মুনু The Rabbit KiNg

মুনু The Rabbit KiNg This page will helping to those people who loves animal(i.e. Rabbits).

একটা বউ থাকলে কি আর এমন একা একা ঘুমানো লাগতো😞😞😞 #জীবডা_বেদনার😴😴
15/06/2020

একটা বউ থাকলে কি আর এমন একা একা ঘুমানো লাগতো😞😞😞
#জীবডা_বেদনার😴😴

Dancing caption..........😆😆😆
01/06/2020

Dancing caption..........😆😆😆

28/05/2020

তরমুজ খেয়ে ঠোঁট লাল করিলাম ☺
Gf এর দেখা পাইলাম না💔💔

Eid Mubarak to everyone...
24/05/2020

Eid Mubarak to everyone...

13/04/2020

বডি মাছাজ 🤪

আসসালামুআলাইকুমশুভ দুপুরচলে এলাম নতুন একটি বিষয় নিয়ে আজকে আলোচনা করতে... #আজকের_বিষয়ঃ- #অতিরিক্ত_গরম_আবহাওয়ার_জন্য_খরগোশ...
11/04/2020

আসসালামুআলাইকুম
শুভ দুপুর
চলে এলাম নতুন একটি বিষয় নিয়ে আজকে আলোচনা করতে...

#আজকের_বিষয়ঃ- #অতিরিক্ত_গরম_আবহাওয়ার_জন্য_খরগোশের_হিট_স্ট্রোকের_লক্ষন___এবং_করনীয়_বিষয়াবলি।

আপনার পোষা খরগোশের তাপ স্ট্রোককে স্বীকৃতি দেওয়া
তাপ খরগোশের পক্ষে খুব বিপজ্জনক হতে পারে। এগুলি মানুষের তুলনায় হিট স্ট্রোকের পক্ষে বেশি সংবেদনশীল, তাই আপনি যদি গরম বোধ করেন তবে আপনার খরগোশটি কেমন অনুভব করছে তা কল্পনা করুন।

হিট স্ট্রোকের লক্ষণগুলি:

১.কানের লালচেভাব
২.দীর্ঘ শ্বাসপ্রশ্বাস
৩.তন্দ্রাচ্ছন্নতা
৪.দুর্বলতা / ধীর গতিবিধি
৫.শুয়ে থাকার পজিশান হবে অনেকটা আন ইউজুয়্যাল (দুমড়ে মুচড়ে থাকার মত)
৬.ল্যাথারজিক চলাফেরা

বি.দ্রঃ-
যদি আপনার খরগোশ এই লক্ষণগুলির কোনটি প্রদর্শিত হয় তবে তাদের কান ঠান্ডা পানির স্প্রে দিয়ে ভিজিয়ে দেয়ার চেষ্টা করুন এবং অবিলম্বে আপনার পশুচিকিৎসককে কল করুন। আপনার খরগোশকে কখনই ঠাণ্ডা জলের নীচে বা ঠান্ডা স্নানের মধ্যে রাখবেন না যদি তারা হিট স্ট্রোকের মতো দেখায় শুধু কান ভিজিয়ে দিবেন।

আপনার পোষা খরগোশের এই অবস্থা রোধে সহায়তা করার জন্য, তাপমাত্রা বাড়ার সাথে সাথে আপনার খরগোশকে শীতল রাখার বিভিন্ন উপায় রয়েছে।

১.আপনার খরগোশের জন্য এমন একটি প্লেস সরবরাহ করুন যা সরাসরি সূর্যের আলো থেকে বাইরে থাকে। সামান্য শেড তাপমাত্রায় বড় পার্থক্য আনতে পারে।

২.স্টোন বা সিরামিক টাইলস এর ফ্লোরে তাদের রাখলে একটি দুর্দান্ত শীতল অনুভূতি সরবরাহ করবে।

৩.যদি ফ্যানের ব্যবস্থা করা যায় তবে সেটা খুবই ভালো কাজ করবে অথবা জানালা খোলা রাখুন যাতে শীতল বাতাসের সরবরাহ পায়!

৪.খরগোশের গায়ে যদি অতিরিক্ত পশম থেকে থাকে তবে তা গরম লাগার অন্যতম কারন,সম্ভব হলে ব্রাশ করে আলগা পশম গুলো তুলে ফেলুন।

৫.খরগোশের ঘরে কিছু ৮-১০°c এর পানির বোতলে রাখতে পারেন যাতে তারা সেটার উপর পা লাগাতে পারে এবং ঘনিভূত পানি চেটে খেতে পারে।

৬.আপনার খরগোশ এর জন্য প্রচুর শীতল মিষ্টি পানি সরবরাহ করুন। আপনি দু'একটি আইস কিউব যুক্ত করতে পারেন এবং তারা যাতে খুশিতে সেটিকে চাটতে পারেন।

৬.তাদের গায়ে একটি স্প্রে দিন। খরগোশ তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে তাদের কান ব্যবহার করে, তাই তাদের কানে কিছুটা পানির কুয়াশা স্প্রে করে আপনি এগুলি শীতল করতে সহায়তা করতে পারেন। কখনই কান যেনো পুরো ভিজে না;

৭.একটি ঠান্ডা ভেজা তোয়ালে দিয়ে তাদের গা মুছিয়ে দিতে পারেন!

৮. পানি ঘাস ও সবজিগুলিকে হাইড্রেটেড রাখতে সহায়তা করে তাই তাদের খাওয়ানোর আগে কিছুক্ষন ভিজিয়ে রেখে তারপর খেতে দিতে পারেন।

এই টিপস এবং কিছু সাধারণ জ্ঞান ব্যবহার করে আপনি হিট স্ট্রোক এড়াতে পারেন। তবে হিট স্ট্রোকের ক্ষেত্রে লক্ষণগুলি জানা গুরুত্বপূর্ণ।

আজ এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ্য থাকুন।

reference :-Animal Fact Guide by P.A Smith.
লেখকঃ-


BSc Honours in Animal Husbandry,
Patuakhali Science and Technology University.

10/04/2020

আসসালামুআলাইকুম,সকলকে এই পড়ন্ত দুপুরের শুভেচ্ছা..

মুনু The Rabbit KiNg
পেইজটিতে আজকে থেকে প্রতি সপ্তাহে আপনাদের জন্য আমরা র‍্যাবিট পালনের জন্য সুবিধামুলক ও শিক্ষনীয় বিষয়গুলো নিয়ে আলোচনা করবো যাতে করে আপনারা সকলে এই সুন্দর আল্লাহর সৃষ্টির বিষয়ে আপনারা সম্মক জ্ঞান অর্জন করতে পারেন এবং ইহা পালনে উৎসাহিত হতে পারেন..

আজ প্রথমেই চলুন জেনে নেই র‍্যাবিট বা খরগোশ সম্পর্কে কিছু কথা..

# র‍্যাবিট বা খরগোশ হলো একটি স্তন্যপায়ী তৃনভোজী প্রানী, যা লেগুমর্ফ গোত্রের প্রানি,
এরা সাধারনত ঘাস,লতাপাতা,তৃন,তরিতরকারি, রান্নার উচ্ছিষ্টাংশ ইত্যাদি খেয়ে বেচে থাকে..

# তারা সাধারনত আশ জাতীয় খাবার বেশি পছন্দ করে থাকে..

# পুরুষ খরগোশকে বলা হয় বাক,মেয়েকে বলা হয় ডো,আর বাচ্চাকে বলা হয় বানি অথবা কিটেন,আর এডাল্ট খরগোশকে বলা হয় কোনেই.খরগোশের একত্রে অনেকগুলো বাচ্চা দিলে তাদের একত্রে বলা হয় লিটার.

# এবার আসুন জানা যাক খরগোশ কত বছর বয়সে মিলনের জন্য উপযুক্ত হয়
ছোট ব্রিড(প্রাজাতি) ১২৫-১৫০ দিন বয়সে
বড় প্রজাতি ১৫০-১৮০ দিন বয়সে ম্যাচিউরড হয় মানে এই বয়সে তারা মিলন করলে বাচ্চা (অফস্প্রিং) দিতে সক্ষম হবে.

# এদের গর্ভকালীন সময়(জেস্টেশন পিরিয়ড) মাত্র ২৮-৩৫ দিন, গড়ে ৩১ দিন মাত্র..
এদেরকে বলা হয় প্রলিফিক(উব্বর) প্রানি কারন এরা বাচ্চা দেয়ার পরপরি আমার মিলন(মেটিং) করার সাথে সাথেই গর্ভবতী (কন্সিভড) হয়ে যায়. তাই আপনি বছরে একটি মাত্র র‍্যাবিট থেকে গড়ে ৪০টি মত বাচ্চা পেতে পারেন।

# এরা সাধারনত দিনে ৮.৪ ঘন্টা ঘুমিয়ে থাকে..
এর যখনি দেখবেন খড় কুটো টেনে ঘরে নিয়ে আসছে তখনি বুঝবেন এরা বাচ্চা দিতে প্রস্তুত.

# এদেরকে বলা হয় কপ্রোফ্যাগি মানে নিজের বিষ্ঠা এরা নিজেরা খায় এবং সেই বিষ্ঠা ৩ থেকে ৪ বার রিসাইকেল করে খায়..এটা খারাপ কিছু নয় কারন এদের খাবারের বেশির ভাগ প্রথমবার হজম হয়না তাই সেটা পুনর্ব্যবহার করে থাকে তাছাড়া বিষ্ঠায় থাকা ব্যাক্টেরিয়া তাদের নতুন খাবার হজমে সহায়তা করে থাকে..যার কারনে খাবার খরচ অনেক বাচিয়ে দেয়.
# এক একটি ছোট বাচ্চা র‍্যাবিট এর মূল্য প্রায় ২০০-২২০ টাকা এবং এডাল্ট ৪০০-৫০০ টাকা এবং মা র‍্যাবিট ৫০০-৭০০ টাকায় ও বিক্রি হয়ে থাকে বাজারে বুঝতেই পারছে কতটা লাভজনক একটি প্রকল্প হতে পারে..তাছাড়া সখের ব্যপারটি তো রয়েছেই..
# ইসলাম ধর্মে র‍্যাবিট খাওয়া হারাম নয় হালাল,এর মাংশের পুষ্টি গুন অনেক বেশি, এটা সম্পুর্ণ ফ্যাটমুক্ত লিন মিট.যা হার্টের জন্য উপকারী * অন্য কোনোদিন মাংশের পুষ্টিগুন নিয়ে আরো একটি পোস্ট করবো ইনশাআল্লাহ আজ এই পর্যন্ত

এতকিছু লেখার কারন একটাই যারা র‍্যাবিট পালবেন অথচ সায়েন্টিফিক বিষয়গুলো জানবেন না তাতো হবে না,উপরে বেশ কিছু টার্ম বাংলার পাশাপাশি উল্লেখ করা হয়েছে এগুলো জানুন এবং একজন শিক্ষিত র‍্যাবিট পালক হউন.

রেফারেন্স ও লেখাঃ- মোঃতুখলিফুল মিয়াদ মঈন
বি.এস.সি অনার্স ইন এনিম্যাল হাজবেন্ড্রি, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়...

সবাই ভালো থাকুন,বাসায় থাকুন,বেশি করে হাত ধৌত করুন,করোনা হইতে সচেতনত হউন এবং আল্লাহ তায়ালাকে স্বরন করুন.
খোদা হাফেজ.

10/04/2020

Banana Time 🥰

07/04/2020
07/04/2020
ইহা একটি বিরল প্রজাতির ব্যঙ্গ 😁😁😁
01/04/2020

ইহা একটি বিরল প্রজাতির ব্যঙ্গ 😁😁😁

30/03/2020

Breakfast Time😋😋

29/03/2020

ইহাও নাকি একটি ঘুমের স্টাইল🙄🙄🙄

29/03/2020

করনাকে দুরে রাখতে চাও🙃
আমার মতোন গোসল করে নাও😁😁

Address

Dhaka
1216

Website

Alerts

Be the first to know and let us send you an email when মুনু The Rabbit KiNg posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share


Other Animal Rescue Service in Dhaka

Show All