER FEED MILL LTD.MINER FEED MILL LTD.

23/08/2019

Sales Representative (SR)
MINER FEED MILLS
View all jobs of this company
Vacancy
02

Job Context
Fresh/ Experienced
Job Responsibilities
To acquire new clients in the specified region/market.
To creat

28/07/2019

Miner feed mill visit korar Jonno apnader ke thanks

১*আপনি কি কম খরচে মুরগি পালন করতে চান ?২*আপনি কি কম জায়গায় বেশি মুরগি পালন করতে চান ?৩*আপনি কি আপনার খামারের ৪৫ শতাংশ ...
05/03/2019

১*আপনি কি কম খরচে মুরগি পালন করতে চান ?

২*আপনি কি কম জায়গায় বেশি মুরগি পালন করতে চান ?

৩*আপনি কি আপনার খামারের ৪৫ শতাংশ পানি সাশ্রয় করতে চান ?

৪*আপনি কি একজন কর্মচারী দিয়ে চার হাজার মুরগি পালন করতে চান ?

৫*আপনি কি ৩০ শতাংশ ঔষধ সাশ্রয় করতে চান ?

৬*আপনি কি আপনার খামারের ১০ শতাংশ তুষ সাশ্রয় করতে চান ?

৭*আপনি কি আপনার খামারের ১০ শতাংশ বিদ্যুৎ বিল সাশ্রয় করতে চান ?

৮*আপনি কি আপনার খামারে ৬০ শতাংশ কাজ কমাতে চান ?

তাহলে ব্যবহার করুন চায়না থেকে আমদানিকৃত
মুরগির নিপল ড্রিংকার

Poultry Water drinking system

ফার্ম এর মুরগির পানি খাওয়ানোর আধুনিক পদ্দতি।

মাঝারি ও বড় পোল্ট্রি ফার্ম এর জন্য অত্যান্ত প্রয়োজনিয়। ফার্ম এর মুরগির মধ্যে পানিবাহিত রোগ প্রতিরোধ করে। মুরগি পানি নষ্ট করতে পারে না।পানি কম লাগে ও পানি থাকে সবসময় বিশুদ্দ।পানির মাধ্যমে ঔষধ প্রয়োগ করাও সহজ।
এটি ব্যবহারের ফলে ফার্মে লোকবল কম লাগে,ঔষধ কম লাগে।

বিশ্বে ও বাংলাদেশের সকল আধুনিক ফার্ম এই পদ্দতি ব্যবহার করে লাভবান হচ্ছে।
ব্যবহার খুবই সহজ।

অর্ডারের নিয়ম:-
আপনাকে এটি আপনার (নিকটস্থ) এস এ পরিবহন অথবা সুন্দরবন কুরিয়ার হতে নিতে হবে। আমরা আপনাকে পাঠিয়ে দিব। কুরিয়ার সার্ভিস চার্জ অগ্রিম বিকাশ করতে হবে বাকি টাকা কুরিয়ার সার্ভিস অফিসে আমাদের পণ্য বুঝে নেওয়ার সময় পেমেন্ট করতে হবে অর্ডার করতে ডায়াল করুন 01723657580

14/07/2018

লেয়ার খ্বতিগস্ত খামারিদের জন্য মিনার ফিড মিল হইতে এজেন্ট রেইটে ফিড সরবাহ করা হচ্ছে। ফিড পরিবহন সুবিধার জন্য ২-৩ জন খামারি একসাথে অাসুন।

Address

Kanhor Bazar, Boilor, Trishal
Mymensingh
2200

Telephone

+8801723657580

Website

Alerts

Be the first to know and let us send you an email when MINER FEED MILL LTD. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to MINER FEED MILL LTD.:

Videos

Share

Nearby pet stores & pet services


Other Mymensingh pet stores & pet services

Show All